Shiku, The Naughty Boy

Shiku, The Naughty Boy Exotic Birds

01/06/2025
29/05/2025

আমরা টেম পাখি খুঁজি। বা হ্যান্ডফিড বেবি খুঁজি টেম করার জন্য। সময় পেলে, আদর পেলে পাখি টেম হয়ে যায়। আমরা ভাবি আমরা ওদের পালতে আনি। কিন্তু আসলে আমাদের ওরা পছন্দ করে নিজেদের বন্ধু হিসেবে। ওরা আহ্লাদী মনে আমাদের গা ঘেঁষা হয়ে ওঠে। আবার ওদের মধ্যেও রাগ আছে এই আদরের ভাগাভাগি নিয়ে, ভালোবাসা নিয়ে।
এই ২জন এক মায়ের ছানাপোনা হলে কি হবে তাদের নিজেদের মধ্যে কিন্তু আদরের ভাগ নিয়ে খুঁনসুটি আছে।
এদের বয়স মাত্র ২ মাস। সবে নিজে খাওয়া শিখছে। এখনো হ্যান্ডফিড লাগে, আর আদর চায়। কেউ ওদের আদরে টেম করতে চাইলে যোগাযোগ করতে পারেন।

18/05/2025

পাখি পালায় সবচেয়ে ভালো লাগার জায়গা হল ২টা। এক যখন বাচ্চা থেকে বড় হতে দেখতে দেখতে টেম করা। আর সুন্দরভাবে ব্রীড করা। এটা আমার নিজস্ব মতামত। কারণ ছোট থেকে আদরে আহ্লাদে বড় করার সময় যে মমতা আর বিশ্বস্ততার বন্ধন গড়ে ওঠে সেটা কখনোই অন্য ভাবে বা এডাল্ট পাখি কেনার মধ্যমে পাওয়া যায় না। আর অনেকটা সময় মানুষের সান্নিধ্যে থাকতে থাকতে ওরাও একটা পরিবেশের সাথে অভস্ত্য হয়ে ওঠে। তাতে ব্রীডিং মুডে আসা থেকে শুরু করে বাচ্চা পরিপূর্ণ ভাবে বড় করে তোলার মধ্যে এক অন্যরকম ব্যাপার থাকে। নির্ভরতা আর আদরের কম্বিনেশনটা এখানে প্রভাবকের কাজ করে।

এইযে চারজন, আমার সাথে এতটা অভস্ত্য, আমি একদিন সময় না দিলে তাদের রাগের অনেক রকম বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু আমার কাছে তো বেশিদিন রাখা সম্ভব না, তাই তাদের জন্য নতুন ঠিকানা খুঁজতেছি।

কেউ লাড্ডু গুলোকে নিতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।

10/05/2025

লরি পাখি পালার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যাবতীয় কর্মকাণ্ড একটা বাচ্চার মত। কিছু বাচ্চারা যেমন একটু হয় না, একটু আহ্লাদী আবার পরমূহুর্তেই দুষ্টামি ভরা, ঠিক তেমন। এমন না যে এরা বয়সের সাথে বড় হলে দুষ্টামি কমে বা বাড়ে, তা না। এরা জন্ম থেকেই এমন যে দেখলেই আদর করতে মন চাইবে। আর এদের নিত্যনৈমিত্তিক কর্মকাণ্ড তো আছেই। যেন পুরোটাই এদের সার্কাস শো। এরা অন্য পাখির মত হাঁটবে না, উড়বে না... সারাক্ষণ যেন লাফিয়ে বেড়াবে। অন্য পাখির মতো ডালেও পারলে ঘুমাবে না, চিৎ বা কাত হয়ে কিভাবে যে ঘুমাতে থাকে, হুট করে দেখলে ভয়ই লাগে, মাথায় আসে বেঁচে আছে তো!!!
ভিডিওটায় লরি বাচ্চাটার বয়স মাত্র এক মাস। তার হালকা গরম খাবার ছাড়া চলে না। আর ঘুমের স্টাইল.... মাশা-আল্লাহ... কিছু বলার নাই।
যদিও লরি একটা গা ঘেঁষা পাখি, একটু আদর করলেই হয়...ওদের আহ্লাদীপনা শুরু...তবুও যেহেতু সে এখনো হ্যান্ডফিড বেবি, টেম করার জন্য উপযুক্ত সময় চলে।
কেউ নিতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।

01/05/2025

মাশ-আল্লাহ

জগৎ ছোট, তবুও অসীমতা...

❤️❤️❤️

ট্রেন্ডি ভিউ....❤️❤️❤️
28/04/2025

ট্রেন্ডি ভিউ....❤️❤️❤️

আমার পিকু এমন বিড়াল পাখি 😐😐
24/04/2025

আমার পিকু এমন বিড়াল পাখি 😐😐

16/04/2025

I wish I had one like this ❤️❤️❤️

রামপুরার আশেপাশে কোথায় মেলওয়ার্ম পাবো?
14/04/2025

রামপুরার আশেপাশে কোথায় মেলওয়ার্ম পাবো?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shiku, The Naughty Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shiku, The Naughty Boy:

Share