Khan Dairy Farm

Khan Dairy Farm Khan Dairy Farm was established in the year 2012 with a goal of providing you pure fresh cow milk and relative products.

We also do beef fattening with some finest and selected cattle's.

18/04/2025

Bull line up for Eid ul Adha - 2025

18/03/2025
আলহামদুলিল্লাহ 🎆🎇🌠পবিত্র ঈদ উল আজহা ২০২৩ উপলক্ষ্যে, এবার ইদে ঘরে বসেই নিরাপদে কোরবানির গরু কিনুন খান ডেইরি ফার্ম থেকে।📲য...
23/06/2023

আলহামদুলিল্লাহ 🎆🎇
🌠পবিত্র ঈদ উল আজহা ২০২৩ উপলক্ষ্যে, এবার ইদে ঘরে বসেই নিরাপদে কোরবানির গরু কিনুন খান ডেইরি ফার্ম থেকে।

📲যোগাযোগ : ০১৭২৩২২১৮৮৬, ০১৯১১৭৭৩৬৪৮, ০১৮১৮২২৯৭৮৫
🪧 খামারের লোকেশন : খান ডেইরি ফার্ম , পূর্ব মেড্ডা , সাদত খান স্যার রোড ,ব্রাহ্মণবাড়ীয়া
✅ আমাদের গরু গুলো বিষাক্ত স্টেরয়েড ও গ্রোথ হরমোন মুক্ত।
✅ আমাদের গরু গুলো প্রাকৃতিক খাবার যেমন ঘাস,খড়, চালের কুড়া,গমের ভূষি,ভুট্টা, বুটের ভূষি ইত্যাদি খেয়ে বেড়ে উঠেছে।
✅ আমাদের নিজস্ব ফার্ম এর ১০০% অর্গানিক খাবার খেয়ে বেড়ে ওঠা উন্নত জাতের সুস্থ-সবল গরু পাওয়া যাচ্ছে খুবই সুলভ মূল্যে। অতিদ্রুত শেষ হয়ে আসা আমাদের স্বল্প সংখ্যক গরুগুলো থেকে তাড়াতাড়ি বেছে নিন আপনার পছন্দের গরুটি।

📍 ব্রাহ্মণবাড়ীয়া এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। কিছু গরুর ছবি এবং লাইভ ওয়েট দেওয়া হল:-

26/01/2023

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _
মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ ডাক্তারীর পড়াশুনা বাদ দিয়ে,দিন-রাত এক করে,খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই, বাংলা ভাষার জন্য লড়াই।

১৮ বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয় এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন একটা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব।

বন্ধুরা মেহেদীকে বলে পাগল, ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে! তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই। বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না! হাল ছাড়েননি মেহেদী।

২৬ মার্চ,২০০৩ সাল, মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ লক্ষ বাঙালির জীবনের একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার। যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার। আজ বাঙালির কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে,
‘ভাষা হোক উন্মুক্ত’

এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে। আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান। হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও। আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’। বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র।

মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে দুই দেশের কোটি-কোটি টাকা। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ ৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

08/06/2022

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২২ উপলক্ষ্যে আমাদের নিজেদের খামারে প্রাকৃতিক উপায়ে মাঝারি ও বড় সাইজের কিছু বিক্রয়যোগ্য গরু লালিত পালিত হয়েছে। এখানে কিছু ভিডিও আপলোড করা হয়েছে।

* আমরা কোরবানির গরুর অগ্রিম বুকিং নিচ্ছি।

স্থান: পূর্ব মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া।
ফোন: 01723221886, 01818229785

Address

Patenga

Telephone

+8801723221886

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Dairy Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share