Dream's Aviary

Dream's Aviary Hi i am shakilor Rahman, i am small birds and pigeons breeder. I sale Pigeons and also Birds..💥

19/11/2024

🤣🫠🫠🫠🤣🤣🤣

12/09/2022

বাজরিকা পাখি রানিং অথবা বেবি লাগলে বলতে পারেন❤️❤️

তাদের দেখলে মন টা জুড়িয়ে যায়🌺🌺   সারা দিন ক্লান্ত শরীর আবার Chaga হয়ে ওঠে🙃
22/06/2022

তাদের দেখলে মন টা জুড়িয়ে যায়🌺🌺
সারা দিন ক্লান্ত শরীর আবার Chaga হয়ে ওঠে🙃

22/06/2022

বষাকালে নিজেদের পোষা-পাখিদের একটু বাড়তি যত্ন নিনও তাদের সরিষা বা সূযমুখীর বীজ খেতে দিন এতে ওদের শরীর গরম থাকবেও রোগ প্রতিরোদ ক্ষমতা বৃদ্ধি পাবে,
সবাইকে ধন্যবাদ ❣️❣️

22/06/2022

এই বষাকালে স্যাতস্যাতে আবহাওয়া এই রোগটা বিভিন্ন খামারে দেখা যায়

⊕⊕⊕ কবুতরের ছত্রাকজনিত রোগ যেমন: Sour Crop, Candidiasis & Thrush ছত্রাকজনিত রোগের লক্ষণসমূহঃ

● কবুতর দুর্বল হয়ে পড়বে এবং চুপচাপ বসে থাকবে।

● খাবার খাওয়া ছেড়ে দিবে।

• কবুতরের মুখের কাছে নাক নিলে ভীষণ পচা গন্ধ অনুভূত হবে।

● পাকস্থলী পানি দিয়ে ভরা থাকবে এবং ফোলা থাকবে।

গন্ধযুক্ত বমি করতে পারে।

গলার শেষ ভাগে ছোট ছোট সাদা পানির মতো থাকবে যা চুনের মতো দেখাবে। যা অনেকে ক্যাঙ্কার মনে করে ভুল করে।
• হ্রাস পাবে।

● সময়মতো রোগ নির্ণয় সম্ভব না হলে কবুতর মারা যাবে। ● খাদ্যথলিতে চাপ প্রয়োগ করলে মুখ দিয়ে পানি বের হওয়া।

রোগের কারণসমূহ:

• বড় মাপের খাদ্যশস্যের দানা/খাবার দেওয়া।

● অপরিষ্কার খাবার ও পানি।

• সময়মতো খাবার না দেওয়া। ● ধারালো খাদ্য যেমন ধান খাদ্যের থলিতে আটকে থাকা।

• হাতে ধরে অতিরিক্ত খাবার খাওয়ানো।

চিকিৎসার পূর্বে করণীয়:

যদি পাকস্থলী পানিতে পরিপূর্ণ থাকে তবে কবুতরটির মাথা নিচ দিকে ধরে হালকা চাপ দিয়ে পানি বের করে দিতে হবে এবং যদি পাকস্থলীতে খাবার আটকে থাকে তবে উষ্ণ গরম পানির সাথে প্রবায়োটিক মিক্স করে খাদ্যথলি সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে অথবা অ্যাপেল সিডার ভিনেগার পানির সাথে মিক্স করে পরিষ্কার করতে হবে। সর্বোপরি পাকস্থলীতে যাতে খাবার আটকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

চিকিৎসা:

Tablet Nystat ১টা / ১ লিটার পানিতে ৭ দিন। অথবা, Two Plus ১ মিলি/১ লিটার পানিতে ৭ দিন।

রোগপ্রতিরোধঃ

খামারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ৬% হাইড্রোজেন পার-অক্সাইড (H2O)) ১০০ মিলি ১ লিটার পানির সাথে মিশিয়ে কবুতরের খাঁচায় Spray করতে

হবে।

• বাজার থেকে খাবার কেনার পরে অবশ্যই খাবারকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করতে হবে।

● উন্নত ছত্রাকমুক্ত খাবার পরিবেশন করতে হবে।

● মানসম্মত গ্রিড খাওয়ানো।

● সময়মতো খাবার দেওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত খাবার না দেওয়া।

• কবুতরকে পুরানো/বাসি খাবার দেওয়া যাবে না।

• ছোট খাবার পরিবেশন করা।

● পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি প্রদান করা।

অসাধারণ 😍😍,,সবাই বাচ্চা নিয়ে ব্যাস্ত@
11/06/2022

অসাধারণ 😍😍,,
সবাই বাচ্চা নিয়ে ব্যাস্ত@

11/06/2022

কারো লাগবে 🥰🥰😍,,
বাজরিকা,,,

সু খবর 💥💥💥কবুতরের বাজার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ,
09/06/2022

সু খবর 💥💥💥
কবুতরের বাজার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ,

১৮. কবুতরের Bumblefoot Disease /পা ফোলা বা পায়ের ক্ষত রোগ এই রোগ হলো কবুতর এর একটি মারাত্মক ব্যাধি যা মূলত আক্রমণ করে (...
09/06/2022

১৮. কবুতরের Bumblefoot Disease /পা ফোলা বা পায়ের ক্ষত রোগ এই রোগ হলো কবুতর এর একটি মারাত্মক ব্যাধি যা মূলত আক্রমণ করে (বিশেষ করে বন্দি কবুতরের) পায়ের তালু, পায়ের গোড়ালি, হাঁটুতে বা বিভিন্ন হাড়ের

জোড়ায়।

রোগের লক্ষণ:

চর্ম রোগ বা খোস পাঁচড়া হয়

• পায়ের গোড়ালি বা পায়ের বিভিন্ন জায়গা ফুলে যায়।

পায়ের চামড়া ভারী বা মোটা হয়ে যাওয়া।
মে যাওয়া ও অবশ হয়ে যাওয়া বা বাকা হয়ে যাওয়া। ন ও এক জায়গায় বসে থাকা, একটু হেঁটে আবার বসে পড়া। বৃত্তাকার গোটার মতো হওয়া, তাতে অনেক সময়

Rashiofot বা পায়ে ক্ষত সাধারণত Staphylococcus ব্যাকটেরিয়া দ্বারা হয়। সাধারণত উচ্চতা বা খারাপ খামার ব্যবস্থাপনা, অপর্যাপ্ত বিশ্রাম, Landings থেকে ঘটমান পাদদেশ বা পায়ের প্যাডে কাটা (যা পরে বিষ্ঠার ব্যাকটেরিয়া আক্রান্ত হয়), Scrape বা আঘাতের কারণেও হতে পারে। ভিটামিন A এর অভাবে হয়। Bumblefoot সময়মতো চিকিৎসা ন হাড় ও Tendons এ সংক্রমণের মাধ্যমে কবুতরের মৃত্যু ঘটাতে পারে।

এ ছাড়াও সংকটাপন্ন ইমিউন ফাংশন। বিপাকীয় ব্যাধি (যেমন ভিটামিন, খনিজ পদার্থ বা প্রোটিন হিসেবে নির্দিষ্ট পুষ্টি, দেহমধ্যে সজীব উৎপাদনের রাসায়নিক পরিবর্তন সমস্যা), ইউরিক অ্যাসিড এর আধিক্য, রিং পরানো বা রিং থেকে আঘাত, রোগের সংক্রমণ ইত্যাদি।

● সাধারণত বন্দি কবুতরের এই রোগ বেশি হয়।

• কবুতর একই জায়গায় বেশিদিন দাঁড়িয়ে থাকলে (অনেক সময় কবুতরের খাপড়ি বা খাঁচার জায়গা কম হলে হতে পারে)। ● শক্ত, অমসৃণ মেঝে বা খোপ বা খাঁচার তলদেশ (যেখানে কবুতর দাঁড়ায়)

হলে।

● থাকার বা দাঁড়ানোর জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে হলে। ● থাকার বা দাঁড়ানোর জায়গায় প্লাস্টিক বা রেক্সিন দিয়ে মোড়ানো হলে।

● অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ হলে।

• ভিটামিন এ এর তীব্র অভাব হলে।

• নিজেদের মাঝে মারামারি।

• সবসময় কম খাবার প্রদান বা গ্রহণ (অনেকেই প্রয়োজনের তুলনায় কম খাবার দেয়)।

• প্রয়োজনের তুলনায় অধিক স্বাস্থ্য বা শারীরিক ওজন বেড়ে যাওয়া। • শারীরিক অস্বাভাবিকতা ও আঘাত পাওয়া বা আহত হওয়া থেকেও হতে

পারে।
মারাত্মক দিক:

মারাত্মক অবস্থায় অনেক সময় অভিজ্ঞ ভেট ডাক্তার দিয়ে অস্ত্রপচার করে বা অপারেশন করে ব্যান্ডেজ করে রেখে দিলে ভালো হয়।

এই রোগ সারতে অনেক ক্ষেত্রে দেরি হয় তাই ধৈর্যধারণ দরকার। অনেক সময় এই রোগ থেকে পায়ের অঙ্গহানি হয়, পা বা আঙুল নষ্ট হয়ে ঝরে যায়। প্রতিরোধ:

• নিয়মিত পাদদেশ পরিদর্শন করা বাঞ্ছনীয়।

● খাঁচা পরিষ্কার রাখা।

• সুষম খাদ্য সরবরাহ।

● কেটে গেলে বা ফোঁড়ার মতো কিছু হলে তাড়াতাড়ি চিকিৎসা করা।

● খাঁচার খোঁচা অংশগুলো সমান করা। পায়ের লোম কেটে কেটে ছোট করা।

নিয়মিত ভিটামিন A দিতে হবে।

পায়ে ব্যান্ড বা রিং থাকলে কেটে দিন।

চিকিৎসা:

১. কবুতরের আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে Viodin Ointment দিনে ২ বার করে ৩ দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে।

২. Moxacil Paediatric Drops প্রতিটা কবুতরকে ৩/৪ drops দিনে ২ বার করে ৩ দিন।

অথবা, ২ মিলি ১ লিটার পানিতে ৫ দিন।

3. Ace/Napa Syrup: প্রতিটা কবুতরকে ৩/৪ drops দিনে ২ বার করে ২ দিন। অথবা, ২ মিলি ১ লিটার পানিতে ২ দিন।

• ক্বুতর হাঁটা চলা না করা। রোদে না থাকায় প্রচুর আলো বাতাস না পেলেও এই রোগ হতে পারে।

Address

সল্ট গোলা রেলক্রসিং, চট্টগ্রাম।
Chittagong

Telephone

+8801921281035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category