05/08/2025
Rafsan:উমরাহ'য় যাচ্ছি শুনে বাসার কেয়ারটেকার বললো, "স্যার, একটা অনুরোধ করি?"
আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই।"
"স্যার, ঐখানে কি আমার হয়ে দান করতে পারবেন? আমি ১০০ টাকা দান করতে চাচ্ছি!"
চোখেমুখে তার আবেগটা লক্ষ করছিলাম।
যুক্তি দিয়ে বলা যেতো, দান করতে চাইলে আপনি দেশেই করে ফেলুন!
কিন্তু, আমি তার আবেগ, তার নিয়্যাত বুঝার চেষ্টা করছিলাম।
আল্লাহর প্রতি সুধারণা, সকল কাজ নিয়্যাতের ওপর নির্ভরশীল এই হাদীসগুলো মাথায় ঘুরছিলো।
তার টাকাটা নিলাম। যত্ন করে মানিব্যাগে রেখে দিছি।
আমার বিশ্বাস তার এই আবেগ আল্লাহ কবুল করবেন, তার নিয়্যাতের দিকে তাকিয়ে।
মনে পড়লো তা-বুক যু_দ্ধে-র সময়ের ঘটনা।
এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্রাউড ফান্ডিং করেছিলেন।
আবু বকর (রা.) তাঁর সব সম্পদ দান করেন, উমর (রা.) তাঁর অর্ধেক।
আবু আকিল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী সামান্য কিছু খেজুর দান করেন। তার এতোটুকুই ছিলো সামর্থ্য।
এটা দেখে মুনা-ফিক_রা বলা শুরু করে, এই ক'টা খেজুর দিয়ে আল্লাহ কী করবেন? তোমার এতো কম দানের চাইতে দান না করাই ভালো।
সেই সাহাবীর খুব মন খারাপ হয়।
কিন্তু, আল্লাহ তাঁর মন ভালো করে দেন একটি আয়াত নাযিল করে।
"মু’মিনদের মধ্যে যারা মুক্ত হস্তে দান করে, তাদেরকে যারা দোষারোপ করে আর সীমাহীন কষ্টে দানকারীদেরকে যারা বি_দ্রূ-প করে আল্লাহ তাদেরকে জবাবে বি_দ্রূ-প করেন আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শা-স্তি।" (সূরা তাওবা : ৭৯)
দানের বিনিময়ে আল্লাহ কতো দেন, কীভাবে দেন আমরা জানি না।
কেউ ১ লক্ষ টাকা দান করে ১ লক্ষ টাকার সওয়াব পাবে। কেউ ১০০ টাকা দান করে ১০ লক্ষ টাকার সওয়াব পেতে পারে!
আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ এরকম উপলক্ষ পছন্দ করেন।
আপনাকেও একই কাজ করতে হবে এমন না৷
কিন্তু, এমনভাবে যেকোনো আমল করতে পারেন, যেন আল্লাহ আপনার আবেগ-নিয়্যতের জন্য অগণিত সওয়াব দান করেন।
আল্লাহ আমাদেরকেও কবুল করুন।
~ আরিফুল ইসলাম!