Shan's Aviary

Shan's Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shan's Aviary, Pet service, K. M. Das Lane, Tikatuli, Dhaka.

23/01/2025

আমার এভিয়ারির কিছু বাজরিগারের বাচ্চা।
আলহামদুলিল্লাহ!
#বাজরিগার

18/01/2025

এই ব্রিডিং সিজনের প্রথম বাচ্চা পেলাম। ৫ জোড়া বাজরিগারের ২টা ডিম বাদে সবগুলো ডিমেরই বাচ্চা পেলাম। আলহামদুলিল্লাহ। Shan's Aviary #বাজরিগার

ভামোস ভামোস 🇦🇷🇦🇷
14/07/2024

ভামোস ভামোস 🇦🇷🇦🇷

প্রকৃতির  ভারসাম্য রক্ষায় বন্য ও মুক্ত পাখির অবদান।শেয়ার করবেন।বাংলাদেশের বনভূমিগুলোর মধ্যে অন্যতম চিরসবুজ বনভূমি। আমাদে...
06/05/2024

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য ও মুক্ত পাখির অবদান।
শেয়ার করবেন।

বাংলাদেশের বনভূমিগুলোর মধ্যে অন্যতম চিরসবুজ বনভূমি। আমাদের দেশের পাখিদের একটি বড় অংশের দেখা পাওয়া যায় এই বনভূমিগুলোতে। এসব পাখি সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চিরসবুজ বনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও বনভূমি সংলগ্ন চাষের জমিসহ সারাদেশের জমিগুলোতে যে চাষাবাদ হয় সেসবের ভারসাম্য রক্ষায় অবদান রাখে বন্য ও মুক্ত পাখি।

বাংলাদেশের চিরসবুজ ও মিশ্র-চিরসবুজ বনভূমিগুলোতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহ থাকার কারণে বেশ কিছু প্রজাতির পাখি এসব বনে পাওয়া যায় যাদের অন্য বনে দেখা যায় না। চিরসবুজ বনের পাখিদের মধ্যে রয়েছে ময়না, টিয়া,শালিক,দোয়েল,মুনিয়া, ঘুঘু, ধনেশ, হরিয়াল, নীলকণ্ঠ, ভীমরাজ, মৌটুসিসহ অন্যান্য পাখি। বাংলাদেশে কয়েক প্রজাতির সবুজ টিয়া পাওয়া যায়। যারা লোকালয়ের আধিক্য এমন অঞ্চলে প্রায় বিলুপ্ত। এরা খাবারের সন্ধানে লোকালয় সংলগ্ন এলাকায় উড়ে আসে।

এসব পাখি আকার-আকৃতি, বর্ণ এবং স্বভাবে বেশ বৈচিত্র্যময়।

নানা প্রজাতির স্থানীয় পাখির সঙ্গে শীতকালে যোগ দেয় পরিযায়ী পাখির দল। এদের বিচরণে চিরসবুজ বন হয়ে ওঠে হাজারো পাখির স্বর্গরাজ্য। সুবৃস্তিত জলাভূমির ভারসাম্য রক্ষায় এসব পাখির অনবদ্য অবদান আছে।

বনের খাদ্যশৃঙ্খলে স্বাভাবিক ধারা বজায় রাখা, ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, উদ্ভিদের পরাগায়ণ ও বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পাখিদের।

তবে পরিবেশ বিপর্যয়ের ফলে অস্তিত্বের হুমকিতে পড়েছে বনের এই পাখিরা। ক্রমাগত বনভূমি উজাড় করার ফলে বনের পাখিরা তাদের আবাসস্থল হারাচ্ছে। একই সঙ্গে বনাঞ্চলে ফলজ উদ্ভিদ কমে যাওয়ায় খাদ্যসঙ্কটে ভুগছে তারা। ফলে বেশ কিছু পাখি এখন বিপন্ন। এর সাথে রয়েছে পাখির বাচ্চা পাখির বাসা থেকে চুরি করে বিক্রি করার মত জঘণ্য কাজ। বিভিন্ন হাট বাজারে না বুঝে বা জেনেশুনে অনেকে পাহাড়ী টিয়া বা ময়না বলে পাখি বিক্রি করে। সোসাল মিডিয়াতেও এদের দৌরাত্ম দেখা যায়। এরা জীবকুলের শত্রু। এমন বিভিন্ন কারণে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে গোটা বনের প্রতিবেশ ব্যবস্থায়।

তাই চিরসবুজ বনের পাখি সংরক্ষণে প্রাকৃতিক বনভূমি রক্ষার কোনো বিকল্প নাই। সেই সাথে গড়ে তুলতে হবে সচেতনতা।

আমাদের প্রতিজ্ঞা করতে হবে- আমরা বনের পাখি খাঁচায় পালবোনা। খাঁচার পাখি খাঁচায় পালবো।

যেসব পাখি খাঁচায় পালা অনুচিত- যেকোন সবুজ টিয়া,ময়না,শালিক,মুনিয়া,দেশি ঘুঘু,দোয়েল,বুলবুলি ইত্যাদি।

যেসব পাখি খাঁচায় পালবো এবং আনন্দ লাভ করবো - বাজেরিগার,ফিঞ্চ,কোকাটেল,লাভবার্ডস, কনুর,ফরপাস,নিউফেমা, অস্ট্রেলিয়ান ঘুঘু (অর্থাৎ বিদেশি ও খাঁচায় জন্ম নেওয়া পাখি) ইত্যাদি।

পোস্ট শেয়ার করবেন।
সচেতনতা ছড়িয়ে যাক।

(বি:দ্র: পোস্ট কনসেপ্ট ও কিছু কনটেন্ট ইন্টারনেট থেকে সংগৃহীত)

শাফি আহমদে
CEO, BIRDS CAMP BD

03/04/2024

হিট-স্ট্রোক!!!

হঠাৎ তাপমাত্রা বেড়ে গিয়ে অনেক পাখির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আপনি সচেতন আছেন তো ?
এক্ষেত্রে আমরা যেসব সতর্কতা অবলম্বন করতে পারি:

১)খাঁচায় সব সময় পর্যাপ্ত পরিষ্কার খাবার পানির ব্যবস্থা রাখুন।
২)পাখিদের টানা ১০-১২ ঘন্টা অন্ধকারে বিশ্রাম নেয়া নিশ্চিত করুন।
৩)পাখিদের ঘরে উন্মুক্ত স্থানে বড় বড় মুখ খোলা পাত্রে(যেমন বড় গামলায়/বালতিতে) পানি রাখুন
৪)সম্ভব হলে পর্যাপ্ত বাতাস প্রবাহের ব্যবস্থা রাখুন(ক্রস ভেন্টিলেশন)
৫)গোসলের পানি দিন
৬)স্বাভাবিক তাপমাত্রার পানির মিস্ট/ফগ স্প্রে করুন(হালকা স্প্রে সরাসরি পাখির গায়ে না দিয়ে)
৭)২/১ দিন পর পর শাকসবজি দিন।
৮)খাবারে তৈলাক্ত বীজের পরিমান কমান
৯)সপ্তাহে ২ দিন ইলেকট্রোমিন ১.৫ গ্রাম/লিটার পানিতে দিন বিশেষত অধিক গরমের দিনগুলোতে।
১০)ইমোলাইট/লাইসোভিট ১/২ দিন বিরতিতে পানিতে দিন
১১)ভিটামিন সি(সিভিট-ভেট) + ভিটামিন বি কমপ্লেক্স(রেনা-ডাব্লিউএস) ব্যবহার করুন সপ্তাহে ২ দিন
১২)এগফুড কমিয়ে দিন, সিদ্ধডিমের কুসুম বাদ দিন।
১৩)তাপমাত্রা পর্যাপ্ত নিয়ন্ত্রণ করা না গেলে ব্রিড বন্ধ রাখুন।

পরামর্শগুলো নানান ব্রিডারদের অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে সংকলিত যার কার্যকারিতা প্রমাণিত । ধন্যবাদ সবাইকে।

হ্যাপি বার্ড কিপিং।

এই ব্রিডিংয়ে বাজ্রিগার, লাভ বার্ড ও ককাটেইল এর কিছু ইনফার্টেইল ডিম। 🥚🥚
03/02/2024

এই ব্রিডিংয়ে বাজ্রিগার, লাভ বার্ড ও ককাটেইল এর কিছু ইনফার্টেইল ডিম। 🥚🥚

এই শীতে আমার এভিয়ারিতে কিছু বাচ্চাকে হারালাম।      শীত সবার জন্য আশীর্বাদ নয়! 😢
22/01/2024

এই শীতে আমার এভিয়ারিতে কিছু বাচ্চাকে হারালাম।
শীত সবার জন্য আশীর্বাদ নয়! 😢

মাশা-আল্লাহ, আলহামদুলিল্লাহ!আমার এভিয়ারিতে নতুন  ককাটেল জোড়ার প্রথম ডিম। 🥰🥰Shan's Aviary
11/01/2024

মাশা-আল্লাহ, আলহামদুলিল্লাহ!
আমার এভিয়ারিতে নতুন ককাটেল জোড়ার প্রথম ডিম। 🥰🥰

Shan's Aviary

03/01/2024

★★বিশেষ সতর্কতা★★
দেশের বিভিন্ন জেলাতে শৈত্যপ্রবাহ চলছে। যারা বারান্দায় পাখিপালন করেন তারা অবশ্যই পাখির প্রতি যত্নশীল হবেন। আপনার অবহেলার জন্য পাখি অসুস্থ বা মা*রা যেতে পারে।
➤ সরাসরি ঠান্ডা বাতাস যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে।
➤ পানি কুসুম গরম অবস্থায় দিবেন। সেই সাথে পানির সাথে লেবুর রস মিক্স করে দিতে পারবেন।
➤ ইনফ্রারেড বা সিরামিক এর হিটিং বাল্ব রোদ না উঠা পর্যন্ত ও ঠান্ডার উপর নির্ভর করে জ্বালিয়ে রাখবেন।
➤ পিভি-ভিন/আপেল সিডার ভিনেগার (with the mother) ৫মিলি ১লিটার পানিতে সপ্তাহে ২দিন দিবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
➤ তৈল জাতীয় বীজ বাড়িয়ে দিবেন পাখির খাবারে।
➤ শাক জাতীয় খাবার কমিয়ে দিবেন। শীতকালীন সবজি বেশি বেশি দিবেন
➤ খাঁচার একপাশে সামান্য খোলা রেখে বাকি খাঁচা ঢেকে দিবেন।
➤ সরাসরি মেঝেতে খাঁচা রাখবেন নাহ।

ভালো থাকুক সবার প্রিয় পাখি।

Shan's Aviary

লাখো শহীদের আত্মত্যাগে একাত্তরের ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছিলাম বিজয়ের স্বাদ। বাংলাদেশ হয়েছিল শত্রুমুক্ত। বিজয়ের ৫২ বছর পূর...
16/12/2023

লাখো শহীদের আত্মত্যাগে একাত্তরের ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছিলাম বিজয়ের স্বাদ। বাংলাদেশ হয়েছিল শত্রুমুক্ত।

বিজয়ের ৫২ বছর পূর্তিতে শান'স এভিয়ারির পক্ষ থেকে সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা।
িজয়দিবস

খাওয়া দাওয়া চলতেছে 😋😋😋ভুট্টা, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, বিটরুট, ধনেপাতা-কাচামরিচ, শাক, হার্বস, মিনারেল, ডিমের খোসা ও স...
11/12/2023

খাওয়া দাওয়া চলতেছে 😋😋😋
ভুট্টা, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, বিটরুট, ধনেপাতা-কাচামরিচ, শাক, হার্বস, মিনারেল, ডিমের খোসা ও সফটফুডের গুড়া।

যে পাখি পেড়েছে সে বুঝেছে পিরিতির কেমন যন্ত্রনা :P
22/11/2023

যে পাখি পেড়েছে সে বুঝেছে পিরিতির কেমন যন্ত্রনা :P

Healthy foods for my birds 🐦 🥰
13/11/2023

Healthy foods for my birds 🐦 🥰

Bird pharmacy 🐦💉🌡📈📉🚑
11/11/2023

Bird pharmacy 🐦💉🌡📈📉🚑

Shopping for my Birds  🐦🐦1. Soft food & baby food- RS soft food2. Grit & Mineral- Romel Ashraf Aviary 3. Seed mix- Lutin...
05/11/2023

Shopping for my Birds 🐦🐦

1. Soft food & baby food- RS soft food
2. Grit & Mineral- Romel Ashraf Aviary
3. Seed mix- Lutino Park Pet Shop
4. Block- My Block
5. Nitro- Bird’s Valley SHOP

গুড মরনিং হুমেন 🐦🐦🌸⛅⛅
03/11/2023

গুড মরনিং হুমেন 🐦🐦🌸⛅⛅

অবশেষে বই দুইটা আজকে সংগ্রহ করলাম। বইটা বেশ তথ্যবহুল। পাখিপ্রেমি আর পাখাল ভাইয়েরা সংগ্রহে রাখতে পারেন।আপনাদের কারও লাগলে...
01/11/2023

অবশেষে বই দুইটা আজকে সংগ্রহ করলাম। বইটা বেশ তথ্যবহুল। পাখিপ্রেমি আর পাখাল ভাইয়েরা সংগ্রহে রাখতে পারেন।
আপনাদের কারও লাগলে নক দিতে পারেন। লোকেশন বলে দিব।

নতুন অতিথির অপেক্ষায়..... 🐣🐥
31/10/2023

নতুন অতিথির অপেক্ষায়..... 🐣🐥

Address

K. M. Das Lane, Tikatuli
Dhaka
1203

Telephone

+8801730718182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shan's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shan's Aviary:

Share

Category