Heart Lock Pet Courier

Heart Lock Pet Courier Pet Courier Service Bangladesh. Your Pet's Travelling Partner
We Can Safely Transport Pet's All over world.

Heart Lock Pet Service এর সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন।
আমাদের এই পেজ টি শুরু করার পর থেকেই আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।। চলার পথে অনেকের ভালোবাসা যেমন অর্জন করতে পেরেছি ঠিক উল্টো অনেকের ভালোবাসা পেতে আমরা ব্যার্থ হয়েচি।
এইখানে নতুন, পুরতন অনেক সদস্যই আছেন যারা আমাদের অনেক নিয়ম কানুন এখনও জানেন না।
আপনাদের সুবিধার জন্য আজকে কিছু বিষয় পরিষ্কার করতে পোস্ট করা



�আপনার আদরের বিড়াল/কুকুর আমাদের কাছে কোনো পণ্য না। আপনার পোষ্যকে যথাযথ সতর্কতার সঙ্গে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে থাকি।
� ঢাকার মধ্যে কোনো বিড়াল/কুকুর পরিবহনে আমরা আমরা রিক্সা, বাস এগুলো ব্যাবহার করি না। শুধুমাত্র সিএনজি বা প্রাইভেট গাড়িতে বিড়াল ট্রান্সপোর্ট করি।
কুকুরের ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রাইভেট কার।
� ঢাকার বাহিরে বিড়াল/কুকুর ট্রান্সপোর্ট করার সময় মালিকের কথা অনুযায়ী এসি/নন এসি বাস, লঞ্চ দিয়ে ট্রান্সপোর্ট করে থাকি। অবশ্যই চার্জ এর উপর নির্ভর করে এটা। (কুকুরের ট্রান্সপোর্ট শুধুমাত্র প্রাইভেট কারে সার্ভিস।
� আমরা কোনো প্রকার বস্তা, ঠুঙ্গা, বিস্কিট এর কার্টুন, বাজারের ব্যাগ এগুলো দিয়ে ট্রান্সপোর্ট করি না। আমাদের কাছে বিড়ালের/কুকুরের নিরাপত্তা মানুষের বাচ্চার মতই সব সময়।
� কারো ঝুড়ি না থাকলে আগেই জানিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা নিজেরা আমাদের ঝুড়ি দিয়ে সার্ভিস দিবো। যদিও RFL এঁর ঝুড়ি আমরা ব্যাবহার করি না।
� বিড়াল/কুকুর কে ট্রান্সপোর্ট করার আগে বিড়ালের/কুকুরের কোনো প্রকার সমস্যা জ্বর, ঠান্ডা, পাতলা পটি, ডাইরিয়া, নিশ্বাস এর সমস্যা থেকে থাকলে কোনো টাই গোপন করা যাবে না । এক্ষেত্রে বিড়াল/কুকুর ট্রান্সপোর্ট এ কিছু হলে বা মারা গেলে আমরা এর কোনো দায় নিবো না।
� অনেক বিড়াল/কুকুর বাসার বাহিরে পরিবেশে আসলে অনেক ভয় পায়। অনেক কান্না করে থাকে। অনেক সময় জিভ বের করে হাঁপাতে থাকে। এই বিষয় গুলো মানিয়ে নিতে হবে। এইক্ষেত্রে আমাদের নিজেদের ও কিছু করার নাই।
�৩ মাসের অধিক বয়সের বিড়ালের/কুকুরের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন করানো থাকতে হবে। আর না করানো থাকলেও আমাদেরকে জানাতে হবে।( কোনো বিড়াল/কুকুর এর rabies থাকলে সতর্ক থাকার জন্যই)
� ট্রান্সপোর্ট করার সময় যদি ভয় পেয়ে স্ট্রোকে, অ্যাকসিডেন্ট করে কোনো বিড়াল/কুকুর মারা যায় সেই ক্ষেত্রে আমাদের কোনপ্রকার দোষারূপ করা যাবে না।। অলৌকিক কোনো বিষয় এর উপর আমাদের কারো কোনো কিছু করার থাকে না। বিষয় গুলো জেনেই বিড়াল দিবেন।
� আপনার বিড়ালের/কুকুর আচরণ যদি দুষ্ট প্রকৃতির হয় আর সে যদি ঝুড়ি ভেঙ্গে বের হয়ে যায় আমরা কোনো দায় নিবো না। কারণ আপনার আদরের বিড়াল আমরা যতক্ষণ ভালো থাকবো ঠিক ততক্ষণ ওদের ভালো রাখবো এই প্রতিজ্ঞা করি আমরা। কিন্তু আপনার বিড়াল যদি ঝুড়ি ভেঙে বের হয়ে যায় সেক্ষেত্রে Heart Lock Pet Service এঁর দায় নিবে না।
�২ মাসের অধিক বয়সের দেশি বিড়ালের ক্ষেত্রে একবার বিড়ালকে ঝুড়িতে ঢুকানোর পরে ঝুড়ি লক করে দেয়া হবে। বিড়াল গন্তব্যে পৌঁছানোর আগে পর্যন্ত ঝুড়ি কোনোভাবেই খোলা হবে না। কারণ আপনার বিড়াল হারিয়ে গেলে আপনি কিন্তু আমাদের ছাড় দিবেন না।
� আপনার বিড়ালের/কুকুরের দ্বারা আমাদের কোন ট্রান্সপোর্টের কর্মীর কিছু হলে এঁর সম্পুর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে।
� বিড়ালের/কুকুরের ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে ১ জন মানুষের আপনার লোকেশন এ যাওয়া এবং ফেরত আশা, ট্রান্সপোর্ট খরচ, শ্রম এবং অনুসাঙ্গিক আরো কিছু বিষয় জড়িত থাকে। তাই এই বিষয় গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করার অনুরুদ থাকবে।
� কুকুরের ট্রান্সপোর্ট এর জন্য প্রাইভেট কারে সার্ভিস দেয়ায় অনেক বিষয় জড়িত থাকে।
� বিড়াল/কুকুর যার কাছে পৌঁছে দিতে হবে ওনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলো ভালোমত দিতে হবে। কারণ অনেক সময় ঠিকানা মতো বিড়াল/কুকুর নিয়ে যাবার পর ওনারা সময়মতো ফোন পিক করেন না বা মোবাইল বন্ধ করে রাখে। এইক্ষেত্রে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।
�অনলাই প্লাটফর্মে এগিয়ে থাকার জন্যে রিভিউ ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আর তাই আমরা আমদের থেকে ১০০% করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ করবো। এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।আপনার আমানত সহিসালামত পৌছিয়ে দিতে পারলেই আমরা স্বার্থক।

� উপরোক্ত বিষয় গুলো ভালো মত পর্যালোচনা করে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে জানাবেন।
� সকল বিষয় বস্তু ভালো মত পড়ে আপনার মূল্যবান সিদ্ধান্ত নিতে পারেন।

ভাবুন তো—আপনার বিড়াল/কুকুরটা হাজার টাকা দামের জিনিস না…সে আপনার পরিবারের একজন। 🐾❤️তাহলে কি তাকে আপনি এমন কাউকে দিয়ে পা...
08/09/2025

ভাবুন তো—আপনার বিড়াল/কুকুরটা হাজার টাকা দামের জিনিস না…
সে আপনার পরিবারের একজন। 🐾❤️
তাহলে কি তাকে আপনি এমন কাউকে দিয়ে পাঠাবেন, যার কাছে সে শুধু একটা ‘ডেলিভারি’?”

ঠিক এই ভয় থেকেই আমাদের জন্ম—
👉 Heart Lock Pet Courier Service।

আমাদের কাছে প্রতিটি যাত্রা মানে শুধু ট্রান্সপোর্ট না,
এটা মানে—একটা প্রাণকে নিরাপদে তার আপনজনের কাছে পৌঁছে দেওয়া।

Alhamdulillah, আজ পর্যন্ত ১০০+ পোষা প্রাণী আমাদের হাতে নিরাপদে পৌঁছেছে।
কেউ হারায়নি, কেউ আঘাত পায়নি, বরং সবাই গন্তব্যে পৌঁছেছে শান্ত ও খুশি হয়ে।

💡 আমরা দিই:
✔️ সেফ ক্যারিয়ার ও ভ্রমণ প্রটেকশন
✔️ লাইভ আপডেট (ফোন/হোয়াটসঅ্যাপ)
✔️ যত্ন যেন নিজের সন্তানের মতো

👉 আপনি কি চান আপনার প্রিয় সাথীটিও এভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছাক?
📞 WhatsApp / Call: 01865-073873

  #ঢাকা টু  #ফেনী আসলেই অনেক সময় মানুষ ভাবে পোষা প্রাণীকে লম্বা জার্নিতে নেয়া ঝামেলা। কিন্তু আল্লাহর রহমতে আমরা নিয়মিতভা...
08/09/2025


#ঢাকা টু #ফেনী
আসলেই অনেক সময় মানুষ ভাবে পোষা প্রাণীকে লম্বা জার্নিতে নেয়া ঝামেলা। কিন্তু আল্লাহর রহমতে আমরা নিয়মিতভাবেই নিরাপদে পৌঁছে দিতে পারছি 🐾।
আমাদের উপর ভরসা রাখার জন্য সকল কাস্টমারকে ধন্যবাদ ❤️। আপনারা দোয়া করবেন, যেন প্রতিটি প্রিয় পোষা প্রাণী সুস্থভাবে গন্তব্যে পৌঁছাতে পারি।
: HLPS 2204

   #চট্রগ্রাম টু  #নারায়ণগঞ্জ আসলে লাইক, কমেন্ট,share এই ব্লা ব্লা যে আসবে না এইগুলো জেনেও পোস্ট দেই। কারণ আমার দরকার ম...
08/09/2025


#চট্রগ্রাম টু #নারায়ণগঞ্জ
আসলে লাইক, কমেন্ট,share এই ব্লা ব্লা যে আসবে না এইগুলো জেনেও পোস্ট দেই। কারণ আমার দরকার মানুষদের কে জানানো যে ওনাদের কাজ গুলো সুস্থমত করে দিতে পেরেছি। আল্লাহর রহমতে ওনাদের পোষ্যদের আমরা যত্ন সহকারে পৌঁছে দিয়েছি নিদির্ষ্ট জায়গায়। ব্যাস এইটুকু আপডেট দেয়া ই লাগে। আমরাও দেই।
:HLPS 2203

🐾✨ Alhamdulillah!সিলেট থেকে প্রিয় বিড়ালকে নিরাপদে বাশুন্ধরা পৌঁছে দিলাম 🐱🚐আপনার ভালোবাসা, আমাদের দায়িত্ব ❤️👉 পোষ্যকে ...
07/09/2025

🐾✨ Alhamdulillah!
সিলেট থেকে প্রিয় বিড়ালকে নিরাপদে বাশুন্ধরা পৌঁছে দিলাম 🐱🚐
আপনার ভালোবাসা, আমাদের দায়িত্ব ❤️

👉 পোষ্যকে ভালোবাসার সঙ্গে নিরাপদে পৌঁছাতে এখনই যোগাযোগ করুন – Heart Lock Pet Courier Service
:HLPS 2201

"চোখে আগুন, মনে স্বপ্ন, আর কানে বাজছে শুধু একটাই শব্দ— ‘অসম্ভবকে সম্ভব করো।’" আল্লাহ্ ভরসা
07/09/2025

"চোখে আগুন, মনে স্বপ্ন, আর কানে বাজছে শুধু একটাই শব্দ— ‘অসম্ভবকে সম্ভব করো।’"
আল্লাহ্ ভরসা

Alhumdulillah প্রতিদিন ই আমরা কোনো না কোনো ভাবে আপনাদের কে সার্ভিস দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে। কিন্তু আপডেট দেয়ার বেলায...
07/09/2025

Alhumdulillah
প্রতিদিন ই আমরা কোনো না কোনো ভাবে আপনাদের কে সার্ভিস দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে। কিন্তু আপডেট দেয়ার বেলায় ই যেনো রাজ্যের অলসতা জেঁকে বসে। না অনেকগুলো কাজের আপডেট এখনও বাকী। কবে যে দিবো

গতকাল ভোর সকালে বের হয়ে আসলাম রাত ২টা বাজে। আজকেও বের হলাম সকালে। এখনও জ্যাম এ বসা। বোবা প্রানের জন্য Heart Lock  এর এক...
06/09/2025

গতকাল ভোর সকালে বের হয়ে আসলাম রাত ২টা বাজে। আজকেও বের হলাম সকালে। এখনও জ্যাম এ বসা। বোবা প্রানের জন্য Heart Lock এর একজন কামলা ই আমি রয়েই গেলাম। আলহামদুলিল্লাহ্।

একটা বসিয়ে দিলে বুঝা যাবে কি জোর
06/09/2025

একটা বসিয়ে দিলে বুঝা যাবে কি জোর

দুরুদ শরীফ হলো নবী মুহাম্মদ (সাঃ)-এর প্রতি আল্লাহর দয়া ও শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করা একটি বিশেষ সম্ভাষণ বা ইবাদত।...
05/09/2025

দুরুদ শরীফ হলো নবী মুহাম্মদ (সাঃ)-এর প্রতি আল্লাহর দয়া ও শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করা একটি বিশেষ সম্ভাষণ বা ইবাদত। মুসলমানরা এই বিশেষ দোয়া পাঠ করে এবং এটি ইবাদতের একটি নেক আমল হিসেবে গণ্য হয়, যা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য অত্যন্ত জরুরি। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে ১০ গুণ রহমত লাভ হয় এবং এটি পাঠ করা অত্যন্ত জরুরি ও সওয়াবের কাজ।
দুরুদে ইব্রাহিম:
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ; আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ"।

🐾 Heart Lock Pet Courier Service 🐾আপনার প্রিয় পোষ্যকে একা ছেড়ে দেওয়া কখনোই সহজ নয় 💔That’s why we are here — to deliv...
04/09/2025

🐾 Heart Lock Pet Courier Service 🐾
আপনার প্রিয় পোষ্যকে একা ছেড়ে দেওয়া কখনোই সহজ নয় 💔
That’s why we are here — to deliver them safely, with love & care ❤️

🚚 সারাদেশে (Nationwide) ডেলিভারি
🏡 ডোর-টু-ডোর সার্ভিস
🩺 ভেট চেক-আপ ও ডকুমেন্ট সহায়তা

📞 কল/Call: 01865073873
📲 WhatsApp Available

✨ “আপনার প্রিয় পোষ্যকে নিরাপদে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব” ✨
#বিড়ালডেলিভারি #কুকুরডেলিভারি

🐾 ভালোবাসা কিনে আনা যায় না, পাওয়া যায় মায়ার মধ্যে 🐾আমরা প্রায়ই দেখি, হাটে বা মার্কেটে দাম দিয়ে বিড়াল-কুকুর কিনে আ...
04/09/2025

🐾 ভালোবাসা কিনে আনা যায় না, পাওয়া যায় মায়ার মধ্যে 🐾

আমরা প্রায়ই দেখি, হাটে বা মার্কেটে দাম দিয়ে বিড়াল-কুকুর কিনে আনা হয়।
কিন্তু রাস্তার পাশেই কত শত নিরীহ প্রাণ ক্ষুধার্ত, একাকী—
যারা শুধু একটুখানি আদর, একটুখানি আশ্রয়ের অপেক্ষায় থাকে।

তারা টাকা চায় না, বড় কোনো শর্তও নয়।
তারা শুধু চায়—একটি ঘর আর ভালোবাসা।

আজ যদি আপনি সিদ্ধান্ত নেন—
একটি রাস্তার বিড়ালকে বাসায় নেবেন,
একটি কুকুরকে আশ্রয় দেবেন—
তাহলেই বদলে যাবে তার পুরো জীবন।

🌸 হাট থেকে কিনবেন না,
রাস্তার একটি প্রাণকে এডপ্ট করুন।
কারণ আসল ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। 🌸
Heart Lock Pet Courier

Address

Khilgoan And Dhanmondi
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Heart Lock Pet Courier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heart Lock Pet Courier:

Share

Category

Cat Courier

We Carry Your Cat Fully Safely.