
28/04/2025
গতকাল আমাদের ঘরের ৬টি পোষা কাকাতুয়া (Cockatiel) পাখি উড়ে চলে গেছে। ওরা আমাদের পরিবারের খুব কাছের ছিল, বিশেষ করে আমার মায়ের সঙ্গে ওদের এক নিবিড় সম্পর্ক ছিল। ওদেরকে খুঁজে না পেয়ে এখন মা প্রচণ্ড ভেঙে পড়েছেন।
ওরা খুবই আদরের, ডাকলেই আসে, কারো কাঁধে গিয়ে বসে পড়ে। হয়তো কারো ছাদে বা বারান্দায় গিয়ে বসেছে… যদি কেউ দেখে থাকেন, দয়া করে যোগাযোগ করুন 🙏
📍 এলাকা: Mishmac Karim Building, লালখান বাজার (ইস্পাহানী মোড়)
📞 যোগাযোগ: 01954978192