Entity Veterinary Hospital

  • Home
  • Entity Veterinary Hospital

Entity Veterinary Hospital Welcome to " ". Well-equipped veterinary hospital.Best Pet hospital in Ctg

সারাজীবনের জন্য সুনিশ্চিত পংগুত্ব বরণ করতে যাওয়া বাচ্চাকে যখন আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ পাই তখন পুরো এন্টি...
02/11/2025

সারাজীবনের জন্য সুনিশ্চিত পংগুত্ব বরণ করতে যাওয়া বাচ্চাকে যখন আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ পাই তখন পুরো এন্টিটি পরিবারব এক অন্যরকম আনন্দ অনুভব করে।

যখন বাচ্চাটি এসেছিলো তখন ওর পা ভাংগার প্রায় অনেকদিন হয়ে গেছে। ক্যালসিফিকেশন, ক্রিটিকাল বডি কন্ডিশনের কারণে সিচুয়েশন সামাল দেয়া এন্টিটি পরিবারের কাছে ছিলো চ্যালেন্জিং।

তারপরেও আমাদের ডেডিকেটেড টীম একপ্রকার চ্যালেঞ্জ নিয়েই সার্জারি প্রসিড করেন এবং প্রায় ২ঘন্টার চেষ্টায় প্রতিকুল কন্ডিশন মোকাবেলা করে যখন সার্জারীতে শতভাগ সফল হয় তখন এন্টিটি পরিবারের প্রতিটা সদস্য স্বস্তির নিঃশ্বাস ফেলে।

বাচ্চাটি এখন পোস্ট-অপারেটিভ কেয়ারে আছে। দেখা যাক বাচ্চাটিকে তার পূর্বের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা। সকলের কাছে দেয়াপ্রার্থী।
এভাবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞ সার্জন, ডাক্তার এবং টিম ওয়ার্কের মাধ্যমে এন্টিটি পরিবারের অর্থোপেডিক ডিপার্টমেন্টের এক অনন্য সফলতার স্বারক এটি।

আপনি কি জানেন প্রতিদিন শুধুমাত্র পশ্রাবের নানান সমস্যার কারণে কত বিড়াল/কুকুর মারা যাচ্ছে? আপনিও কি আপনার আদরের পোষাপ্রাণ...
01/11/2025

আপনি কি জানেন প্রতিদিন শুধুমাত্র পশ্রাবের নানান সমস্যার কারণে কত বিড়াল/কুকুর মারা যাচ্ছে?

আপনিও কি আপনার আদরের পোষাপ্রাণীটির ক্ষেত্রে পশ্রাবে কোনো সমস্যা খেয়াল করছেন?
★ফোঁটায় ফোঁটায় পশ্রাব হওয়া
★পশ্রাব বন্ধ হয়ে যাওয়া
★পশ্রাব করতে কষ্ট হওয়া
★অনেক সময় নিয়ে পশ্রাব করা
★পশ্রাবের সাথে রক্ত যাওয়া
★পশ্রাব করার সময় চিৎকার করা

অনেক কারণেই পশ্রাবের সমস্যা দেখা যায়। তবে অন্যতম কারণ পশ্রাবের নালীতে পাথর জমা বা ব্লক হওয়া, যা ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত ডেকে আনে।

কোনো স্থায়ী সমাধান না থাকলেও প্রথম থেকে সঠিক চিকিৎসা শুরু করলে ভালো ফলাফল পাওয়া যায়।

তাই দেরী না করে এখনই আপনার আদরের পোষাপ্রাণীটিকে চেকআপ করিয়ে নিন।

বি:দ্র: বয়স ২ বছরের উপর হলেই প্রতি ৬মাস বা ১বছরে কমপক্ষে একবার ফুল বডি চেকআপ করান।
ফুল বডি চেকআপের জন্য আমাদের রয়েছে
সার্ভিস।

 আপনার বিড়ালকে কোন ব্রান্ডের ক্যাট ফুড দেন? (ড্রাই /ওয়েট)কোনো স্পেসিফিক ব্র্যান্ডের ক্যাটফুড খাওয়ানোর পর কি কোনো প্রবলেম...
30/10/2025


আপনার বিড়ালকে কোন ব্রান্ডের ক্যাট ফুড দেন? (ড্রাই /ওয়েট)
কোনো স্পেসিফিক ব্র্যান্ডের ক্যাটফুড খাওয়ানোর পর কি কোনো প্রবলেম দেখছেন? কাউন্ডলি কমেন্টে জানাবেন প্লিজ।

বি:দ্র: আমরা ড্রাই ক্যাটফুড খাওয়ানোকে প্রমোট বা খাওয়ানোর জন্য কাউকে ইন্সপায়ার করিনা।

প্রচলিত ক্যাট ফ্লু সাধারণত শীতকালে Feline Panleukopenia বা ক্যাট/বিড়ালের ফ্লু এর প্রাদুর্ভাব বেড়ে যায়। যদিও বিড়াল মালিকর...
25/10/2025

প্রচলিত ক্যাট ফ্লু
সাধারণত শীতকালে Feline Panleukopenia বা ক্যাট/বিড়ালের ফ্লু এর প্রাদুর্ভাব বেড়ে যায়। যদিও বিড়াল মালিকরা একটাকে ফ্লু মানলেও এটা মূলত ফ্লু না। হার্পিস ভাইরাসকেই বিড়ালের ফ্লু বলা হয়। তাও সবার সুবিতার্থে সকলে এখানে FPV কেই ফ্লু অবিহিত করা হলো। এবছরও তার ব্যাতিক্রম নেই।ইতিমধ্যে অনেক অনেক বিড়াল ফ্লুতে আক্রান্ত হওয়া শুরু হয়ে গিয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালে আগত বিড়াল মালিকদের প্রতি নির্দেশনা ---

১. মাস্ট এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং অবশ্যই আসল তথ্য দিয়ে এপয়েন্টমেন্ট নিবেন সে অনুযায়ী সময় দেয়া হবে। যখন তখন এপয়েন্টমেন্ট ছাড়া হাসপাতালে আসা নিষিদ্ধ।
২. বিড়াল অবশ্যই খাঁচায়/বক্স/কেরি ব্যাগে নিয়ে হাসপাতালে আসবেন।। আবেগের বসে কোলে করে বিড়াল নিয়ে আসলে এখন থেকে সম্মানের সহিত ফেরত পাঠানো হবে।
৩. হাসপাতালে আসার পরে নিজের বিড়াল একান্ত নিজের কাছে রাখবেন। গরম লাগছে , ভয় পাচ্ছে , হাপাচ্ছে এসব বলে অন্য বিড়ালদের মাঝে ছেড়ে দিবেন নাহ্। আটকে রাখুন।
৪. অতি উৎসাহী হয়ে হাসপাতালে আগত অন্য বিড়ালকে আদর করতে যাবেন না এবং কর্তৃপক্ষ ব্যতিত অন্যদেরকে নিজের বিড়াল ধরতে দিবেন না।

এন্টিটি পরিবারের পক্ষ থেকে ফ্লু এর বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়ে থাকে। যেসব মালিক ফ্লু কেসের পেশেন্ট নিয়ে আসেন তারা হয়তো দেখে থাকবেন। এরপরেও হাসপাতাল থেকে ফ্লু ছড়ানোর চান্স থেকেই যায়। এর মানে এই নয় যে ডাক্তার ইচ্ছা করেই ফ্লু ছড়িয়ে দিচ্ছে। এক এক বিড়ালের ইমিউনিটি এক এক রকম। সো ভ্যাকসিন না দেয়াদের কথা বাদ দিলাম, ভ্যাকসিন করা থাকলেও আক্রান্ত পেশেন্টের সংস্পর্শে এসে ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক ওনার আছেন যারা সিম্পটমস গোপন রেখে নিজেদের সুবিধামত সময় এপয়েন্টমেন্ট নেন ,এবং হাসপাতালে এসে অন্যদের বিপদে ফেলেন।সাধারণ ফ্লু সিম্পটম এবং সাস্পেক্টেড পেশেন্টদের এপয়েন্টমেন্ট দিনের একটা নির্দিষ্ট সময়ে দেয়া হয়ে থাকে এবং সে সময়ে অন্য এপয়েন্টমেন্ট দেয়া হয় না। এত সতর্কতা অবলম্বনের পরেও হাসপাতাল থেকে কেনো ফ্লু ছড়াবে এধরণের ব্লেইম না দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো। 🙏

কোথাও ঘুরতে যেতে চান? কিন্তু আপনার বিড়ালকে কোথাই রেখে যাবেন তা নিয়ে চিন্তিত? শ'খানেক ফস্টারের মধ্যে কোনটায় রাখবেন তা নিয়...
23/10/2025

কোথাও ঘুরতে যেতে চান? কিন্তু আপনার বিড়ালকে কোথাই রেখে যাবেন তা নিয়ে চিন্তিত? শ'খানেক ফস্টারের মধ্যে কোনটায় রাখবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন?
্রেমী পেট বোর্ডিং দিচ্ছে সবকিছুর সমাধান। এখানে আপনার বিড়ালের জন্য থাকবে আলাদা কেবিন। থাকবে প্রতিদিন ডাক্তার চেকআপ ও দিনে একবার আপনাকে আপডেট দেয়ার ব্যবস্থা।
এবার আপনার ঘুরাঘুরি হোক প্রতিনিয়ত এবং আপনার আদরের বিড়াল থাকুক আমাদের কাছে নিশ্চিন্তে।

19/10/2025
 #এন্টিটি_ভেটেরিনারি_চন্দনপুরা_ব্রাঞ্চ #এন্টিটি_পেট_কেয়ার_আগ্রাবাদ_ব্রাঞ্চ 𝗠𝗲𝗲𝘁 𝗢𝘂𝗿 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿DR. Kazi Asma AkterDVM, MS in...
13/09/2025

#এন্টিটি_ভেটেরিনারি_চন্দনপুরা_ব্রাঞ্চ
#এন্টিটি_পেট_কেয়ার_আগ্রাবাদ_ব্রাঞ্চ

𝗠𝗲𝗲𝘁 𝗢𝘂𝗿 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿

DR. Kazi Asma Akter
DVM, MS in Surgery
Associate Medical Officer, EVH

:
★Chandanpura Branch
Friday-Monday- Wednesday: 11am-6pm

★Agrabad Branch
Sunday-Tuesday-Thursday: 11Aam-6pm

:
Call- 01873375677/01860011468
or Massage on page

:
01873375677
01690063814

Address


Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 09:00 - 22:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801521486316

Alerts

Be the first to know and let us send you an email when Entity Veterinary Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entity Veterinary Hospital:

  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share