Uttara Foster Care

Uttara Foster Care এটা আমাদের নতুন পেইজ সবাই সাথে থাকবেন

02/05/2025

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালভাবে জ্ঞাত ছিলেন। অবাক করার মতো বিষয় হলো- বেড়াল যেমন বুদ্ধিমান তেমনি এদের মাঝে একটি রহস্য লুকিয়ে আছে।

মুহাম্মদ সাঃ একদা নিজের সৈন্য বাহিনী সাথে নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন। তখন রাসূল সাঃ এর সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী ছিলো। আর এটি দেখে রাসূল সাঃ সাথে সাথে তার সৈন্য বাহিনীর সাথে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোন সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সে বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন। কেননা যুদ্ধের ময়দানে যাবার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরী। সুবহানাল্লাহ।

তারপর মহানবী সাঃ তার কাজ রেখে যখন বাড়ি ফিরছলেন, তখন সর্বপ্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন, সেখানে পৌছান, এবং পরক্ষণেই সে বেড়ালকে তার সাথে করেই নিয়ে যান। সে বেড়ালের নাম রাসুলুল্লাহ সাঃ মায়েজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সে বেড়ালকেই তার সাথে রেখে দেন। একবার রাসূল সাঃ ফজরের নামাযের জন্য উঠলেন এবং দেখতে পেলেন সে বেড়াল তার নামাযের মাসাল্লায় শুয়ে আছেন। শুনা যায় রাসুল সাঃ বিড়ালের ঘুম না ভাঙানোর জন্যে জায়নামাজের সে অংশটি কেটে দিয়েছিলেন।

আল্লাহু আকবার!

একটি হাদিসে মহানবী সাঃ বেড়ালের ওপর অত্যাচার করতে নিষেধ করেছেন। রাসূল সাঃ বললেন, একটি মহিলাকে শুধুমাত্র এই কারনে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে কারন ইনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন।

বেড়ালের ব্যাপারে রাসূল সাঃ ১৪শত বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আঃ এর পর আল্লাহ রাব্বুল আলামীন সর্ব প্রথম দুইটি জন্তুকে সৃষ্টী করেছেন, সে দুটি জন্তুর মধ্যে একটি হলো সাপ অপরটি হলো বেড়াল।

আর এ বেড়ালের মাঝে আল্লাহ রাব্বুল আলামীন বিশেষ কিছু গুনাবলী রেখে দিয়েছেন, যেসব গূনাবলীর কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসে মধ্যে আল্লাহ রাব্বুল আলামীন ডিপ্রেশান রোগীদের চিকিতসা লুকিয়ে রেখেছেন। কেননা এদের লোমে স্যাল্মলেনা নামক এক বিশেষ ধরনের ব্যাক্টেরিয়া পাওয়া যায়। আর এটি মানুষের ডিপ্রেশান কমাতে সাহায্য করে।

হযরত মুহাম্মদ সাঃ বলছেন, একটি মহিলাকে শুধুমাত্র বেড়ালের জন্য আযাব দেয়া হয়েছিল কেননা মহিলাটি বেড়ালটিকে বন্দী করে রেখাছিলো, কোনও খাবার পানিও দেয়নি। মহিলাটি বেড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল। শুধুমাত্র এই একটি কারণে মহিলাটি জাহান্নামে গিয়েছিল।

মেশকাত শরিফ থেকে একটি হাদিস এসেছে যে, একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাঃ কে কিছু খাবার দিতে এসে দেখতে পেলেন তিনি নামায পড়ছিলেন, এ দৃশ্য দেখে খাবারগুলোকে তিনি সেখানেই রেখে যান। পরে সেখানে একটি বেড়াল আসে, কিছু খাবার সে খেয়ে ফেলে। অতঃপর আম্মাজান আয়েশা রাঃ সে স্থান থেকে খাবার খেয়েছিলেন। তারপর তিনি বললেন, রাসূল সাঃ জানিয়েছেন, বেড়াল নাজায়েজ বা অপবিত্র কোন প্রানী নয়, তিনি আরোও বলেছিলেন, আমি রাসূল সাঃ কে বেড়ালের খাওয়া পানি থেকে ওযু করতে দেখেছি।

বিশেষজ্ঞরা বলেন, বেড়ালের ঘুমের আওয়াজ এর ফ্রিকোয়েন্সি ২০ - ৪০ হার্যের মধ্যে। এ আওয়াজ একজন মানুষের শরীরের জন্য খুব উপকারী বলে প্রমাণিত।

ঘোষণা!! ঘোষণা!! ঘোষণা!!🎉🎉🎉              ঈদ😻 ঈদ😻 ঈদ ঈদের স্লট এর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে।। প্রত্যেকবারের মতো এবার ঈদে...
07/06/2024

ঘোষণা!! ঘোষণা!! ঘোষণা!!🎉🎉🎉

ঈদ😻 ঈদ😻 ঈদ

ঈদের স্লট এর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে।। প্রত্যেকবারের মতো এবার ঈদেও আছি আমরা আপনাদের সাথে। আজকে থেকে বুকিং নেওয়া শুরু হয়ে গেছে ।। ।। যারা নিজের পোষা বিড়াল কে একটি ভালো পরিবেশে এবং সেইফটির সাথে রেখে যেতে চাচ্ছেন তারা এখন থেকেই স্লট বুক করে রাখতে পারেন।।। আমাদের ঈদের আগেই সিট সব বুকড হয়ে যায়।।।

শেষ সময়ে এসে বললে আমার কিছু করার থাকবে না। বিড়ালদের স্বাস্থ্য এবং তারা যেন একটু খোলামেলা থাকতে পারে সে দিক চিন্তা করে আমরা খুব কম বিড়ালদের রাখবো।।।।

💥 বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকার কারণে তাদের গরমে ভোগার কোন সম্ভাবনাও নেই।।। অতিরিক্ত গরমে অনেক বিড়াল অসুস্থ হয়ে পড়ে কিংবা হিটস্ট্রোকও করে থাকে কিন্তু আমার এখানে এরকম কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।।।

আমাদের এখানে নিরাপত্তা এবং যত্নের সাথে তাদেরকে রাখা হয়।।।। আর একদমই ফ্রেন্ডলি বাজেটে।।।।। অনেকেই আছেন যারা কিনা তাদের ভালোবাসার বিড়ালদের কোথাও সেইভলি রেখে যেতে পারে না ফস্টার হোমের অতিরিক্ত খরচের কারণে।।।। কিন্তু আমাদের এখানে আপনারা এই দিকটি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন।।। অন্যান্য সব জায়গা থেকে একদমই ফ্যান ফ্রেন্ডলি বাজেট এ যেন আমাদের কাছে ভালোবাসার বিড়ালটি দিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা এবারও থাকছে।।।।।

ছবিতে আমাদের লালটু মিয়া 😻😻

11/01/2024
এই হল আমার দুই সন্তান লালটু এবং মিলু ❤️যাদের থেকে এখন আমি হাজার হাজার মাইল দূরে আছি🙂
11/01/2024

এই হল আমার দুই সন্তান লালটু এবং মিলু ❤️যাদের থেকে এখন আমি হাজার হাজার মাইল দূরে আছি🙂

কেমন আছ সবাই😺😺
30/12/2023

কেমন আছ সবাই😺😺

এটা কার কলিজা??😥😥
29/12/2023

এটা কার কলিজা??😥😥

চাও/hiআমার বাচা  ইতালি কেমেরিনু😻😻চবার দাওয়াত 😻😻
22/12/2023

চাও/hi
আমার বাচা ইতালি কেমেরিনু😻😻
চবার দাওয়াত 😻😻

সবাই দয়া করে  পোস্টটিকে শেয়ার করুন।।
19/12/2023

সবাই দয়া করে পোস্টটিকে শেয়ার করুন।।

এর ভেতরে কি আছে দেখেই ছারব🐈🐈
18/12/2023

এর ভেতরে কি আছে দেখেই ছারব🐈🐈

কেউ চিনেন??
18/12/2023

কেউ চিনেন??

যা এই শীতের দিনে আমি AC চালিয়েই ঘুমাবো 🐈🐈
27/11/2023

যা এই শীতের দিনে আমি AC চালিয়েই ঘুমাবো 🐈🐈

আসার কয়েকদিন আগে থেকেই এরকম ভাবে তাকিয়ে থাকত চোখগুলো ছোট ছোট করে 🙂আল্লাহ যেন ওদেরকে আমার কাছে আনার জন্য তৌফিক দান করে।...
25/11/2023

আসার কয়েকদিন আগে থেকেই এরকম ভাবে তাকিয়ে থাকত চোখগুলো ছোট ছোট করে 🙂আল্লাহ যেন ওদেরকে আমার কাছে আনার জন্য তৌফিক দান করে। ওদেরকে না আনতে পারলে হয়তো বা আমিও থাকতে পারবো না বাংলাদেশে চলে আসতে হবে বরাবরের মতো 😴😴

Address

Uttara, Sector 6
Dhaka

Telephone

+8801322458656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara Foster Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category