23/05/2025
★ভরসা করতে পারলেই এন্টিটিতে আসবেন কাইন্ডলি। আমরা বাটপার নাহ্ যে কাউকে ভয় লাগিয়ে টাকা ইনকাম করে নিবো।
ইদানিং এন্টিটিতে আগত কিছু পেশেন্ট ওনারের এক্সপেকটেশন এমন থাকে যে এন্টিটিতে আসছি মানেই, টাকা দিয়েছি মানেই সুস্থ করে দিতেই হবে কয়েক ঘন্টার মধ্যে নাহয় পোস্ট করে দিবো। মানে আজব দিনকাল পার করছি। পেশেন্টকে চেকআপের সময় ফোনে ব্যস্ত থাকবেন , গোপনে ভিডিও করবেন ,রেকর্ড করবেন আবার ট্রীটমেন্ট করিয়ে নিয়ে যাবার পর সময় না দিয়ে কয়েক ঘন্টা পরেই পোস্ট একটা দিয়ে দিবেন এন্টিটিতে দেখাইসি সুস্থ হচ্ছে না। কেনো? আপনাকে ডিউটি ডাক্তার তো বলেই দিয়েছে কতক্ষণ অপেক্ষা করবেন , কি করবেন না করবেন। নাহ্ এমন মনমানসিকতা নিয়ে আসেন যে পোস্ট একটা করতেই হবে।
বিভিন্ন গ্রুপে এন্টিটির সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার নিয়ে রীতিমত তুলকালাম হয়ে যাচ্ছে। অথছ জানেনই না কে সিনিয়র কে জুনিয়র। এন্টিটিতে জুনিয়র বা নতুন যাদের নেয়া হয়েছে তাদের জ্ঞান , জানার আগ্রহ , ডেডিকেশন ও ট্যালেন্ট দেখেই নেয়া হয়েছে। আপনার হয়তো ধারণা নাই আমাদের নতুন বা জুনিয়র ডাক্তাররা সকলেই সিভাসুর গ্র্যাজুয়েট এবং সকলেই মেডিসিন/সার্জারীতে মাস্টার্সরত এবং তাদেরই ব্যাচমেটকে অন্য কোথাও সিনিয়র হিসেবে নিয়োগ দিচ্ছে বা অন্য কোনো ক্লিনিকের মালিক যাদেরকে আপনার করা পোষ্টেই সিনিয়র হিসেবে রেফার করা হচ্ছে। আপনি যাদেরকে জুনিয়র ভাবছেন ভুল ভাবছেন হয়তো প্রফেশনাল পেশেন্ট ডিলিংস ও হ্যান্ডেলিং এ তাদের কিছু ঘাটতি আছে যা প্রথমদিকে সব ডাক্তারেরই থাকে এবং যা কন্টিনিউ পেশেন্ট হ্যান্ডেল করতে করতে ধারলো হয়ে যায় কিন্তু তাদের প্রেশক্রিপশন বা ট্রীটমেন্ট প্রটোকল নিয়ে কোনো সন্দেহ নাই। আপনার আদরের পেশেন্টের সুস্থতার জন্যই তারা ডেডিকেটেড ,তার আপডেটেড ট্রীটমেন্ট দেয়ার জন্য যদি বই, জার্নাল বা নেট বা সিনিয়র কারোর হেল্প নিয়ে থাকে তাহলে তো অবাক হওয়ার কিছু নাই বরং আপনার খুশি হওয়া দরকার যে একজন ডাক্তার মুখস্ত প্রেশক্রিপশন না করে বা চাপাবাজি না করে আপনার সামনেই নিঃসংকোচে তার সর্বোচ্চ জ্ঞান , নেটওয়ার্ক কাজে লাগিয়ে আপনার আদরের প্রাণীটিকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে। না আপনারা মনে করেন ডাক্তার মানেই মুখস্ত প্রেশক্রিপশন করতে হবে এবং আপনাকে খুশি করতে করতে হবে। মনে রাখবেন ডাক্তারদের মধ্যে সিনিয়র জুনিয়র বলে কিছু হয় না এটা জাস্ট পদবী, অভিজ্ঞতা, আপডেটেড নলেজ ও ডেডিকেশনই নতুন ডাক্তারদের একদিন বড় ডাক্তার করে তুলে।
আমরা বারবার বলি আবারো বলছি কারোও প্ররোচনায় নই, কারো কমেন্ট বা পোস্ট দেখে নয় , শুধুমাত্র ভরসা করতে পারলেই এন্টিটিতে আসবেন। যদি প্রথমবার অভিজ্ঞতা বাজে থাকে তাহলে দয়া করে এন্টিটি এভয়েড করবেন।
এন্টিটিতে যেসকল ডাক্তার কর্মরত আছেন তাদের সকলেই ট্রিটমেন্টে নিঃসন্দেহে অভিজ্ঞ , তারা যদি মনে করেন বা বলে থাকেন মেডিসিন ইনজেকশন আকারে দিতে হবে বা ছোট বাটারফ্লাই না বড় সিরিন্জ ব্যবহার করতে হবে, বা টেস্ট করতে হবে, বা কন্ডিশন খারাপ ,মারা যাওয়ার সম্ভাবনা আছে বা ১টার জায়গায় ৫-৭টা ইন্জেকশন দিতে হবে বা মুখে খাওয়ানো যাবে না , তার মানে মনে রাখবেন তিনি জেনে শুনে বুঝে অভিজ্ঞতা থেকেই বলছে।
আপনাকে খুশি করা আমাদের কাজ না আমাদের কাজ আপনার আদরের পেশেন্টকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা আবার আপনাকে মিথ্যা বলে প্রগনোশিস বা ভবিষ্যৎ লুকিয়েও আমাদোর লাভ নাই , সত্যতা জানানোই একজন ডাক্তারের কাজ। ভাববেন না ইন্জেকশন একটার জায়গায় ২-৩টা লিখলে আমাদের লাভ, ভুলভাল বুঝিয়ে মেডিসিন সেল করলে আমাদের লাভ , আমাদের সাথে কারোও কোনো আর্থিক সম্পর্ক নাই এবং কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ধরণের কমিশনও আমরা পাইনা।
এন্টিটিতে যেসকল পেশেন্ট মারা গিয়েছে এ পর্যন্ত , আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এন্টিটির কোনোধরণের ভুল ট্রীটমেন্টে মরা গিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবেন না , যারা বলছেন তারা অন্য কারোর প্ররোচনায় বা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে বা আবেগে বা আন্তাজে বলছেন এবং যারা মারা গিয়েছে তাদের মালিককে ট্রীটমেন্ট দেয়ার আগে বা চলাকালীন সময়ে তার ভবিষ্যৎ জানিয়ে দেয়া হয়েছে এবং ট্রীটমেন্টে রিস্ক আছে জানানোর পরেই আপনারা পারমিশন দিয়েছেন বলেই আমরা চেষ্টা করি কিন্তু মারা যাওয়ার পরেই পরক্ষণেই আপনারা এন্টিটিকে দোষারোপ করে বসেন যা খুবই দুঃখজনক।
দয়া করে আবারো বলছি বিশ্বাস আর ভরসা করতে পারলেই এন্টিটিতে আপনাকে স্বাগতম এবং আপনাকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হবে।
কাইন্ডলি আবেগের বশে, পোস্ট দেয়ার উদ্দেশ্য, দোষ ধরার উদ্দেশ্য , ক্ষতি করার উদ্দেশ্যে কেউ আসবেন না প্লিজ।
আপনাদের এসব রিভিউ আমাদের মনোবল , কনফিডেন্স ও আগ্রহ নষ্ট করে।
যদি চট্টগ্রামে এন্টিটিকে না চান তাহলে জানিয়ে দিন ওপেনলি ভোট দিন আমরা সেবা বন্ধ করে দিবো এবং এতে আমাদের ডাক্তার স্টাফ কারোরই ক্যারিয়ারে বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে নাহ।