KittyPups

KittyPups KittyPups pronounces to serve the pet lovers all kinds of veterinary services with much determination Your visit to our clinic would be much appreciated.

KittyPups is mainly a pet hospital which suppose to provide all kind of veterinary services in reasonable price range. We are highly determined to help the adorable pets to be cured. We also provide pet products such as pet foods, accessories, medication and care stuffs etc. Thanks for having us.

একটা কুকুর যখন রাস্তায় গাড়ির নিচে পড়ে যায়, তখন ও শুধু একটা “স্ট্রিট ডগ” না .... ও একটা প্রাণ, যে ঠিক এখনই বাঁচার জন্...
01/11/2025

একটা কুকুর যখন রাস্তায় গাড়ির নিচে পড়ে যায়, তখন ও শুধু একটা “স্ট্রিট ডগ” না .... ও একটা প্রাণ, যে ঠিক এখনই বাঁচার জন্য লড়ছে।

প্রতিদিন কত কুকুর গাড়ির চাকায় পিষ্ট হয়, কেউ দাঁড়ায় না, কেউ চোখ ফিরিয়ে নেয়। অথচ একবার থেমে গেলে হয়তো একটা প্রাণ বেঁচে যেত। ওরা গাড়ি বোঝে না, রাস্তার নিয়ম জানে না ... কিন্তু কষ্টটা ঠিকই বোঝে।

কেউ কেউ আবার ইচ্ছে করেই ওদের গায়ে লাথি মারে, গরম পানি ছোঁড়ে, বা তাড়িয়ে দেয়। ভাবেনি একবারও, ওরা ক্ষতি করতে চায় না, শুধু একটু খাবার আর একটু জায়গা খোঁজে বাঁচার জন্য।

কখনও দেখেছেন একটা কুকুর বৃষ্টির রাতে ঠান্ডায় কাঁপছে? অথবা বিড়ালটা ডাস্টবিন ঘেঁটে খাবারের টুকরো খুঁজছে?
ওরা মুখ খুলে কিছু বলে না, কিন্তু চোখে বোঝা যায় সেই অনাহার, সেই ভয়, সেই একাকিত্ব।

মানুষের হাতে ওরা বারবার আঘাত পেয়েও আবার মানুষকেই বিশ্বাস করে, আবার কাছে আসে ভালোবাসার আশায়।
এটাই ওদের সবচেয়ে কষ্টের আর একইসাথে সবচেয়ে সুন্দর দিক।

একটু থামুন, একটু মানবিক হোন। আহত কুকুর দেখলে পাশ কাটিয়ে যাবেন না ...হয়তো আপনার ফোনেই একটা জীবন বাঁচবে।
📞 01767-675206 এ যোগাযোগ করে KittyPups-এ আনতে পারেন আহত প্রাণটিকে। আমরা ওদের পাশে আছি, আপনি থাকবেন তো? 🐾

📍 Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka

ও এখনো অপেক্ষা করে… সেই দরজার সামনে, যেখানে শেষবার আপনাকে দেখেছিল।একসময় আপনি ছিলেন ওর পুরো পৃথিবী...আপনার কণ্ঠে ওর শান্...
30/10/2025

ও এখনো অপেক্ষা করে… সেই দরজার সামনে, যেখানে শেষবার আপনাকে দেখেছিল।

একসময় আপনি ছিলেন ওর পুরো পৃথিবী...আপনার কণ্ঠে ওর শান্তি, আপনার ছোঁয়ায় ওর নিরাপত্তা।
কিন্তু যেদিন আপনি হঠাৎ ফেলে গেলেন, সেদিন থেকে ওর পৃথিবীটা থেমে গেছে। খাওয়া বন্ধ করে দিল, চুপচাপ হয়ে গেল, রাতভর দরজার দিকে তাকিয়ে থাকে… যেন আপনি ফিরে আসবেন।

মানুষ ভাবে, ফেলে দিলে ওরা অন্য কোথাও চলে যাবে। কিন্তু ওরা যায় না। ওরা থাকে, সেই জায়গায়, সেই গন্ধে, সেই স্মৃতিতে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়, রোদে-জলে কাঁপে, আর নিঃশব্দে হারিয়ে যায়।

এমনটা করা কোনোভাবেই ঠিক না। একটা প্রাণকে ফেলে দেওয়া মানে শুধু তাকে হারানো নয়, তার বিশ্বাসও ভেঙে দেওয়া।যদি সত্যিই সামলানো কঠিন হয়, দয়া করে সাহায্য চান নতুন আশ্রয় খুঁজুন বা এমন জায়গায় দিন যেখানে যত্ন পাবে।

ভালোবাসা মানে যতদিন বাঁচে, পাশে থাকা। কারণ ওরা কখনো ভালোবাসা ভুলে যায় না… শুধু কষ্ট পেতে শেখে। 🐾

🐾 KittyPups প্রতিদিন এমন প্রাণদের পাশে থাকে, যারা এখনো বিশ্বাস করে,মানুষের ভেতর এখনো একটু ভালোবাসা বাকি আছে।

📍 Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka
📞 01767-675206

ওরা কখনো “আমি তোমায় ভালোবাসি” বলে না, কিন্তু একবার চোখে চোখ পড়লেই বোঝা যায় ...সব কথা ওখানেই আছে।যখন কোলে নিয়ে রাখি, তখন ...
29/10/2025

ওরা কখনো “আমি তোমায় ভালোবাসি” বলে না, কিন্তু একবার চোখে চোখ পড়লেই বোঝা যায় ...সব কথা ওখানেই আছে।
যখন কোলে নিয়ে রাখি, তখন ওরা পুরোপুরি ভরসা করে, নিজের ভয়টুকুও ছেড়ে দেয় আমাদের হাতে।
তাদের ভালোবাসা শব্দে নয়, আচরণে প্রকাশ পায়.... একবার মিউ করে ডাকে, আবার চুপচাপ এসে কোলে বসে থাকে।
তাই তাদের সাথে রাগ করবেন না, ধমক দেবেন না… তারা শুধু একটু নিরাপত্তা আর ভালোবাসাই চায়।
— KittyPups 🐾

📍Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara)
📞 01767-675206

28/10/2025

Habibi👑

Kittypups
01767675206

27/10/2025

চেহারায় যা ভাব তাতে মনে হয় ধরলেই কামড় দিবে...কিন্তু উনি মহা লক্ষি বাচ্চা...রেগুলার চেকআপের জন্য এসেছিল❤️

kittypups
01767675206

মা বিড়াল আর ছানা ...তারা আপনার কোনো ক্ষতি করে না। তবুও যদি আপনি তাদের পেছনে লাথি দেন, পিটিয়ে দেন বা সরিয়ে দেন, আপনি শ...
27/10/2025

মা বিড়াল আর ছানা ...তারা আপনার কোনো ক্ষতি করে না। তবুও যদি আপনি তাদের পেছনে লাথি দেন, পিটিয়ে দেন বা সরিয়ে দেন, আপনি শুধু একটা প্রাণের জীবনই নষ্ট করছেন না ...একটা মায়ের বিশ্বাস, নিরাপত্তা আর ভবিষ্যৎও ধ্বংস করছেন।

রাস্তার মা বিড়াল প্রতিদিনই সংগ্রামে কাটায়। গরমে পা পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতলে কাঁপে। তবুও যখন তারা মা হয়ে ওঠে, তখন নিজের জীবন বাজি রেখে খোঁজে নিরাপত্তা ও খাবার...তারপরই আমরা যদি তাদের কষ্ট দিই, তখন ওরা কিসের ওপর ভর করে?
মানুষের নির্মমতা মানে শুধু একটা আঘাত নয়।রাস্তার মা বিড়াল আর তার ছানাগুলো শুধু একটু নিরাপদ জায়গা খোঁজে। কেউ একটা খাবার দেয়, কেউ লাথি মারে।
ওরা বোঝে না কেন মানুষ রেগে যায়, কেন তাদের তাড়িয়ে দেয়। ছোট্ট খোপছানাগুলো মাকে হারালে আর বাঁচে না, কাঁপতে কাঁপতে মারা যায়।

একটা মা বিড়াল নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তান বাঁচায়। আর আমরা যদি একটু মানবিক হই, একবেলা খাবার দিই বা শান্তিতে থাকতে দিই..তাতেই ওদের পৃথিবিটা বদলে যায়।

ভালোবাসা মানে শুধু নিজের পোষা প্রাণী নয়, যাদের কেউ নেই...তাদের প্রতিও একটু সহানুভূতি। 🐾

KittyPups সবসময় সেই নির্দোষ প্রাণগুলোর পাশে, যাদের মানুষ ভুল বোঝে কিন্তু যারা শুধু ভালোবাসতেই জানে।

📞 01767-675206
📍 Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka

ও ভাবছিল এটা খেলনা... কিন্তু প্রায় জীবনটাই হারাতে বসেছিল...বিড়ালরা খুব কৌতূহলী প্রাণী। সুতার টুকরো, সূচ, রাবার ব্যান্ড...
26/10/2025

ও ভাবছিল এটা খেলনা... কিন্তু প্রায় জীবনটাই হারাতে বসেছিল...

বিড়ালরা খুব কৌতূহলী প্রাণী। সুতার টুকরো, সূচ, রাবার ব্যান্ড, প্লাস্টিক যা কিছু নড়াচড়া করে, ওরা সেটাকেই খেলনা ভাবে।
কিন্তু অনেক সময় সেই “খেলনা”ই গিলে ফেলে, আর তখন সেটা গলার মধ্যে বা পেটে আটকে যায়।

অনেকে বুঝতে পারেন না, বিড়াল হঠাৎ খাওয়া বন্ধ করে দিলে, বমি করলে বা নিস্তেজ হয়ে পড়লে সেটা কতটা বিপজ্জনক হতে পারে।
এমন হলে বাড়িতে অপেক্ষা না করে তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে আসা উচিত কারণ দেরি মানেই ঝুঁকি।

KittyPups-এর ডাক্তাররা এমন অনেক কেস দেখেছেন যেখানে দ্রুত আসার জন্যই প্রাণটা বেঁচে গেছে।
ভালোবাসা মানে শুধু আদর নয়, যত্ন নেওয়াও।

📍Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka
📞 01767-675206

যদি তারা কথা বলতে পারত, শুধু বলত.... 'আমাকে ফেলে যেও না'।"আমরা যাদের “বিড়াল” বলি, তারা শুধু একটা পোষা প্রাণী নয় তারা আ...
25/10/2025

যদি তারা কথা বলতে পারত, শুধু বলত.... 'আমাকে ফেলে যেও না'।"

আমরা যাদের “বিড়াল” বলি, তারা শুধু একটা পোষা প্রাণী নয় তারা আমাদের পরিবারের অংশ। কিন্তু কখনো অসুস্থ হয়ে গেলে, একটু যত্ন চাইলেই অনেকেই তাদের ফেলে যায়। কেউ বাড়ির বাইরে রেখে আসে, কেউ ক্লিনিকে এনে আর ফেরে না।

একটা বিড়াল বোঝে না কেন তার মালিক আর আসে না। সে শুধু দরজার দিকে তাকিয়ে থাকে, চেনা কণ্ঠস্বর খোঁজে। খাওয়া বন্ধ করে দেয়, নিজের লোম ছিঁড়ে ফেলে, ঘন্টার পর ঘন্টা এক কোণে বসে থাকে। ওরা ভয় পায়, দুঃখ পায়, আর অপেক্ষা করে “আমার মানুষটা কি ফিরবে?”

বিড়াল অসুস্থ হলেই তার যত্ন, ওষুধ, টেস্ট, সবকিছু করা সম্ভব। একজন মানুষ একটু দায়িত্ব নিলে একটি প্রাণের জীবন বাঁচে।

একটা বিড়ালকে ফেলে যাওয়া মানে শুধু একটা প্রাণ হারানো নয়, তার বিশ্বাসটাকেও ভেঙে দেওয়া।

KittyPups সবসময় পাশে আছে যাদের ফেলে যাওয়া হয়েছে, আহত হয়েছে বা অসুস্থ।
তবে ভালোবাসার জায়গাটা কেবল আপনি পূরণ করতে পারেন।

📍Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka
📞 01767-675206

24/10/2025

Give your cat a warm bath before winter comes... ☘️

Kitty pups
01767675206

23/10/2025

এটা রোগী নয়...এটা রসোগোল্লা❤️

Kittypups
01767675206
Boshundhora gate

23/10/2025

সুতা দিয়ে খেলা নয়!
এই বিড়ালটি খেলতে গিয়ে সুতার সঙ্গে থাকা সুই গিলে ফেলেছিল
গলায় আটকে যায়, শেষে সার্জারি করে বের করা হয়েছে।
ছোট ভুলও বড় বিপদে ফেলতে পারে সাবধান থাকুন!

📍KittyPups Pet Clinic
Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara), Dhaka
📞 01767-675206

আমাদের প্রিয় বিড়ালের শরীরটা অনেক নরম ও সংবেদনশীল বিড়ালের শরীরের প্রতিটি অঙ্গই খুব সূক্ষ্মভাবে কাজ করে হৃদপিণ্ড, কিডনি...
23/10/2025

আমাদের প্রিয় বিড়ালের শরীরটা অনেক নরম ও সংবেদনশীল

বিড়ালের শরীরের প্রতিটি অঙ্গই খুব সূক্ষ্মভাবে কাজ করে হৃদপিণ্ড, কিডনি, লিভার, ফুসফুস সবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তাদের প্রতি কোনো শারীরিক আঘাত, যেমন লাথি মারা, কিছু ছুঁড়ে মারা, বা জোরে ধাক্কা দেওয়া তাদের শরীরে ভেতরের অঙ্গগুলোর ক্ষতি করতে পারে।

অনেক সময় বাইরে থাকা বিড়ালগুলোকে কেউ কেউ মজা করে তাড়ায় বা পাথর ছোঁড়ে এগুলো কিন্তু “মজা” না, বরং প্রাণীদের প্রতি নির্যাতন। একটা ছোট আঘাতও তাদের প্রাণঘাতী হতে পারে।

তারা কথা বলতে পারে না, কিন্তু ব্যথা অনুভব করে ঠিক আমাদের মতোই।
তাই চলুন, সবাই মিলে বিড়ালদের প্রতি একটু দয়া, একটু সহানুভূতি দেখাই।
তাদের কষ্ট দেবেন না ...ভালোবাসা দিন

📍 KittyPups Pet Clinic
Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka.
📞 01767-675206

Address

Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Basundhara Branch), Jagannathpur, Vatara
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 13:00
15:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801767675206

Website

Alerts

Be the first to know and let us send you an email when KittyPups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KittyPups:

Share

Category