29/08/2025
🐾 বিড়ালের অভিমান বোঝার লক্ষণ
1. একাকী হয়ে যাওয়া – হঠাৎ করে আগের মতো কাছে না আসা, দূরে গিয়ে বসে থাকা।
2. খাবারে অনীহা – অভিমান করলে বা মন খারাপ থাকলে অনেক বিড়াল খাবার কম খায়।
3. খেলা এড়িয়ে যাওয়া – স্বাভাবিক খেলাধুলা বা দুষ্টুমি কমে যায়।
4. চোখের দিকে না তাকানো – আপনার দিকে না তাকানো বা এড়িয়ে যাওয়া অভিমান বোঝায়।
5. লেজ ও কান দিয়ে ইঙ্গিত – কান নিচু করে রাখা বা লেজ ঝাঁকানো অসন্তুষ্টির প্রকাশ।
6. অতিরিক্ত ঘুমানো বা গুটিয়ে থাকা – নিজেকে আড়াল করে রাখা মানে সে কষ্টে আছে।
🐾 অভিমান ভাঙানোর উপায়
শান্তভাবে ডেকে কাছে নিন, জোর করবেন না।
তার প্রিয় খাবার বা ট্রিট দিন।
আস্তে আস্তে আদর করুন (কিন্তু যদি সে চাইতে না থাকে, চাপাবেন না)।
তার সঙ্গে কিছুক্ষণ খেলুন বা প্রিয় খেলনা দিন।
সময় দিন—ধীরে ধীরে বিশ্বাস ফিরে পাবে।
👉 মনে রাখবেন, বিড়ালের অভিমান অনেকটা ভালোবাসা চাওয়ার ইঙ্গিত। ধৈর্য আর যত্ন দিয়ে সহজেই ভাঙানো যায়।