04/10/2024
একদিন বাংলাদেশের সুশীল সমাজের মাথা, নাম তার বিল্লাল সাহেব, চিন্তার চশমা পরে নতুন এক তত্ত্ব নিয়ে হাজির হলেন। লোকে তাকে দেখলেই জানতো, আজ কিছু একটা জটিল বিষয় আলোচনা হবে। কিন্তু আজকের আলোচনা শুনে লোকে একেবারে হকচকিয়ে গেল। তিনি বললেন, "প্রিয় শ্রোতারা, আজ আমরা আলোচনা করবো এক আশ্চর্য তুলনা নিয়ে—১৬ বছরের শাসন বনাম ২ মাসের শাসন!"
তত্ত্ব শুরু হলো। বিল্লাল সাহেব গম্ভীর মুখে বললেন, “১৬ বছরের শাসন দীর্ঘ সময়। এই সময়ে অনেক কিছু ঘটে, দেশ পরিবর্তন হয়, মানুষ বড় হয়, রাজা মহারাজারা ইতিহাস গড়েন। কিন্তু, বন্ধুরা, ২ মাস? মাত্র ২ মাসের শাসন? এর গভীরতা এবং শক্তি ভাবতেও পারবেন না!”
শ্রোতাদের মুখে তখন স্পষ্ট অবাক ভাব। এ আবার কী নতুন তত্ত্ব! কেউ কেউ মাথা চুলকাতে শুরু করলো। এদিকে বিল্লাল সাহেব তার ব্যাখ্যা নিয়ে আরও গভীরে যেতে শুরু করলেন। তিনি বললেন, “১৬ বছর ধরে কেউ হয়তো ভালো শাসন করতে পারে, আবার ব্যর্থও হতে পারে। কিন্তু ২ মাসের শাসনে এমন পরিবর্তন আসে যা ১৬ বছরেও সম্ভব নয়। এই ২ মাসে সিদ্ধান্ত নিতে হয় দ্রুত, কাজ করতে হয় চটপট। ১৬ বছরের শাসক হয়তো উদাসীন হয়ে যেতে পারে, কিন্তু ২ মাসের শাসক সবসময় তৎপর, সবসময় প্রাসঙ্গিক!”
এতক্ষণে প্রথম সারিতে বসা শামিম সাহেব বললেন, “বিল্লাল সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন, ১৬ বছরের অভিজ্ঞতা কোনো কাজের না? ২ মাসে সব করা সম্ভব?”
বিল্লাল সাহেব মৃদু হাসলেন, “না না, ভুল বুঝবেন না! ১৬ বছরের অভিজ্ঞতা অবশ্যই মূল্যবান। কিন্তু ২ মাসে যে রোমাঞ্চ আর তীব্রতা থাকে, তা ১৬ বছরে হয়তো হারিয়ে যায়। ধরুন, ১৬ বছরের শাসন আপনি একদম ক্লান্তিতে শেষ করবেন, কিন্তু ২ মাসের শাসন সবসময় উদ্যমী ও টানটান উত্তেজনাময়।”
এতক্ষণে পেছন থেকে মজনু চাচা হাসতে হাসতে বললেন, “বিল্লাল ভাই, তাহলে পরেরবার ২ মাসের জন্য প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবো!”
আর এ কথার পরেই পুরো ঘরে হাসির ঢেউ। বিল্লাল সাহেব এত গভীর চিন্তা করে যা তুলনা এনেছিলেন, সেটা মজার ঝড়ে পড়ে গেলো। কেউ কেউ হাসতে হাসতে বললো, "১৬ বছরের রাজা বাদ! ২ মাসের রাজাই চাই!” আবার কেউ বলল, “মনে হচ্ছে, পরেরবার রাষ্ট্রীয় নির্বাচনে ২ মাসের শাসন স্লোগান দিতেই হবে।”
এদিকে বিল্লাল সাহেব, যিনি এত কষ্ট করে তত্ত্ব বানিয়েছিলেন, অদ্ভুত এক মুগ্ধতায় দর্শকদের দেখলেন। তার চিন্তা তো গভীর ছিলো, কিন্তু সেটা মানুষ হাসি আর রসিকতার খোরাক করে ফেলেছে! তবু তিনি মুচকি হেসে ভাবলেন, “অন্তত ত