14/05/2025
আর মাত্র বাকি ২ টি গরু
আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভাল আছেন।
অনেকেই কুরবানীর স্লটার প্রসেস বা ভাগে কুরবানীর ব্যাপারে জানতে চেয়েছেন।
ভাগের কুরবানী আমরা ২০২০ সালে কোভিড কালীন সময় থেকে শুরু করেছিলাম এরপর প্রতিবছরই আমরা ভাগে কুরবানী আয়োজন করে আসছি।
নিচে বোঝার সুবিধার্থে বিষয় টি আলোচনা করছি।
ব্যাপারটা খুবই সিম্পল,ধরুন নিচের ছবিতে থাকা গরুটার ক্রয় মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা, এই গরুটা কে আমরা সাত ভাগে ভাগ করে এর সাথে কুরবানী পর্যন্ত এর লালন পালন খরচ ও কোরবানির প্রথম দিন সিরিয়াল অনুযায়ী জবাই করে দক্ষ কসাই কর্তৃক প্রসেস করে এবং সম্পূর্ণ গরুর সমস্ত অংশ সমান সাত ভাগে ভাগ করে আপনার কাছে বুঝিয়ে দেওয়া বাবদ ১৩ থেকে ১৫% চার্জ যুক্ত করা হবে।
তাতে করে এতে প্রসেস ফি আসবে ১৫৬০০ থেকে ১৮০০০ টাকা, তাহলে এই গরুটার প্রসেসিং সহ মূল্য আসবে এক লক্ষ 35 হাজার 600 টাকা থেকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা
তাতে করে একেকটি ভাগের খরচ আসবে ১৯৫০০ থেকে ১৯৮০০ টাকা।
আপনারা চাইলে সমস্ত গরু একসাথে নিতে পারেন অথবা আপনার সুবিধা অনুযায়ী এক থেকে যে কোন সংখ্যক ভাগ যুক্ত করতে পারেন।
এই প্রক্রিয়াটি আমরা শ্যামলী রিংরোডে সম্পন্ন করব কোরবানির দিন সকালে প্রথম জামাত শেষ হবার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং হওয়া গরু জবাই শুরু হবে, ইনশাআল্লাহ আমরা বিকেলের মাঝেই আমাদের গরু কুরবানী শেষ করে প্রসেস করে আপনাদের বুঝিয়ে দেব।
এক্ষেত্রে নির্ধারিত সময়ে আপনি বা আপনার প্রতিনিধি উপস্থিত হয়ে আপনার কুরবানী স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারেন ও আপনার ভাগের অংশ বুঝে নিতে পারেন।
আরো জানতে নক করুন আমাদের পেইজে বা ০১৭০৬৯২৩৯০৮ নাম্বারে
সকল লেনদেন ব্যাংকে হবে ও বুকিং মানি হিসেবে ৩০% টাকা দেবার পরে বাকি টাকা আপনারা ২৫ মে এর মাঝে ব্যাংকে জমা করলেই হবে।