Pet Transport BD

Pet Transport BD Hello Bangladeshi pet lovers .. We serve the best pet transport services all over bangladesh.
(1)

06/05/2025

আপনার প্রিয় পোষা প্রাণীটি কি কখনো সমুদ্র দেখেছে?

সেই মুহূর্তটা কল্পনা করুন—আপনার কুকুরটি ঢেউয়ের শব্দে প্রথমবার কাঁপছে, বালিতে লাফাচ্ছে, চোখে খুশির ঝিলিক!
আমরা বুঝি, ওরাও পরিবার। আর পরিবারের সব সদস্যই ছুটি উপভোগের অধিকার রাখে।

আমরা আনছি বাংলাদেশে প্রথমবারের মতো — পোষা প্রাণীদের জন্য ট্যুর সার্ভিস!

কেনো ভ্রমণ প্রয়োজন?

ওদের ছোট্ট জীবনে আপনিই সবকিছু। এবার আপনি ওকে এমন কিছু দিন, যা সে সারাজীবন মনে রাখবে।

কক্সবাজারের সূর্যাস্ত আর আপনার পাশে প্রিয় পোষা—এই স্মৃতিটা অমূল্য।

কেনো আমরা?

পেট-ফ্রেন্ডলি হোটেল, খাবার, ভেট চেকআপ, ট্রান্সপোর্ট—সব কিছুই আমরা ম্যানেজ করি।

নিরাপত্তা, আরাম এবং স্বাস্থ্য—তিন দিকেই আপস নয়।

আপনি আর আপনার পোষা প্রাণী—দুজনই রিল্যাক্স করতে পারবেন, টেনশন ফ্রি।

ভিডিওটা দেখুন—এই কুকুরটার চোখে খুশি দেখে বুঝে যাবেন, আমরা শুধু ট্যুর নয়, একটা আবেগ দিচ্ছি।

যাত্রা শুরু হোক, একসাথে।

Pet Transport BD
Amarprani.com

🌙 ঈদ মোবারক  Pet Transport BD   X Amarprani.com ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে ন...
30/03/2025

🌙 ঈদ মোবারক Pet Transport BD X Amarprani.com

ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া! এই আনন্দ যেন আমাদের আদরের পোষ্যরাও উপভোগ করতে পারে, সে দায়িত্ব নিয়েছে pet transport bd X Amarprani।

আমরা নিশ্চিত করি আপনার প্রিয় পোষ্যের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ, যেন তারা ভালোবাসার মানুষদের সঙ্গেই ঈদ উদযাপন করতে পারে!

আসুন, এই ঈদে মানুষ ও প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই, নিরাপদে থাকি এবং আনন্দে দিন কাটাই!

✨ ঈদ মোবারক! ✨

চট্টগ্রাম টু কক্সবাজারের ট্রান্সপোর্ট। ডে ট্রান্সপোর্ট ছিলো এটা।দিনে কনফার্ম করে দিনে ডেলিভারি কমপ্লিট।সাথে পাঠানো হয়েছে...
16/01/2025

চট্টগ্রাম টু কক্সবাজারের ট্রান্সপোর্ট।
ডে ট্রান্সপোর্ট ছিলো এটা।দিনে কনফার্ম করে দিনে ডেলিভারি কমপ্লিট।সাথে পাঠানো হয়েছে পেট ফুডও।

পেট ট্রান্সপোর্ট বিডি গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে একযোগে কাজ করেছে।বেশ ইন্টারেস্টিং। আমাদের পরিধি বাড়ছে ধীরে ধীরে।প্রায় ৫টা বছর আমরা লেগে আছি ট্রান্সপোর্ট নিয়ে।এক্সপেরিয়েন্স, টিম সব দিকে এগিয়ে থাকবো এটাই স্বাভাবিক।

ঢাকা চট্টগ্রাম ক্যাট ট্রান্সপোর্ট। এই ক্যাটটা আমরা গত সপ্তাহে ট্রান্সপোর্ট করেছিলাম।ট্রান্সপোর্টের পাশাপাশি আমরাও আরো অন...
09/10/2024

ঢাকা চট্টগ্রাম ক্যাট ট্রান্সপোর্ট।

এই ক্যাটটা আমরা গত সপ্তাহে ট্রান্সপোর্ট করেছিলাম।ট্রান্সপোর্টের পাশাপাশি আমরাও আরো অনেক পেট সার্ভিস নিয়ে কাজ করছি।তার মাঝে একটা হলো হোলসেলে পেট ফুড সাপ্লাই। বর্তমানে ঢাকা,চট্টগ্রাম, পঞ্চগড়, রাজশাহী সহ বেশ কয়েকটা জায়গায় আমরা হোলসেলে সাপ্লাই দিচ্ছি।
Pet Transport BD Amarprani.com

ডেমরা,যাত্রাবাড়ীর পেট শপে আজকে পাঠালাম লিটার,ক্যাটফুড (সব জনপ্রিয় ব্র্যান্ড)। এভাবে আমরা চেষ্টা করছি আস্তেধীরে নিজেদের প...
05/10/2024

ডেমরা,যাত্রাবাড়ীর পেট শপে আজকে পাঠালাম লিটার,ক্যাটফুড (সব জনপ্রিয় ব্র্যান্ড)।
এভাবে আমরা চেষ্টা করছি আস্তেধীরে নিজেদের পরিধি বাড়িতে তুলতে।আপনাদের সহায়তা কাম্য তার জন্য।আমাদের রেট সবচেয়ে কম সাথে ফাস্ট ডেলিভারি।এভাবে অল্প পরিমাণ করে প্রোডাক্ট স্টক করে শুরু করুন আপনার পেট ফুড বিজনেস।

23/09/2024

ডগটা ট্রান্সপোর্ট হলো ঢাকা টু নাটোরে।
ক্লায়েন্ট হ্যাপি,ডগ হ্যাপি,আমরাও হ্যাপি।
ডগ ট্রান্সপোর্টে আমাদের সার্ভিস টপ নচ।এখন পর্যন্ত যত ডগ আমরা ট্রান্সপোর্ট করেছি সবার রিভিউ ছিলো বেশ পজিটিভ।
প্রিমিয়াম কার,প্রফেশনাল ড্রাইভার,প্রফেশনাল হ্যান্ডেলার,অনলাইন ভেট টিম,টাইম টু টাইম আপডেট ইত্যাদি।
আমাদের ড্রাইভারও ডগ হ্যান্ডেলে প্রফেশনাল।

Pet Transport BD x Amarprani.com

ইমার্জেন্সি ট্রান্সপোর্ট সার্ভিস যা চট্টগ্রামে ইনসাইড ছিলো।ক্লায়েন্ট নাছোরবান্দা, আর্জেন্টই লাগবে।আমরাও হতাশ করি নি।ভাবছ...
18/09/2024

ইমার্জেন্সি ট্রান্সপোর্ট সার্ভিস যা চট্টগ্রামে ইনসাইড ছিলো।ক্লায়েন্ট নাছোরবান্দা, আর্জেন্টই লাগবে।আমরাও হতাশ করি নি।

ভাবছি আমরা একটা অতি জরুরি সেবা চালু করবো।অনেকের বেশ আর্জেন্ট ট্রান্সপোর্ট প্রয়োজন হয়।যখন কেও বিড়াল রাস্তায় পেলো এবং বেশিক্ষণ তার কাছে রাখতে পারবে নাহ তখন আমরা ঐ বিড়াল রিসিভ করে ট্রান্সপোর্ট করে দিবো।
নিচের দুইটা বিড়ালই কিছুটা এমন ঘটনা।চট্টগ্রামে ছিলো ট্রান্সপোর্ট। আমি আগেও বলছি এখনও বলছি চট্টগ্রামের একমাত্র আর সবচেয়ে প্রফেশনাল পেট ট্রান্সপোর্ট টিম আমরাই।আমরা লোকাল চাটগাঁইয়া। শুনতে কথাটা অহংকারী মনে হবে, আসলে এমন নাহ।এই চট্টগ্রামের অলিগলি তে ঘুরে আমরা বড় হয়ছি সাথে পেট ট্রান্সপোর্ট ২০১৯ এ এই চট্টগ্রামের রাস্তায় আমরাই চালু করেছি। এই কথা বলছি কারণ,যখন ঢাকা কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান বলে বসে চট্টগ্রামে তারা আর্জেন্ট সার্ভিস দিবে তার জন্য অপ্রাসঙ্গিক পেমেন্ট চেয়ে বসে।আসলে তাদের অনেকেই জানে নাহ চট্টগ্রামের যাতায়াত খরচ কেমন,কোন রোডে কত সময়ে পৌঁছানো সম্ভব।চট্টগ্রাম আর ঢাকা সেম নাহ।এখানে ১০-১১কিলোর জন্য হাজার টাকা ট্রান্সপোর্ট ফি চেয়ে বসবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক। এতে ক্লায়েন্টরা বলে পেট কুরিয়ার যারা করে সব ডাকাত। কোনো কুরিয়ার সার্ভিস বিষয়টাকে একটা নলেজ পার্পাসে গ্রহণ করবেন ওফেন্স হবেন নাহ দয়া করে।চট্টগ্রাম শহর আলাদা,এখানের ক্লায়েন্ট ডিমান্ডও আলাদা,ক্যাপাবিলিটিও আলাদা। আমরা ঢাকা চট্টগ্রাম রোডে ট্রান্সপোর্ট করি সবচেয়ে কম রেটে।আমাদের চেয়ে হাজার টাকা বেশি চার্জ করে আরো অনেকে আছে,তারা বেশ প্রিমিয়াম সার্ভিসও দেয়।যাই হোক,
Pet Transport BD হলো চিটাগং এর পেট কুরিয়ারের সূচনা।আমাদের চেয়ে ভালো আরো আসবে,বাট আমরা যে পথটা দেখছি এই শহরে তা অন্যরা দেখে নাই।

নিচের ট্রান্সপোর্ট করা দুটো বিড়াল চট্টগ্রামে ইনসাইড সার্ভিস।আস্থা আর বিশ্বাস রাখুন।

ঢাকা - চট্টগ্রাম ট্রান্সপোর্ট। চট্টগ্রাম ঢাকা হাইওয়ে এখন দেশের সবচেয়ে ব্যস্ত আর বাজে হাইওয়ে।৫-৬ঘন্টার রোড এখন পার হতে সম...
14/09/2024

ঢাকা - চট্টগ্রাম ট্রান্সপোর্ট।
চট্টগ্রাম ঢাকা হাইওয়ে এখন দেশের সবচেয়ে ব্যস্ত আর বাজে হাইওয়ে।৫-৬ঘন্টার রোড এখন পার হতে সময় লাগে ৮-৯ঘন্টা।এই লম্বা সময় ক্যাট নিয়ে ট্রাভেল করা বেশ চ্যালেঞ্জিং।আমাদের টিম চেষ্টা করে বেশ নিরাপত্তার সাথে এটা হ্যান্ডেল করতে।

Pet Transport BD
Amarprani.com

আমাদের একটা প্ল্যানিং চলছে একুয়া নিয়ে।আমরা একুয়া ইকোসিস্টেম নিয়ে কাজ করবো আর মূলত এটা নিজেদের শখ থেকে।আমরা বাসাবাড়িতে কা...
13/09/2024

আমাদের একটা প্ল্যানিং চলছে একুয়া নিয়ে।
আমরা একুয়া ইকোসিস্টেম নিয়ে কাজ করবো আর মূলত এটা নিজেদের শখ থেকে।আমরা বাসাবাড়িতে কাস্টমাইজড একুরিয়াম ইন্টেরিয়র নিয়ে কাজ করতে আগ্রহী।যদিও এটার কোনো খসড়া আমরা তৈরী করি নি।তাছাড়া একুয়া প্লান্টের ভালো ডিমান্ড মার্কেটে আছে।আপনি ইমেজ করুন একটা ডেডিকেটেড একুয়া ইকোসিস্টেম বিল্ডিং সার্ভিস কতটা এফেক্টিভ হতে পারে।

ইনসাইড ঢাকা ট্রান্সপোর্ট। পুরো ঢাকা শহরে আমাদের ট্রান্সপোর্ট চলছে নিরাপদে। দ্রুত ইনসাইড সিটি ট্রান্সপোর্ট পেতে যোগাযোগ ক...
13/09/2024

ইনসাইড ঢাকা ট্রান্সপোর্ট।
পুরো ঢাকা শহরে আমাদের ট্রান্সপোর্ট চলছে নিরাপদে। দ্রুত ইনসাইড সিটি ট্রান্সপোর্ট পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
Pet Transport BD
Amarprani.com
Pet Society Of Pet Transport BD

ট্রান্সপোর্ট ছিলো ঢাকা টু খুলনা।পুরাতন ক্লায়েন্ট আমাদের আবার সার্ভিস নিলো।আমরা চেষ্টা করেছি স্মুথ সার্ভিস দিতে। আশা করি ...
10/09/2024

ট্রান্সপোর্ট ছিলো ঢাকা টু খুলনা।
পুরাতন ক্লায়েন্ট আমাদের আবার সার্ভিস নিলো।আমরা চেষ্টা করেছি স্মুথ সার্ভিস দিতে। আশা করি সফল হয়েছি।
ট্রান্সপোর্ট চলছে ঢাকা,চট্টগ্রাম, রাজশাহী বিভাগে। যোগাযোগ করুন ট্রান্সপোর্টের জন্য।

Pet Transport BD X Amarprani.com

09/09/2024

Pet Transport BD এখন রাজশাহীতে। রাজশাহী এবং রাজশাহী বিভাগের সকল জেলায় পেট ট্রান্সপোর্ট হবে অনায়াসে।

আমাদের বিশেষত্বঃ
প্রফেশনাল পেট ট্রান্সপোর্ট টিম রয়েছে,
টেকনোলজি ভিত্তিক প্লাটফর্ম,
লাইভ ট্রান্সপোর্ট আপডেট,
স্বল্প ট্রান্সপোর্ট ফেয়ার,
ফোস্টার হোমের ডেডিকেটেড ট্রান্সপোর্ট টিম।

কুকুর, বিড়াল, খরগোশ, পাখি সহ যাবতীয় লিগ্যাল পোষা প্রাণী ট্রান্সপোর্ট করুন নিশ্চিন্তে।যারা রাজশাহী বিভাগে ফোস্টার মালিক অথবা পেট শপ চালাচ্ছেন তাদের জন্য রয়েছে সব জনপ্রিয় ব্র্যান্ডের পেট ফুড,পেট আইটেম হোলসেলে ক্রয় করার সুযোগ।

যুক্ত হোন আমাদের গ্রুপে Pet Society Of Pet Transport BD

Address

Chawkbazar, Chittagong
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Pet Transport BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Transport BD:

Share

Category