23/03/2024
মক্কা যেমন আমাদের পশ্চিম দিকে, ইউরোপ-আমেরিকাও আমাদের পশ্চিম দিকে। বর্তমান সময়ে আমরা নামাজ পড়া ছাড়া বাকি সব ক্ষেত্রে বলতে গেলে ইউরোপ-আমেরিকার অনুসরণ করি।
এ যেন, নামাজের কিবলা মক্কা, বাকি সবকিছুতে ইউরোপ-আমেরিকা!
পাশ্চাত্য একটি ধর্ম বানিয়েছে; যদিও এটাকে তারা ‘ধর্ম’ বলছে না। কিন্তু, নিজেদের অজান্তে আমরা সেই ধর্মের অনুসরণ করছি।
ইসলাম আমাদেরকে শেখায় আত্মসমর্পণ। আল্লাহ ও রাসূলের ﷺ আনুগত্য করা।
আর পাশ্চাত্য আমাদেরকে শেখাচ্ছে- ব্যক্তি স্বাধীনতা। যার মূল কথা হলো- My life, my rules।
আমাদের পোশাক, খাবার, কথাবার্তা, চিন্তাভাবনা, দিবস উদযাপন সবকিছুতেই আমরা পাশ্চাত্যের অনুকরণ করছি। বিনোদনের ক্ষেত্রেও মুভি, খেলাধুলা সবকিছুতে তাদেরগুলো দেখে আনন্দ পাচ্ছি।
আমাদের জীবনযাপনে পাশাচত্যকেই কিবলা বানিয়ে ফেলেছি! আমরা বুঝতেই পারছি না।
এমনকি আমাদের ক্যারিয়ার চিন্তায়ও। ‘পড়ালেখা করে চাকরি করতে হবে’ এটা আমাদেরকে শিখিয়েছে পশ্চিমারা। যার কারণে, একজন যুবক ২৫-২৮ বছরে চাকরিও পায় না, বিয়েও করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না।
পাশ্চাত্য নারীর অধিকারের নামে শিখিয়েছে নারীকে চাকরি করতে হবে, ঘর থেকে বের হতে হবে, নারীর ক্যারিয়ার গড়তে হবে।
নিজেদের ক্যারিয়ার ভাবনার ক্ষেত্রেও আমরা পাশ্চাত্যের শেখানো মনোভাব লালন করছি! তাদের মতো করে চিন্তা করছি।
ক্যারিয়ার চিন্তায় কীভাবে আমরা পশ্চিমাদের শেখানো পথে হাঁটছি। পশ্চিমা মাইন্ডসেট কীভাবে আমাদের ক্যারিয়ার ভাবনায় প্রভাব ফেলছে।
মুসলিম হওয়া সত্ত্বেও না জেনে আমরা এতোদিন ওয়েস্টার্ন মানসিকতা লালন করতাম।
মহান আল্লাহ আমাদের মুমিন হওয়ার তাওফিক দিক।