Katabon Mart

Katabon Mart Welcome to Katabon Mart. We are always ready to provide the best quality service to your pets. We ar Our end goal: Customer Satisfaction. Place your order now!

“No one loves as unconditionally as your beloved pet.” ― Cynthia S. Dobesh

Cognizance of this thought brings forth our commitment in delivering the best products to our customers. Being a business in immediate connection of buyers, our endeavor is to procure only quality deliverables. At Katabon Mart, we deliver optimal products with trademark customer support. Accordingly, the team at Katabon Ma

rt goes about devising innovative ways to achieve this. Since its inception in 2022, Katabon Mart, ensures access to the finest products at competitive prices. Its product portfolio encompasses pet food, chewable tablets, leash clicker, shampoos, collars, tanks to filters for aquariums etc. You can order anything from our page from the ease of your home and we will safely deliver your products to your doorstep by registered courier companies. Currently, we are providing home delivery service all over Dhaka metropolitan area and delivery through courier service all over Bangladesh. So ,what are you waiting for ?

22/01/2025

এবারের শীতে অনেকেই দেখলাম পথ কুকুরদের শীত নিবারনে অনেক সাহায্য করেছে।

25/10/2024

পলিথিনের পরিবর্তে, পাটদিয়ে তৈরি পরিবেশ বান্ধব পলিথিনের একটা বিষয় গণমাধ্যমএ আসে। এই খবর এখন আবার উধাও। আসলে পাটদিয়ে পরিবেশ বান্ধব পলিথিন বানানো যায় এবং পাটদিয়ে পলিথিন বানানো, (পরিবেশের কথা চিন্তা করে) খুবই জরুরী। সবচাইতে দুঃখের বিষয় এক শ্রেণীর নোংরা ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা এই পলিথিনে বিনিয়োগ করে রেখেছে। এই অবৈধ চরিত্রহীন ব্যাবসায়ী সিন্ডিকেটই, পাটদিয়ে তৈরি পলিথিন বাজারে ব্যাপকভাবে আসতে দিবে না।

এরকম বহু উদ্যোগ হারিয়ে যায় অসাধু ব্যাবসায়ীদের জন্য।

তবে আমাদের অসচেতনতা অনৈক্য এই সকল ভালো উদ্যোগ ব্যার্থ হওয়ার জন্যও দায়ী।

তাই শুধু ব্যাবসায়ী সিন্ডিকেটকেই দায়ী করে নিজেদের অযোগ্যতাকে ঢেকে রাখা যায় না। আমাদের ঐক্য ও একসাথে কাজ করার মধ্যদিয়ে এই সকল কর্মকান্ডকে সমর্থন করা অবশ্যকরণীয়।

সেল হবে লোকেশন সাতক্ষীরা। ৭ টা কিটেন, ৫ টা ফিমেল ও ২ টা মেল । বয়স ২মাসের কাছা কাছি। দাম ১১০০০ টাকা পিস। ০১৭১১১৪৫০৯৫।
12/06/2024

সেল হবে লোকেশন সাতক্ষীরা। ৭ টা কিটেন, ৫ টা ফিমেল ও ২ টা মেল । বয়স ২মাসের কাছা কাছি। দাম ১১০০০ টাকা পিস। ০১৭১১১৪৫০৯৫।

19/05/2024

বাসায় বিড়াল নেয়ার পূর্বে অবশ্যই লোকাল বিড়াল যেন কোন ভাবেই ঘরে প্রবেশ করতে না পারে সেই ব্যাবস্থা নিবেন।

বয়স ৩ মাস খুবই প্লেফুল ও সুস্থ বাচ্চা সেল করা হবে , যোগাযোগ করুন ০১৭১১১৪৫০৯৫ এই নাম্বারে। একটা মেল ও একটা ফিমেল।
15/03/2024

বয়স ৩ মাস খুবই প্লেফুল ও সুস্থ বাচ্চা সেল করা হবে , যোগাযোগ করুন ০১৭১১১৪৫০৯৫ এই নাম্বারে। একটা মেল ও একটা ফিমেল।

17/02/2024

বিড়াল নেচারে ছোট ছোট প্রানি খেয়ে জীবনধারণ করে। কিছু কিছু বিড়াল বা বিশেষ সময় বিড়াল নেচারে মাছও খায়। এরদ্বারা এতাই প্রতীয়মান বিড়াল মাংস ও মাছ ভোজী প্রানি। নেচারে এই মাংস ও মাছ বিড়াল সম্পূর্ণ কাঁচা অবস্থায় ভক্ষণ করে। কিন্তু আমাদের বাসায় পোষা বিড়াল আর নেচারের বিড়ালের কিছু পার্থক্য তৈরি হয়েছে। নেচারে বিড়াল নিজের ট্রিটমেন্ট নিজেই করে থাকে। কেননা নেচারে তারা তাদের সকল চাহিদা পূর্ণ করতে পারে বলেই তাদের অস্তিত্ব সেখানে টিকে আছে। সকল ওষুধ নেচারে খুবই সহজে পাওয়া যায়। কিন্তু বাসায় পোষা বিড়ালের খাবারের পরিবর্তন আনতেই হয় বা আনার ফলে বিড়ালের শারীরিক পরিবর্তনও অনেক হয়। তার শারীরিক গঠন শারীরিক চাহিদা ও অভ্যাসের অনেক পরিবর্তন হয়।তাছাড়া বাসায় পোষা বিড়ালগুলো তাদের দীর্ঘ পরম্পরায় বাসার পরিবেশের সাথেই সকল অবস্থায় খাপ খেয়েগেছে। তাই বাসায় পোষা বিড়ালকে বাসার স্বাভাবিক খাবার দেয়ার ক্ষেত্রে খুব চিন্তিত হওয়ার কিছু নাই। বিড়াল অসুস্থ হতেই পারে। সেই ক্ষেত্রে তার স্বাভাবিক চিকিৎসাই যথেষ্ট।

16/02/2024

খুব কম সংখ্যক মানুষেরই প্রানি পুষতে ইচ্ছে করে না। বিশেষ করে শিশুরা যেকোনো প্রানিকেই নিজের করে নিতে চায়। বিড়াল কুকুর সহ অনেক প্রানিরাও বাচ্চাদের প্রতি খুবই দুর্বল হয়। এই দ্বিমুখী নিখাদ ভালোবাসা এদেরকে আরও কাছে নিয়ে আসে। বেশিরভাগ বাসায় শিশুদের জন্যই ঠাই হয় কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীকুলের। আপনার বাচ্চাকে ভালো কাজে ব্যস্ত রাখার জন্য পোষা প্রানির কোন বিকল্প নাই।

লেবু , কমলা বা জাম্বুরা এই ফল গুলোর সেন্ট বিড়াল খুবই অপছন্দ করে। আমরা সাধারনত বাসার সোফা বা পর্দা জাতীয় জিনিস বিড়ালের আঁ...
07/02/2024

লেবু , কমলা বা জাম্বুরা এই ফল গুলোর সেন্ট বিড়াল খুবই অপছন্দ করে। আমরা সাধারনত বাসার সোফা বা পর্দা জাতীয় জিনিস বিড়ালের আঁচড়ের থেকে মুক্ত রাখতে চাই। তাছাড়া বেড কভারেও বিড়াল আঁচড় কাটে । অন্য আরও একটি সমস্যা হচ্ছে বিড়াল বাগানে পটি ও পি করে ।
এই সমস্যার সমাধানে আপনারা লেবু , কমলা বা জাম্বুরা এই ফল গুলোর রস , যে স্থানগুলোতে বিড়াল আঁচড়ায় সেসব জায়গায় স্প্রে করে দিতে পারেন।
বাগানের যেসকল জায়গায় বিড়াল পটি বা পি করে সেসকল জায়গায় এই ফলগুলোর খোসা দিয়ে রাখতে পারেন।

অনেক দেশেই কুকুর বিড়ালের খাবারে সাকার ফিস ব্যাবহার হচ্ছে। তবে পৃথিবীর বহু দেশের বিখ্যাত নদ-নদী এখন সাকারের দখলে। এই মাছ ...
02/02/2024

অনেক দেশেই কুকুর বিড়ালের খাবারে সাকার ফিস ব্যাবহার হচ্ছে। তবে পৃথিবীর বহু দেশের বিখ্যাত নদ-নদী এখন সাকারের দখলে। এই মাছ আকারে বেশ বড় হলে, এরা মারাত্মক ক্ষতি সাধন কর্‌ ,পানিতে থাকা অন্যান্য প্রানিকে। এককভাবে জায়গা করাই এদের বৈশিষ্ঠ্য । আমাদের গ্রামগুলোতে এখনো সেভাবে পৌঁছায়নি এরা। আগামীর হুমকি এরা।

Traditional persian female Long coat. 2 months 1 week. P*e potty trained. Location - Basundhara R/A
29/01/2024

Traditional persian female Long coat. 2 months 1 week. P*e potty trained. Location - Basundhara R/A

Bioline Kitten Shampoo 200ml only 350 tk
29/01/2024

Bioline Kitten Shampoo 200ml only 350 tk

Fiprofort Plus স্পট অন বিড়ালের শরীরের উকুন ও  রক্ত চোষা সকল পোকা দূরীকরণে খুবই কার্যকর। বিশেষ অফারে দাম মাত্র ৩২০ টাকা। ...
27/01/2024

Fiprofort Plus স্পট অন বিড়ালের শরীরের উকুন ও রক্ত চোষা সকল পোকা দূরীকরণে খুবই কার্যকর। বিশেষ অফারে দাম মাত্র ৩২০ টাকা। শুধু মাত্র কিছু সময়ের জন্য।

Address

Concord Emporium Shopping Complex ( Shop No: 106, Ground Floor), 253-254 Elephant Road, Katabon
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Katabon Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Katabon Mart:

Share

Category