20/09/2025
সতর্কতা মূলক পোস্ট!
আমাদের ল্যাব থেকে DNA রিপোর্ট টা দেওয়া হয় মূলত সাময়িক সময়ের জন্য।
কার্ড বা PDF দেওয়ার আগে DNA রেজাল্ট জানানোর জন্য।
কিন্তু কিছু অসাধু ব্যক্তি আমাদের DNA রিপোর্ট এর মত করে রিপোর্ট বানিয়ে পাখি বিক্রি করতেছে।
যা অতন্ত্য দুঃখ জনক।
তাই সকলের প্রতি আমাদের অনুরোধ রইল DNA রিপোর্ট দেখে পাখি ক্রয় করবেন না।
পাখি ক্রয় করার পূর্বে অবশ্যই PDF বা কার্ড এর কপি নিবেন।
PDF বা কার্ড এ থাকা QR cord স্কেন করে Certificate এ থাকা সকল তথ্য কার্ড এর তথ্যের সাথে ভালো করে মিলিয়ে দেখবেন সকল তথ্য সঠিক না থাকলে পাখি ক্রয় করবেন না।
আশা করি আমরা সকলে সচেতন থকলে প্রতারকরা প্রতারণা করতে পারবে না।