Ahmed Agro Farm & Veterinary Centre.

Ahmed Agro Farm & Veterinary Centre. এখানে সকল প্রকার কৃষি জাতীয় পণ্য, পশুপাখি হাঁস মুরগি মৎস্য ইত্যাদি উৎপাদ এবং চিকিৎসা আলোচনা করা হয়।

21/05/2023
21/05/2023

প্রিয় ঘাসের জমি

21/05/2023
21/05/2023

গচিহাটা, কটিয়াদী উপজেলা, কিশোরগঞ্জ।
আল্লাহর দরবারে লক্ষ অর্জনে ছোট্ট প্রয়াস।

21/05/2023

Alhamdulillah

 #আমরা ধুন্দল কিভাবে আবাদ করবো: #জমি নির্বাচনঃধুন্দল চাষে জন্য উঁচু জমি, পানি জমে থাকে না, গাছের কোনো ছায়া থাকে না এমন ...
02/03/2023

#আমরা ধুন্দল কিভাবে আবাদ করবো:

#জমি নির্বাচনঃ
ধুন্দল চাষে জন্য উঁচু জমি, পানি জমে থাকে না, গাছের কোনো ছায়া থাকে না এমন জমি নির্বাচন করতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ ধুন্দুল চাষের জন্য উত্তম । মাটি উর্বর এবং সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত হওয়া বাঞ্ছনীয়।

#বীজের পরিমাণঃ
বিঘা প্রতি ৩৩০-৪০০ গ্রাম (শতক প্রতি ১০-১২ গ্রাম) বীজের প্রয়োজন।

#জমি প্রস্তুতকরণঃ
জমি ৩- ৪ বার ভালোভাবে চাষ ও মই দিয়ে ধুন্দুল চাষের জন্য প্র্স্তুত করতে হবে। জমির মাটি ভালো করে আগাছামুক্তে ও ঝুরঝুরে করে নিতে হবে। এরপর ১ ফুট গভীর, ২.৫ ফুট লম্বা এবং ২.০ ফুট চওড়া করে মাদা তৈরি করতে হবে। এক মাদা থেকে অপর মাদার দূরত্ব হবে ৮-১০ ফুট। জমির চেয়ে মাদা কমপক্ষে ৫-৬ ইঞ্চি উঁচু করে তৈরি করতে হবে।

#বীজ বপনঃ
বীজ বোনার আগে দেড় থেকে দুদিন ভিজিয়ে রেখে মাদা প্রতি ৪-৫ টি বীজ।

#ধুন্দলের জাত পরিচিতিঃ
সূচনা/সামার লং/ আর্তি/ মমতা/ ধমকেতু/ হোয়াইট বিউটি/ রাতুল/ ফুজিয়ান/সোহেলী/ চাঁদনী

#ধুন্দল চাষে সার ব্যবস্থাপনাঃ
ধুন্দলের ভালো ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে:

#সারের নাম ও পরিমাণ (শতক প্রতি)

পচা গোবর/কম্পোস্ট ১০ কেজি
টিএসপি ১০০ গ্রাম
ইউরিয়া ৫০ গ্রাম
এমওপি/পটাশ ১৫০ গ্রাম
জিপসাম ৩০ গ্রাম

#প্রয়োগ পদ্ধতিঃ
সমুদয় গোবর, অর্ধেক টিএসপি ও পটাশ শেষ চাষের সময়। বাকি টিএসপি, পটাশ, সম্পূর্ণ জিপসাম ও অর্ধেক ইউরিয়া মাদার গর্তের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া চারার বয়স ৪০-৪৫ দিন হলে উপরি প্রয়োগ করতে হবে।

#সেচ ও নিষ্কাশন ব্যবস্থাঃ
মাটির অবস্থার উপর ভিত্তি করে জমিতে সেচ দিতে হবে। খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত পানি না জমে থাকে। এবং থাকলে তা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

#পরিচর্যাঃ
প্রতি মাদায় ৩-৪টি সুস্থ-সবল গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। গাছ বৃদ্ধির সাথে সাথে জমিতে গাছের গোড়ার পাশে বাঁশের কুঞ্চি বা কাটি পুতে দিতে হবে। যাতে করে মাচায় বা জাংলায় সহজে উঠতে পারে। জমিতে মাচা ৩-৪ ফুট উচু করে দিলে ভালো হয়। জমিতে আগাছা জন্মালে পরিষ্কার করে দিতে হবে। ১৫-২০ দিনপর পর প্রতি মাদায় ৫০ গ্রাম হারে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।

#ধুন্দল চাষে পোকামাকড় ও রোগবালাইঃ
ধুন্দলের রোগবালাইয়ের আক্রমণ খুব কম। তারপরও যদি রোগবালাইয়ের আক্রমণ দেখা যায় তাহলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিস এ যোগাযোগ করতে পারেন।

#ফল সংগ্রহঃ
বীজ বপনের ৪০-৪৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। শরৎ কাল পর্যন্ত ধুন্দল তোলা যায়। ফল বোঁটা কেটে সংগ্রহ করতে হবে। খাওয়ার জন্য কচি থাকতেই সবুজ রঙের ধুন্দল তুলতে হবে। খোসা শক্ত হয়ে এলে তা আর খাওয়ার উপযুক্ত থাকে না।

#ফলনঃ
রোগমুক্ত, উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সঠিক নিয়ম অনুযায়ী চাষ করলে শতক প্রতি ১২০-১৪০ কেজি এবং একরপ্রতি ১২-১৪ টন ফলন পাওয়া যেতে পারে। এছাড়াও হেক্টর প্রতি ৫০,০০০টি ধুন্দুল উৎপাদন করা সম্ভব।

মোঃ ফরিদুল ইসলাম
উপসহকারী কৃষি কর্মকর্তা
ব্লক: ভোটমারী, কালিগঞ্জ, লালমনিরহাট।

গবাদি পশুর ট্রেনিং
19/02/2023

গবাদি পশুর ট্রেনিং

Address

Kishoreganj
Dhaka
2331

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Agro Farm & Veterinary Centre. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Agro Farm & Veterinary Centre.:

Share