16/03/2023
ইনকিউবেটরঃ
একটি ইলেক্ট্রিক্যাল যন্ত্র যেখানে আর্টিফিশিয়াল ভাবে তাপমাত্রা, আদ্রতা, অক্সিজেন লেভেল এমনকি অন্যান্য বায়োলজিকাল জিনিস সেটকৃত পরিমাপে চাহিদা অনুযায়ী সাপ্লাই হয়ে থাকে।
ইনকিউবেটর বিভিন্ন রকম হয়ে থাকে, যেমনঃ প্রি-ম্যাচিউর মানব বাচ্চার ইনকিউবেটর, ল্যাব ইনকিউবেটর, সেল কালচার ইনকিউবেটর, ব্যাকটেরিয়া কালচার ইনকিউবেটর, এভিয়ান ইনকিউবেটর, রেপ্টাইল(সরীসৃপ) ইনকিউবেটর, ইন্সেক্ট(পোকার) ইনকিউবেটর ইত্যাদি।
এভিয়ান ইনকিউবেটরঃ
ক্ষেত্র বিশেষ খাঁচার পাখি বা কেইজ বার্ড ডিম পাড়ার পর অভ্যাসগত বা কোন কিছু থেকে ভয় পেয়ে নেস্টিং বক্স ত্যাগ করলে, ডিম ভাঙ্গার পূর্ব অভিজ্ঞিতা বা প্রবণতা থাকলে, অল্প বয়স্ক ফিমেল পাখির ডিমে তা দেওয়ার অভ্যাস না থাকলে; ইত্যাদি ইত্যাদি কারণে আর্টিফিশিয়াল ভাবে ডিম ইনকিউবেশন করার জন্য ইনকিউবেটর প্রয়োজন হয়। ২ ধরণের ইনকিউবেটর পাওয়া যায়ঃ ম্যানুয়াল এবং ফুল আটোমেটিক।
ফুল আটোমেটিক ইনকিউবেটর এর মধ্যে বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড Brinsea, Grumbach, Inca, Rcom ইত্যাদি রয়েছে। যার অধিকাংশ ই ডিজিটাল ইনকিউবেটর, মানে আগে থেকে প্রজাতি ভেদে তাপমাত্রা, আদ্রতা, কতক্ষণ পর পর ডিম টার্নিং হবে, কতদিন পর ডিম টার্নিং বন্ধ হবে সে সব কিছু প্রোগ্রামিং করা থাকে। তাই আপনাকে বাড়তি ঝামেলা করে প্রজাতি ভেদে তাপমাত্রা, আদ্রতা, কতক্ষণ পর পর ডিম টার্নিং হবে, কতদিন পর ডিম টার্নিং বন্ধ হবে সেট করার ঝামেলা পোহাতে হবে না।
Rcom Series Digital Incubator:
ডিজিটাল ফুল আটোমেটিক ইনকিউবেটর এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত Autoelex কোম্পানির Rcom ইনকিউবেটর এর নাম উল্লেখযোগ্য। Rcom এর ছোট, মাঝারি থেকে বৃহৎ সাইজের ইনকিউবেটর রয়েছে। তার মধ্যে পোষা পাখি যেমন- ম্যাকাও, কাকাতুয়া, আফ্রিকান গ্রে প্যারোট, এমাজন প্যারোট ইত্যাদি সহ কোয়েল, মুরগি, তিতির, ফিজেন্ট, ময়ূর, রাজহাঁস, হাঁস, ফেন্সি হাঁস, টার্কি মুরগি, ব্ল্যাক সোয়ান, মিউট সোয়ান ইত্যাদি প্রজাতির ডিমের জন্য Rcom Max Series সুবিধাজনক ভাবে ডিমের আকার অনুযায়ী ডিম সেট করা যায় এমনভাবে ডিজাইন করা হয়েছে। প্রজাতি অনুযায়ী যে কয় দিনে ডিম ফুটবে তার ৩/৪ দিন আগে অটোমেটিকভাবে ডিম টার্নিং বন্ধ হবে।
# Rcom Max 20/Rcom Max 20 DO ইনকিউবেটর এর সম্ভাব্য ক্যাপাসিটিঃ
*মুরগি- ২০টি
*হাঁস-২০টি
*টার্কি-২০টি
*ফিজেন্ট-৩২টি
*কোয়েল- ৫৮টি
*রাজহাঁস-১০টি
*ময়ূর- ২০টি
*ম্যাকাও- ২০টি
*কাকাতুয়া-২০টি
*আফ্রিকান গ্রে/গালাহ কাকাতুয়া/এমাজন-২৮টি
*মাঝারি আকারের টিয়া(রিংনেক, রোজেলা, কনিউর) জাতীয় পাখির ডিম-৪০ থেকে ৫২টি।
# Rcom Max 50/Rcom Max 50 DO ইনকিউবেটর এর সম্ভাব্য ক্যাপাসিটিঃ
*মুরগি- ৪৮টি
*হাঁস- ৪৮টি
*টার্কি- ৪৮টি
*ফিজেন্ট-৪৮টি
*কোয়েল- ১০০টি
*রাজহাঁস- ২৪টি
*ময়ূর-৪৮টি
*ম্যাকাও- ৪০টি
*কাকাতুয়া-৪০টি
*আফ্রিকান গ্রে/গালাহ কাকাতুয়া/এমাজন- ৪৮টি
*মাঝারি আকারের টিয়া(রিংনেক, রোজেলা, কনিউর) জাতীয় পাখির ডিম-৮০ থেকে ১০০ টি।
দক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত Autoelex কোম্পানির ডিজিটাল ফুল আটোমেটিক Rcom ইনকিউবেটর, ব্রুডার, ডিম চেক করার লাইট, এক্সেসরিজ সহ পার্টস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।