Vet.Nafij Ahmed

Vet.Nafij Ahmed I love to my innocent patient and try to serve them the best treatment with the best effort.

পাখিটির cervical vertebrae injured  হয়েছিল,ঘাড়  বাকা হয়ে গিয়েছিল। আমাদের হাসপাতালে নিয়ে আসামাত্র আমরা X-ray করে সমস্যা ন...
19/08/2025

পাখিটির cervical vertebrae injured হয়েছিল,ঘাড় বাকা হয়ে গিয়েছিল। আমাদের হাসপাতালে নিয়ে আসামাত্র আমরা X-ray করে সমস্যা নিশ্চিত হয়ে তৎক্ষনাৎ সমাধান করে দেই।পাখিটির জন্য সবাই দোয়া করবেন।

আজ আমাদের হাসপাতালে একটি Bearded Dragon এর জটিল tail necrosis এর কারণে surgical tail amputation করা হয়। অপারেশনের মাধ্য...
16/08/2025

আজ আমাদের হাসপাতালে একটি Bearded Dragon এর জটিল tail necrosis এর কারণে surgical tail amputation করা হয়। অপারেশনের মাধ্যমে সংক্রমিত অংশটি অপসারণ করে জীবনের ঝুঁকি হ্রাস করা হয়েছে।

এই ধরনের exotic pets এর সঠিক চিকিৎসা এবং যত্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টিম প্রতিটি প্রাণীর সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

> Advanced Surgical Setup
>Proper Pain Management & Antibiotic Protocol
> Exotic Pet Care Facility

আপনার reptile বা অন্য যে কোনো pet এর স্বাস্থ্য সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 01701073034
📍 Veterinary Specialized Hospital and Diagnostic Center
🕒 সকাল ৯টা – রাত ৯টা পর্যন্ত খোলা

✍️ Dr. Nafij Ahmed
Senior Veterinary Consultant
Veterinary Specialized Hospital and Diagnostic Center

  Aural hematoma correction with button suture at Veterinary Specialized Hospital and Diagnostic Center.
11/08/2025


Aural hematoma correction with button suture at Veterinary Specialized Hospital and Diagnostic Center.

Cat :Mangala.Age-5 months ৬ তলা থেকে পরে গিয়ে  Elbow joint এ fractured, হয়েছে।ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সবাই বাচ্চাটির...
07/08/2025

Cat :Mangala.
Age-5 months
৬ তলা থেকে পরে গিয়ে Elbow joint এ fractured, হয়েছে।ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন।

আপনার আদরের বিড়ালের খাবার খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন।এই বাচ্চাটিকে মাছ খেতে দেয়া হয়েছিল মাছের ভিতরে বর্শি ছিলো,বাচ্চা...
05/08/2025

আপনার আদরের বিড়ালের খাবার খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন।এই বাচ্চাটিকে মাছ খেতে দেয়া হয়েছিল মাছের ভিতরে বর্শি ছিলো,বাচ্চাটি বর্শি সহ খেয়ে ফেলে।বর্শিটি পাকস্থলীতে চলে আসছে। সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন।

🐾 আপনার বিড়ালের যত্ন: নখ কাটা, কান পরিষ্কার ও গোসলের সময়সূচি 🛁🐱আপনার আদরের বিড়ালের স্বাস্থ্য এবং আরামের জন্য নিয়মিত যত্ন...
03/08/2025

🐾 আপনার বিড়ালের যত্ন: নখ কাটা, কান পরিষ্কার ও গোসলের সময়সূচি 🛁🐱

আপনার আদরের বিড়ালের স্বাস্থ্য এবং আরামের জন্য নিয়মিত যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিচে দেওয়া হলো কিছু জরুরি তথ্য—

🐾 নখ কাটা (Nail Clipping):

বিড়ালের নখ দ্রুত বেড়ে যায় এবং অতিরিক্ত বড় হলে তা নিজে বা অন্যের জন্য ক্ষতিকর হতে পারে।
✅ প্রতি ২-৪ সপ্তাহ পরপর নখ কাটা উচিত।
📌 নখ কাটার সময় শুধু স্বচ্ছ অংশ কাটা উচিত, ভেতরের গোলাপি অংশে (quick) না লাগানো জরুরি।

🐾 কান পরিষ্কার (Ear Cleaning):

বিড়ালের কানে ময়লা জমলে ইনফেকশন, চুলকানি বা দুর্গন্ধ হতে পারে।
✅ প্রতি ২-৩ সপ্তাহ পর কটন প্যাড বা ভেট-অ্যাপ্রুভড ইয়ার ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায়।
⚠️ কান খুব বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো, সন্দেহ হলে ভেটের পরামর্শ নিন।

🐾 গোসল (Bathing):

বিড়ালরা সাধারণত নিজেদের পরিষ্কার রাখে, তবে কিছু সময় গোসলের প্রয়োজন হয় যেমন ময়লা লেগে যাওয়া, দুর্গন্ধ, বা ত্বকের সমস্যা হলে।
✅ প্রতি ১-২ মাসে একবার গোসল করানো যেতে পারে, যদি না অন্য কারণ থাকে।
📌 বিড়ালদের জন্য নির্দিষ্ট cat shampoo ব্যবহার করুন।

🩺 টিপস:

যত্নের সময় বিড়ালকে শান্ত রাখতে পছন্দের খাবার বা ট্রীট দিতে পারেন।

ঘনঘন গোসল বিড়ালের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

সন্দেহ হলে বা সমস্যায় পড়লে অবশ্যই একজন প্রানি চিকিৎসকের (vet) সঙ্গে যোগাযোগ করুন।

❤️ আপনার বিড়াল সুস্থ থাকুক, পরিষ্কার থাকুক ❤️
#বিড়ালের_যত্ন াটা #কান_পরিষ্কার #বিড়ালের_গোসল

অরাল হেমাটোমা (Aural Hematoma)👉 অর্থ:“Aural” মানে কান এবং “Hematoma” মানে রক্ত জমে যাওয়া। সুতরাং Aural Hematoma হল একটি...
28/07/2025

অরাল হেমাটোমা (Aural Hematoma)
👉 অর্থ:
“Aural” মানে কান এবং “Hematoma” মানে রক্ত জমে যাওয়া। সুতরাং Aural Hematoma হল একটি অবস্থা যেখানে কুকুর বা বিড়ালের কানের ফোল্ডের মধ্যে (ear flap বা pinna তে) রক্ত জমে যায় এবং ফুলে ওঠে।

✅ কেন হয়? (Causes)

১. বেশি মাথা ঝাঁকানো বা কান ঘষা:

কানে ইনফেকশন (otitis externa)

কানে পোকা, টিক, মাইট বা ব্যথা

অ্যালার্জি বা চুলকানি
→ এতে capillary ফেটে যায় এবং রক্ত জমে যায়।

২. ইনজুরি:

অন্য পশুর কামড়, আঘাত, বা দুর্ঘটনা

৩. স্ক্র্যাচিং বা চুলকানো:

Flea allergy dermatitis এর কারণে

লক্ষণ (Symptoms):

কানের এক পাশে বা পুরোটা ফুলে ওঠা (swollen ear flap)

ফোলাটা নরম, দোলা দেয়ার মতো মনে হয়

পোষা প্রাণী মাথা ঝাঁকায় বা কান ঘষে

কান ব্যথা করে বা গরম থাকে

কিছু ক্ষেত্রে আচরণ বদলে যায়, খাওয়া কমে যায়

ডায়াগনোসিস (Diagnosis):

শারীরিক পরীক্ষা (ear palpation)

Fine needle aspiration করে দেখা যায় রক্ত বা সিরাম বের হয় কিনা

কানের ইনফেকশন থাকলে otoscope দিয়ে কানের ভিতরের অবস্থা দেখা

কখনো cytology বা culture করা হয় ইনফেকশন থাকলে

প্রতিরোধ (Prevention):

কুকুর-বিড়ালের কানের নিয়মিত পরিস্কার

Ear mites, flea ও tick নিয়ন্ত্রণে রাখা

কানে ইনফেকশন হলে শুরুতেই চিকিৎসা করা

চুলকানি হলে ওষুধ দেয়া

Allergy থাকলে proper management করা

📌 গুরুত্বপূর্ণ:

শুধু aspiration করলে অনেক সময় hematoma আবার হতে পারে

Surgery করলে recurrence কম হয় এবং ফলাফল ভালো হয়

কান deform (কান মোচড়ানো/ঠাসা হয়ে যাওয়া) হতে পারে যদি চিকিৎসা না করা হয়

চিকিৎসার পদ্ধতি নির্ভর করে অবস্থার মাত্রা, ইনফেকশন থাকা, বয়স ও স্বাস্থ্যের উপর। প্রানিচিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা দেয়া উচিত না।

বিড়ালটি Electric wire খেয়ে ফেলেছিল আজকে  X-ray এর মাধ্যমে ধরা পরে,সম্পূর্ণ তার বের করা হয়েছে,কিন্তু বাচ্চাটার অবস্থা ভাল...
24/07/2025

বিড়ালটি Electric wire খেয়ে ফেলেছিল আজকে X-ray এর মাধ্যমে ধরা পরে,সম্পূর্ণ তার বের করা হয়েছে,কিন্তু বাচ্চাটার অবস্থা ভালো না।সবাই দোয়া করবেন।

আপনারা অনেকেই FIP সম্পর্কে জানতে চেয়েছিলেন, post টি তাদের জন্য।যদিও  লিখাটি অনেক বড় ধৈর্য্য নিয়ে পড়ার অনুরোধ রইলো:বিড়ালে...
17/07/2025

আপনারা অনেকেই FIP সম্পর্কে জানতে চেয়েছিলেন, post টি তাদের জন্য।যদিও লিখাটি অনেক বড় ধৈর্য্য নিয়ে পড়ার অনুরোধ রইলো:

বিড়ালের FIP কিভাবে হয়?

বিড়ালরা সাধারনত একটি সাধারণ ভাইরাসের (FECV – Feline Enteric Coronavirus) সংস্পর্শে আসে, যা মূলত পেটে ঢুকে আন্ত্রিক কোষে (enterocytes) প্রবেশ করে।

👉 এই ভাইরাস সাধারণত হালকা ডায়রিয়া বা পেটের সমস্যা সৃষ্টি করে, যা নিজে নিজেই ভালো হয়ে যায় এবং অনেক সময় ধরা পড়ে না।

কিন্তু কিছু বিড়ালের দেহে এই ভাইরাসের S প্রোটিন জিনে মিউটেশন (পরিবর্তন) হয়।
🔄 তখন ভাইরাসটি ম্যাক্রোফেজ/মনোসাইটে (immune cell) প্রবেশ করতে পারে এবং সেখানে সংক্রমণ ছড়িয়ে FIP (Feline Infectious Peritonitis) সৃষ্টি করে।

এই পরিবর্তিত ভাইরাসটি শরীরের ইমিউন কোষের ভেতরেই বংশবৃদ্ধি করে, তাই আর মলের মাধ্যমে অন্য বিড়ালে ছড়ায় না।

এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন ঘুরছে🤔 সব বিড়ালেরই কি FIP হতে পারে?

FIP হবে কি না তা নির্ভর করে বিড়ালের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার উপর:

1️⃣ যদি শক্তিশালী সেল-মিডিয়েটেড ইমিউন রেসপন্স (T-cell নির্ভর প্রতিরক্ষা) থাকে, তাহলে বিড়ালের শরীর ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং FIP হয় না।

2️⃣ কিন্তু যদি অ্যান্টিবডি (হিউমোরাল) রেসপন্স বেশি হয়, তাহলে ভাইরাস ধ্বংস না হয়ে বরং অ্যান্টিবডি-ভাইরাস কমপ্লেক্স তৈরি হয়, যা রক্তনালীতে vasculitis বা প্রদাহ তৈরি করে। তখন শরীরে পানি জমতে শুরু করে — একেই বলে wet FIP (স্যাতস্যেত ধরনের FIP)।

3️⃣ আবার, যদি ইমিউন রেসপন্স মাঝারি ধরনের হয়, তাহলে ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে ইমিউন কোষ জমে গুটি বা দানা (granuloma) তৈরি করে — একে বলে dry FIP (শুষ্ক ধরনের FIP)।

যেসব বিড়ালের FIP হওয়ার ঝুঁকি বেশি থাকে:

🐱 FCoV ভাইরাস বহনকারী বিড়াল:
যে বিড়ালের শরীরে Feline Coronavirus (FCoV) আছে, তারা FIP রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় থাকে।

🏠 একাধিক বিড়াল একসাথে থাকা পরিবেশে (multi-cat household):
যেসব বাড়িতে একাধিক বিড়াল থাকে, সেখানে FCoV ছড়ানোর হার অনেক বেশি (প্রায় ৯০–১০০%)। তাই সেসব বিড়ালের FIP হওয়ার ঝুঁকিও বেশি।

🧒 কম বয়সী বিড়াল (খাবারে অনীহা (Inappetence)

>দুর্বলতা বা অবসন্ন ভাব (Lethargy)

>শরীরের তাপমাত্রা উঠানামা করে, চিকিৎসায় ভালো হয় না (Waxing/waning fever)

>লিম্ফনোড (গ্রন্থি) ফুলে যাওয়া (Lymphadenopathy)

>ওজন কমে যাওয়া বা ওজন না বাড়া (Weight loss or failure to gain weight)

💧 ওয়েট ফর্ম (Wet Form):

>এটি FIP এর তরল জমাকৃত রূপ, সাধারণত তরল পেট বা বুকে জমে।

>পেটে পানি জমে পেট ফুলে যায় (Ascites – abdominal distension)

>বুকে পানি জমে শ্বাসকষ্ট হয় (Pleural effusion – dyspnea, tachycardia)

>হৃদপিণ্ডের চারপাশে পানি জমে যেতে পারে (Pericardial effusion)

🌵 ড্রাই ফর্ম (Dry Form):

এখানে তরল জমে না, বরং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও স্নায়ুতন্ত্রে প্রদাহ হয়।

🧠 ১. স্নায়বিক লক্ষণ (Neurological signs):

>খিঁচুনি (Seizures)

>অস্বাভাবিক আচরণ বা মানসিক পরিবর্তন

>শরীর কাঁপা (Tremors)

>চলাফেরায় ভারসাম্যহীনতা (Ataxia)

>চোখ ঘোরানো (Nystagmus), মাথা একদিকে কাত হওয়া (Head tilt)

>একই জায়গায় ঘুরতে থাকা (Circling)

>সাড়া না দেওয়া বা অবচেতন ভাব (Obtunded)

>শরীরের ভঙ্গিতে অস্বাভাবিকতা (Postural reaction deficits)

🟡 ২. হলুদ দাঁত-মাড়ি (Jaundice):

যকৃতের সমস্যা থেকে দাঁত বা মাড়ি হলুদ হয়ে যেতে পারে।

🧊 ৩. পেটের ভিতরে চাকা চাকা অনুভব (Lumps in abdomen):

অঙ্গগুলো (যেমন লিভার, কিডনি) বড় হয়ে যায়, হাত দিলে চাকা চাকা লাগে।

👁️ ৪. চোখের ফর্ম (Ocular form):

>চোখ লাল হয়ে যাওয়া বা ফোলা (Uveitis – anterior/posterior)

>চোখ ঘোলা হয়ে যাওয়া বা গ্লুকোমা হওয়া

>চোখের মণির আকার ভিন্ন হওয়া (Anisocoria, discoria)

>চোখে রক্তনালীর প্রদাহ (Retinal vasculitis)

>চোখে দেখতে না পাওয়া (Retinal cortical blindness)

আসুন যেনে নেই কিভাবে বিড়ালের FIP রোগ নির্ণয় (Diagnosis of FIP)করা যায়:

🧪 FIP রোগ শনাক্তকরণ বেশ জটিল কেন?

FIP রোগে কোনো বিশেষ/নির্দিষ্ট লক্ষণ (pathognomonic signs) থাকে না। অনেক সময়ই রোগের উপসর্গ ও রক্ত পরীক্ষার ফলাফল অন্যান্য রোগের সাথে মিলে যায়। এজন্য শুধুমাত্র উপসর্গ দেখে নিশ্চিতভাবে FIP নির্ণয় করা যায় না।

🔬 নির্ভরযোগ্যভাবে FIP নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা প্রয়োজন:

FIP চূড়ান্তভাবে শনাক্ত করতে সাধারণত বিভিন্ন ধরনের পরীক্ষা প্রয়োজন হয়—

>রক্ত পরীক্ষা (Hematology)

>বায়োকেমিক্যাল পরীক্ষা (Biochemical analysis)

>মাইক্রোবায়োলজিকাল পরীক্ষা (Microbial test)

>শরীরের তরলের রাসায়নিক বিশ্লেষণ (Fluid chemical analysis)

💧 Wet form থাকলে তরল বিশ্লেষণ (Fluid Analysis):

📍 তরল সংগ্রহ পদ্ধতি:

>পেট বা বুকের মধ্যে জমা তরল Aspiration করা হয়

>পেট থেকে: Abdominocentesis

>বুক থেকে: Thoracocentesis

⚗️ তরলের গঠন (Fluid Physical Character):

রঙ: হালকা হলুদ (Yellowish)

প্রকৃতি: আঠালো ও স্টিকি ধরনের

✅ Rivalta Test:

FIP শনাক্ত করতে ব্যবহৃত একটি সাধারণ পরীক্ষা

নেগেটিভ ফলাফল হলে এটি FIP এর সম্ভাবনা কম—অর্থাৎ নেগেটিভ ফলাফল অনেক বেশি নির্ভরযোগ্য (High negative predictive value)।

আর positive হলে সাইক্লোন like sediment দেখা যাবে।এই revalta test এর ফলাফল অনেক বেশি নির্ভরযোগ্য।

🩸 Hematology (রক্ত বিশ্লেষণ):

>লিম্ফোসাইট সংখ্যা কমে যায় (Lymphopenia)

>নিউট্রোফিল বেড়ে যায় (Neutrophilia)

>Albumin,globulin ratio কমে যাওয়া (biochemical)

তবে এই পরিবর্তনগুলো FIP-এর জন্য নির্দিষ্ট নয়, অনেক রোগেই এমন হতে পারে।

🧬 মলিকিউলার টেস্ট (Molecular Test):

RT-qPCR টেস্টের মাধ্যমে FCoV এর RNA বিভিন্ন নমুনা থেকে শনাক্ত করা যায়:

রক্ত, শরীরের জমা তরল (effusion), মস্তিষ্কের তরল (CSF), চোখের পানি (aqueous humor), টিস্যু ও মল

S gene টার্গেট করলে FIP এবং সাধারণ করোনা ভাইরাসের মধ্যে পার্থক্য করা তুলনামূলকভাবে সহজ হয়।

ইমিউনোহিস্টোকেমিস্ট্রি(Immunohistochemistry):

টিস্যুতে FCoV এর অ্যান্টিজেন শনাক্ত করে নির্ভুলভাবে FIP নির্ণয় করা যায়

🩻 রেডিওলজিক্যাল ফাইন্ডিংস (Radiological Findings):

>পেট বা বুকে সেরোসাল ডিটেইল হারিয়ে যায় — মানে অঙ্গগুলোর সীমানা অস্পষ্ট হয়

>কিডনি (Renomegaly) বা লিভার (Hepatomegaly) বড় হয়ে যেতে পারে

🧯 আল্ট্রাসনোগ্রাফি (USG) ফলাফল:

>পেটে তরল জমা দেখা যায় (Fluid accumulation in abdominal cavity)

>কিছু ক্ষেত্রে কিডনির গঠন বা ইকোজেনিসিটি পরিবর্তন দেখা যায়

🐶এইবার আসুন FIP diagnosis এ Rapid ab kit test ভূমিকা কতটুকু যেনে নেই;

🔬 FIP ও Rapid Ab Kit-এর মেকানিজম:

Rapid Ab Kit কী করে detect করে?

Rapid Ab Kit আসলে বিড়ালের শরীরে Feline Coronavirus-এর বিরুদ্ধে Antibody আছে কি না, সেটা detect করে।

এতে থাকে viral antigen– যা বিড়ালের শরীরে থাকলে antibody এর সাথে reaction করে।

Kit-এ সেই antibody-antigen interaction এর ফলে positive বা negative result দেখায়।

✅ Positive হলে মানে কি বিড়ালের FIP আছে?

না, সবসময় নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ!

যদি kit positive দেখায়, তাহলে বুঝতে হবে বিড়ালের শরীরে Feline Coronavirus এর বিরুদ্ধে antibody আছে।কিন্তু শুধুমাত্র antibody থাকা মানেই যে FIP হয়েছে, তা নয়।

অনেক healthy cat-ও antibody positive হতে পারে (কারণ তারা FCoV এর সংস্পর্শে এসেছে বা mild infection হয়েছে)।

❗ তাই, Rapid Ab Kit দিয়ে FIP নির্ভরযোগ্যভাবে ডায়াগনোসিস করা যায় না। এটা screening tool হিসেবে ব্যবহার হয়। তবে অন্যান্য test গুলো যদি positibe indicate করে তখন এই কিট দিয়ে antibody find out করে confirm হওয়ার একটা সুযোগ থাকে।

🧾 ডিফারেনশিয়াল ডায়াগনোসিস (FIP এর সাথে মিল থাকা রোগ):

FIP এর উপসর্গ অনেক রোগের সাথে মিলে যেতে পারে। তাই নিচের রোগগুলো বাদ দিয়ে নিশ্চিত হতে হয়:

>সেপ্টিক পেরিটোনাইটিস (Septic peritonitis)

>কাইলোথোরাক্স (Chylothorax)

>পাইওথোরাক্স (Pyothorax)

>কনজেস্টিভ হার্ট ফেলিউর (Congestive heart failure)

>প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis)

>টক্সোপ্লাজমোসিস (Toxoplasmosis)

>FeLV (Feline Leukemia Virus)

FIP এর ট্রিটমেন্ট:

🔹 একসময় FIP ছিল ১০০% মৃত্যুর কারণ।

🔹 এখন GS-441524/ Remdesivir/Molnupiravir নামে অ্যান্টিভাইরাল দিয়ে সফলভাবে চিকিৎসা সম্ভব।

🔹 ট্রিটমেন্ট সাধারণত ৮৪ দিন পর্যন্ত দিতে হয়।

🔹 ওষুধের ডোজ রোগের ধরন ও ওজন অনুযায়ী ভিন্ন হয়।

🔹 সহযোগী চিকিৎসা:

>তরল সাপোর্ট

>অ্যান্টিবায়োটিক (সেকেন্ডারি ইনফেকশনের জন্য)

>লিভার সাপোর্ট

>চোখ বা স্নায়বিক লক্ষণের জন্য সাপোর্টিভ মেডিসিন

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যায় করে ধৈর্য্য নিয়ে পড়ার জন্য।ভালো থাকুক আপনার প্রিয় পোষাপ্রানিটি।

Dr.Nafij Ahmed
Senior vet consultant
Veterinary Specialized Hospital and Diagnostic center

📌 ডেন্টাল টারটারঃ কুকুর ও বিড়ালের দাঁতের নীরব শত্রু 🦷🐶🐱❓ টারটার (Tartar) কী?টারটার হলো দাঁতের উপর জমে থাকা শক্ত প্লাক (...
14/07/2025

📌 ডেন্টাল টারটারঃ কুকুর ও বিড়ালের দাঁতের নীরব শত্রু 🦷🐶🐱

❓ টারটার (Tartar) কী?
টারটার হলো দাঁতের উপর জমে থাকা শক্ত প্লাক (Plaque) যা ব্যাকটেরিয়া, লালারস, খাবারের কণা থেকে তৈরি হয়। সময়মতো পরিষ্কার না করলে এই প্লাক জমে শক্ত হয়ে টারটার বা ক্যালকুলাস এ রূপ নেয়।

---

🔍 টারটার কেন হয়?
➡️ দাঁত নিয়মিত পরিষ্কার না করা
➡️ শুকনো খাবার বেশি খাওয়া (soft food কম চিবানো লাগে)
➡️ অল্প বয়সে মুখের পরিচর্যার অভ্যাস না করানো
➡️ কিছু প্রজাতির কুকুর ও বিড়ালের ক্ষেত্রে (যেমন Poodle, Persian) বেশি প্রবণতা
➡️ মুখে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি

---

⚠️ টারটারের লক্ষণ (Symptoms):
✅ দাঁতের উপর হলুদ বা বাদামি স্তর
✅ মুখ থেকে দুর্গন্ধ (bad breath)
✅ দাঁতের গোড়ায় লালচে বা ফোলা মাড়ি (gingivitis)
✅ অতিরিক্ত লালা ঝরা
✅ খাবার খেতে অনীহা বা ব্যথা পাওয়া
✅ দাঁত পড়ে যাওয়া (advanced stage এ)

---

🛡️ প্রতিরোধ (Prevention):
✅ নিয়মিত দাঁত ব্রাশ করা (বিশেষ পশুদের টুথপেস্ট ব্যবহার করুন)
✅ চিবানোর জন্য dental chews বা rawhide দেয়া
✅ বছরে অন্তত একবার ভেটেরিনারি ডেন্টাল চেকআপ
✅ এমন খাবার দিন যা দাঁতের উপর plaque জমতে দেয় না
✅ ছোট বয়স থেকেই মুখের পরিচর্যার অভ্যাস তৈরি করুন

---

🩺 চিকিৎসা (Treatment):
👉 মাইল্ড টারটারের ক্ষেত্রে - পেশাদার দাঁত পরিষ্কারের মাধ্যমে (scaling)
👉 মাড়ির ইনফেকশন থাকলে - এন্টিবায়োটিক ও ওরাল rinse
👉 দাঁতের ক্ষতি হলে - এক্সট্রাকশন (tooth removal) লাগতে পারে
👉 অ্যানেস্থেশিয়ার মাধ্যমে সম্পূর্ণ দাঁত পরিষ্কারের প্রয়োজন হতে পারে

---

💡 বিশেষ পরামর্শ:
কুকুর বা বিড়ালের মুখের দুর্গন্ধ বা দাঁতে দাগ দেখলেই অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা না করলে হৃৎপিণ্ড, কিডনি বা লিভারের জটিলতাও দেখা দিতে পারে!

📞 বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ ভেটেরিনারিয়ানের সাথে।

---

🐾 সুস্থ দাঁত, সুস্থ প্রাণী! প্রতিদিন একটু যত্ন নিন, আপনার প্রিয় পোষা বন্ধুটি থাকুক হাসিখুশি। 😊🦴

---

সে নিজেই এখনো বাচ্চা,এরমধ্যে আবার বাচ্চার মা হয়েছে। বাচ্চা এবং বাচ্চার মা ২ জনেই ভালো আছে।
14/07/2025

সে নিজেই এখনো বাচ্চা,এরমধ্যে আবার বাচ্চার মা হয়েছে। বাচ্চা এবং বাচ্চার মা ২ জনেই ভালো আছে।

FIP বিড়ালের ভাইরাসজনিত একটি রোগ,এ-ই রোগ সম্পর্কে  কারা কারা বিস্তারিত জানতে চান?
14/07/2025

FIP বিড়ালের ভাইরাসজনিত একটি রোগ,এ-ই রোগ সম্পর্কে কারা কারা বিস্তারিত জানতে চান?

Address

Dhaka

Telephone

+8801701073034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet.Nafij Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet.Nafij Ahmed:

Share