MaomiMaxim Pawmily - Foster Home

MaomiMaxim Pawmily - Foster Home Everything cat and furball-y.
(4)

রাইতের বাজে সারে বারোটা  আর আমার ঘরে নাটক চলে। তুকু আর মিকি কে আমার বুকের কাছে শুবে😓মিকিকে তাড়ায় দিছে তুকু , এখন রিল্যাক...
25/06/2025

রাইতের বাজে সারে বারোটা আর আমার ঘরে নাটক চলে।
তুকু আর মিকি কে আমার বুকের কাছে শুবে😓
মিকিকে তাড়ায় দিছে তুকু , এখন রিল্যাক্সে শুইয়ে দেখতেছে, দিন দিন বড্ড হিংসুক হচ্ছে বাচ্চাটা।
নিজের বাসায় যাওয়ার সময় সন্নিকটে আর তিনি মায়ার বাধঁনে বাধঁতে চাচ্ছেন জোড় করে।
আগে বিছানায় থাকলেও তুকু বুকের কাছে এসে থাকেনি কখনও। মিকি সব সময় থাকত, মিকিরে দেখে বড্ড হিংসুক হইছে বুড়ায়🫰🫰

25/06/2025

#ইউজি বহুদিন পর তার মাকে পেয়েছে❤️❤️
কি করবে না করবে বুঝে পাচ্ছে না গাইস। আজ বদ মহিলার সাথে খুব ভাব হইছে😓

গলার সাউন্ড মনযোগ দিয়ে শুনেন তাইলে বুঝবেন কি খুশি হয়েছে বাচ্চাটা আমার।

এই খিউট খিউট কিটেন গুলো কার লাগবে হাত তোলেনভাল কোয়ালিটির  বাচ্চা তাই দাম ভালই হবে।১০-১৫ জুলাই হ্যান্ডওভার করা হবে
24/06/2025

এই খিউট খিউট কিটেন গুলো কার লাগবে হাত তোলেন
ভাল কোয়ালিটির বাচ্চা তাই দাম ভালই হবে।
১০-১৫ জুলাই হ্যান্ডওভার করা হবে

এক খানা ঝুলন্ত রাইত থুক্কু বিলই
23/06/2025

এক খানা ঝুলন্ত রাইত থুক্কু বিলই

22/06/2025

ছবি ভিডিও দিয়ে
মোবাইল ভরা কিন্তু পোস্টাবার মত সামান্য ইচ্ছে শক্তিও নাই।
সিদ্ধন্ত নিয়া নিছি আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত কোন বিলই নিব না ঘরে।
এদ্দিন লম্বা রেস্টে থাকুম

বাইচ্চা আছি ইয়া জানান দেবার জন্য দুইডা পোস্ট করুম

এই বেতের দোলনাটা কোন এক আপু তার বেবির জন্য নিয়েছিল, বেবি তো থাকেই নাই অপরদিকে মেলা জায়গা দখল করেন ইনি চ্যাগায় খাড়ায় থাইক...
22/06/2025

এই বেতের দোলনাটা কোন এক আপু তার বেবির জন্য নিয়েছিল, বেবি তো থাকেই নাই অপরদিকে মেলা জায়গা দখল করেন ইনি চ্যাগায় খাড়ায় থাইক্ক্যা।

পরে অর্ধেক দামে আই নিয়া নিছিলাম ম্যাওমীর জন্য
এটা কি যে পছন্দ আমার বাচ্চাটার বলার বাইরে সে রাতেও এখানে থাকত।

এখন ছয়টা পাজি ঘরে আসায় ম্যাওমী পাত্তাই পায়না😭
বেচারির মনটা খুবই খারাপ।💔
তাই আইজ সিদ্ধান্ত নিয়াছি যেই এখানে উঠবে তারেই পাছায় দুরুম দুরুম দিব, ইহা শুধু আমার মেয়ের জন্য🫰

বিঃদ্রঃ ইহা দেখে অনেকে কইয়াই ফ্যালায় আপু আপনার বেবিটা দেখান না একটু 🫣
কই কিয়ের বেবি কয় এই যে দোলনা। এখন বেবির বয়স কত🐸
আই বুড়া বয়সে বেবি কই পামু গাইস

কে কইবে এই ভদ্রতার পিছনে ইসরাইলি শ তানি লুকায়িত আছে🥱🥱
21/06/2025

কে কইবে এই ভদ্রতার পিছনে ইসরাইলি শ তানি লুকায়িত আছে🥱🥱

জীবনে মানুষকে যতই  সুযোগ দিবেন মানুষ ততই আপনার ঘাড়ে চেপে বসবে।যত নম্র হবেন তত মাথাহ উঠে নাচবে।বসতে দিবেন শুইতে চাইবে।হেস...
20/06/2025

জীবনে মানুষকে যতই সুযোগ দিবেন মানুষ ততই আপনার ঘাড়ে চেপে বসবে।
যত নম্র হবেন তত মাথাহ উঠে নাচবে।
বসতে দিবেন শুইতে চাইবে।
হেসে কথা বলবেন বলদ মনে করবে।
কিছু বলবেন না নীরবে সহ্য করবেন অসহনীয় ব্যাথা পবেন।
যতটা খারাপ আচরণ করবেন ঠিক ততটাই সম্মান পাবেন সে হোক না ভয়ে ঘৃণায়।
জীবন মানেই লাভ লোকসানে ভরপুর তাই লোকসানের চিন্তা না করে কঠর হয়ে চলাই শ্রেয়।
ভদ্রতাকে দূর্বলতা বানিয়ে চলার কোন মানেই হয় না।
মুখের উপর জবাব দিন সব ঠিক হয়ে যাবে

চলেন পরচিত হই আমার নাতি নাতনির সাথে হু মাশা আল্লাহ  কইতে ভুলবেন না।নাতনিঃ ডেস্ট্রোয়েড  ওরফে কালা মানিকনাতিঃ    এস্ট্রোয়ে...
20/06/2025

চলেন পরচিত হই আমার নাতি নাতনির সাথে হু মাশা আল্লাহ কইতে ভুলবেন না।

নাতনিঃ ডেস্ট্রোয়েড ওরফে কালা মানিক
নাতিঃ এস্ট্রোয়েড ওরফে ধলা মানিক

তেনারা তিতলির বাবু আজ পুরা দেড় মাস হলেন যদিও ছবি দুইখানা অনেক আগের।
ওগোর হাত ঠ্যাং ধইরা পরে ছবি তোলন লাগে এত্ত পাজি
আলহামদুলিল্লাহ বাচ্চারা এবং মা দুইজনে ভাল আছে। নজর দিয়েন না আবার মাশা আল্লাহ কন সবাই😑

এবারে ৯৯% কনফার্ম  আই ঘুরতে যামু কই যামু হেইয়া জানিনা তয় যামুই
20/06/2025

এবারে ৯৯% কনফার্ম আই ঘুরতে যামু
কই যামু হেইয়া জানিনা তয় যামুই

ঈদের মেহমান এখনও আছেন দুইজন তেনারা কবে যাইবেন জানা নাই।এদিকে পিকু পুক পুক করতে করতে গত কাইল আইছে।এসে আধা ঘণ্টা  ঝুড়ি থেক...
20/06/2025

ঈদের মেহমান এখনও আছেন দুইজন
তেনারা কবে যাইবেন জানা নাই।
এদিকে পিকু পুক পুক করতে করতে গত কাইল আইছে।

এসে আধা ঘণ্টা ঝুড়ি থেকে নামে নাই আমিও ঘাটাই নাই
ও আসার পর গোসল দিয়া শুইছিলাম সন্ধ্যার দিকে, ব্যাটা একা একা গিয়ে আমার নাক মুখ চোখ কপাল চেটে চেটে ভিজিয়ে দিয়েছে। আদরে আদরে বন্যা যারে কয় আরকি।
সারারাত আমার বুকের মাঝে লুকিয়ে ছিল এই ছোট্ট শরির নিয়ে।
আমি নরাচরা করলেই উহু করে আবার কাছে এসে জড়িয়ে ধরে😘😘
মাশা আল্লাহ

ভয়ানক মুডি একখানা বিলই।নাম বিল্লু আসিয়াছেন এক মাসের জন্য। ১৯ তারিখ মানে হইলে গে আইজ এক মাস পূর্ণ হইল। আইজ যাইবেন না কাইল...
19/06/2025

ভয়ানক মুডি একখানা বিলই।
নাম বিল্লু আসিয়াছেন এক মাসের জন্য। ১৯ তারিখ মানে হইলে গে আইজ এক মাস পূর্ণ হইল।
আইজ যাইবেন না কাইল কথা হয় নাই আপুর সাথে। হজে গিয়েছিলেন আপু ওরে রেখে।

এই বদ বিলই এক মাসে একটা বন্ধুও বানায় নাই
খাঁচার উপর আর আলমারির উপর তাহার স্থান। ওখানে খাবার পানি দেয়া হয়
শুধু নেমে হাগেন তিনি।
মনে চাইলে একটু নেমে এদিক সেদিক ঘুরে দেখেন বড়জোর ১০ মিনিট এর পর যেখানের বিলই সেখানেই তাহাকে পাওন যায়।
এমনিতে অনেক ভদ্র তিনি কামড় আচর দেন না রাগও করেন না, আদর করলে আদর খান সুন্দর মত

Address

Road 2, Block G Aftabnagor
Dhaka
1219

Telephone

+8801636310715

Website

Alerts

Be the first to know and let us send you an email when MaomiMaxim Pawmily - Foster Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaomiMaxim Pawmily - Foster Home:

Share

Category