ভাই ভাই মডেল ফার্মাসি

ভাই ভাই মডেল ফার্মাসি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাই ভাই মডেল ফার্মাসি, Dhaka.

12/12/2023

বন্ধু মহল বনাম মাষ্টার বাহিনী ২য় গেইম

08/11/2022

নিজস্ব প্রতিনিধিঃ সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে ৮ অক্টোবর মঙ্গরবার সকাল ১০.৩০ মিনিটে, ভার্.....

আজ বিকাল তিনটা থেকে সর্বপ্রকার রোগী দেখবেন ডাক্তার সুবর্ণ আহমদ।
24/09/2022

আজ বিকাল তিনটা থেকে সর্বপ্রকার রোগী দেখবেন ডাক্তার সুবর্ণ আহমদ।

17/09/2022
এখানে সকল প্রকার বেবী ফুড পাওয়া যায়01771465666
25/08/2022

এখানে সকল প্রকার বেবী ফুড পাওয়া যায়
01771465666

নিমিষের উকুন দূর করেপ্রজনে যোগাযোগ করুন 01771465666
21/08/2022

নিমিষের উকুন দূর করে
প্রজনে যোগাযোগ করুন 01771465666

20/08/2022
20/08/2022

আজ বিকাল তিনটা থেকে রোগি দেখবেন। ডাঃ সুবর্ণ আহমদ. ফোন করে অগ্রিম সিরিয়াল দিন।

সকল প্রকার দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়, যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী জয়মন্টপ বাজার মোবাইলঃ ০১৭৯৩২৯০৩৩৯
17/08/2022

সকল প্রকার দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়, যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী
জয়মন্টপ বাজার
মোবাইলঃ ০১৭৯৩২৯০৩৩৯

আজ  বিকাল তিনটা থেকে রোগি দেখবেন। ডাঃ সুবর্ণ আহমদ. ফোন করে অগ্রিম সিরিয়াল দিন।
13/08/2022

আজ বিকাল তিনটা থেকে রোগি দেখবেন। ডাঃ সুবর্ণ আহমদ. ফোন করে অগ্রিম সিরিয়াল দিন।

সতর্কীকরণ পোস্টঃএই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! ...
09/08/2022

সতর্কীকরণ পোস্টঃ

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ।
------সংগৃহীত।

যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী জয়মন্টপ 01771465666
08/08/2022

যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী জয়মন্টপ
01771465666

সকল প্রকার দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়, যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী জয়মন্টপ বাজার মোবাইলঃ ০১৭৯৩২৯০৩৩৯
05/08/2022

সকল প্রকার দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়, যোগাযোগ করুন ভাই ভাই ফার্মেসী
জয়মন্টপ বাজার
মোবাইলঃ ০১৭৯৩২৯০৩৩৯

Address

Dhaka

Telephone

01746600839

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাই ভাই মডেল ফার্মাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share