
01/09/2025
আজ বিশ্ব চিঠি দিবস। চিঠির আবেগ ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যুগের পোলাপানরা বুঝবে না। যারা নব্বই দশক কিংবা তারও আগের দশকের মানুষ তারা নিশ্চয়ই চিঠি, চিঠির বাক্স এসবের আবেগ বুঝবেন। প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে লুকিয়ে ছিলো হাসি, কান্না, ভালোবাসা।
সম্মানিত সদস্যবৃন্দ, চিঠির যুগ না থাকলেও আপনারা কমেন্ট সেকশনে মন্তব্য করুন। প্রতিটি সেলার ইতিবাচক মন্তব্য বা রিভিউ প্রত্যাশা করে। কেউ কেউ চেয়েই নেয়। আমি চাই না। বরং আমি চাই আপনারা আমার কিংবা SSPETSHOP এর নেতিবাচক দিকগুলো তুলে ধরুন। নেতিবাচক রিভিউ দেবার থাকলে খোলা মনে দিন। অভিযোগ থাকলে করুন। পরামর্শ দেবার থাকলেও দিন। আপনাদের প্রতি ওয়াদা রইলো, ভুলগুলো শুধরে SSPETSHOP আরও গ্রাহকবান্ধব সেবা দেবার চেষ্টা করবে।