Save One More Soul

Save One More Soul Save & Protect Animals

13/09/2025

আবারো Nasrullah Bokhari ভাইয়া আজকে জীবনের ঝুঁকি নিয়ে চার তলা বিল্ডিং থেকে তিন তলার কার্নিশে আটকে পড়া বাচ্চাটাকে উদ্ধার করতে নেমেছে।কিন্তু ভয়ে সে নিজেই দৌড়ে পালিয়ে গিয়েছে।তাও এটা একটা সাকসেস।বাচ্চাটা অন্তত সেইফ আছে এটা বলা যায়।

Alhamdulillah❤️

Khadiza Tul Kubra আপুকে অনেক ধন্যবাদ আমাদের কেক স্পনসর করার জন্য।আশ্চর্যজনকভাবে কেকের থিমের সঙ্গে আমাদের প্রোগ্রামে আসা ...
13/09/2025

Khadiza Tul Kubra আপুকে অনেক ধন্যবাদ আমাদের কেক স্পনসর করার জন্য।আশ্চর্যজনকভাবে কেকের থিমের সঙ্গে আমাদের প্রোগ্রামে আসা একটা বাবুর ফেইস মিলে গেছে কিছুটা🥹

13/09/2025

ওকে নিয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছিলো।২৪ ঘন্টার বেশি সময় ধরে বাচ্চাটা এখানে ছিলো।আমাদের রেস্কিউয়ার Nasrullah Bokhari ভাইয়া অনেক ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে উদ্ধার করেছে।এরপরেও আপনারা বলবেন আমরা কোনো কাজ করি না🙂

আলহামদুলিল্লাহ আমাদের আশা থেকেও সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয়েছে।সবথেকে ভালো লাগার বিষয় প্রত্যেকজন অভিভাবক এবং গেস্ট মহো...
13/09/2025

আলহামদুলিল্লাহ আমাদের আশা থেকেও সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয়েছে।সবথেকে ভালো লাগার বিষয় প্রত্যেকজন অভিভাবক এবং গেস্ট মহোদয়গণ প্রোগ্রামটা ইঞ্জয় করেছেন।
ধন্যবাদ Vet Sheikh Ismail Ahmed এবং Vet Farhan Ishrak Ullash ভাইয়াদের আমাদের সময় দেওয়ার জন্য।
এছাড়া গেস্ট হিসেবে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার,বন বিভাগের কর্মকর্তা মহোদয়,ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার এবং ফটোগ্রাফার মোশাররফ ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই ব্যস্ততার মধ্যেও প্রাণীদের প্রতি ভালোবাসা পোষণ করে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য।
বিশেষ ধন্যবাদ ইসমাইল ভাইয়াকে শেষ পর্যন্ত বাচ্চাদের সেবা দিয়ে যাওয়ার জন্য।

09/09/2025

Final call‼️Registration will be off tomorrow❌❌

এই বাচ্চাটা কালকে ছবির এই বিল্ডিং( লোকেশন- কুমিল্লা, রানীর বাজার, তালপুকুর পার রোড।স্পীডফাস্ট অফিসের সামনে )থেকে  পড়ে গি...
09/09/2025

এই বাচ্চাটা কালকে ছবির এই বিল্ডিং( লোকেশন- কুমিল্লা, রানীর বাজার, তালপুকুর পার রোড।স্পীডফাস্ট অফিসের সামনে )থেকে পড়ে গিয়েছে।আমার টিমের একজন ভাইয়া ওকে ইসমাইল ভাইয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে দিয়েছে।কারো হারানো বাবু হয়ে থাকলে যোগাযোগ করুন Nasrullah Bokhari ভাইয়ার সাথে।
ধন্যবাদ ইসমাইল ভাইয়াকে বরাবরের মতো রেস্কিউ কেসে ফি নেননি উনি❤️

ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিনেশন📣আমরা আবারো ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্...
31/08/2025

ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিনেশন📣
আমরা আবারো ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিনেশন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি ইন শা আল্লাহ।
★প্রোগ্রামে যা যা থাকছে-
১.বিনামূল্যে সকল প্রাণীর জন্য চিকিৎসাসেবা
২.স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিন
৩.সচেতনতামূলক সেমিনার

▫প্রোগ্রামের বিস্তারিত:

★চেকাপের জন্য রেজিষ্ট্রেশন ফ্রি
★ ফ্লু ভ্যাক্সিনের(বায়োফেল)প্রাইজ মাত্র ৮৫০৳ যার ৩০% আমাদের এডভান্স করে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।ভেক্সিনের জন্য আলাদা কোনো রেজিষ্ট্রেশন চার্জ রাখছি না।
★ ভেন্যু: কুমিল্লা আইডিয়াল কলেজ,বাগিচাগাঁও,কুমিল্লা।
★ তারিখ ও সময়: ১২ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:০০ টা
★ এছাড়া আমরা একটা ছোটখাটো লটারির ব্যবস্থা রাখবো বাচ্চাগুলোর জন্য।এর জন্য আলাদা কোনো পেমেন্টের প্রয়োজন নেই।
★রেজিষ্ট্রেশনের জন্য-
আপনার নাম:
পোষা প্রাণীর নাম:
নাম্বার:
লিখে ইনবক্স করুন Save One More Soul পেইজে।

▫️এছাড়া প্রোগ্রামে চিকিৎসাসেবা দিতে এবং সেমিনারে অংশগ্রহণ করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনাদের বিশ্বস্ত Vet Farhan Ishrak Ullash ভাইয়া এবং Vet Sheikh Ismail Ahmed

ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ইনভাইট লেটার পাঠানো অলরেডি শুরু হয়ে গিয়েছে।আজকে রা...
30/08/2025

ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প এবং স্টুডেন্ট বাজেটে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ইনভাইট লেটার পাঠানো অলরেডি শুরু হয়ে গিয়েছে।আজকে রাতের মধ্যে ইন শা আল্লাহ বিস্তারিত পোস্ট করা হবে।

এই অসহ্য গরমের মধ্যে ঈদের দিন শুধুমাত্র নিজেদের শখ মিটানোর জন্য বিড়ালদের জোরপূর্বক জামা পরানো থেকে বিরত থাকুন।এবং বাসা শ...
29/03/2025

এই অসহ্য গরমের মধ্যে ঈদের দিন শুধুমাত্র নিজেদের শখ মিটানোর জন্য বিড়ালদের জোরপূর্বক জামা পরানো থেকে বিরত থাকুন।এবং বাসা শীতাতপনিয়ন্ত্রিত না হলে পারসিয়ান বিড়ালদের ট্রিম করে দিন।ইতিমধ্যে বিভিন্ন যায়গা থেকে খবর আসা শুরু করেছে,বিড়ালরা হিট স্ট্রোক করছে।বিড়াল শখের কোনো বস্তু নয়,প্রাণ আছে মানে তাদের কষ্ট,ব্যাথা অনুভব করার শক্তিও আছে।দায়িত্ব নিয়ে পালুন,শখের বশে নয়।

23/03/2025

Thanks Vet Farhan Ishrak Ullash vaia for free medication..💝

এই dog catching net এর জন্য আমাদের প্রায় ২০০০-২৫০০৳  প্রয়োজন।নেট কিনা হয়ে গিয়েছে কিন্তু সাইডের ss এর যায়গাটা বানানোর জন্...
25/02/2025

এই dog catching net এর জন্য আমাদের প্রায় ২০০০-২৫০০৳ প্রয়োজন।নেট কিনা হয়ে গিয়েছে কিন্তু সাইডের ss এর যায়গাটা বানানোর জন্য তারা ২০০০৳ চাচ্ছে পারিশ্রমিক মিলিয়ে।আপনাদের পরিচিত কেউ কি আছে যে কম দামে এটা বানিয়ে দিতে পারবে বা আপনারা কি এটা বানাতে আমাদের সাহায্য করতে পারবেন?তাহলে আমাদের রেস্কিউতে সাহায্য হতো।প্রত্যেক বার রেস্কিউতে গেলে টিমের মেম্বারদের আহত হতে হয়।এভাবে আমরা কাজও নিয়মিত করতে পারছি না।আপনারা চাইলে ফান্ড না দিয়ে নিজেরাও অর্ডার করে দিতে পারেন।

24/02/2025

এই কুকুরটার সামনের পায়ে কেউ টাই বেঁধে দিয়েছিলো।তাই বেশি কিছুদিন ধরে সে খুড়িয়ে হাঁটছিলো।কাছ থেকে দেখার পর বুঝলাম পায়ে ইনফেকশন হয়ে যাচ্ছে এটা থেকে।অবশেষে তৃতীয়বারের চেষ্টায় আমরা সফল হলাম টাইটা খুলতে।
আলহামদুলিল্লাহ❤️

Address

Kandirpar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save One More Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share