Entity Veterinary Hospital

Entity Veterinary Hospital Welcome to " ". Well-equipped veterinary hospital.Best Pet hospital in Ctg

02/06/2025

হাসপাতালে আগত সকলের প্রতি বিনীত কিছু অনুরোধ রইলো ---
★দয়া করে একজন পেশেন্টের সাথে সর্বোচ্চ ২জন মালিক আসবেন প্লিজ এর বেশি নয়। একটা পেশেন্টের সাথে ২এর অধিক মালিক পক্ষ আসার কারণে অনেক সময় হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।
★দয়া করে প্লিজ আপনার আদরের পোষাপ্রাণীটিকে ঝুড়িতে বহন করবেন , খোলা নিয়ে আসবেন না। হাসপাতালে এসে নিজের বিড়াল অন্যকাউকে বা অন্য কারোও বিড়াল আদরের জন্য ধরবেন না।
★হাসপাতালে আাসার পূর্বে সঠিক তথ্য দিয়ে এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। ভুল তথ্য দিয়ে এপয়েন্টমেন্ট নিয়ে অন্যকে বিপদে ফেলবেন না।
★হাসপাতালে আসার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন দয়া করে। ২টার এপয়েন্টমেন্ট নিয়ে ৫টায় আসবেন না দয়া করে। এতে সিডিউল ব্রেক হয়।

দয়া করে হাসপাতালে আাসার সময় বিষয়গুলো খেয়াল রাখবেন প্লিজ।

বি:দ্র: হাসপাতালের কারোও কোনো ব্যবহারে বা হাসপাতালের কোনো সার্ভিসে আপনি অসন্তুষ্ট হলে বা আপনার কোনো সাজেশন বা অভিযোগ থাকলে সাথে সাথে অবশ্যই হাসপাতাল ম্যানেজমেন্টকে জানান। আমরা শতভাগ চেষ্টা করছি আপনাদেরকে শতভাগ ও সর্বোচ্চ সেবা প্রদাণ করার ,পাশাপাশি নিজেদেরকেও উন্নত করার।
ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন ওয়াটসএপে - ---------
01521486316
01860011468

--------------
এন্টিটি পরিবার

অবশেষে পোষাপ্রাণীর চিকিৎসাসেবা আরোও উন্নত করতে এন্টিটিতে যুক্ত হলো আলট্রাসাউন্ড সার্ভিস।আপাতত পরীক্ষামূলক ভাবে চালু হলেও...
01/06/2025

অবশেষে পোষাপ্রাণীর চিকিৎসাসেবা আরোও উন্নত করতে এন্টিটিতে যুক্ত হলো আলট্রাসাউন্ড সার্ভিস।
আপাতত পরীক্ষামূলক ভাবে চালু হলেও ইদের পর পুরোদমে চালু করে দেয়া হবে।
এখনোও ছবি তোলা হয়নি তাই গুগলেই ভরসা😆

23/05/2025

★ভরসা করতে পারলেই এন্টিটিতে আসবেন কাইন্ডলি। আমরা বাটপার নাহ্ যে কাউকে ভয় লাগিয়ে টাকা ইনকাম করে নিবো।

ইদানিং এন্টিটিতে আগত কিছু পেশেন্ট ওনারের এক্সপেকটেশন এমন থাকে যে এন্টিটিতে আসছি মানেই, টাকা দিয়েছি মানেই সুস্থ করে দিতেই হবে কয়েক ঘন্টার মধ্যে নাহয় পোস্ট করে দিবো। মানে আজব দিনকাল পার করছি। পেশেন্টকে চেকআপের সময় ফোনে ব্যস্ত থাকবেন , গোপনে ভিডিও করবেন ,রেকর্ড করবেন আবার ট্রীটমেন্ট করিয়ে নিয়ে যাবার পর সময় না দিয়ে কয়েক ঘন্টা পরেই পোস্ট একটা দিয়ে দিবেন এন্টিটিতে দেখাইসি সুস্থ হচ্ছে না। কেনো? আপনাকে ডিউটি ডাক্তার তো বলেই দিয়েছে কতক্ষণ অপেক্ষা করবেন , কি করবেন না করবেন। নাহ্ এমন মনমানসিকতা নিয়ে আসেন যে পোস্ট একটা করতেই হবে।

বিভিন্ন গ্রুপে এন্টিটির সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার নিয়ে রীতিমত তুলকালাম হয়ে যাচ্ছে। অথছ জানেনই না কে সিনিয়র কে জুনিয়র। এন্টিটিতে জুনিয়র বা নতুন যাদের নেয়া হয়েছে তাদের জ্ঞান , জানার আগ্রহ , ডেডিকেশন ও ট্যালেন্ট দেখেই নেয়া হয়েছে। আপনার হয়তো ধারণা নাই আমাদের নতুন বা জুনিয়র ডাক্তাররা সকলেই সিভাসুর গ্র্যাজুয়েট এবং সকলেই মেডিসিন/সার্জারীতে মাস্টার্সরত এবং তাদেরই ব্যাচমেটকে অন্য কোথাও সিনিয়র হিসেবে নিয়োগ দিচ্ছে বা অন্য কোনো ক্লিনিকের মালিক যাদেরকে আপনার করা পোষ্টেই সিনিয়র হিসেবে রেফার করা হচ্ছে। আপনি যাদেরকে জুনিয়র ভাবছেন ভুল ভাবছেন হয়তো প্রফেশনাল পেশেন্ট ডিলিংস ও হ্যান্ডেলিং এ তাদের কিছু ঘাটতি আছে যা প্রথমদিকে সব ডাক্তারেরই থাকে এবং যা কন্টিনিউ পেশেন্ট হ্যান্ডেল করতে করতে ধারলো হয়ে যায় কিন্তু তাদের প্রেশক্রিপশন বা ট্রীটমেন্ট প্রটোকল নিয়ে কোনো সন্দেহ নাই। আপনার আদরের পেশেন্টের সুস্থতার জন্যই তারা ডেডিকেটেড ,তার আপডেটেড ট্রীটমেন্ট দেয়ার জন্য যদি বই, জার্নাল বা নেট বা সিনিয়র কারোর হেল্প নিয়ে থাকে তাহলে তো অবাক হওয়ার কিছু নাই বরং আপনার খুশি হওয়া দরকার যে একজন ডাক্তার মুখস্ত প্রেশক্রিপশন না করে বা চাপাবাজি না করে আপনার সামনেই নিঃসংকোচে তার সর্বোচ্চ জ্ঞান , নেটওয়ার্ক কাজে লাগিয়ে আপনার আদরের প্রাণীটিকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে। না আপনারা মনে করেন ডাক্তার মানেই মুখস্ত প্রেশক্রিপশন করতে হবে এবং আপনাকে খুশি করতে করতে হবে। মনে রাখবেন ডাক্তারদের মধ্যে সিনিয়র জুনিয়র বলে কিছু হয় না এটা জাস্ট পদবী, অভিজ্ঞতা, আপডেটেড নলেজ ও ডেডিকেশনই নতুন ডাক্তারদের একদিন বড় ডাক্তার করে তুলে।

আমরা বারবার বলি আবারো বলছি কারোও প্ররোচনায় নই, কারো কমেন্ট বা পোস্ট দেখে নয় , শুধুমাত্র ভরসা করতে পারলেই এন্টিটিতে আসবেন। যদি প্রথমবার অভিজ্ঞতা বাজে থাকে তাহলে দয়া করে এন্টিটি এভয়েড করবেন।

এন্টিটিতে যেসকল ডাক্তার কর্মরত আছেন তাদের সকলেই ট্রিটমেন্টে নিঃসন্দেহে অভিজ্ঞ , তারা যদি মনে করেন বা বলে থাকেন মেডিসিন ইনজেকশন আকারে দিতে হবে বা ছোট বাটারফ্লাই না বড় সিরিন্জ ব্যবহার করতে হবে, বা টেস্ট করতে হবে, বা কন্ডিশন খারাপ ,মারা যাওয়ার সম্ভাবনা আছে বা ১টার জায়গায় ৫-৭টা ইন্জেকশন দিতে হবে বা মুখে খাওয়ানো যাবে না , তার মানে মনে রাখবেন তিনি জেনে শুনে বুঝে অভিজ্ঞতা থেকেই বলছে।

আপনাকে খুশি করা আমাদের কাজ না আমাদের কাজ আপনার আদরের পেশেন্টকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা আবার আপনাকে মিথ্যা বলে প্রগনোশিস বা ভবিষ্যৎ লুকিয়েও আমাদোর লাভ নাই , সত্যতা জানানোই একজন ডাক্তারের কাজ। ভাববেন না ইন্জেকশন একটার জায়গায় ২-৩টা লিখলে আমাদের লাভ, ভুলভাল বুঝিয়ে মেডিসিন সেল করলে আমাদের লাভ , আমাদের সাথে কারোও কোনো আর্থিক সম্পর্ক নাই এবং কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ধরণের কমিশনও আমরা পাইনা।

এন্টিটিতে যেসকল পেশেন্ট মারা গিয়েছে এ পর্যন্ত , আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এন্টিটির কোনোধরণের ভুল ট্রীটমেন্টে মরা গিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবেন না , যারা বলছেন তারা অন্য কারোর প্ররোচনায় বা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে বা আবেগে বা আন্তাজে বলছেন এবং যারা মারা গিয়েছে তাদের মালিককে ট্রীটমেন্ট দেয়ার আগে বা চলাকালীন সময়ে তার ভবিষ্যৎ জানিয়ে দেয়া হয়েছে এবং ট্রীটমেন্টে রিস্ক আছে জানানোর পরেই আপনারা পারমিশন দিয়েছেন বলেই আমরা চেষ্টা করি কিন্তু মারা যাওয়ার পরেই পরক্ষণেই আপনারা এন্টিটিকে দোষারোপ করে বসেন যা খুবই দুঃখজনক।

দয়া করে আবারো বলছি বিশ্বাস আর ভরসা করতে পারলেই এন্টিটিতে আপনাকে স্বাগতম এবং আপনাকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হবে।
কাইন্ডলি আবেগের বশে, পোস্ট দেয়ার উদ্দেশ্য, দোষ ধরার উদ্দেশ্য , ক্ষতি করার উদ্দেশ্যে কেউ আসবেন না প্লিজ।

আপনাদের এসব রিভিউ আমাদের মনোবল , কনফিডেন্স ও আগ্রহ নষ্ট করে।
যদি চট্টগ্রামে এন্টিটিকে না চান তাহলে জানিয়ে দিন ওপেনলি ভোট দিন আমরা সেবা বন্ধ করে দিবো এবং এতে আমাদের ডাক্তার স্টাফ কারোরই ক্যারিয়ারে বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে নাহ।

আজ শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
22/05/2025

আজ শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

16/05/2025

আজ শেষ হতে চলেছে এন্টিটির বহুল আলোচিত ও এই সেক্টরে বহুল সমালোচিত বিভিন্ন সার্ভিসের উপর অফার ক্যাম্পেইন। বছর জুড়ে অনেক অনেক প্রাণীপ্রেমীর রিকোয়েস্টে এই অফারগুলো আমরা দিয়েছিলাম প্রায় ৩বছর পর। এই অফারগুলোতে কত প্রাণীপ্রেমী উপকৃত হয়েছেন আমাদের জানা নেই কারণ গত ১০ই এপ্রিল হতে শুরু করে আজকে ১৭ই মে পর্যন্ত আমাদের প্রত্যেকটা সদস্য আপ্রাণ চেষ্টা করেছে আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেয়ার জন্য। তবে এই অফারের বিনিময়ে আমরা শ'খানেক শত্রু/ এন্টিটি হেটার/ শুভাকাঙ্ক্ষী পেয়েছি যা গত ২১এপ্রিলের "বয়কট এন্টিটি" পোষ্টেই আমরা প্রমাণ পেয়েছি।

★আমাদের অফার দেয়ার মূল উদ্দেশ্যেই ছিলো বর্ষপূর্তি উদযাপন সাথে আমাদের আগ্রাবাদ ব্রাঞ্চের প্রমোশন। অন্য কোনো ক্লিনিক বা হাসপাতালের বা ডাক্তারের সাথে প্রতিযোগিতা করা বা তাদের সমালোচনা করা বা তাদের ছোট করা বা তাদের থেকে পেশেন্ট নিয়ে আসা বা সার্ভিসের কোয়ালিটি কমানো বা ভ্যাকসিনের ক্ষেত্রে শর্ট ডেটেড ভ্যাকসিন ছেড়ে দেয়া বা হাজার খানের নতুন ক্লায়েন্টদেরকে আমাদের কাছে জোড়পূর্বক নিয়ে আসা এ ধরণের কোনো অসৎ উদ্দেশ্য আমাদের কখনোও ছিলো না বা থাকবে না কারণ এন্টিটির প্রতিটা সদস্য এতটাই ব্যস্ত দিন পার করেন যে অন্য কারোও ক্ষতি করার চিন্তা করারও সময় কখনোও পায়না।

★আমাদের দ্বারা কতটা নিস্পাপ প্রাণ বেঁচেছে তা আমাদের জানা নাই কিন্তু বিভিন্ন পোষ্ট ও শ'খানেক কমেন্ট পড়ে জানতে পেরেছি আমাদের জন্য প্রায় শ'খানেক নিষ্পাপ প্রাণী প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের জন্য যদি আপনাদের বিন্দুমাত্র ক্ষতি হয়ে থাকে তবে সরাসরি আমাদের সাথে কথা বলবেন , যদি সত্যি হয় তাহলে আপনারা যে শাস্তি দিবেন তা এন্টিটির প্রতিটা সদস্য মাথা পেতে মেনে নিবে। এন্টিটির ডাক্তার স্টাফ সহ কোনো সদস্যই চাইনা ভুল চিকিৎসা বা অবহেলার কারণে কোনো প্রাণী মারা যাক। আমরা রেফারে বিশ্বাসী। আমরা প্রাণীগুলোর প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করি যদি আমাদের মনে হয় আমরা আর পারছিনা তখন আমাদের সিনিয়র কোনো ডাক্তার বা ক্লিনিকে রেফার করি যাতে যেকোনো ভাবে প্রাণ বাঁচানো যায়। তাও অনেক সময় বাঁচানো সম্ভব হয় না বিশেষ করে ফ্লু পেশেন্ট। কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি সবসময় এবং ভবিষ্যতেও করবো।

★আমাদের কোনো সদস্যই কোনো প্রাণীর মালিকের সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করে না। সর্বোচ্চ চেষ্টা করেন আপনাদেরকে সাহায্য করার। হ্যা তবে কোনো মালিকপক্ষ যদি আমাদের সাথে কোঅপারেটিভ না হন অযথা অযৌক্তিক আবদার করেন বা টাকা দিয়ে আমাদের স্টাফ ডাক্তারদের কিনে নিবেন এমন মনমানষিকতা নিয়ে আসেন বা আমাদের নামে সারা বছর বদনাম করে পোষ্ট বা কমেন্ট করে আবার রাতবিরাতে আমাদের থেকে মানবতার খাতিরে ইমার্জেন্সী সাভিস বা ভালো সার্ভিস আশা করেন তখন আমাদের কাছ থেকে ভালো ব্যবহার বা কোঅপারেশন বা সার্ভিস আশা করা বৃথা।

★আপনাদের সুবিধার্থেই প্রাণীদের সর্বোচ্চ সেবা দিতেই আমরা নতুন ট্যালেন্টেড জুনিয়র ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। হঠাৎ করেই তাদের কাছ থেকে সেরা সার্ভিস আশা করা বৃথা। তারা সকলেই পুথিগত বিদ্যায় পারদর্শী। কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য তাদেরকে সুযোগ দেয়া প্রয়োজন সেটা ট্রিটমেন্ট ,হ্যান্ডেলিং সব ক্ষেত্রেই। তাই তারা নিজেদের সাধ্যমত সর্বোচ্চ চেষ্টার পরেও যদি কোনো কনফিউশান থাকে তখন সিনিয়রদের সাথে আলোচনা করেন সেটা পেশেন্টের সামনেই এতে লজ্জার কিছু নাই বা ডাক্তার জুনিয়র বা ডাক্তার কনফিডেন্ট না এরকম ভাবারও কিছু নাই। সবটাই করা হচ্ছে আপনার আদরের প্রাণীটির ভালোর জন্যই।

এর পরেও আমাদের ব্যাপারে যদি কোনো কম্প্লেইন থাকে তাহলে সরাসরি আমাদেরকে জানান , ডাক্তারের ব্যবহার ,ট্রিটমেন্ট ,সার্ভিস ভালো না লাগলে ইমেডিয়েটলি রিসিপশনে জানান। আবার রিসিপশনের কোনো স্টাফের ব্যবহার বা সার্ভিস ভালো না লাগলে ডিউটিরত ডাক্তারকে জানান। ডাক্তার স্টাফ সবার সার্ভিস ভালো না লাগলে মেনেজমেন্টে সরাসরি কল করে জানান বা পেইজে ম্যাসেজ দিন। তাও জানান, দেরী না করে।

কম্প্লেইন করার এত সুযোগ থাকার পরেও ইচ্ছাকৃত এন্টিটিকে হেয় করা বা ছোট করার জন্য বা হিংসাত্মক বা আমাদের প্রতিপক্ষ কারোও প্ররোচনায় বা উদ্দেশ্যেপ্রণোদিত কোনো পোস্ট করে নিজেদের মনমানসিকতা ছোট প্রমাণিত করবেন না বা আমাদের প্রাণীদের সেবা দেয়ার আগ্রহটা নষ্ট করবেন না বা আমাদেরকে বাধ্য করবেন না সার্ভিস বন্ধ করতে বা সীমিত করতে বা আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে আবারোও লিগ্যাল কোনো স্টেপ নিতে।

এটা কোনো সিমপ্যাথি পোষ্ট না। অনেক খারাপ লাগা এবং সামান্য আগ্রহ নষ্ট হয়ে যাওয়া থেকেই পোষ্টটি করা। যারা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী , পারলে মাফ করে দিবেন বা শাস্তি দিবেন। যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে সাজেশন দিয়েছেন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের প্রতিটা সাজেশন বা অভিযোগ নিয়ে কাজ করছি এবং নিজেদের ইম্প্রুভ করবো। কিন্তু যারা বানোয়াট উদ্দেশ্যমূলকভাবে আমাদের সুনাম নষ্ট করতে চেয়েছেন তারা দয়া করে এন্টিটি এভয়েড করতে পারেন এবং পরবর্তীতে এধরণের চেষ্টা করবেন না আশা করি। আপনাদের চেষ্টা যে বৃথা তা যারা ২২-১৭তারিখ এন্টিটির দুইটা ব্রাঞ্চে এসেছেন সেখানের ডাক্তার স্টাফ ও পেশেন্টের ব্যস্ততা ও চাপ দেখেই প্রমাণ পেয়েছেন।

যারা এন্টিটিতে আসবেন ভরসা ও বিশ্বাস করতে পারলে তবেই আসবেন। আহামরি সার্ভিস , দৈবচয়নে রাতারাতি সুফল পেয়ে যাবেন এমন ধারণা নিয়ে বা সকল যৌক্তিক অযৌক্তিক আবদার আমরা পূরণ করবো এমনটা ভেবে আসবেন না কাইন্ডলি।

এন্টিটি একটি সেবামূলক ব্যবসাপ্রতিষ্ঠান। টাকা দিবেন , ভালো ব্যবহার দিবেন , কোঅপারেট করবেন , সময় দিবেন ,এক্সেপেকটেশন কম রাখবেন , আমাদের ছাড়াও উপরওয়ালার কাছে দোয়া করবেন এবং প্রার্থনা করবেন যাতে তিনি আমাদের মাধ্যমে আপনার আদরের প্রাণীটিকে সুস্থতা দান করেন তবেই আমাদের সকল সদস্যের কাছ থেকে আন্তরিকতার সহিত সর্বোচ্চ সার্ভিস পাবেন।
আমরা এন্টিটি পরিবার সকলের কাছে দোয়া ও আশীর্বাদপ্রার্থী।

এন্টিটি শুধুমাত্র একটি নাম না, এটি একটি পরিবার। পরিবারের প্রতিটা সদস্যকে নিয়েই এন্টিটি। আজকের এই পরিবারের সবচেয়ে জেষ্ঠ্য...
12/05/2025

এন্টিটি শুধুমাত্র একটি নাম না, এটি একটি পরিবার। পরিবারের প্রতিটা সদস্যকে নিয়েই এন্টিটি। আজকের এই পরিবারের সবচেয়ে জেষ্ঠ্য সদস্যের জন্মদিন।
শুভ জন্মদিন ডা: Shuvo Das।

আবার আজকে আমাদের পরিবারের একজনের বিদায়।
শুভকামনা রইলো ডা: Bristy Dhar Nandita...

আপডেট ১: সাম্প্রতিক বিষয়াবলি এন্টিটি পরিবারের সকলক প্রায় সকল সদস্যদের নিয়ে আজ রোজ শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠ...
25/04/2025

আপডেট ১:
সাম্প্রতিক বিষয়াবলি এন্টিটি পরিবারের সকলক প্রায় সকল সদস্যদের নিয়ে আজ রোজ শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমরা এন্টিটি পরিবার সিনিয়র জুনিয়র এক্সিকিউটিভ সকলের সম্মলিত প্রচেষ্টায় কিভাবে আগামীতে পোষাপ্রাণীর সেবায় নিজেদেরকে সর্বোচ্চ ও শতভাগ নিয়োজিত রাখতে পারি সে বিষয়ে আলেচনা হয়।
সভায় সিদ্ধান্তসমূহ:
১. প্রতি সপ্তাহে ১দিন সকল ডাক্তার ও স্টাফদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে।
২. ক্রিটিকাল কেইসে সিনিয়র ডাক্তারদের বোর্ড গঠন করা হয়েছে।
৩. সকল সার্ভিস ডিজিটালাইজড করা শীঘ্রই।
৪. নতুন ইকুইপমেন্ট ও ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস সংযুক্ত করা হবে শীঘ্রই।
৫. পারসোনাল স্কিল, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন ,কাস্টমার ডিলিংস ও কন্ভিন্সিং পাওয়ার ডেভেলপমেন্টের জন্য প্রতি মাসে একবার সেশন অনুষ্ঠিত হবে প্রয়োজনে এক্সপার্ট নিযুক্ত করা হবে।
৬. এডাভাইজরি প্যানেলের রদবদল করা হয়েছে।
৭. আমাদের মেগা প্ল্যান ৩য় ব্রাঞ্চের (হেড কোয়ার্টার বা পার্মানেন্ট ব্রাঞ্চ) সম্প্রসারণের অগ্রগতি নিয়ে আলেচনা হয়।
৮. এন্টিটি পরিবারের লিগ্যাল এডভাজরি বোর্ডে নতুন সদস্য (লিগাল এডভাইজর) নিয়োগ করা হয়েছে।
৯. শীঘ্রই প্রাণীদের এম্বুলেটরী ক্লিনিক ও এম্বুলেন্স চালু করা হবে।
১০. পেট বোর্ডিং ও হাসপাতলের মান উন্নয়নের জন্য এক্সপার্টসদের সাথে আলোচনা করা হবে শীঘ্রই।
১১. পরিশেষে আমাদের এন্টিটি পরিবারের ৫ম বর্ষের মিশন ও রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।

আমরা বিশ্বাস করি সবাইকে নিয়েই এন্টিটি পরিবার। আমরা কথা দিচ্ছি পরিবারের সবাইকে নিয়ে আমরা চট্টগ্রামের পোষাপ্রাণীর সর্বোচ্চ ও শতভাগ সেবা নিশ্চিত করবো।
সকলের কাছে দোয়া ও আশীর্বাদপ্রার্থী। 🙏

আগামীকাল শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে দুপুর ২টা পর্যন্ত। চলছে আমাদের বিড়ালের স্পেয়িং ও নিউটার অফার। বিড়ালের ...
24/04/2025

আগামীকাল শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে দুপুর ২টা পর্যন্ত।
চলছে আমাদের বিড়ালের স্পেয়িং ও নিউটার অফার।
বিড়ালের স্পেয়িং ২৪৯৯/-
বিড়ালের নিউটার ১৪৯৯/-
সব মেডিসিন ই-কলার ইনক্লুডেড
অফার শুধুমাত্র আগ্রাবাদ ব্রাঞ্চে প্রযোজ্য।

খুব শীঘ্রই সকল এন্টিটি লাভারদের জন্য সুখবর আসতে চলেছে। চোখ রাখুন পেইজের ওয়ালে

এন্টিটি পরিবারকে নিয়ে চট্টগ্রামের কিছু গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিষ্ঠানের প্রটো...
22/04/2025

এন্টিটি পরিবারকে নিয়ে চট্টগ্রামের কিছু গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিষ্ঠানের প্রটোকল অনুযায়ী আমরা আমাদের জায়গায় পরিষ্কার থাকতে চাই।
আমাদের সেবাই যদি কেউ সন্তুষ্ট হোন তাহলে অন্যকে জানান, যদি কোনো কারণে অসন্তুষ্ট হোন তাহলে আমাদেরকে পার্সোনালি জানান। আমরা আমাদের ভুলত্রুটি সংশোধনের শতভাগ চেষ্টা করবো।
ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারসহ সকল ডাক্তার ও স্টাফদের সেবা দেয়ার ও পেশেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারে আমরা কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করছি শীঘ্রই আমরা আপনাদের বিশ্বাস ও ভরসা অর্জন করতে পারবো সেবার মান বাড়ানোর মাধমে।
আরেকটি কথা আমরা চ্যালেন্জ দিয়ে বলতে পারি এন্টিটি পরিবারের পক্ষ থেকে পোষাপ্রাণী সম্পর্কিত কোনো গ্রুপ নাই বা কাউকে জোড় করা হয় না আমাদের নামে সুনাম করতে , কারোও সাথে আমাদের নাম রেফার করার জন্য বা সুনাম করার জন্য বা অন্যকারো নামে বদনাম করার জন্য কোনোপ্রকার লেনদেন হয়না , কোনো গ্রুপে আমাদের কেউই কোনো ফেইক আইডি দিয়ে প্রমোশন চালায় না এবং সচরাচর নিজেদের পেইজ ছাড়া অন্য কোনো গ্রুপ বা পেইজে বিজ্ঞাপন দেয়া হয় না। কেউ যদি আমাদেরকে এ বিষয়ে চ্যালেন্জ করেন আমরা অনায়াসে সেই চ্যালেন্জ এক্সেপ্ট করতে রাজি আছি।
এছাড়া আরোও কিছু পেশেন্ট যারা আমাদের হাসপাতালে মারা গিয়েছে তাদের ওনারদের সাথে আমরা কথা বলেছি কারণ বলেছি কিন্তু ১/২জন ওনার এখনও আমাদেরকে ব্লেইম করে চলেছে। সরি টু সে আমরা আমাদের পরবর্তী পোষ্টে প্রতিটা ওনারের নাম , নাম্বার, ডকুমেন্টসহ উল্লেখ করে কি কারণে মারা গিয়েছে তা পেইজ থেকে পাবলিকলি ব্যাখ্যা করবো। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিবেন আমাদের অপরাধের মাত্রা।

আমরা আমাদের বর্ষপূর্তি উপলক্ষে কিছু অফার দিচ্ছি। এমন না যে আমরা অন্য কারো সাথে প্রতিযোগিতা করতে চাচ্ছি বা পেশেন্ট লোড বাড়ানোর জন্য এটা করছি। অফারগুলো আমাদের কাছ থেকে আমাদের রেগুলার ক্লায়েন্টরা প্রতিনিয়তই চায় , আমরা দিতে পারিনা, বর্তমানে সবার সুবিধার্থে আমরা অফারগুলো দিচ্ছি। হ্যা আমাদের আরোও ইমপ্রুভ করা দরকার। সেটা আমাদেরকে জানাতে হবে। আমাদের প্রতিটা ডাক্তার স্টাফ মিলেই এন্টিটি পরিবার। আমাদের জুনিয়র ডাক্তারদের বলায় আছে প্রতিটা প্রেশক্রিপশনের আগে সিনিয়র কেনে ডাক্তার থাকলে তাঁর সাথে কনসাল্ট করে নিতে , এর পরেও জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতার ঘাটতি মেটাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তাদেরকেও সুযোগ দেয়ার দরকার নাহয় একটা সময় গিয়ে আমরা ভালো কিছু ডাক্তার হারাবো। এই চিন্তা করেই আমরা জুনিয়র ডাক্তারদের সুযোগ দিচ্ছি। তাদের প্রতি অভিযোগ থাকলে আমাদেরকে জানান। আমরা শোধরানোর চেষ্টা করবো। কিন্তু একটা চক্র আমাদের সফলতা সহ্য করতে না পেরে বিভিন্ন কারণে বিভিন্নজনের প্রোরচনায় বয়কটের ডাক দিয়েছেন। যদিও তাতে আমাদের কিছু যায় আসবে না কিন্তু যদি আপনারা সফল হোন, আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয় তাহলে আমাদের কোনো ডাক্তার স্টাফদের কিছুই হবে না, ডাক্তাররা সবাই দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, স্টাফরা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করবে কিন্তু আপনারা আপনাদের পোষাপ্রাণীর জন্য ভরসা করার একটা জায়গা হারাবেন, কারণ সচরাচর রাতারতি এন্টিটির মত প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় না, হাজার খানেক ক্লিনিক হচ্ছে তার মধ্যে বেশিরভাগই পেশেন্টের চাইতে টাকাকেই বেশি দাম দেয়। আমরা কোনো অলাভজনক প্রতিষ্ঠান না। অবশ্যই আমরা ব্যবসা করছি তবে সর্বোচ্চ সেবা দিয়ে ও আন্তরিকতার সাথে। আমরা এটা নিয়ে অহংকার করি কারণ আমাদের পরিবারের প্রতিটা সদস্যই পোষাপ্রাণীর সেবায় ডেডিকেটেড।

ধন্যবাদ

--------------
এন্টিটি পরিবার

আজ শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চলছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন
18/04/2025

আজ শুক্রবার আমাদের দুটো ব্রাঞ্চই চালু রয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
চলছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন

সকলকে জানাই পহেলা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা   "শুভ নববর্ষ"আজকে নববর্ষের দিনেও এন্টিটির আগ্রাবাদ ও চন্দনপুরা ব্রাঞ্চ খোলা...
13/04/2025

সকলকে জানাই পহেলা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা
"শুভ নববর্ষ"
আজকে নববর্ষের দিনেও এন্টিটির আগ্রাবাদ ও চন্দনপুরা ব্রাঞ্চ খোলা আছে প্রাণীসেবায়।
সকাল ১১-সন্ধ্যা ৬টা অব্দি
আগ্রাবাদ ব্রাঞ্চের বিড়ালের ভ্যাকসিনেশন অফার চালু রয়েছে।
Flu+Rabies 1099/- only

Address

Allaha'r Daan, 121 নবাব সিরাজুদ্দৌল্লা সড়ক
Chittagong

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 09:00 - 22:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801521486316

Alerts

Be the first to know and let us send you an email when Entity Veterinary Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entity Veterinary Hospital:

Share

Category