26/09/2024
#চিনা মাত্র ৫০ টাকা কেজি ⁉️
🔰হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন চিনা ৫০ টাকা কেজিই ছিলো!
বেশি সময় নয়, এই মাত্র ১.৫ বছর আগেও ৫০-৫৫ করে কেজি ছিলো।
🔰কিন্তু বর্তমান বাজারে চিনা এখন সোনা! এটা এখন চলে গিয়েছে কিছু রাঘব বোয়ালদের কবলে! আমরা ভাই চুনেপুটো! আপনি আর আমি এদের থেকে মাল না নিলে ওদের কিছু যায় আসবে না! ১২৩-১২৫ টাকা ঝাড়া পরিস্কার চিনা কিনে এনে কুরিয়ার চার্জ আর পরিবহন খরচ এবং কুরিয়ারে যখন বস্তা ফুটো হয়ে ২/৩ কেজি মাল নষ্ট হয় তখন আপনারাই বলেন এই চিনা কতো টাকা কেজি সেল করা উঠিৎ বলে মনে হয়??
🔰চিনার দামের এই ঊর্ধ্বগতির কারনে অনেক পাখাল ঝড়ে যাচ্ছে! এভাবে দিনের পর দিন চিনার দাম বাড়তে থাকলে পাখাল সেক্টরের অবস্থা করুন হয়ে দাড়াবে! আমাদের করণীয় চিনার বিকল্প কিছু পাখিদের প্রোভাইড করা! শুধু চিনার প্রতি পাখিকে ডিপেন্ড না করে বিকল্প কিছু চিন্তা করা। আর না হলে পাখাল সেক্টরের উন্নতি সাধন সম্ভব নয়! আসুন সবাই মিলে ভালো উদ্যোগ নেই! আমরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারি।