Persian Cat Society Chattogram

Persian Cat Society Chattogram This Group is for the showcase of your persian cats and buy and sell if you need to. Please follow

**বিড়ালের লিটার কতদিন পরপর পরিষ্কার করবেন?** বিড়ালের স্বাস্থ্য ও ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে লিটার নিয়মিত পরিষ্কার ক...
12/08/2025

**বিড়ালের লিটার কতদিন পরপর পরিষ্কার করবেন?**

বিড়ালের স্বাস্থ্য ও ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে লিটার নিয়মিত পরিষ্কার করা খুব জরুরি। সঠিক সময়ে পরিষ্কার না করলে দুর্গন্ধ, জীবাণু এবং বিড়ালের স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

**১. প্রতিদিনের কাজ:**

* প্রতিদিন অন্তত ১–২ বার লিটার বক্সের মল ও প্রস্রাবের দলা তুলে ফেলুন (scooping)।
* এতে দুর্গন্ধ কমবে এবং বিড়ালও আরামদায়কভাবে ব্যবহার করবে।

**২. সম্পূর্ণ লিটার পরিবর্তন:**

* সাধারণত প্রতি **১–২ সপ্তাহে** লিটার সম্পূর্ণ ফেলে দিয়ে নতুন লিটার দিন।
* যদি একাধিক বিড়াল থাকে বা লিটার দ্রুত নোংরা হয়, তবে সপ্তাহে একবার বদলানো ভালো।

**৩. লিটার বক্স ধোয়া:**

* লিটার বদলের সময় বক্সটি হালকা গরম পানি ও বিড়াল-নিরাপদ সাবান দিয়ে ধুয়ে নিন।
* ব্লিচ বা তীব্র গন্ধযুক্ত ক্লিনার ব্যবহার করবেন না, এতে বিড়াল বিরক্ত হতে পারে।

**৪. অতিরিক্ত টিপস:**

* প্রতিটি বিড়ালের জন্য আলাদা লিটার বক্স রাখুন।
* বক্সটি শান্ত, শুকনো এবং সহজে পৌঁছানো যায় এমন জায়গায় রাখুন।
* দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা হালকা করে ছিটিয়ে দিতে পারেন (বিড়ালের জন্য নিরাপদ পরিমাণে)।

✨ নিয়ম মেনে লিটার পরিষ্কার রাখলে বিড়াল থাকবে সুস্থ, আর আপনার ঘর থাকবে গন্ধমুক্ত ও আরামদায়ক। 🐱

10/08/2025

আজকে আপনাদের সাথে শেয়ার করিব কিভাবে আমি দালাল/এজেন্সী ছাড়া আমার বিড়াল কে ইউএসএ এনেছি

১) প্রথমে আপনাকে বিড়ালের জন্য NOC নিতে হবে। যেটার মেয়াদ ২১ দিন। NOC পাওয়ার পর আপনাকে ২১ দিনের মধ্যে ফ্লাই করতে হবে। NOC এখন অনলাইনে আবেদেন করা যায় (etrade. Dls. Gov. Bd) এখান থেকে। এইখানে আপনার বিড়ালের ভ্যাক্সিন কার্ড (যেটাকে পেট পাসপোর্ট বলে), মাইক্রোচিপ সার্টিফিকেট, ভ্যাক্সিন সার্টিফিকেট (র‍্যাবিস থাকতে হবে), হেলথ সার্টিফিকেট, ভিসার কপি, পাসপোর্ট এইগুলা দিতে হবে। যেকোনো সরকারি ভেটেরিনারি ডাক্তার এর কাছ থেকে আপনি আপনার বিড়ালের হেলথ সার্টিফিকেট, ভ্যাক্সিন কার্ড (পেট পাসপোর্ট) ,মাইক্রোচিপ সার্টিফিকেট (১-২ হাজার টাকা) নিবেন। এই NOC পেলে আপনি বিড়াল কে বাংলাদেশের বাহিরে নিতে পারবে।। আপনি ফ্লাই করার ৩-৪ দিন আগে Airport Animal Quarantine ([email protected]), উনাদের মেইল দিবেন। মেইলে NOC, Veterinary Health Certificate, Vaccine Card, Pictures of your pet এইসব দিবেন। এর পর প্রতি পেটের জন্য ৫০০ টাকা ফি এবং ৭৫ টাকা ট্যাক্স দিতে হবে। (কোন খাতে কত টাকা দিতে হবে সেটা ছবিতে দেওয়া হয়েছে। আপনাকে ম্যানুয়ালি কোড এবং টাকার একাউন্ট বসাতে হবে)। আপনার ফ্লাইটের আগে HSIA animal quarantine ফোন দিয়ে কোন অফিসার থাকবে তার নাম্বার নিয়ে রাখবেন।এয়ারপোর্টে আসার পর উনার সাথে দেখা করবেন। উনি আপনার সব ডকুমেন্টস চেক করে আপনাকে
একটা সরকার ডকুমেন্টস দিবে ৩ কপি।এইটা পেলে আপনি বাংলাদেশের বাহিরে নিতে পারবেন।সব ডকুমেন্টস তিন কপি করে নিয়ে যাবেন এয়ারপোর্টে।

২) আমরা আমাদের বিড়ালকে কেবিনে নিয়েছিলাম। শুধুমাত্র টার্কিস এয়ারলাইন্স কেবিনে বিড়াল এলাউ করে।কিন্তু এইজন্য আপনাকে CAAB এর পারমিশন নিতে হবে। এই পারমিশন নিতে আপনার লাগবে NOC, Vaccine Certificate, Confirmed Air Ticket, Passport of the traveller,Microchip Certificate, Vaccine Certificate including Rabbies, Application to carry pet in the cabin (বিড়ালের ওজন এবং ক্যারিয়ার ওজন ৮ কেজির নিজে হইতে হবে) এইসব নিয়ে মেইল দিতে হবে ([email protected], [email protected], [email protected]). মেইল দেওয়ার পর উনাদের সাথে যোগাযোগ করতে হবে। ভদ্র মহিলার নাম পোলিন।।উনি Uttara 1 Sector এর পাশে FSR অফিসে বসে এবং ওখানে গিয়ে CAAB Approval লেটার নিতে হবে।

৩) এবার NOC & CAAB Permission Letter নিয়ে টার্কিস এয়ারলাইন্স মেইল দিবেন ([email protected]) যে আপনি আপনার বিড়াল কে নিয়ে যেতে চান। মেইলে ডকুমেন্টস এর পাশাপাশি, বিড়ালের ছবি, ক্যারিয়ার এর ছবি দিয়ে বুকিং দিতে হবে। টার্কিস এয়ারলাইন্স সাইট থেকে পেট ক্যারি করতে কত টাকা লাগবে সেটার ক্যালকুলেশন দেওয়া হয়েছে। আমাদের এইখানে Bangladesh to Seattle পর্যন্ত ৩৭০ ডলার লেগেছে। এয়ারপোর্টে যাবার পর লাগেজ চেকিং এর সময় ওদের বলতে হবে।ওরা আপনার সব ডকুমেন্টস দেখবে, ছবি তুলবে এবং তখন পেমেন্ট করবেন। আমি যতটুকু জানি আপনি দুইটা বিড়াল নিতে পারবেন।কিন্তু কেবিনে আপনার আগে কেউ যদি বিড়াল বুক করে রাখে তাহলে ওইদিন আপনি নিতে পারবেন না কেবিনে কিন্তু কার্গোতে নিতে হবে।কার্গোতে খরচ বেশি এবং এখানে আপনার CAAB Permission Letter লাগবে না।

৪) সব লাউঞ্জে আপনি আশা করি বিড়াল নিতে পারবেন। আপনার ক্যারিয়ার থাকলে প্রবলেম নেই। এর পর বিড়াল নিয়ে আপনি প্লেনের ভিতরে যাবেন। ল্যান্ডিং এবং টেক অফের সময় আপনাকে সামনের সিটের নিচে রাখতে হবে।।অন্যান্য সময় আপনি কোলে অথবা সিটে রাখতে পারবেন। বিমানে আমি বিভিন্ন সময় হালকা করে খাবার দিয়েছি বিড়ালকে।

৫) আমার ট্রানজিট ইস্টানবুলে ছিলো ১৯ ঘন্টার। এই এয়ারপোর্টের পশু পাখির জন্য আলাদা Pet Relief রুম আছে। আপনি ওইখানে গিয়ে খাওয়াতে, পি পটি করাতে পারবেন এবং খাওয়াতে পারবেন। ওইখানে ক্যাট ফুড আছে। ।।আপনি বিড়ালে কে এয়ারপোর্টে বাহিরেও নিতে পারবেন। আমরা শহরের বাহিরে গিয়েছিলাম (আমাদের ই ভিসা ছিলো)। পরের দিন আবার প্লেনে চড়লাম। কেউ বিড়ালের জন্য কোনো ডকুমেন্টস দেখতে চায় নি। প্লেনে করে USA আসার পর Port of Entry তে এরা বিড়াল এবং বিড়ালের শুধু Rabies Certificate দেখতে চেয়েছে। এর পর ইমিগ্রেশন শেষ করে কানেক্টিং ফ্লাইটের জন্য প্নেনে উঠি। এইখানে আগে থেকে পেট বুকিং করা ছিলো ১০০ ডলার। কোনো ডকুমেন্টস দেখতে চায় নি এরা।

আর এইভাবে আমরা আমদের পুচুকে কে ইউ এস এ তে নিয়ে আসলাম দালাল, এজেন্সির সাহায্য ছাড়া। কারোর কিছু জানা থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন।

Litter box এ কিভাবে পটি করাতে অভ্যাস করাবেন:বিড়াল সাধারণত পরিষ্কার থাকতে ভালোবাসে, তাই সঠিকভাবে ট্রেনিং দিলে খুব দ্রুত ল...
10/08/2025

Litter box এ কিভাবে পটি করাতে অভ্যাস করাবেন:
বিড়াল সাধারণত পরিষ্কার থাকতে ভালোবাসে, তাই সঠিকভাবে ট্রেনিং দিলে খুব দ্রুত লিটার বক্স ব্যবহার করতে শেখে। নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই আপনার বিড়ালকে লিটার ট্রেনিং দিতে পারবেন:

1️⃣ **লিটার বক্সের অবস্থান**: লিটার বক্স এমন জায়গায় রাখুন যেখানে বিড়াল সহজে যেতে পারে কিন্তু খুব ব্যস্ত বা শব্দপূর্ণ না হয়। শান্ত ও গোপন জায়গা বেছে নিন।

2️⃣ **সঠিক লিটার ব্যবহার**: ধুলাবিহীন, গন্ধহীন ও বিড়ালের জন্য আরামদায়ক লিটার ব্যবহার করুন। অনেক সময় ভুল লিটার ব্যবহার করলে বিড়াল ব্যবহার করতে চায় না।

3️⃣ **বিড়ালকে চেনাতে দিন**: প্রথমে বিড়ালকে লিটার বক্সের আশপাশে নিয়ে যান, তার পা দিয়ে লিটারের উপর হালকা খোঁচা দিতে পারেন যেন সে জায়গাটি বুঝতে পারে।

4️⃣ **ঘন ঘন বসান**: ঘুম থেকে ওঠার পর বা খাওয়ার পর বিড়ালকে লিটার বক্সে বসিয়ে দিন। এতে সে নিজের সময় বুঝে নিতে শিখবে।

5️⃣ **অসফল হলেও ধৈর্য ধরুন**: যদি প্রথমে বক্সের বাইরে প্রস্রাব বা পায়খানা করে, রাগ না করে শান্তভাবে তাকে আবার ট্রেনিং দিন।

6️⃣ **পরিষ্কার রাখুন**: নিয়মিত লিটার বক্স পরিষ্কার করুন। নোংরা থাকলে বিড়াল সেখানে যেতে অনীহা দেখাতে পারে।

বিড়ালকে লিটার ট্রেনিং দিতে সময় ও ধৈর্য প্রয়োজন, তবে একবার শিখে গেলে এটি ওর স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়।

Blue Eyes Persian 🤍💙🤍Triple Coated Quality  Gender-Male & Female Age- 3monthsLocation - Chittagong 📩  Call 01686135870
10/04/2025

Blue Eyes Persian 🤍💙🤍
Triple Coated Quality
Gender-Male & Female
Age- 3months
Location - Chittagong 📩
Call 01686135870

Bi Colour Persian 🤍🧡🤍 Qualityful Triple Coated 👌🏻 Gender- Male & Female. Age- 2.5months. Location- Chittagong 📩
01/08/2024

Bi Colour Persian 🤍🧡🤍
Qualityful Triple Coated 👌🏻
Gender- Male & Female.
Age- 2.5months.
Location- Chittagong 📩

Blue Eyes Persian 🤍💙🤍Triple Coated Quality  Gender-Male & Female Age- 3monthsLocation - Chittagong 📩
16/07/2024

Blue Eyes Persian 🤍💙🤍
Triple Coated Quality
Gender-Male & Female
Age- 3months
Location - Chittagong 📩

Traditional Persian Kitten 🤍🤍🤍 Gender-Male & Female.Age- 3monthsLocation - Chittagong 📩
16/07/2024

Traditional Persian Kitten 🤍🤍🤍
Gender-Male & Female.
Age- 3months
Location - Chittagong 📩

Traditional Persian Kitten🤍 Gender- Male & FemaleAge- 2.5months.Food- Boiled Fish/Chicken mixed with rice.Contact- 01686...
09/06/2024

Traditional Persian Kitten🤍
Gender- Male & Female
Age- 2.5months.
Food- Boiled Fish/Chicken mixed with rice.
Contact- 01686135870
+19146253086 (USA) WhatsApp Also available
Location- Chittagong.

22/02/2024

Blue Eyes Persian 🤍💙
Qualityful pure Breed👌
Gender- Male.
Age- 2months.
Location- Chittagong.
Parents- Father pure Blue Eyes triple coated white persian & Mother Exo bloodline...✨
Contact- 01686135870

22/02/2024

Blue Eyes Persian 🤍💙
Qualityful pure Breed👌
Gender- Male.
Age- 2months.
Location- Chittagong.
Parents- Father pure Blue Eyes triple coated white persian & Mother Exo bloodline...✨
Call 01686135870

Blue Eyes Persian 🤍💙Qualityful pure Breed👌 Gender- Male.Age- 2months.Location- Chittagong.Parents- Father pure Blue Eyes...
22/02/2024

Blue Eyes Persian 🤍💙
Qualityful pure Breed👌
Gender- Male.
Age- 2months.
Location- Chittagong.
Parents- Father pure Blue Eyes triple coated white persian & Mother Exo bloodline...✨
Call -01686135870

Address

West FerozShah Housing Estate
Chittagong
4207

Telephone

+8801686135870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persian Cat Society Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Persian Cat Society Chattogram:

Share

Category