02/11/2025
সারাজীবনের জন্য সুনিশ্চিত পংগুত্ব বরণ করতে যাওয়া বাচ্চাকে যখন আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ পাই তখন পুরো এন্টিটি পরিবারব এক অন্যরকম আনন্দ অনুভব করে।
যখন বাচ্চাটি এসেছিলো তখন ওর পা ভাংগার প্রায় অনেকদিন হয়ে গেছে। ক্যালসিফিকেশন, ক্রিটিকাল বডি কন্ডিশনের কারণে সিচুয়েশন সামাল দেয়া এন্টিটি পরিবারের কাছে ছিলো চ্যালেন্জিং।
তারপরেও আমাদের ডেডিকেটেড টীম একপ্রকার চ্যালেঞ্জ নিয়েই সার্জারি প্রসিড করেন এবং প্রায় ২ঘন্টার চেষ্টায় প্রতিকুল কন্ডিশন মোকাবেলা করে যখন সার্জারীতে শতভাগ সফল হয় তখন এন্টিটি পরিবারের প্রতিটা সদস্য স্বস্তির নিঃশ্বাস ফেলে।
বাচ্চাটি এখন পোস্ট-অপারেটিভ কেয়ারে আছে। দেখা যাক বাচ্চাটিকে তার পূর্বের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা। সকলের কাছে দেয়াপ্রার্থী।
এভাবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞ সার্জন, ডাক্তার এবং টিম ওয়ার্কের মাধ্যমে এন্টিটি পরিবারের অর্থোপেডিক ডিপার্টমেন্টের এক অনন্য সফলতার স্বারক এটি।