ডা: ফারুক আহমেদ

ডা: ফারুক আহমেদ DVM(CVASU),CT(India)
Whats app:01700545552
Gmail:[email protected]

26/09/2025

সে আবার আমাদের মাঝে ফিরে এসেছে🥰🥰
৪ মাস পর🥰🥰

26/09/2025
গরম কালে বিড়ালকে সুস্থ রাখতে আপনাদের সতর্ক থাকতে হবে।@অতিরিক্ত গরম লাগলে করণীয় # # ১. বিড়ালের অতিরিক্ত গরম লাগলে অবশ্যই ...
27/04/2025

গরম কালে বিড়ালকে সুস্থ রাখতে আপনাদের সতর্ক থাকতে হবে।
@অতিরিক্ত গরম লাগলে করণীয় # #

১. বিড়ালের অতিরিক্ত গরম লাগলে অবশ্যই খুব দ্রুত তাকে ঠাণ্ডা পরিবেশে নিয়ে আসতে হবে। তবে সরাসরি এসির সবচেয়ে কম তাপমাত্রায় না নিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তেই ঠাণ্ডা করতে হবে।

২. পায়ের পাতা পানিতে ভিজিয়ে রাখতে হবে অথবা ভেজা কাপড়ে পা মুছে দিতে হবে

৩. প্রচুর পানি খেতে দিতে হবে।

৪. যদি হিট স্ট্রোক এর লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে।

# # #কখন বুঝবেন আপনার বিড়ালের অতিরিক্ত গরম লাগছে?

১. বিড়ালের মধ্যে অস্থিরতা এবং ঠাণ্ডা জায়গা খোঁজা

২. শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত হয়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত শরীর চাটা

৩. কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নেওয়া এবং লালা ঝরা

৪. পায়ের পাতা অতিরিক্ত ঘামতে থাকা। এমন কি ফ্লোরে ভেজা দাগ দেখা যায়।

৫. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া।

৬. জিহ্বা এবং নাকের ভেজা অংশ অতিরিক্ত লাল হয়ে যাওয়া

৭. বমি করা

৮. মাথা ঘুরানো

৯. খুব সিভিয়ার কেস এ অজ্ঞান হয়ে যাওয়া।

ডা:ফারুক আহমেদ
ডি.ভি.এম(সিভাসু)

 # #@এই  গরমে পাখিদের সুস্থ রাখায়  করণীয়  # #@ ®সিডমিক্স  থেকে তেল জাতীয় বীজ পরিমাণে কমিয়ে দিতে পারেন - তাতে পাখির শ...
27/04/2025

# #@এই গরমে পাখিদের সুস্থ রাখায় করণীয় # #@

®সিডমিক্স থেকে তেল জাতীয় বীজ পরিমাণে কমিয়ে দিতে পারেন - তাতে পাখির শরীরের উষ্ণতা কমে যাবে।

®পাখির ঘর ঠান্ডা রাখার জন্য বাতাস চলাচলের ব্যবস্থা করে দিন। এডজাস্টেড ফ্যান লাগাতে পারেন।

®সপ্তাহে তিন দিন পাখিদের গোসলের ব্যবস্থা করবেন। বড় পাত্রে পানি দেবেন / পাখির শরীরে স্প্রে করে দেবেন।

®সফট ফুড থেকে, পাখিকে উষ্ণ করে এই ধরনের উপাদান একেবারেই কমিয়া বা বন্ধ করে দিন।

®পাখি কোন ভাবেই ব্রিডে দিবেন না। বক্স বা হাড়ি যদি লাগানো থাকে তবে তা খুলে ফেলুন।

®পাখির শরীর ঠান্ডা রাখে এ ধরনের খাবার খাওয়াবেন। যেমন পানির সাথে এলোভেরা জুস দিতে পারেন। সফট ফুড হিসেবে শসা দিতে পারেন।

® পাখির দিকে খেয়াল রাখবেন, কোন পাখিকে দেখে অসুস্থ মনে হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবেন।
For more information Follow my page # # # #

ডা:ফারুক আহমেদ
ডি.ভি.এম(সিভাসু)

Persian breed cat # #
24/04/2025

Persian breed cat # #

24/04/2025

বিড়ালকে সুস্থ রাখতে নিয়মিত ভ্যাকসিন করান(Rabies+Flu Vaccine) # #

* বিড়াল বা কুকুর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে।সেই প্রাণী দ্বারা কামড় বা আচরের শিকার হলে আক্রমণের সঙ্গে সঙ্গে অন্তত ২৪ ঘণ্ট...
24/04/2025

* বিড়াল বা কুকুর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে।সেই প্রাণী দ্বারা কামড় বা আচরের শিকার হলে আক্রমণের সঙ্গে সঙ্গে অন্তত ২৪ ঘণ্টার মধ্যেই টিকা নিয়ে নেওয়া উচিত। * শুধু গৃহপালিত কুকুর ও বিড়ালের কামড়ের পর যদি সেই প্রাণী পরবর্তী ১০ দিন সম্পূর্ণ সুস্থ থাকে, তবে ১৪ ও ২৮তম দিনে টিকা না দিলেও হবে।

05/02/2025

একটা মানুষ কি পরিমান সাইকো হলে একটা অবলা প্রাণিকে এই ভাবে মারতে পারে🥲।
পৃথিবীতে একটা মানুষের যেমন বাঁচার অধিকার একটা প্রাণিরও একই রকম বাঁচার অধিকার আাছে🙀।
এই লোকটাকে ধরে পুলিশে দিন যদি কেউ চিনে থাকেন।এই নর পশুদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন😡

05/12/2024

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স নিয়ন্ত্রণে বাংলাদেশের ভেটেরিনারিয়ানদের গুরুত্ব:

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (AMR) আজকের বিশ্বে এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবাণুনাশক ও অ্যান্টিবায়োটিকের অযাচিত এবং অতিরিক্ত ব্যবহার জীবাণুগুলিকে ধীরে ধীরে এই ওষুধের প্রতি প্রতিরোধী করে তুলছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে যেখানে পশুপালন ও পোল্ট্রি শিল্প অর্থনীতির বড় একটি অংশ দখল করে আছে, সেখানে ভেটেরিনারিয়ানদের ভূমিকা এ সমস্যা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভেটেরিনারিয়ানদের ভূমিকা

১. সচেতনতা বৃদ্ধি

বাংলাদেশের গ্রামীণ সমাজে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে খামারীরা অনেক ক্ষেত্রেই সঠিক জ্ঞান রাখেন না। ভেটেরিনারিয়ানরা মাঠপর্যায়ে কাজ করে খামারীদের অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, ডোজ এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে পারেন।

২. রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা

অনেক সময় পশু ও পাখির ছোটখাটো রোগের জন্যও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ভেটেরিনারিয়ানরা সঠিক রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের বিকল্প চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৩. অ্যান্টিবায়োটিক প্রয়োগের নিয়ম মেনে চলা

ভেটেরিনারিয়ানরা নিশ্চিত করতে পারেন যে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী এবং সঠিক ডোজে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া Withdrawal Period (অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর খাবার হিসাবে পশু-পাখি ব্যবহারের সময়কাল) সম্পর্কে সঠিক নির্দেশনা দিয়ে তারা জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

৪. গবেষণা ও ডেটা সংগ্রহ

AMR সংক্রান্ত গবেষণা এবং আক্রান্ত এলাকা চিহ্নিত করতে ভেটেরিনারিয়ানরা ভূমিকা রাখতে পারেন। তারা জীবাণুর রেজিস্টেন্স ধরণ শনাক্ত করতে পারেন, যা পরবর্তী নীতিমালা প্রণয়নে সাহায্য করবে।

৫. ভ্যাকসিন এবং প্রতিরোধমূলক পদ্ধতি

ভ্যাকসিন এবং অন্যান্য প্রতিরোধমূলক পদ্ধতির প্রচার ও প্রয়োগে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিহার্য। রোগ প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবহার অ্যান্টিবায়োটিকের চাহিদা কমিয়ে আনে।

চ্যালেঞ্জ ও করণীয়

বাংলাদেশে ভেটেরিনারি খাতের সামনে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।

পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব

অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা

তহবিল এবং গবেষণা সুযোগের সীমাবদ্ধতা

এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সহযোগিতা জরুরি। ভেটেরিনারিয়ানদের জন্য উন্নত প্রশিক্ষণ, গবেষণায় বিনিয়োগ এবং কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স নিয়ন্ত্রণে ভেটেরিনারিয়ানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সঠিক পরিকল্পনা, নীতিমালা, এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা AMR-এর মতো বৈশ্বিক সমস্যার সমাধানে অবদান রাখতে পারবেন। এজন্য ভেটেরিনারিয়ানদের যথাযথ প্রশিক্ষণ এবং পেশাগত সুযোগ নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

কপি পোষ্ট

পবিত্র এই ঈদ-উল-ফিতরের দিনের ওসিলায়,আল্লাহ ফিলিস্তিন এর মুসলমানদের রক্ষা করুন।সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা🥰🥰
11/04/2024

পবিত্র এই ঈদ-উল-ফিতরের দিনের ওসিলায়,আল্লাহ ফিলিস্তিন এর মুসলমানদের রক্ষা করুন।
সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা🥰🥰

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে;...
17/02/2024

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?

অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে; তাই অবহেলা করি। ফলে অবস্থা খারাপ হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল করতে হবে যে বিড়ালটি হিট এ এসেছে নাকি অসুস্থ?

আসুন জেনে নেই বিড়ালের হিট বলতে কি বুঝিঃ-

বিড়ালের হিট (Heat) বলতে বুঝায়, একটি Un-Spayed বিড়ালের এমন অবস্থা যে সে মিলনের জন্য প্রস্তুত থাকে। বিড়ালের হিট সাইকেল ২১-২৮ দিনের হয়ে থাকে। এই সময়ে ২-৫ বা ১ সপ্তাহ পর্যন্ত বিড়ালের মাঝে কিছু অস্বাভাবিক লক্ষন দেখা যায়। এই অস্বাভাবিক অবস্থাই হিট।
সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে হিট এ আসে, এবং পার্সিয়ান জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে হিট এ আসে।

কিভাবে বুঝবেন আপনার বিড়ালের হিট এসেছে?

বিড়াল হিট এ আসলে সবচেয়ে কমন যে লক্ষণ গুলো লক্ষনীয় তা হলোঃ-
১। অস্বাভাবিক উচ্চস্বরে ডাকা এবং বেশি করে তার শরীর চাটা।
২। মাটিতে বা মানুষকে বা অন্য যেকোন কিছুতে আঁচড়ানো ও মেঝেত গড়াগিড় দওয়া।
৩। বাহিরে ছুটে চলে যাওয়ার প্রবণতা (এ সময় বাসার জানালা বন্ধ রাখবেন)
৪। সর্বক্ষণ অস্থিরতা ও খাবার গ্রহনে অনিহা।
৫। গায়ের সাথে বা সকল বস্তুর সাথে লেজ ঘষে ঘষে হাঁটা।
৬। *** বিশেষ লক্ষণ হচ্ছে, বিড়ালের পিঠে বা লেজের দিকে ধরলে বা স্ক্র্যাচ করলে সে লেজ উঁচু করে মাথা কিছুটা নিচু করে ভেজাইনা/জরায়ু উপরের দিকে এগিয়ে দিবে।
৭। মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চাওয়া।

Edible and Non edible feed for cat and Dog.
20/01/2024

Edible and Non edible feed for cat and Dog.

Address

Banasree
Dhaka
2150

Alerts

Be the first to know and let us send you an email when ডা: ফারুক আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা: ফারুক আহমেদ:

Share

Category