03/06/2022
পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়!
আমার বিড়াল "Kyrah" এর গত ১লা জুন দুটি বাচ্চা হয়েছে।
প্রথম বাচ্চা টি হাওয়ার সময় ই মারা যায়।
দ্বিতীয় বাচ্চাটি কে অনেক কষ্ট করে বাঁচাই (কারণ Kyrah অনেক ক্লান্ত হয়ে পরে এবং বাবু ডেলিভার করার শক্তি থাকেনা)।২ টি বাবু হবার পরও খেয়াল করলাম ওর পেট ফোলা, আশঙ্কা হলো পেট এ এখনও বাচ্চা আছে। কিন্তু বিড়াল রা সাধারণত ৬ ঘণ্টার মধ্যেই সবগুলো বাচ্চা দিয়ে দেয়।এই ভেবে আর হসপিটাল এ নেই না। পরের দিন (২ রা জুন)অফিস থেকে এসে ওর পেট দেখে মনে হলো নিয়ে একবার দেখিয়ে আসি ভেট কে। নিয়ে গেলাম Robinhood Pet Clinic এ। সেখানে আল্ট্রাসাউন্ড করে জানতে পারি এখনও পেটে দুটি kitten আছে।but Kyrah এর মধ্যে লেবর এর কোনো সিম্পটম ই ছিল না। কৃত্রিম উপায়ে লেবর পেইন উঠানোর ইনজেকশন পুশ করে বাসায় নিয়ে আসি , ভেট বললেন ১ ডোজ এ কাজ না হলে আবার ইনজেকশন দিবেন, এরপরও বাচ্চা না হলে সিজার করতে হবে।কিন্তু,তাতেও কোন কাজ হয় না।৩ ঘণ্টা পরে আবার ভেট এর কাছে নিয়ে গেলে উনি বলে যে সি সেকশন সার্জারি করতেই হবে আর কোনো উপায় নেই। আমি দেরি করে ফেলেছি, সেকেন্ড ডোজ দিয়ে লেবর এখন আর উঠানো যাবে না। পেট কাটতে হবে,তবে সার্জারি উনারা আগামীকাল ৪ টায় করাবেন,পেট এর বাবু গুলো আর বাঁচবে না, আগেই declare দিয়ে দিলেন। অপারেশন করলে Kyrah আর মা হতে পারবে না, Because they will throw away the uterus...।আমি বললাম যে তাহলে এক্ষনি করেন operation! বাচ্চা গুলো হয়ত বাঁচবে।But They straightaway said ‘no‘ to us।বাসায় এসে একজন এক্সপার্ট ভেট এর সাথে ফোন এ যোগাযোগ করলে উনি আমাকে বললেন যে এখনও সুযোগ আছে, লেবর enduce করলে এবার হয়েও যেতে পারে, Hospital থেকে আমাকে মিসগাইড করা হয়েছে, সেকেন্ড টাইম অবশ্যই ইনজেকশন দেয়া যাবে। আমি ফার্মেসি থেকে ইনজেশন টা কিনে নিয়ে এসে আমার বিড়াল এর পায়ে পুশ করি(লাইফ এ কোনোদিন কাউকে ইনজেকশন দেই নি,আমার খুব ভয় লাগে...Do or die situation এ পরে দিয়েই দিলাম)। কিছুক্ষণ পরে দেখি Kyrah আবারো ডেলিভারি করা শুরু করলো। তৃতীয় যেই বেবী টা হয় সেটিও সারভাইভ করে না।১ ঘণ্টা যাবৎ আমি মৃত kitten টা কে rub করি,To ensure any signs of life.But there wasn't any 😞। কিছুক্ষণ পর আবারো একটা বেবী দিল, এটাকে আমি টেনে টেনে বের করেছি, অ্যাম্বিলিকাল কড টা কে কেটে বের করে তাকে পরিষ্কার করে মা এর কাছে দেই। সেদিন রাতে আমি
স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ অনেক টেনশন করেছি বিড়াল গুলো কে নিয়ে।
কিন্তু পরদিন (৩ জুন)ভোর এ ঘটলো আরেক ঘটনা,Kyrah এর চিৎকার এ ঘুম থেকে উঠেই দেখি পঞ্চম Kitten বের হয়েছে।😆
আল্ট্রাসাউন্ড করে ভেট বলেছিল ২ টা আছে,But actually ছিল ৩ টা।So miraculously Kyrah gave birth to the 5th kitten!I was shocked and happy ...বোঝানো সম্ভব না কি যে খুশি লাগছিল। লাস্টলি ৫ টা বাচ্চার মধ্যে ৩ টা কে বাঁচাতে পেরেছি। মা বাচচাকাচ্চাদের নিয়ে খুব ভালো আছে। সবাই দোয়া করবেন।
So this is the story of my cats miraculous delivery.I really hope my experience will help some of you out there.এই ধরনের situation প্রথম এক্সপেরিয়েন্স করলাম অ্যান্ড অনেক কিছু শিখলাম,it was really emotional 😊
ছবির ৩ টা বাচ্চা ৩ দিনে দিয়েছে... ১,২ এবং ৩ জুন!Which is a very rare case...