10/08/2025
আজকে আপনাদের সাথে শেয়ার করিব কিভাবে আমি দালাল/এজেন্সী ছাড়া আমার বিড়াল কে ইউএসএ এনেছি
১) প্রথমে আপনাকে বিড়ালের জন্য NOC নিতে হবে। যেটার মেয়াদ ২১ দিন। NOC পাওয়ার পর আপনাকে ২১ দিনের মধ্যে ফ্লাই করতে হবে। NOC এখন অনলাইনে আবেদেন করা যায় (etrade. Dls. Gov. Bd) এখান থেকে। এইখানে আপনার বিড়ালের ভ্যাক্সিন কার্ড (যেটাকে পেট পাসপোর্ট বলে), মাইক্রোচিপ সার্টিফিকেট, ভ্যাক্সিন সার্টিফিকেট (র্যাবিস থাকতে হবে), হেলথ সার্টিফিকেট, ভিসার কপি, পাসপোর্ট এইগুলা দিতে হবে। যেকোনো সরকারি ভেটেরিনারি ডাক্তার এর কাছ থেকে আপনি আপনার বিড়ালের হেলথ সার্টিফিকেট, ভ্যাক্সিন কার্ড (পেট পাসপোর্ট) ,মাইক্রোচিপ সার্টিফিকেট (১-২ হাজার টাকা) নিবেন। এই NOC পেলে আপনি বিড়াল কে বাংলাদেশের বাহিরে নিতে পারবে।। আপনি ফ্লাই করার ৩-৪ দিন আগে Airport Animal Quarantine ([email protected]), উনাদের মেইল দিবেন। মেইলে NOC, Veterinary Health Certificate, Vaccine Card, Pictures of your pet এইসব দিবেন। এর পর প্রতি পেটের জন্য ৫০০ টাকা ফি এবং ৭৫ টাকা ট্যাক্স দিতে হবে। (কোন খাতে কত টাকা দিতে হবে সেটা ছবিতে দেওয়া হয়েছে। আপনাকে ম্যানুয়ালি কোড এবং টাকার একাউন্ট বসাতে হবে)। আপনার ফ্লাইটের আগে HSIA animal quarantine ফোন দিয়ে কোন অফিসার থাকবে তার নাম্বার নিয়ে রাখবেন।এয়ারপোর্টে আসার পর উনার সাথে দেখা করবেন। উনি আপনার সব ডকুমেন্টস চেক করে আপনাকে
একটা সরকার ডকুমেন্টস দিবে ৩ কপি।এইটা পেলে আপনি বাংলাদেশের বাহিরে নিতে পারবেন।সব ডকুমেন্টস তিন কপি করে নিয়ে যাবেন এয়ারপোর্টে।
২) আমরা আমাদের বিড়ালকে কেবিনে নিয়েছিলাম। শুধুমাত্র টার্কিস এয়ারলাইন্স কেবিনে বিড়াল এলাউ করে।কিন্তু এইজন্য আপনাকে CAAB এর পারমিশন নিতে হবে। এই পারমিশন নিতে আপনার লাগবে NOC, Vaccine Certificate, Confirmed Air Ticket, Passport of the traveller,Microchip Certificate, Vaccine Certificate including Rabbies, Application to carry pet in the cabin (বিড়ালের ওজন এবং ক্যারিয়ার ওজন ৮ কেজির নিজে হইতে হবে) এইসব নিয়ে মেইল দিতে হবে ([email protected], [email protected], [email protected]). মেইল দেওয়ার পর উনাদের সাথে যোগাযোগ করতে হবে। ভদ্র মহিলার নাম পোলিন।।উনি Uttara 1 Sector এর পাশে FSR অফিসে বসে এবং ওখানে গিয়ে CAAB Approval লেটার নিতে হবে।
৩) এবার NOC & CAAB Permission Letter নিয়ে টার্কিস এয়ারলাইন্স মেইল দিবেন ([email protected]) যে আপনি আপনার বিড়াল কে নিয়ে যেতে চান। মেইলে ডকুমেন্টস এর পাশাপাশি, বিড়ালের ছবি, ক্যারিয়ার এর ছবি দিয়ে বুকিং দিতে হবে। টার্কিস এয়ারলাইন্স সাইট থেকে পেট ক্যারি করতে কত টাকা লাগবে সেটার ক্যালকুলেশন দেওয়া হয়েছে। আমাদের এইখানে Bangladesh to Seattle পর্যন্ত ৩৭০ ডলার লেগেছে। এয়ারপোর্টে যাবার পর লাগেজ চেকিং এর সময় ওদের বলতে হবে।ওরা আপনার সব ডকুমেন্টস দেখবে, ছবি তুলবে এবং তখন পেমেন্ট করবেন। আমি যতটুকু জানি আপনি দুইটা বিড়াল নিতে পারবেন।কিন্তু কেবিনে আপনার আগে কেউ যদি বিড়াল বুক করে রাখে তাহলে ওইদিন আপনি নিতে পারবেন না কেবিনে কিন্তু কার্গোতে নিতে হবে।কার্গোতে খরচ বেশি এবং এখানে আপনার CAAB Permission Letter লাগবে না।
৪) সব লাউঞ্জে আপনি আশা করি বিড়াল নিতে পারবেন। আপনার ক্যারিয়ার থাকলে প্রবলেম নেই। এর পর বিড়াল নিয়ে আপনি প্লেনের ভিতরে যাবেন। ল্যান্ডিং এবং টেক অফের সময় আপনাকে সামনের সিটের নিচে রাখতে হবে।।অন্যান্য সময় আপনি কোলে অথবা সিটে রাখতে পারবেন। বিমানে আমি বিভিন্ন সময় হালকা করে খাবার দিয়েছি বিড়ালকে।
৫) আমার ট্রানজিট ইস্টানবুলে ছিলো ১৯ ঘন্টার। এই এয়ারপোর্টের পশু পাখির জন্য আলাদা Pet Relief রুম আছে। আপনি ওইখানে গিয়ে খাওয়াতে, পি পটি করাতে পারবেন এবং খাওয়াতে পারবেন। ওইখানে ক্যাট ফুড আছে। ।।আপনি বিড়ালে কে এয়ারপোর্টে বাহিরেও নিতে পারবেন। আমরা শহরের বাহিরে গিয়েছিলাম (আমাদের ই ভিসা ছিলো)। পরের দিন আবার প্লেনে চড়লাম। কেউ বিড়ালের জন্য কোনো ডকুমেন্টস দেখতে চায় নি। প্লেনে করে USA আসার পর Port of Entry তে এরা বিড়াল এবং বিড়ালের শুধু Rabies Certificate দেখতে চেয়েছে। এর পর ইমিগ্রেশন শেষ করে কানেক্টিং ফ্লাইটের জন্য প্নেনে উঠি। এইখানে আগে থেকে পেট বুকিং করা ছিলো ১০০ ডলার। কোনো ডকুমেন্টস দেখতে চায় নি এরা।
আর এইভাবে আমরা আমদের পুচুকে কে ইউ এস এ তে নিয়ে আসলাম দালাল, এজেন্সির সাহায্য ছাড়া। কারোর কিছু জানা থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন।