06/05/2025
আপনার প্রিয় পোষা প্রাণীটি কি কখনো সমুদ্র দেখেছে?
সেই মুহূর্তটা কল্পনা করুন—আপনার কুকুরটি ঢেউয়ের শব্দে প্রথমবার কাঁপছে, বালিতে লাফাচ্ছে, চোখে খুশির ঝিলিক!
আমরা বুঝি, ওরাও পরিবার। আর পরিবারের সব সদস্যই ছুটি উপভোগের অধিকার রাখে।
আমরা আনছি বাংলাদেশে প্রথমবারের মতো — পোষা প্রাণীদের জন্য ট্যুর সার্ভিস!
কেনো ভ্রমণ প্রয়োজন?
ওদের ছোট্ট জীবনে আপনিই সবকিছু। এবার আপনি ওকে এমন কিছু দিন, যা সে সারাজীবন মনে রাখবে।
কক্সবাজারের সূর্যাস্ত আর আপনার পাশে প্রিয় পোষা—এই স্মৃতিটা অমূল্য।
কেনো আমরা?
পেট-ফ্রেন্ডলি হোটেল, খাবার, ভেট চেকআপ, ট্রান্সপোর্ট—সব কিছুই আমরা ম্যানেজ করি।
নিরাপত্তা, আরাম এবং স্বাস্থ্য—তিন দিকেই আপস নয়।
আপনি আর আপনার পোষা প্রাণী—দুজনই রিল্যাক্স করতে পারবেন, টেনশন ফ্রি।
ভিডিওটা দেখুন—এই কুকুরটার চোখে খুশি দেখে বুঝে যাবেন, আমরা শুধু ট্যুর নয়, একটা আবেগ দিচ্ছি।
যাত্রা শুরু হোক, একসাথে।
Pet Transport BD
Amarprani.com