16/10/2025
ভিনদেশে এসে আবারো পাখিকে আপন করে নিবো এরকম প্ল্যান একদম ই ছিলোনা। একদিন আমার মামির পাখিকে দেখলাম এগ বাইন্ডিং এর মতো সিচুয়েশনে আছে ,তাই অলিভ ওয়েল দিয়ে ওকে সেই যাত্রায় হেল্প করলাম। পাখি টার হেলথ ইস্যু থাকায় আমি নিজের কাছে আনার পর ব্রিডিং বিষয় টাই এভোয়েড করি। কিন্ত ভাগ্য! সেই পাখি টাই আমাকে দুইটা আদর আদর বাবু গিফট করলো।
তাই যতোটা পসিবল খেয়াল রাখি ওদের, যত্ন নিই।
তো বছর ঘুরে আবারো পাখি টার ডিম দেয়ার টাইম হয়েছে , প্রতিদিন চেক করি আমি যেয়ে ডিম দিলো কিনা ,না দিলেও পাখি টা ঠিক আছে কিনা!
আজকে আমার হিসেবে অবশ্যই ডিম দেয়া উচিত , তাও যখন দেখি যে বাটিতে ডিম নাই , তাই রিস্ক না নিয়ে ওয়েল দিয়ে দিলাম ওকে , আবার মাথায় এক্টু আদর ও দিলাম, কারন অফিসে এলে সারাদিন ওরা আমাকে আর পাশে পাবেনা। পাখি তো বেশ আরামে চোখ বুজলো, ভাবখানা এমন যে স্পা দিয়েছি ওনাকে
তারপর কেজ এ দিলাম , যেয়ে দেখি মহারানী ডিম পেরে বসেছিলেন অল্রেডি 😑
হেসে দিয়ে নিজেই বলতেসি এজন্য ই ভাবতেসিলাম আপনার স্পা স্পা ফীল নেয়ার কারন , হুদাই কেন ওয়েল দিসি আমি তোকে , যাও ডিমে যেয়ে বসো গিয়ে 😑