Save One More Soul

Save One More Soul Save & Protect Animals

16/04/2025

আমাদের কিছু কারণ বশত রেস্কিউ বন্ধ রাখতে হচ্ছে।তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এই অসহ্য গরমের মধ্যে ঈদের দিন শুধুমাত্র নিজেদের শখ মিটানোর জন্য বিড়ালদের জোরপূর্বক জামা পরানো থেকে বিরত থাকুন।এবং বাসা শ...
29/03/2025

এই অসহ্য গরমের মধ্যে ঈদের দিন শুধুমাত্র নিজেদের শখ মিটানোর জন্য বিড়ালদের জোরপূর্বক জামা পরানো থেকে বিরত থাকুন।এবং বাসা শীতাতপনিয়ন্ত্রিত না হলে পারসিয়ান বিড়ালদের ট্রিম করে দিন।ইতিমধ্যে বিভিন্ন যায়গা থেকে খবর আসা শুরু করেছে,বিড়ালরা হিট স্ট্রোক করছে।বিড়াল শখের কোনো বস্তু নয়,প্রাণ আছে মানে তাদের কষ্ট,ব্যাথা অনুভব করার শক্তিও আছে।দায়িত্ব নিয়ে পালুন,শখের বশে নয়।

23/03/2025

Thanks Vet Farhan Ishrak Ullash vaia for free medication..💝

এই dog catching net এর জন্য আমাদের প্রায় ২০০০-২৫০০৳  প্রয়োজন।নেট কিনা হয়ে গিয়েছে কিন্তু সাইডের ss এর যায়গাটা বানানোর জন্...
25/02/2025

এই dog catching net এর জন্য আমাদের প্রায় ২০০০-২৫০০৳ প্রয়োজন।নেট কিনা হয়ে গিয়েছে কিন্তু সাইডের ss এর যায়গাটা বানানোর জন্য তারা ২০০০৳ চাচ্ছে পারিশ্রমিক মিলিয়ে।আপনাদের পরিচিত কেউ কি আছে যে কম দামে এটা বানিয়ে দিতে পারবে বা আপনারা কি এটা বানাতে আমাদের সাহায্য করতে পারবেন?তাহলে আমাদের রেস্কিউতে সাহায্য হতো।প্রত্যেক বার রেস্কিউতে গেলে টিমের মেম্বারদের আহত হতে হয়।এভাবে আমরা কাজও নিয়মিত করতে পারছি না।আপনারা চাইলে ফান্ড না দিয়ে নিজেরাও অর্ডার করে দিতে পারেন।

24/02/2025

এই কুকুরটার সামনের পায়ে কেউ টাই বেঁধে দিয়েছিলো।তাই বেশি কিছুদিন ধরে সে খুড়িয়ে হাঁটছিলো।কাছ থেকে দেখার পর বুঝলাম পায়ে ইনফেকশন হয়ে যাচ্ছে এটা থেকে।অবশেষে তৃতীয়বারের চেষ্টায় আমরা সফল হলাম টাইটা খুলতে।
আলহামদুলিল্লাহ❤️

08/02/2025

কুমিল্লার একজন ভাইয়া কিছুদিন আগে ARB গ্রুপে একটা পোস্ট করেন।যেটায় উনি আহত কুকুরদের ছবি/ভিডিও দিয়ে উল্লেখ করেন ওখানকার একজন তাদেরকে হত্যা করার চেষ্টা করছে।পরবর্তীতে ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করলে পরদিনই আমরা ওনাদের সঙ্গে নিয়ে থানায় যাই এবং ভাইয়ার বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন(অভিযোগ পত্রটি কমেন্টে যুক্ত করে দিয়েছি)।অবাক বিষয় হলো আমরা অভিযোগ পত্রটি জমা দিতে গিয়ে জানতে পারি বিবাদী পক্ষও মৌখিক অভিযোগ করে গিয়েছেন।কিন্তু তাদের বক্তব্য ছিলো কুকুর ওনার ছাগল নিয়ে গিয়েছে যেটা খুবই হাস্যকর বিষয়।কোনো কুকুর কিভাবে ছাগল নিয়ে যেতে পারে?পরদিন আমরা পুলিশ ফাঁড়িতে যাই।ওখানকার ইন্সপেক্টর(নিরস্ত্র) অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম এর ব্যবহার মোটেই গ্রহণযোগ্য ছিলো না।ওনার প্রথম প্রশ্নই ছিলো "কুকুর পেলে লাভ কি?" সেদিন উনি বাদী এবং বিবাদী দুই পক্ষকেই আবারো পরদিন আসতে বলেন।উল্লেখ্য বিবাদী একজন নারী এবং উনি পূর্বে বিষ প্রয়োগে আটজন বিড়াল হত্যা করেছেন।পরদিন উনি দুই পক্ষকেই সমানভাবে বক্তব্য রাখার সুযোগ দেন।কিন্তু সব শেষে উনি এটা বলে সুরাহা করেন যে ভাইয়াদেরকে ভাইয়াদের কুকুর সাবধানে রাখতে হবে আর বিবাদীদেরকে ওনাদের মুরগী।ভাইয়ারা নিজেদের কুকুর ছাড়াও বাইরের কুকুরদের খাবার দিয়ে থাকেন।বাইরের কুকুরদের সাবধানে রাখা সম্ভব না।আইন অনুযায়ী এমন কোনো ধারা নেই যে কুকুর মুরগী চুরি করলে, তাকে হত্যা করলে আইন ভঙ্গ হবে না।ওনার এই সমাধান ভাইয়া স্বাভাবিকভাবেই মেনে নিতে চায় নাই।কিন্তু ইইন্সপেক্টর স্যার উত্তরে বললেন ওনাকে মানতেই হবে।এক প্রকার জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হলো দুই পক্ষ থেকে।
আমাদের কোতোয়ালি থানায় পূর্বে আমরা এমন কেস নিয়ে গিয়েছিলাম।কিন্তু ওনারা মারাত্মক সহযোগিতা পূর্ণ আচরণ করেছিলেন।সদর দক্ষিণ থানার ইইন্সপেক্টর স্যারের ব্যবহার মোটেই এমন ছিলো না।এখানে যদি মানুষ খুন হতো তাহলে কি মুচলেকা লেখিয়ে ছেড়ে দেওয়া হতো?

আমাদেরকে নিয়ে এখনো মিথ্যা ছড়ানো হচ্ছে।আমরা একবারো বলি নাই কুকুরটাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।আমাদের ওনারা প্রমাণ দিতে পা...
27/01/2025

আমাদেরকে নিয়ে এখনো মিথ্যা ছড়ানো হচ্ছে।
আমরা একবারো বলি নাই কুকুরটাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।আমাদের ওনারা প্রমাণ দিতে পারবেন যে ওকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এমন কোনো লাইন আমরা বলেছি কিনা?

তারপর মেলায় নাকি আরো যায়গা ছিলো রাখার।ঢাকার বানিজ্য মেলায় হয়তো যেকোনো যায়গায় কুকুর রাখার পারমিশন দিবে। আমাদের কুমিল্লার বানিজ্য মেলায় এটা সম্ভব না।আমরা অনেক বার অনেকভাবে চেষ্টা করেছি।
আমাদের যদি রাখার পর্যাপ্ত যায়গা থাকতোই তাহলে আমরা ওনাদের কাছে পাঠাতামই বা কেনো?
ওনাদেরকে তো আমরা ভিডিও সহ পাঠিয়েছি যে ওকে ডাস্টবিনের পাশে রাখতে হয়েছে যায়গার অভাবে।

এরপর আসি সেলাইনের কথা।উনি একবারো বলেননি শেল্টারে সেলাইন রয়েছে।বলেছেন নিজেরা কিনে নিবেন।যদি ফ্রিতে পাচ্ছেনই তাহলে আলাদা টাকা খরচ করার কি মানে সেটাই আমরা বুঝিনি।
কেউ এতো মিথ্যা অপপ্রচার কিভাবে করতে পারে।

শুধুমাত্র প্রেস্কিপশন,এক্স-রে রিপোর্ট,আল্ট্রা আর ভেটের ডিটেইলস জানতে চাওয়ায় দুইদিন ধরে কমেন্টে এসে গালিগালাজ করে যাচ্ছে।...
25/01/2025

শুধুমাত্র প্রেস্কিপশন,এক্স-রে রিপোর্ট,আল্ট্রা আর ভেটের ডিটেইলস জানতে চাওয়ায় দুইদিন ধরে কমেন্টে এসে গালিগালাজ করে যাচ্ছে।কিন্তু এখন পর্যন্ত না কোনো ভেটের নাম বলতে পেরেছে আর না একটা প্রেস্কিপশন দেখাতে পেরেছে।আর হঠাৎ করেই যে নিজেদের ব্যাপারটা ঢাকতে ওকে ডাস্টবিনে ফেলে রাখার প্রসঙ্গ আনলো,আমাদের যদি ওকে রাখার জন্য শেল্টার থাকতো তাহলে আমাদের ঢাকা পাঠানোর প্রয়োজন পরতো?আমাদের রাখার যায়গা ছিলো না দেখেই তো ওনাদের কাছে দিতে আমরা বাধ্য হয়েছি।আর এটা তো আমরা লুকাই নাই।আমাদের পোস্টে আমরা উল্লেখই করেছি আমাদের শেল্টার প্রয়োজন।শেল্টার নাই বলে আমাদের ওখানে রেখেই ট্রিটমেন্ট করতে হয়েছে।আমাদের রেস্কিউয়াররাও ওখানে ডাস্টবিনের পাশে বসেই ওর চিকিৎসা করেছে।
এই ধরনের ব্যবহার সহ্য করার জন্য আমরা একেকজন কুকুর/বিড়ালের কামড়-আঁচড় খেয়ে তিন সপ্তাহ হাতে ব্যান্ডেজ লাগিয়ে অকেজো হয়ে থাকতাম না।

বাচ্চাটা আর বেঁচে নেই।সে কাল রাত তিনটা নাগাদ মারা গিয়েছে।কিন্তু আমাদের জানানো হয়েছে দুপুর প্রায় বারোটার দিকে।তাও আমরা বা...
24/01/2025

বাচ্চাটা আর বেঁচে নেই।সে কাল রাত তিনটা নাগাদ মারা গিয়েছে।কিন্তু আমাদের জানানো হয়েছে দুপুর প্রায় বারোটার দিকে।তাও আমরা বার বার মেসেজ দেওয়ার পর।নেওয়ার পর থেকেই আমাদের ঠিকঠাক আপডেট দিচ্ছিলো না উনি।এখন বলছে ওনার শেল্টারে অনেকগুলো কুকুর থাকায় উনি সময় পায়নি।কুকুরটাকে কবরও দিয়ে ফেলেছে অথচ আমাদের একটা বার জানায় নাই যে বাচ্চাটা মারা গিয়েছে।আমরা এখনো নিশ্চিত নই সে আদৌও ট্রিটমেন্ট পেয়েছে কিনা। যেই ভেট থেকে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে সেই ভেটের বিস্তারিত জানাতে বলা হয়েছে ওনাকে।উনি এখন পর্যন্ত আমাদের প্রেস্কিপশন,ভেটের নাম,এক্স-রে রিপোর্ট কিছুই দেখায় নাই।আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।যদি উনি বিস্তারিত জানাতে না পারে আমরা গ্রুপে গ্রুপে ওনার শেল্টারের কীর্তিকলাপ ফাঁস করে দিবো।নিচে মেয়েটার আইডির ছবিসহ এড করে দিলাম।

এই বাবুটাকে নিয়ে আজকে পোস্ট করেছিলো সামি নামের একজন ভাইয়া।আজকে বিকালের মধ্যেই আমার টিমের পক্ষ থেকে আমরা যাই বাচ্চাটার অব...
20/01/2025

এই বাবুটাকে নিয়ে আজকে পোস্ট করেছিলো সামি নামের একজন ভাইয়া।আজকে বিকালের মধ্যেই আমার টিমের পক্ষ থেকে আমরা যাই বাচ্চাটার অবস্থা দেখার জন্য।যতোটুকু বুঝলাম নয়তো সে এক্সিডেন্ট করেছে আর নয়তো ওকে কেউ পিছনের পা*র দিকে আঘাত করেছে।তার উপর সে প্রেগন্যান্ট।
Vet Farhan Ishrak Ullash ভাইয়া আপাতত ওকে পেইন কিলার দিয়েছে।সে নিজে খাবার খেতে পারছে না তাই ওকে কিছুদিন সেলাইন পুশ করতে হবে।আর বাকি বিস্তারিত প্রেস্কিপশনে উল্লেখ করা হয়েছে।
এখন সমস্যা হচ্ছে সাধারণত রেস্কিউ করা বাচ্চাগুলোকে আমি শেল্টার দিয়ে থাকি।কিন্তু এবার আমার নিজের কুকুর বেবি দিয়েছে।যার কারণে আর কোনো কুকুরকে শেল্টার দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।কেউ যদি অন্তত সে সুস্থ হওয়া পর্যন্ত ওকে রাখার জন্য শেল্টার দিয়ে সাহায্য করেন তাহলে আমরা ওর চিকিৎসা চালিয়ে যেতে পারবো।কারণ মেলায় যেখানে সে আছে সেটা একদমই নিরাপদ না ওর জন্য।ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।এছাড়া আমাদের আর্থিক সাহায্যও প্রয়োজন।উল্লাস ভাইয়া বরাবরের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন।কিন্তু মেডিসিনের জন্য সাহায্য প্রয়োজন।নয়তো দু:খের সাথে জানাতে হচ্ছে আমরা ওর দায়িত্ব নিতে পারবো না।
কেউ শেল্টার দিতে পারলে আমার সাথে যোগাযোগ করুন অথবা Save One More Soul পেইজে নক দিতে পারেন।
bKash: 01728431831

আসসালামু আলাইকুমকুমিল্লার প্রাণীপ্রেমিরা অনেকেই মোটামুটি আমাদের রেস্কিউ টিম সম্পর্কে জেনে থাকবেন।আমাদের পেইজে প্রতিদিনই ...
28/12/2024

আসসালামু আলাইকুম
কুমিল্লার প্রাণীপ্রেমিরা অনেকেই মোটামুটি আমাদের রেস্কিউ টিম সম্পর্কে জেনে থাকবেন।আমাদের পেইজে প্রতিদিনই রেস্কিউর জন্য সাহায্য চেয়ে মেসেজ আসছে।কিন্তু আমরা সাহায্য করতে অপারগতা প্রকাশ করছি কারণ আমাদের রেস্কিউয়াররা সবাই আহত অবস্থায় রয়েছে।
আমরা আগে পোস্ট করলে যেই সাহায্যটুকু পেতাম এখন সেটাও পাই না।না কেউ সশরীরে এসে সাহায্য করে না তেমন আর্থিক সহায়তা পাই।আমরা আমাদের রেস্কিউতে ব্যবহার করার জন্য ইকুইপমেন্টও কিনতে পারছি না ফান্ডের অভাবে।এখন পর্যন্ত অনেকবার রেস্কিউয়াররা মারাত্মকভাবে আহত হয়েছে।আমাদের ইকুইপমেন্ট আর জনবল ছাড়া সামনে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।ততোদিন আমরা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

বাসার পাশে অনেক বড় একটা যায়গা আছে যেখানে সবাই ময়লা ফেলে।সেখান থেকে ওকে উদ্ধার করতে হয়েছে।আমার প্রশ্ন হচ্ছে- আপনারা যদি প...
29/11/2024

বাসার পাশে অনেক বড় একটা যায়গা আছে যেখানে সবাই ময়লা ফেলে।সেখান থেকে ওকে উদ্ধার করতে হয়েছে।আমার প্রশ্ন হচ্ছে- আপনারা যদি পালতে না পারেন তাহলে কেনো এতো ছোট বাচ্চাগুলোকে অযথা মা থেকে আলাদা করেন?আনার পর থেকে ও কোল থেকে নামতে চাচ্ছে না।কোল থেকে নামালেই মাকে খুঁজে।ছবিতে বড় দেখালেও আসলে বয়স বড়জোর ১.৫ মাস হবে।আচরণ খুবই মিশুকে।বুঝাই যাচ্ছে কেউ পালার জন্য নিয়ে ফেলে দিয়েছে।কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন।

Address

Kandirpar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save One More Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share