পাজি বাজি-Pazi Budgie

পাজি বাজি-Pazi Budgie বাজরিগার পাখি পাওয়া যায়

All sold
01/11/2021

All sold

বাচ্চা তিনটা ফুটেছে। মাশাল্লাহবউয়ের সাথে সাথে জামাই ও বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত।
05/09/2021

বাচ্চা তিনটা ফুটেছে। মাশাল্লাহ

বউয়ের সাথে সাথে জামাই ও বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত।

03/09/2021

মাশাল্লাহ।
কেউ ডিম দিচ্ছে, কারও বাচ্চা হওয়া শুরু হয়েছে। বাকিরা হাড়িতে অবস্থান নিয়েছে। আশা করি এই সপ্তাহের মধ্যে সব হাড়িতে ই মায়েরা অবকাশ যাপনে ব্যস্ত হয়ে যাবে।

আর বাবাদের জন্য রইল সমবেদনা ...

25/08/2021

গম ভেজানো খাচ্ছি

25/08/2021

প্রতিযোগিতা চলছে

লুটিনো ৬-৫ এ এগিয়ে আছে।

24/08/2021

পাখিরা গোসলে ব্যস্ত

আমার অ্যালবিনো এবং লুটিনো ডিম পারার পাল্লা শুরু করেছে।এখন পর্যন্ত লুটিনো ৩-২ এ এগিয়ে আছে।সবাই দু'আ করবেন, যেই বিজয়ী হো...
17/08/2021

আমার অ্যালবিনো এবং লুটিনো ডিম পারার পাল্লা শুরু করেছে।
এখন পর্যন্ত লুটিনো ৩-২ এ এগিয়ে আছে।

সবাই দু'আ করবেন, যেই বিজয়ী হোক লাভ যেন আমারই হয়। ;)

14/08/2021

সংগৃহীত

তবে

কি কিউট

13/08/2021

G-03 হাঁড়িতে বসেছে।
সবাই দু'আ করবেন।

ক্যাটল ফিস বোন এবং মিনারেল ব্লক গুড়া করে গ্রিড হিসেবে দিয়েছি। #আপডেটG-01 আজকে প্রথম ডিম দিল।G-02 এবং G-03 ফিমেল পাতিলে...
13/08/2021

ক্যাটল ফিস বোন এবং মিনারেল ব্লক গুড়া করে গ্রিড হিসেবে দিয়েছি।

#আপডেট

G-01 আজকে প্রথম ডিম দিল।
G-02 এবং G-03 ফিমেল পাতিলে অবস্থান নিয়েছে। যেকোনো দিন সুসংবাদ পাওয়া যেতে পারে।
G-04 এখনো পাতিল যাচাই বাছাই করছে। পছন্দ হওয়ার পর পাতিলে অবস্থান নেবে।
G-05 এবং G-06 এর আজ থেকে ব্রীডিং কোর্স শুরু হল।

এছাড়া অ্যালবিনো এবং লুটিনো দুটি করে চারটি পাখি পেয়ার ছাড়া আছে। (সবাই বলে চারটি পাখিই নাকি ফিমেল)।

10/08/2021

কৃমি কোর্স ব্রিডিং কোর্স করানোর পর নতুন হাড়ি দিলাম।

ফিমেল পাখিরা তাদের ঘর পছন্দ করে নিচ্ছে।

নিচের দুই জোড়া এর কোর্স এখনো শেষ হয়নি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাজি বাজি-Pazi Budgie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাজি বাজি-Pazi Budgie:

Share

Category