Animal cute funny smile

Animal cute funny smile Give Star Gift
স্টার গিফট দিন
(6)

19/07/2025

প্রতি রাতে স্বপ্ন নিয়ে ঘুমাই। সকালে দেখব যে আমার কন্টেন মনিটাইজেশন আইসে। জানিনা আমার এই স্বপ্ন কবে পূরণ হবে

19/07/2025

যাদের বাপ-দাদারা কিছু রেখে যায়নি। তাদের দাঁড়িয়ে উঠা কোনো ভাবে সহজ না।🙂 আপনি কি বলেন

19/07/2025

আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতে কি কি বলা হয়
তাহলে আপনি অনেকের সাথেই চলতে পারতেন না

19/07/2025

ছোট মনের মানুষ অন্যকে নিয়ে কথা বলে,
আর বড় মনের মানুষ আইডিয়া নিয়ে কথা বলে, তারা উন্নত সমাজ গড়তে আইডিয়া তৈরি করে

19/07/2025

সঠিক বিনিয়োগ সময় মতো না করলে ভবিষ্যত অনিশ্চিত

18/07/2025

নতুনদেরকে ব্যবহার করে বড়রা
পেয়ে গেছে সফলতার সিঁড়ি আর
নতুনদের হাতে ধরিয়ে দিতেছে আকিজ বিড়ি

18/07/2025

ফলোয়ারের পিছনে না ছুটে কিভাবে ভিউ বাড়ানো যায়, সেটা ভাবেন। ভিউ আসলে ফলোয়ার এমনি বাড়বে

18/07/2025

নিজের ভূল
স্বীকার করতে পারাটা কে আপনি কি ভাবে দেখেন ?

01/07/2025

কোটি টাকার চেক ৫ টাকার কলম দিয়েই সাইন করতে হয়। লাখ টাকার স্বর্ণের বার দিয়ে সাইন করা যায়না। ঈমামের কাজ ঈমাম করে, ক্লিনারের কাজ ক্লিনার করে। কিন্তু আমাদের জীবনে দুজনকেই দরকার। কাউকেই ছোট ভাবার কারণ নেই।

29/06/2025

পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়।

26/06/2025

ছোট্ট একটা জীবন আমাদের । এ জীবনে আমরা না পাওয়ার কথা গুলোই বেশী মনে রাখি, অথচ সৃষ্টিকর্তা উজাড় করে কত কিছু আমাদের দিয়েছেন , কতটুকু কৃতজ্ঞতা জানাই আমরা তাঁর প্রতি? তাই জীবনে সন্তুষ্ট থাকা বড় জরুরি।

25/06/2025

আমরা সবাই জীবনে কোথাও না কোথাও একটা সময় থেমে যাই। মনে হয়, “সবাই ভালো করছে, আমি পারবো না…” কেউ আবার ভাবে, “আমার তো সুযোগ নেই, অভিজ্ঞতা নেই, অর্থ নেই…”

কিন্তু জানেন, সব বদলের শুরু হয় মাত্র একটি সাহসী সিদ্ধান্ত থেকে “আমিও ভালো কিছু করতে পারি।”

সাহসটাই সবচেয়ে বড় স্কিল!
অনেকেই ভাবে, সফল মানুষদের শুরুতেই সব ছিল। টাকা, যোগাযোগ, সাপোর্ট। আসলে না।

👉 অনেক প্রভাবশালীর শুরু হয়েছিল ছোট গ্যারেজে।
👉 অনেক সফল এক্সিকিউটিভরা তাদরে প্রথম ইন্টারভিউ থেকে বাদ পড়েছিলেন।
👉 আমাদের আশেপাশেই এমন মানুষ আছেন, যারা প্রথমে শুনেছেন: “তুমি পারবে না”, তারপর প্রমাণ করেছেন: “আমি পেরেছি!”
👉 তাদের সবার প্রথম অস্ত্র ছিল এই বিশ্বাস: “আমিও ভালো কিছু করতে পারি।”

আপনি যখন বলেন “আমি পারি” তখনই আপনার সামনে নতুন পথ খুলে যায়!

এই ছোট্ট একটা ভাবনা “আমারও ভালো কিছু করার ক্ষমতা আছে…”

এটাই আপনাকে উঠে দাড়াতে সাহায্য করে, শেখায়, ঠেলে দেয় আপনার সম্ভাবনার দিকটায়।

একটা সময় পর আপনি দেখবেন দূরের সেই লক্ষ্যটা ধীরে ধীরে কাছে চলে এসেছে। শুরুটা হয়েছিল একটুখানি সাহস থেকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal cute funny smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share