01/11/2025
একটা কুকুর যখন রাস্তায় গাড়ির নিচে পড়ে যায়, তখন ও শুধু একটা “স্ট্রিট ডগ” না .... ও একটা প্রাণ, যে ঠিক এখনই বাঁচার জন্য লড়ছে।
প্রতিদিন কত কুকুর গাড়ির চাকায় পিষ্ট হয়, কেউ দাঁড়ায় না, কেউ চোখ ফিরিয়ে নেয়। অথচ একবার থেমে গেলে হয়তো একটা প্রাণ বেঁচে যেত। ওরা গাড়ি বোঝে না, রাস্তার নিয়ম জানে না ... কিন্তু কষ্টটা ঠিকই বোঝে।
কেউ কেউ আবার ইচ্ছে করেই ওদের গায়ে লাথি মারে, গরম পানি ছোঁড়ে, বা তাড়িয়ে দেয়। ভাবেনি একবারও, ওরা ক্ষতি করতে চায় না, শুধু একটু খাবার আর একটু জায়গা খোঁজে বাঁচার জন্য।
কখনও দেখেছেন একটা কুকুর বৃষ্টির রাতে ঠান্ডায় কাঁপছে? অথবা বিড়ালটা ডাস্টবিন ঘেঁটে খাবারের টুকরো খুঁজছে?
ওরা মুখ খুলে কিছু বলে না, কিন্তু চোখে বোঝা যায় সেই অনাহার, সেই ভয়, সেই একাকিত্ব।
মানুষের হাতে ওরা বারবার আঘাত পেয়েও আবার মানুষকেই বিশ্বাস করে, আবার কাছে আসে ভালোবাসার আশায়।
এটাই ওদের সবচেয়ে কষ্টের আর একইসাথে সবচেয়ে সুন্দর দিক।
একটু থামুন, একটু মানবিক হোন। আহত কুকুর দেখলে পাশ কাটিয়ে যাবেন না ...হয়তো আপনার ফোনেই একটা জীবন বাঁচবে।
📞 01767-675206 এ যোগাযোগ করে KittyPups-এ আনতে পারেন আহত প্রাণটিকে। আমরা ওদের পাশে আছি, আপনি থাকবেন তো? 🐾
📍 Ground Floor, DAG 1413, Bashundhara Main Road (Beside KFC Bashundhara branch), Jagannathpur, Vatara, Dhaka