Racer MituL

Racer MituL Its A Racing Pigeon Loft.... Its A Racing Pigeons Loft.���

04/08/2025

পায়খানা দেখে কবুতরের রোগ নির্ণয়।

✅পেডিগ্রী আসলে কি?🕊️পেডিগ্রি শব্দের অর্থ হলো বংশতালিকা বা বংশানুক্রমিক পরিচয়। কবুতরের ক্ষেত্রে, পেডিগ্রি হলো সেই লিখিত ব...
04/08/2025

✅পেডিগ্রী আসলে কি?
🕊️পেডিগ্রি শব্দের অর্থ হলো বংশতালিকা বা বংশানুক্রমিক পরিচয়। কবুতরের ক্ষেত্রে, পেডিগ্রি হলো সেই লিখিত বা ডায়াগ্রামভিত্তিক রেকর্ড, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট কবুতরের পূর্বপুরুষ, বংশধারা, জেনেটিক বৈশিষ্ট্য, রোগপ্রবণতা ও প্রতিভা নির্ধারণ করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রেসিং, শো ও ব্রিডিং কবুতরের ক্ষেত্রে।
🕊️এর মাধ্যমে ঐ প্রাণীটির পূর্বপুরুষ সম্পর্কে পর্যাপ্ত ধারণা
যায়।
✅কবুতরের পেডিগ্রি কেন গুরুত্বপূর্ণ?
🕊️মানসম্পন্ন ব্রিডিং নিশ্চিত করতে:
একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য (যেমন গতি, সহনশীলতা, বুদ্ধিমত্তা, রঙ, আকার) উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কি না, তা বোঝা যায়।

🕊️রেসিং পারফরম্যান্স মূল্যায়ন করতে:
কোন কবুতর গত বছর বা তার আগের প্রজন্মে ক’টি রেস জিতেছে, কত কিলোমিটার উড়েছে—এইসব তথ্য পেডিগ্রিতে থাকে।

🕊️ক্রয়-বিক্রয়ে নির্ভরযোগ্যতা:
পেডিগ্রি থাকা মানে সেই কবুতরের একটা প্রামাণ্য ইতিহাস রয়েছে। এতে কবুতরের দাম ও বিশ্বাসযোগ্যতা দুই-ই বাড়ে।
পেডিগ্রী নিয়ে আমাদের দেশে যেমন অজ্ঞানতা আছে তেমনি আছে অসাধু লোকজনের ভুয়া পেডিগ্রী নিয়ে ব্যবসা।
আমার কবুতর যেটার পেডিগ্রী আছে সেটা আমি নিশ্চিতভাবেই বলে দেই, যেটার পেডিগ্রী নাই সেটা আমি বলেই দেই যে পেডিগ্রী নাই!

©️

🐄 প্রাণী প্রজনন (Animal Breeding) কী?প্রাণী প্রজনন হলো খামারে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য জিনগত নীতিমালা প্রয়োগ করার একটি ...
21/07/2025

🐄 প্রাণী প্রজনন (Animal Breeding) কী?

প্রাণী প্রজনন হলো খামারে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য জিনগত নীতিমালা প্রয়োগ করার একটি পদ্ধতি। এটি প্রাণীর দুধ, মাংস, বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে।

প্রজননের দুটি মূল পদ্ধতি রয়েছে:

1. ইনব্রিডিং (Inbreeding)
2. আউটব্রিডিং (Outbreeding)

🔁 ইনব্রিডিং (Inbreeding) কী?

ইনব্রিডিং মানে হলো আত্মীয় বা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পশুর মধ্যে প্রজনন করানো।

ইনব্রিডিং আবার দুইভাবে হতে পারে:

★ক্লোজ ব্রিডিং (Close Breeding):
যেমন: পিতা-মেয়ে, মা-ছেলে, বা পূর্ণ ভাই-বোন এর মধ্যে প্রজনন।
★লাইন ব্রিডিং (Line Breeding):
একে অপরের খুব ঘনিষ্ঠ না হলেও আত্মীয় পশুর মধ্যে প্রজনন করানো।
🔀 আউটব্রিডিং (Outbreeding) কী?

আউটব্রিডিং মানে হলো সম্পূর্ণ অপরিচিত বা সম্পর্কহীন পশুর মধ্যে প্রজনন করানো। এর আবার ৩টি ধরণ আছে:

1. আউটক্রসিং (Outcrossing):
একই জাতের হলেও যাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, এমন পশুর প্রজনন।

2. ক্রস ব্রিডিং (Crossbreeding):
দুই ভিন্ন জাতের পশুর মধ্যে প্রজনন করানো।

3. গ্রেডিং আপ (Grading-up):
একটি নির্দিষ্ট জাতের পুং প্রাণী দিয়ে সাধারণ বা দেশি স্ত্রী পশুর সঙ্গে বারবার প্রজনন করানো।

⚠️ ইনব্রিডিং-এর অপকারিতা বা অসুবিধাসমূহ (Disadvantages of Inbreeding)

অনেক খামারি না জেনেই আত্মীয় পশুদের প্রজননে ব্যবহার করেন, যা বাণিজ্যিকভাবে লাভজনক নয়। এর প্রধান কারণগুলো হলো:

1. বৃদ্ধির হার কমে যায়:
ইনব্রিডিং বারবার করা হলে বাচ্চার বৃদ্ধি ও পরিণত ওজন কমে যায়।

2. প্রজনন ক্ষমতা হ্রাস পায়:
এর ফলে গাভী বা ছাগলের গর্ভধারণ, বাচ্চা ধারণ ও প্রসবের হার কমে যায়।

3. জেনেটিক রোগ বা জন্মগত ত্রুটি দেখা দেয়:
একই রক্তরেখায় প্রজননের ফলে বাচ্চাদের জিনগত রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়।

4. উৎপাদন কমে যায়:
দুধ, মাংস ইত্যাদি উৎপাদনেও ধীরে ধীরে পতন ঘটে।

5. জীবনকাল কমে যেতে পারে:
ইনব্রিড প্রাণী দুর্বল ও কমজোরি হয়ে পড়ে, যা তাদের স্বাভাবিক আয়ু হ্রাস করে।

📌 পরামর্শ:
একটি বাণিজ্যিক বা লাভজনক খামার গঠনের জন্য **ক্রস ব্রিডিং** বা **আউটক্রসিং** নিরাপদ এবং অধিক লাভজনক।

সম্পাদনা: ডা মো মুনিরুজ্জামান, DVM,MPH,PGT

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃপোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক  ভিটামিন, ...
27/06/2025

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃ

পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অন্যান্য পদার্থ থাকে ACV তে, যা পাখিদেরকে গুরুত্বপূর্ণ এনজাইম, মিনারেল যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস, আয়রন, সিলিকন ইত্যাদি সরবরাহ করে থাকে। ভিটামিন এর মধ্যে থাকে এ, সি, ই, বি1, বি2, বি6, পি।

এক কথায় বলতে গেলে, এটা একটা মাস্টার মেডি*সিন। যেটায় প্রায় সমস্ত কিছুই বিদ্যমান।

প্রয়োজনীয়তাঃ

১. ACV একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা একই সাথে প্রোবায়োটিক এবং জীবাণুনাশকের কাজ করে।

২. এটা পাখির শরিরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে। মুখে ও গলায় ঘা বা কাংকার হওয়া থেকে মুক্ত রাখে।

৩. এটি পরিপাক তন্ত্র সম্পর্কিত রোগের সমাধান করে। পেট, যকৃত, কিডনী, লিভার, অন্ত্র ইত্যাদী অঙ্গ কে সুস্থ-সবল রাখে। শরীরে কোন ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে সাহায্য করে।

৪. সফটফুডের সাথে অল্প পরিমানে acv মিক্স করে দিলে অনেকটা সময় সফট ফুড পাখির খাচায় রাখা যায়, তখন ফাংগাস বা ব্যাকটেরিয়া সহজে গ্রো করতে পারেনা। স্প্রাউট তৈরিতেও acv কাজে আসে।

৫. অতিরিক্ত শীত বা গরমে পাখিকে ACV খাওয়ালে আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। হটাত বৃষ্টি হলেও ACV দেয়া উচিত।

৬. পাখিদের শরীরে pH লেভেল ঠিক রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও পাখিদের শরীরের ইমিউন সিস্টেম কে বুস্ট করে।

৭. পাখিদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

৮. পাখির পালকের সমস্যা, চুলকানি, স্কিন, কাটা, পোড়া জায়গায় ব্যবহার করলে ইনফেকশন কমে এবং দ্রুত সেরে উঠতে সহায়তা করে।

ব্যবহারবিধীঃ

✅ ১০ ml ACV ১ লিটার বিশুদ্ধ পানিতে মিক্সড করে দিয়ে হবে। চাইলে সারাদিন রাখতে পারেন। যেহেতু এটা এন্টিফাংগাল, সেহেতু এটা নষ্ট হয়না এতো সহজে।
*** ফিঞ্চ এর জন্য এটা মহৌষধ। তবে ১ লিটার পানিতে ৫ এমেল এসিভি করে দেয়ার পরামর্শ থাকলো।

✅ প্রতি মাসে মিনিমাম ৪ দিন দিতে হবে। (প্রতি সপ্তাহে ১ দিন করে)

✅ এসিভি অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখা সর্বোত্তম।

©️

02/06/2025

Address

Degree College Road
Cumilla
3500

Telephone

+8801711347800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Racer MituL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Racer MituL:

Share

Category