29/06/2024
★★★ পাখির খাদ্যাভ্যাস ★★★
আজকে আমি কথা বলব পাখির খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত বা কীভাবে পাখির খাদ্যাভ্যাস মেইনটেইন করবেন সেই বিষয়ে। আমরা সকলেই জানি প্রকৃতিতে পাখি বিভিন্ন ধরনের উৎস থেকে নিজেদের জন্য খাদ্য সংগ্রহ করে থাকে। তাই প্রকৃতিতে বেড়ে ওঠা পাখির মতো খাঁ*চায় পালিত পাখি নিজেদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে অক্ষম, যদি না আমরা সেগুলো তাদের কাছে সরবরাহ করি। তাই নিয়মিত পাখিকে ভালো ডায়েটে বা ভালো খাদ্যাভ্যাসে রাখা খুবই জরুরি।
১। পাখিকে প্রতিদিন সকালে হোমমেড সফটফুড বা এগফুড, অঙ্কুরিত বীজ/ডাল ২-৩ ঘন্টার জন্য দিতে পারেন। প্রতিদিন সকালে এটি আপনার পাখির জন্য অত্যন্ত ভালো একটি খাদ্যাভ্যাস হবে। এছাড়া পাখির বাচ্চা থাকা অবস্থায় সফটফুড বা এগফুড অবশ্যই প্রতিদিন দিতে হবে এবং তা ২-৩ ঘন্টা পর পর নতুন করে বানিয়ে দিতে হবে। কারণ বাচ্চা থাকা অবস্থায় সিডমিক্সের চেয়ে সফটফুড/ এগফুডই পাখি বাচ্চাদের বেশি খাইয়ে থাকে।
২। সফটফুড/ এগফুডের সাথে বা আলাদাভাবে পাখিকে যেকোনো একটি ফল, শাক-পাতা, সবজি ২-৩ ঘন্টার জন্য দিতে পারেন। যেমন-
ফলঃ আপেল (বিচি ছাড়া), কলা, আম, তরমুজ, পাকা পেঁপে, পেয়ারা, কাচা ভুট্টা, জামরুল, বড়ই ইত্যাদি।
শাক-পাতাঃ কলমি, পুদিনা, লেটুস, ধনে পাতা, সজনে পাতা, তুলসি পাতা, লাল শাক, দূর্বা ঘাস, অঙ্কুরিত গম ইত্যাদি।
সবজিঃ গাজর, বীট, ব্রকোলি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, শশা, ফুলকপি, বরবটি, ক্যাপসিকাম, শিম, কাচা মরিচ ইত্যাদি।
৩। সুষম সিডমিক্স পাখির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য যেখানে বিভিন্ন ধরনের শস্য দানা ও বীজ থাকে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় সিডমিক্স রাখতেই হবে। তবে একেক পাখির জন্য সিডমিক্সে শস্য দানা ও বীজের পরিমাণ কম বেশি হয়ে থাকে। তাই সঠিক রেশিও মেইনটেইন করে যে পাখির জন্য যে সিডমিক্স রেশিও প্রযোজ্য সেভাবে প্রস্তুত করে পাখিকে দিতে হবে।
(সকল পাখির সিডমিক্স রেশিও আমাদের CBC- Cage Bird Clinic গ্রুপে পেয়ে যাবেন)
৪। পাখিকে প্রতিদিন বিশুদ্ধ খাবার পানি দিতে হবে। প্রতিদিন সকালে পাখিকে বিশুদ্ধ খাবার পানি দিবেন এবং সন্ধ্যায় তা ফেলে দিবেন। পাখিকে ঔ*ষধ মিশ্রিত পানি দিলে তা ৬ ঘন্টা পরে ফেলে দিয়ে ফ্রেশ পানি দিতে হবে।
খাবার বাটি, পানির পাত্র, পাখির খাঁ*চা, ট্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ভালো থাকুক সকলের পাখি। আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ ❤️ —