20/12/2024
সুধী, প্রাণিসম্পদ সেক্টরের সাথে জড়িত আমাদের শ্রদ্ধেয় ভেট হসপিটাল ডক্টরবৃন্দ,সম্মানিত ক্যাটল ফার্মাস,কেমিষ্ট ও ভেট পল্লীচিকিৎসক গন দাস এনিমেল হেলথ ক্যাটল সেক্টরে বাছুরের জন্য অত্যন্ত জন প্রিয় পন্য "সিটুজি ভেট" (C2G Vet)" নামক পন্যটি মার্কেট করতে যাচ্ছে।
যে সকল বাছুর জন্মগ্রহণের পর ইমিউনিটির অভাব দেখা যায় সে সকল বাছুরের জন্য অপরিহার্য। এই পন্যটি Calf immunity Booster হিসেবে কার্যকর। অনেক বাছুর অপুষ্টিজনিত সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে,গ্রোথ কম,চঞ্চলতা খুবই কম,এনার্জি কম,ঠিকমত দাড়াতে পারছে না,মায়ের দুধ থেকে সমপরিমান পুষ্টি পায় না সে সকল বাছুরের জন্য সিটুজি ভেট অত্যন্ত জরুরী।।। তাই সংলিষ্ট সকলের কাছে অনুরোধ করা হল এই পন্যটি আপনারা অবশ্যই বেশি বেশি এডভাইস করবেন খামারীদের এবং সম্মানিত ক্যাটল খামারীদেরকে ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।
ধন্যবাদ
দাস এনিমেল হেলথ।