Feather Friend's Funhouse

Feather Friend's Funhouse We offers safe and colorful toys at cheapest price.

Feather Friend's Funhouse is the ultimate house of beautiful handmade toys,It's a online birds toy store.Which will help your pet bird stay entertained and engaged.

ফাইনালি বানিয়ে ফেললাম সামথিং স্পেশাল।।।দুইইইই এর ভেতর তিইইইইন! কীভাবে? ১ম স্টেপ: পাখি পার্চ এ বসবে , তারপর একসময় পাখির ভ...
23/10/2025

ফাইনালি বানিয়ে ফেললাম সামথিং স্পেশাল।।।
দুইইইই এর ভেতর তিইইইইন! কীভাবে?
১ম স্টেপ: পাখি পার্চ এ বসবে , তারপর একসময় পাখির ভাল্লাগবেনা 😑
২য় স্টেপ: পাখি দোল খাবে দোলনায় বসে, তাও একসময় উনার ভাল্লাগবেনা 😐
৩য় স্টেপ: এই স্টেপে শুরু হয়ে যাবে বসে বসে দোল খেতে খেতে উড়াধুরা Branches Hanger চিউয়িং। 😁
ব্যাস এভাবেই আমাদের হয়ে যাবে আপনার পাখির নিত্যদিনের মন ভালোর কারন 😉

23/10/2025

একটা দারুন কিছু বানিয়েছি
মনে হচ্ছে ভিষন পছন্দ হবে আপনাদের 🌸
আচ্ছা! যখন আমি পুচুর হুম্যান ছিলাম তখন একটা Feather Friend's Funhouse থাকলে কি হতো? 🙂

20/10/2025

#পুচুর_স্টোরীটেলিং
"আমি দেখতে পুতুল পুতুল হতে পারি"
" আমি কিন্তু সত্যিকারের পুতুল না"
"আমি কিন্তু এক্তা মিথ্যে মিথ্যি পুতুল"
"আমি কিন্তু রাগ হলে কামড়ে দিতে পারি"
"আমি কিন্তু খুশি হলে গান ও করতে পারি"
"পুতুল কি এতা করতে পারে?"
"উহু! পুতুল এতা করতে পারেনা"
"তারমানে,আমাকে নিতে গেলে এত্তু ভেবেচিন্তে নেয়া ই ভালো"
-পুতুলকথা

20/10/2025

টুকির টুকিগিরি 🎀

অনেকেই পাখির খেলনার ১২ টা বাজানো কে ভেবে নেন "খেলনা নষ্ট করে ফেলা!" বিষয় টা আজ একটু বুঝিয়ে বলি। পাখিতো লোহার শিক এর শক্ত কেইজে থাকে, যা "আনব্রেকেবল" কেইজের ভেতর শুধু হেলদী ফুড খেয়ে আর ঘুমিয়ে কি আসলেই পাখি ভালো থাকতে পারে বলুন তো? আর যাই হোক শক্ত লোহার শীক বাইট করে করে তো কেইজ লাইফের সময়টুকু তে ভালো ফীল করা যায়না। সেইম বিষয়, লোহার শিকের মতো শক্ত আনব্রেকেবল টয় যদি পাখিকে দেয়া হয় তাতেও পাখি ইন্টারেস্টেড ফীল করেনা।এটাইপ আনব্রেকেবল খেলনা আমার কাছে "খেলনা" না বরং কেইজের "শোপিস" মনে হয়।পাখিকে কেইজে সব ধরনের খেলনা ই দিতে হয়। সুইং এবং ক্লাইম্বিং টয় স্ট্রং ক্যাটাগরীস এর নিলেও হ্যায়িং খেলনা গুলোর ৭০-৮০% ই শ্রেডিং,চিউয়িং কিংবা ফরএজিং ক্যাটাগরিস এর নেয়া উচিৎ। কারন এ ধরনের খেলনার ই পাখির স্ট্রেস রিলিভ করে আর পাখিকে সবচেয়ে বেশি এংগেজড রাখে মানে এগুলোই সাধারণত পাখিদের কাছে অতি ইন্টারেস্টিং খেলনা। ইন্টারেস্টিং লেভেল হাই হয়ে যাওয়ার খুশিতে ওরা খাওয়া দাওয়া কমিয়ে খেলনা নিয়ে বিজি হয়ে যায় এরকম বিষ্ময়কর রিভিউ ও পেয়েছি আমরা 🤐
কাইন্ডলি কেইজের সব টয় স্ট্রং/আনব্রেকেবল বেসড নিবেন না ,কাইন্ডলি খেলনা নষ্ট হতে দেখলে হতাশ না হয়ে আপনার পাখির মাইন্ডরীড করুন তাহলে পাখির আনন্দ টা আপনিও উপভোগ করতে পারবেন আর হ্যা পাখির সাইজ ও ধরন অনুযায়ী খেলনা সিলেক্ট করতে ভুলবেন না।
দীর্ঘসময় পাখি পালনের এক্সপেরিয়েন্স থাকা সত্তেও বিষয় গুলো অনেকেই অনেক জানেন না ,আজ না হয় আমাদের টুকি পাখির থেকেই জেনে নিলেন 😁

19/10/2025

#দি_ভাংচুর_কন্টেস্ট
কমেন্ট বক্স জুড়ে এত্তো এত্তো ক্রিয়েটিভ কাঠমিস্ত্রি পেলাম আমরা ,ভাবা যায়!!!
কথা দিয়েছিলাম খেলনার ১২ টা বাজানো বাচ্চা রা রাত ১২ টার পর ই পাবে নতুন নতুন দারুন খেলনা।
এ সপ্তাহের লাকিSho ShySho Shy আপু , আপু পেয়ে যাবেন নেক্সট পার্চেসে তার পাখি বাবুর জন্য একটা দারুন
বাকি দুষ্ট পাখিবাবু! তোমাদের আর তোমাদের হুমেন দের সাথে দেখা হবে নেক্সট উইকের ভাংচুর কন্টেস্ট এ! হিহি 🤐

 #দি_ভাংচুর_কন্টেস্ট 🌪️কিচ্ছু করতে হবেনা, শুধু ফানহাউজ থেকে নেয়া যে কোনো কোনো টয় এর ১২ টা বাজানো লুক এর  ছবি/ভিডিও ড্রপ ...
18/10/2025

#দি_ভাংচুর_কন্টেস্ট 🌪️
কিচ্ছু করতে হবেনা, শুধু ফানহাউজ থেকে নেয়া যে কোনো কোনো টয় এর ১২ টা বাজানো লুক এর ছবি/ভিডিও ড্রপ করবেন আমাদের এই পোস্ট এর কমেন্ট বক্সে( ১ কিংবা একাধিক ছবি/ভিডিও গ্রহনযোগ্য)
এই উইকের একজন লাকি হুমেন পেয়ে যাবেন আমাদের সিগ্নেচার
শেষ সময় রাত ১১:৫৯ মিনিট

17/10/2025

পুতু being ছোট্ট পুতুল 💞

ভিনদেশে এসে আবারো পাখিকে আপন করে নিবো এরকম প্ল্যান একদম ই ছিলোনা।  একদিন আমার মামির পাখিকে দেখলাম এগ বাইন্ডিং এর মতো সিচ...
16/10/2025

ভিনদেশে এসে আবারো পাখিকে আপন করে নিবো এরকম প্ল্যান একদম ই ছিলোনা। একদিন আমার মামির পাখিকে দেখলাম এগ বাইন্ডিং এর মতো সিচুয়েশনে আছে ,তাই অলিভ ওয়েল দিয়ে ওকে সেই যাত্রায় হেল্প করলাম। পাখি টার হেলথ ইস্যু থাকায় আমি নিজের কাছে আনার পর ব্রিডিং বিষয় টাই এভোয়েড করি। কিন্ত ভাগ্য! সেই পাখি টাই আমাকে দুইটা আদর আদর বাবু গিফট করলো।
তাই যতোটা পসিবল খেয়াল রাখি ওদের, যত্ন নিই।
তো বছর ঘুরে আবারো পাখি টার ডিম দেয়ার টাইম হয়েছে , প্রতিদিন চেক করি আমি যেয়ে ডিম দিলো কিনা ,না দিলেও পাখি টা ঠিক আছে কিনা!
আজকে আমার হিসেবে অবশ্যই ডিম দেয়া উচিত , তাও যখন দেখি যে বাটিতে ডিম নাই , তাই রিস্ক না নিয়ে ওয়েল দিয়ে দিলাম ওকে , আবার মাথায় এক্টু আদর ও দিলাম, কারন অফিসে এলে সারাদিন ওরা আমাকে আর পাশে পাবেনা। পাখি তো বেশ আরামে চোখ বুজলো, ভাবখানা এমন যে স্পা দিয়েছি ওনাকে
তারপর কেজ এ দিলাম , যেয়ে দেখি মহারানী ডিম পেরে বসেছিলেন অল্রেডি 😑
হেসে দিয়ে নিজেই বলতেসি এজন্য ই ভাবতেসিলাম আপনার স্পা স্পা ফীল নেয়ার কারন , হুদাই কেন ওয়েল দিসি আমি তোকে , যাও ডিমে যেয়ে বসো গিয়ে 😑

আক্ষেপ! পাখির hooman দের সাথে আমার ও। কারন?  "আপু নতুন ডিজাইন এর খেলনা যদি হতো!!!!!" 🥹 এই নিন একটু নতুন কিছু "Shredding ...
15/10/2025

আক্ষেপ! পাখির hooman দের সাথে আমার ও। কারন?
"আপু নতুন ডিজাইন এর খেলনা যদি হতো!!!!!" 🥹
এই নিন একটু নতুন কিছু "Shredding Biscotti" 🎀

13/10/2025

Birbs makes the world a better place to live 🌸

আচ্ছা একটা সেইরকম কন্টেস্ট করলে কেমন হয়? 🔍প্রতি সপ্তাহের শুক্রবার ঠিক সন্ধ্যা ৭ টায় আমরা শুরু করবো আমাদের "দি ভাংচুর কনট...
13/10/2025

আচ্ছা একটা সেইরকম কন্টেস্ট করলে কেমন হয়? 🔍
প্রতি সপ্তাহের শুক্রবার ঠিক সন্ধ্যা ৭ টায় আমরা শুরু করবো আমাদের "দি ভাংচুর কনটেস্ট"। চলবে রাত ১২ টা অব্দি। খুব সিম্পল রুলস ✨
দেখতে সেইরকম টয় নিলেও পাখি কিছুদিনের মধ্যেই সেসব তছনছ করে তাইনা! 🌪️
হুম্যান দের টেনশন এর দিন শেষ!!!! কারন?
কারন ভাংচুর করতে দেখলেই তা ক্যামেরাবন্দি করে ঝটপট কমেন্ট করে ফেলবেন আমাদের সাপ্তাহিক কন্টেস্ট স্পেশাল পোস্ট এ। 📷
আর তারপর কমেন্টস এ পার্টিসিপ্যান্ট পাখিবাবুদের মধ্য থেকে আমরা খুজে নিবো একটা সাংঘাতিক কুটু পাখিকে , আর বাবু টা পেয়ে যাবে র্পূর্বঘোষিত একটা সেইরকম খেলনা ,তারপর? হাহা , তারপর মায়ের বকুনি আর না । কারন খেলনার ১২ টা বাজালেও রাত ১২ টা বাজার আগেই নিউ খেলনা জিতে নেয়া যায় এখন Feather Friend's Funhouse এ। তাও ১ বার না! প্রতি মাসে ৪ বার 🎁🎁🎁🎁

Address

Dhaka
1204

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801537319593

Alerts

Be the first to know and let us send you an email when Feather Friend's Funhouse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feather Friend's Funhouse:

Share

Category