BILLU SHOP BD

BILLU SHOP BD বিড়ালের জন্য পুষ্টি গুণাগুণ সম্পন্ন খাবার সংগ্রহ করুন।

ওদের ও গরম লাগে।কিন্তু বলতে পারে না।
22/04/2024

ওদের ও গরম লাগে।কিন্তু বলতে পারে না।

সুলভ মূল্যে আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় ব্যাগ।Quality Cat Backpacks...Oder Now 👇01618-430530 (Whats App)
22/04/2024

সুলভ মূল্যে আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় ব্যাগ।Quality Cat Backpacks...
Oder Now 👇
01618-430530 (Whats App)

22 pack Toy Set All in 1 Solutions. Phone number: 📞01618-430530 (Whats App)
22/04/2024

22 pack Toy Set
All in 1 Solutions.

Phone number:
📞01618-430530 (Whats App)

The light of my life 😻
03/12/2023

The light of my life 😻

Beautiful🖤🖤
24/11/2023

Beautiful🖤🖤

19/11/2023
বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই...
20/10/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই, স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেবে।'

এডিসন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন, ‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন, ‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

স্যালুট মা ❤️❤️❤️

Copied


Made By IsraelPictures From GAZA
17/10/2023

Made By Israel
Pictures From GAZA

আপনার একটি শেয়ার এ বেচে যেতে পারে।প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা।তাই আসুন শেয়ার করে সকলকে জানিয়ে দেই।
03/10/2023

আপনার একটি শেয়ার এ বেচে যেতে পারে।প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা।তাই আসুন শেয়ার করে সকলকে জানিয়ে দেই।

26/09/2023

হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না।’ (বুখারি : ৬০১৩; মুসলিম: ২৩১৯)

26/09/2023

আপনার বিড়াল পালনে সবচেয়ে বড় বাধা কী???
🥲

শুন সামনে নির্বাচন সবাই সাবধানে থাকবি।
22/09/2023

শুন সামনে নির্বাচন সবাই সাবধানে থাকবি।

Address

Dhaka
1343

Telephone

+8801618430530

Website

Alerts

Be the first to know and let us send you an email when BILLU SHOP BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category