ঢাকা দায়রা জর্জ কোর্ট, ভিক্টোরিয়া পার্ক ( বাহাদুর শাহ পার্ক), সেন্ট থমাস গীর্জা, জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয়, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বাংলা বাজার সরকারি মহিলা স্কুল, মুসলিম গভর্নমেন্ট স্কুল, কবি নজরুল কলেজ এবং পাটুয়াটুলিতে অবস্থিত ব্রাহ্ম সমাজ জুড়ে থাকা গাছাপালায় পাখি এবং জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করছে "নিসর্গ"।
শুরুতে "নিসর্গ" থেকে পাখিদের উদ্দেশ্য প্রতিদিন ১কেজি খাবার দেয়া হত। এখন প্রতি
দিন ৫কেজি খাবার দিতে হচ্ছে এবং নিসর্গ নিয়ে কাজ করা প্রতিটি সদস্য এমন পরিবর্তন লক্ষ্য করতে পেরে আনন্দিত।
পুরান ঢাকার এই অংশের বাসিন্দা'রা এখন বেশ ভালোই দোয়েল টুনটুনির মধুর সুরে ডাকাডাকি শুনতে পাচ্ছে। জালালি কবুতরের ছুটোছুটি নজরে আসতে শুরু করেছে। ঘুঘু, ময়না, টিয়া, কাঠঁ-ঠোকড়া, শালিক, বুলবুলি সহ নানান প্রজাতির পাখি বিচরণ করতে শুরু করেছে। প্রতিদিন দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় কোকিলের কুহু সুরে।
কিন্তুু "নিসর্গ" দলের সকলের প্রতি দাবি একটাই পাখির যেই রাজ্যটি তৈরি হচ্ছে সেই জন্য অন্তত আমরা সকলে এদের যত্ন নেবো এবং এদের ভয়-ভীতির কারণ হবো নাহ।
ঢাকা জেলা দায়রা জর্জ কোর্ট, কোর্ট সংলগ্ন গীর্জা, ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক পাখি'দের নিয়ে কার্যক্রম চলমান আছে। আশা করি নিকট অদূরে হয়ত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী'রা ঢাকার বুকে এমন পাখির জগৎ অবলোকন করতে আসবে সেই স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি
একটি দল খাবার দিচ্ছে আসুন সম্ভব হলে পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করি আমাদের এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য পরিবর্তনে একটু সময় ব্যয় করি। প্রতিটি শহরে আমরা চাইলেই পাখিদের জন্য পানিয় জলের ব্যবস্থা করে জীববৈচিত্র্য রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের যত্ন নিই। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কয়েক গুণ ফিরিয়ে দিবে আমাদের।