MIRA Ranch

MIRA Ranch নিরন্তর যুদ্ধ উদ্দ্যোক্তাদের নিয়ে
(1)

অনেক ত মাংস খাচ্ছেন।অইদিকে যে মধু মাসের আম সুন্দরীদের টাইম যাচ্ছে সে খেয়াল কি রাখেন?হিম সাগর, নাক ফজলি, ল্যাংড়া আর মহা স...
09/06/2025

অনেক ত মাংস খাচ্ছেন।

অইদিকে যে মধু মাসের আম সুন্দরীদের টাইম যাচ্ছে সে খেয়াল কি রাখেন?

হিম সাগর, নাক ফজলি, ল্যাংড়া আর মহা সুন্দরী আম্রপলি কিন্ত অপেক্ষায় আপনাদের।

সারাদেশে কুরিয়ার এর মাধ্যমে ফলের রানী এই আম কে পেতে যোগাযোগ করুন MIRA Ranch এর সাথে।

৯০-১২০ টাকা কেজিতে পেয়ে যাবেন নিরাপদ হিমসাগর আর নাক ফজলি আম।

যোগাযোগ করুন আমাদের সাথে 01706-923908 নাম্বারে।

আমাদের সবচেয়ে ছোট পিংক মোষের কিউট ক্রেতা।উনি ইনশাআল্লাহ সামনের বছর নেবেন এটা।
09/06/2025

আমাদের সবচেয়ে ছোট পিংক মোষের কিউট ক্রেতা।

উনি ইনশাআল্লাহ সামনের বছর নেবেন এটা।

আমাদের এবারের সব চেয়ে ভি আই পি কুরবানী দাতা নাইরা মামনি।
08/06/2025

আমাদের এবারের সব চেয়ে ভি আই পি কুরবানী দাতা নাইরা মামনি।

Yes we complete all before Al Asar Thanks to all of our well wisher  for ur support.Good Bye for next WeeksWill be back ...
07/06/2025

Yes we complete all before Al Asar
Thanks to all of our well wisher for ur support.

Good Bye for next Weeks
Will be back at 15 th

EID Mobarak For All.

আমরা লাস্ট ইয়ার এর কিছু গোল ঠিক করসিলাম যে এবার ১০ দিন আগেই আমরা স্টক আউট হয়ে যাব।হয়েছে ও ঠিক তাই, ভাগের গরু ছটা কম্পলিট...
23/05/2025

আমরা লাস্ট ইয়ার এর কিছু গোল ঠিক করসিলাম যে এবার ১০ দিন আগেই আমরা স্টক আউট হয়ে যাব।

হয়েছে ও ঠিক তাই, ভাগের গরু ছটা কম্পলিট ভাগের বাইরে বাকি গুলা কম্পলিট বুকিং, আমরা বুকিং কনফার্ম ধরি টাকা আসলেই।

ভাগের ১/২ টা আছে যেটা লাস্ট মোমেন্ট এ কিছু মানুষের জন্য রাখা লাগে।

সামনের বার আমরা আরো বড় করে করব আমাদের তৈরি করা শিষ্যদের কাজ মাঠে আনবো।

সব চেয়ে আনন্দের খবর হলো আমাদের এবারের দাম গত বছর থেকে কম ছিল, সামনের বছর আরো কমাবো ইনশাআল্লাহ।

22/05/2025
14/05/2025

আর মাত্র বাকি ২ টি গরু

আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভাল আছেন।
অনেকেই কুরবানীর স্লটার প্রসেস বা ভাগে কুরবানীর ব্যাপারে জানতে চেয়েছেন।

ভাগের কুরবানী আমরা ২০২০ সালে কোভিড কালীন সময় থেকে শুরু করেছিলাম এরপর প্রতিবছরই আমরা ভাগে কুরবানী আয়োজন করে আসছি।

নিচে বোঝার সুবিধার্থে বিষয় টি আলোচনা করছি।

ব্যাপারটা খুবই সিম্পল,ধরুন নিচের ছবিতে থাকা গরুটার ক্রয় মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা, এই গরুটা কে আমরা সাত ভাগে ভাগ করে এর সাথে কুরবানী পর্যন্ত এর লালন পালন খরচ ও কোরবানির প্রথম দিন সিরিয়াল অনুযায়ী জবাই করে দক্ষ কসাই কর্তৃক প্রসেস করে এবং সম্পূর্ণ গরুর সমস্ত অংশ সমান সাত ভাগে ভাগ করে আপনার কাছে বুঝিয়ে দেওয়া বাবদ ১৩ থেকে ১৫% চার্জ যুক্ত করা হবে।

তাতে করে এতে প্রসেস ফি আসবে ১৫৬০০ থেকে ১৮০০০ টাকা, তাহলে এই গরুটার প্রসেসিং সহ মূল্য আসবে এক লক্ষ 35 হাজার 600 টাকা থেকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা

তাতে করে একেকটি ভাগের খরচ আসবে ১৯৫০০ থেকে ১৯৮০০ টাকা।
আপনারা চাইলে সমস্ত গরু একসাথে নিতে পারেন অথবা আপনার সুবিধা অনুযায়ী এক থেকে যে কোন সংখ্যক ভাগ যুক্ত করতে পারেন।

এই প্রক্রিয়াটি আমরা শ্যামলী রিংরোডে সম্পন্ন করব কোরবানির দিন সকালে প্রথম জামাত শেষ হবার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং হওয়া গরু জবাই শুরু হবে, ইনশাআল্লাহ আমরা বিকেলের মাঝেই আমাদের গরু কুরবানী শেষ করে প্রসেস করে আপনাদের বুঝিয়ে দেব।

এক্ষেত্রে নির্ধারিত সময়ে আপনি বা আপনার প্রতিনিধি উপস্থিত হয়ে আপনার কুরবানী স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারেন ও আপনার ভাগের অংশ বুঝে নিতে পারেন।

আরো জানতে নক করুন আমাদের পেইজে বা ০১৭০৬৯২৩৯০৮ নাম্বারে

সকল লেনদেন ব্যাংকে হবে ও বুকিং মানি হিসেবে ৩০% টাকা দেবার পরে বাকি টাকা আপনারা ২৫ মে এর মাঝে ব্যাংকে জমা করলেই হবে।

আসসালামু আলাইকুম,প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভাল আছেন।অনেকেই কুরবানীর স্লটার প্রসেস  বা ভাগে কুরবানীর ব্যাপারে জানতে চ...
28/04/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভাল আছেন।
অনেকেই কুরবানীর স্লটার প্রসেস বা ভাগে কুরবানীর ব্যাপারে জানতে চেয়েছেন।

ভাগের কুরবানী আমরা ২০২০ সালে কোভিড কালীন সময় থেকে শুরু করেছিলাম এরপর প্রতিবছরই আমরা ভাগে কুরবানী আয়োজন করে আসছি।

নিচে বোঝার সুবিধার্থে বিষয় টি আলোচনা করছি।

ব্যাপারটা খুবই সিম্পল,ধরুন নিচের ছবিতে থাকা গরুটার ক্রয় মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা, এই গরুটা কে আমরা সাত ভাগে ভাগ করে এর সাথে কুরবানী পর্যন্ত এর লালন পালন খরচ ও কোরবানির প্রথম দিন সিরিয়াল অনুযায়ী জবাই করে দক্ষ কসাই কর্তৃক প্রসেস করে এবং সম্পূর্ণ গরুর সমস্ত অংশ সমান সাত ভাগে ভাগ করে আপনার কাছে বুঝিয়ে দেওয়া বাবদ ১৩ থেকে ১৫% চার্জ যুক্ত করা হবে।

তাতে করে এতে প্রসেস ফি আসবে ১৫৬০০ থেকে ১৮০০০ টাকা, তাহলে এই গরুটার প্রসেসিং সহ মূল্য আসবে এক লক্ষ 35 হাজার 600 টাকা থেকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা

তাতে করে একেকটি ভাগের খরচ আসবে ১৯৫০০ থেকে ১৯৮০০ টাকা।
আপনারা চাইলে সমস্ত গরু একসাথে নিতে পারেন অথবা আপনার সুবিধা অনুযায়ী এক থেকে যে কোন সংখ্যক ভাগ যুক্ত করতে পারেন।

এই প্রক্রিয়াটি আমরা শ্যামলী রিংরোডে সম্পন্ন করব কোরবানির দিন সকালে প্রথম জামাত শেষ হবার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং হওয়া গরু জবাই শুরু হবে, ইনশাআল্লাহ আমরা বিকেলের মাঝেই আমাদের গরু কুরবানী শেষ করে প্রসেস করে আপনাদের বুঝিয়ে দেব।

এক্ষেত্রে নির্ধারিত সময়ে আপনি বা আপনার প্রতিনিধি উপস্থিত হয়ে আপনার কুরবানী স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারেন ও আপনার ভাগের অংশ বুঝে নিতে পারেন।

আরো জানতে নক করুন আমাদের পেইজে বা ০১৭০৬৯২৩৯০৮ নাম্বারে

সকল লেনদেন ব্যাংকে হবে ও বুকিং মানি হিসেবে ৩০% টাকা দেবার পরে বাকি টাকা আপনারা ২৫ মে এর মাঝে ব্যাংকে জমা করলেই হবে।

হাজার হাজার শত পারসেন্ট এর ভীড়ে বাজারে সব চেয়ে চাহিদা এই দেশী পারসেন্ট এর।তার পরেও কিসু মানুষ চায় পারসেন্ট এর চাপে এই দে...
18/04/2025

হাজার হাজার শত পারসেন্ট এর ভীড়ে বাজারে সব চেয়ে চাহিদা এই দেশী পারসেন্ট এর।

তার পরেও কিসু মানুষ চায় পারসেন্ট এর চাপে এই দেশীয় রক্ত কে পুরোপুরি উৎখাত করে ফেলতে।

অথচ কুরবান এর সময় এই নিরীহ লাল ষাড় এর চাহিদা আকাশে উঠে যায়।

আলহামদুলিল্লাহ দুইটা স্লটার কাঊ বুকিং ডান।আর বাকি ৫ টা।যারা ভাগে কুরবানী করতে চান তাদের জন্য আছে ১৪, ১৬.৫,১৮  হাজারের ভা...
16/04/2025

আলহামদুলিল্লাহ দুইটা স্লটার কাঊ বুকিং ডান।

আর বাকি ৫ টা।
যারা ভাগে কুরবানী করতে চান তাদের জন্য আছে ১৪, ১৬.৫,১৮ হাজারের ভাগ।

আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801706923908

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIRA Ranch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category