Pet Transport BD

Pet Transport BD Hello Bangladeshi pet lovers .. We serve the best pet transport services all over bangladesh.
(1)

Fraud Alertবিডি পেট ট্রান্সপোর্ট নাম বলে কিন্তু পেজ আর লগো ব্যবহার করে আমাদের এমনকি অফিস লোকেশন দেয় আমাদের।পরে অফিসে আসব...
27/07/2025

Fraud Alert
বিডি পেট ট্রান্সপোর্ট নাম বলে কিন্তু পেজ আর লগো ব্যবহার করে আমাদের এমনকি অফিস লোকেশন দেয় আমাদের।পরে অফিসে আসবো বললে আর কল ধরে নাহ।ট্রান্সপোর্টের নামে এডভান্স টাকা হাতিয়ে নিয়ে প্রতিনিয়ত প্রতারণা করছে এই বাটপারগুলো।শুয়োরগুলোকে অতিদ্রুত ধরার ব্যবস্থা নিচ্ছি আমরা। তার উপর চকবাজারের লোকেশন দিচ্ছে যে লোকেশনে আমাদের জন্ম আর বেড়ে উঠা।দেখি কতদূর খেলা হয় এটার।আমি জানি শুয়োরের বাচ্চাটা পোস্ট দেখবে তাই এভাবে বলা।

আর আপনাদের বলছি দয়া করে নিজেরা যোগাযোগ না করে এডভান্স দিয়ে বুকিং দিবেন নাহ কুরিয়ার। আপনাদের অসচেতনতার কারণে এরা মাথাচাড়া দিয়েছে। তারা চট্টগ্রাম টু সিলেট ট্রান্সপোর্ট খরচ নিচ্ছে ১৬৫০ টাকা। আমরা ৫বছর ট্রান্সপোর্ট করেও কখনো ৩০০০টাকার নিচে সিলেটে সার্ভিস দিতে পারি নি।শুধু টাকা কম দেখে লাফিয়ে উঠে বুকিং দিয়ে দিবেন আর এমন প্রতারণার শিকার হবেন নাহ তা কেমনে হয়।

আমি এদের নাম্বার দিয়ে দিচ্ছি বাকি কাজ আপনারা করে নিন - +8801950421225. কল দিয়ে যত গালি দিবেন তত পার্সেন্ট অফার দিবো।

https://www.facebook.com/share/16tsxfj4vX/ এটা আরেক ফ্রডের আইডি

ট্রান্সপোর্ট সার্ভিস আর অবহেলাএই দুটি সাদা, নিষ্পাপ মেয়ে বিড়ালকে একজন ভাই মিরপুর থেকে এডপশন নেবেন বলে কথা দিয়েছিলেন। মহা...
19/07/2025

ট্রান্সপোর্ট সার্ভিস আর অবহেলা
এই দুটি সাদা, নিষ্পাপ মেয়ে বিড়ালকে একজন ভাই মিরপুর থেকে এডপশন নেবেন বলে কথা দিয়েছিলেন। মহানগর থেকে আমার টিম বৃষ্টির মধ্যে রওনা হয়ে ওনার কাছে পৌঁছেও যায়। কিন্তু কী আশ্চর্য! তিনি আর ফোনই ধরেন না। আমার ডেলিভারি টিম ঘণ্টাখানেক ভিজে দাঁড়িয়ে থেকে শেষমেশ এই অবলা প্রাণীদের নিয়ে ফিরে আসে…

ভেবেছিলেন, একটা ঘর পাবে ওরা... একটু আশ্রয়। কিন্তু পেল শুধু অবহেলা।
এই অবলা প্রাণীগুলো তো কিছুই বলতে পারে না।

আপনার সামর্থ্য না থাকলে অনুরোধ, শুধু “পাওয়ার মায়া” দেখিয়ে এডপশন নিতে যাবেন না। এটা কারো জন্যই আনন্দদায়ক নয় – না বিড়ালগুলোর, না আমাদের, না পাঠানোর জন্য যার সময়, শ্রম আর অর্থ ব্যয় হয়।

🔸 বিড়ালের বয়স: ১ মাস ২০ দিন
🔸 লিঙ্গ: দুটি-ই মেয়ে
🔸 মা মারা গেছে
🔸 খাবার: দুধ, মাছ ও সিদ্ধ ভাত খায়

বাংলাদেশের যেকোনো লোকেশনে কুরিয়ারে পাঠানো যাবে।
আর রামপুরা, মগবাজার বা মালিবাগ এলাকায় হলে আপনি চাইলে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন।

দয়া করে শুধু তখনই যোগাযোগ করুন যদি আপনি সত্যিকারের দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন।

একটি নিরাপদ ঘরের আশায় রইলাম।

আমাদের যাত্রা: এক কুরিয়ার সার্ভিস থেকে পেট কুরিয়ার পর্যন্তআজ পর্যন্ত সবমিলিয়ে আমরা ২০,০০০+ এরও বেশি মেসেজ,কল,ক্লায়েন্ট হ...
17/07/2025

আমাদের যাত্রা: এক কুরিয়ার সার্ভিস থেকে পেট কুরিয়ার পর্যন্ত

আজ পর্যন্ত সবমিলিয়ে আমরা ২০,০০০+ এরও বেশি মেসেজ,কল,ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি। ভাবতে অবাক লাগে—এই যাত্রার শুরুটা হয়েছিল একদম ভিন্ন এক পথ ধরে।

২০১৯ সালের শেষদিকে, চট্টগ্রাম শহরে আমরা একদম অফলাইনে কুরিয়ার সার্ভিস শুরু করি। তখন চট্টগ্রামে বিড়াল পালনের কালচার খুবই সীমিত ছিল—মূলত খুলশি, নাসিরাবাদ, সুগন্ধা এই কয়েকটি লোকেশনেই বিড়ালের দেখা মিলত। তখন আমাদের পরিকল্পনা ছিল একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, যেখানে বিড়াল কেনাবেচা করা যাবে। আমরা সেটার প্রায় পুরো কাজই শেষ করেছিলাম। কিন্তু শেষমেশ মনে হলো—এই পথে আমাদের ঠিক জমবে না।

এরপর আমরা মন দিলাম কুরিয়ার ব্যবসায়। রেডেক্স তখন নতুন বাজারে এসেছিল, আর আমরা তখন ইন্টারের ছাত্র। শুরু করলাম গ্যাজেট কুরিয়ার সার্ভিস, বিশেষ করে করোনার সময় সাইকেল করে কুরিয়ার ডেলিভারি দিতাম। কখনো হেডফোন,মোবাইল পার্টস,ট্রিমার বা কখনো মাস্ক। সেই সাহসিকতার দিনগুলো আজো আমাদের মনে আছে।

গ্যাজেট কুরিয়ার করতে করতেই একদিন খুলশি থেকে নিজেদের পালার জন্য একটা বিড়াল আনতে গিয়ে আমাদের মাথায় আসে এক নতুন চিন্তা—পেট কুরিয়ার সার্ভিস! প্রথমে সবাই হাসছিলো, অবাক হচ্ছিলো—"এমন কিছু কি সত্যিই সম্ভব?" কিন্তু আমরা ওত ভাবি নি, যাস্ট শুরু করে দিলাম।

দেখতে দেখতে ২০২৫ সাল চলে এসেছে। আমরা তখন তরুণ ইন্টারের ছাত্র, আজ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। আর আমাদের সেই ছোট্ট কুরিয়ার সার্ভিস এখনো চলছে—শুধু চলছে না, অনেকের ভালোবাসার অংশ হয়ে উঠেছে।

এই কুরিয়ার সার্ভিস আমাদের স্টুডেন্ট লাইফের ইনকামের উৎস ছিল, কিন্তু এটা শুধু টাকার কথা নয়—এটা আমাদের শেখানো, গড়ে তোলা, বাঁচিয়ে তোলা একটা স্বপ্ন। এই সেক্টরকে আমরা কিছু দিতে পেরেছি—আর এই সেক্টরও আমাদের অনেক কিছু শিখিয়েছে।

আমরা এখনও চট্টগ্রামে কাজ করি—যে শহরে এক সময় "বিড়াল" ছিল বিলাসিতা। আজ সেখানে প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পেরেছি—এইটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

Pet Transport BD এটা ব্যবসা নাহ শুধু কিছু সময়ের জন্য ভালোবাসা,ভালো লাগার কাজ।

পেট ট্রান্সপোর্ট বিডি – আমাদের পথচলার আরেকটি দিনঅনেক দিন পর আজ আমি নিজেই আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস পরিচালনা করেছি। একদ...
17/07/2025

পেট ট্রান্সপোর্ট বিডি – আমাদের পথচলার আরেকটি দিন
অনেক দিন পর আজ আমি নিজেই আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস পরিচালনা করেছি। একদিকে সময় মেলাতে পারছিলাম, অন্যদিকে আমাদের ঢাকা জোনের ডেলিভারি টিমের সদস্যরা সবাই শিক্ষার্থী — ফলে নির্ধারিত সময়ে কেউ যেতে পারেনি। সেই কারণে আজকের ডেলিভারিগুলো আমি নিজেই সম্পন্ন করি।

পেট ট্রান্সপোর্ট বিডি-তে আমার অভিজ্ঞতা বেশ ভালো। শহরের ভেতরে এবং বাইরের গন্তব্যে বিড়াল ও গার্ড ডগসহ নানা ধরনের পোষা প্রাণী পরিবহন করেছি আমরা।

আমার এই কচি প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আমার সঙ্গেই বেড়ে উঠছে। সামনে কী আছে, তা একমাত্র আল্লাহই ভালো জানেন — আমরা কেবল চেষ্টা করে যেতে পারি।

Transport from nikunjo to AKS Animal Care Boarding

01/07/2025

Cat grass stick for hair removal,good for digestive system.
🟢 অল্প দামে বিড়ালের জন্য প্রয়োজনীয় ক্যাটগ্রাস স্টিক!
📦 শীঘ্রই আমাদের কাছে আসছে হাজার খানেক স্টক, যা বাজারমূল্যের তুলনায় ৩০-৩৫% কম দামে পাবেন ইনশাআল্লাহ!

🟢 ক্যাটগ্রাস স্টিকের কাজ কী?
আপনার বিড়াল যখন নিজের শরীর পরিষ্কার করে, তখন অনেক লোম তার পেটে চলে যায়। এতে: 🔸 বদহজম
🔸 বমি
🔸 খাবারে অনীহা
এসব সমস্যার জন্ম দেয়।
এই ক্যাটগ্রাস স্টিক বা লাইপেজ জাতীয় খাবার পেটের লোম ও ময়লা বের করে দিতে সাহায্য করে। ফলে বিড়ালের রুচি বাড়ে, শরীর সুস্থ থাকে।

🟢 কেন নরমাল ঘাস নয়?
⛔ সাধারণ ঘাস খুব দ্রুত নষ্ট হয়ে যায়
⛔ ফ্যাকাসে হয়ে যায়
⛔ ঘ্রাণ না থাকায় বিড়ালরা পছন্দ করে না
✅ কিন্তু ক্যাটগ্রাস স্টিক দীর্ঘস্থায়ী, ঘ্রাণযুক্ত ও বিড়ালের জন্য আকর্ষণীয়।

🟢 কার জন্য সবচেয়ে দরকারি?
বিশেষ করে পার্সিয়ান ও মিক্সড ব্রিডের বিড়ালদের জন্য যাদের নিয়মিত গ্রুমিং করা হয় না।

⚠️ আমরা এখনও ছোট পরিসরে কাজ করছি। আপনারা যদি আগ্রহ দেখান, তাহলে আমরা আরও বড় পরিসরে আনতে পারব ইনশাআল্লাহ।
✅ যারা বিজনেসে ইনভেস্ট করতে চান, তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

যারা আমাদের বিজনেসে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন।

Fraud alertসাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, আমাদের পেজের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি প্রতারণা করছে। আজকেও একজন ...
27/06/2025

Fraud alert
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, আমাদের পেজের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি প্রতারণা করছে। আজকেও একজন আপুর কাছ থেকে একজন প্রতারক ৭০০ টাকা নিয়েছে এবং বলেছে যে সে কুমিল্লা থেকে বরিশালে ক্যাট ডেলিভারি করবে। তারা আমাদের পেজের নাম ব্যবহার করেছে। পরে সেই আপু আমাদের পেজে নক করলে পুরো বিষয়টি পরিষ্কার হয়।

এমন ঘটনা আমরা আগেও একাধিকবার দেখেছি। তাই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি —

আমাদের অফিসিয়াল পেজে( Pet Transport BD) ইনবক্স করা ছাড়া অথবা আমার ব্যক্তিগত আইডি (Imtiaz Mahmud) তে নক করা ছাড়া কেউ যদি কোনো লেনদেন করেন বা রিকুয়েস্ট কনফার্ম করেন, তার দায়দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার নিজের।

আমরা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, তবে প্রতিনিয়ত নতুন নতুন আইডি থেকে প্রতারণা হওয়ায় তাদের পুরোপুরি কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছে।

⚠️ তাই আপনারা নিজ দায়িত্বে সতর্ক থাকুন। কোনো লেনদেনের আগে অবশ্যই পেজ বা আমার আইডিতে কনফার্ম করুন।

নীচে প্রতারকের দেওয়া নম্বর ও নাম শেয়ার করা হলো যেন ভবিষ্যতে আপনারা সাবধান থাকতে পারেন।

Long distance transportএই সুন্দর বিড়ালটি এক ভাই নওগাঁ থেকে ফেনী পাঠিয়েছেন, একজন প্রিয়জনের জন্য উপহার হিসেবে। আমাদের জন্য...
27/06/2025

Long distance transport
এই সুন্দর বিড়ালটি এক ভাই নওগাঁ থেকে ফেনী পাঠিয়েছেন, একজন প্রিয়জনের জন্য উপহার হিসেবে। আমাদের জন্য এটি ছিলো একটি দীর্ঘ দূরত্বের ডেলিভারি।

লং ডিস্টেন্স ডেলিভারিতে আমরা খুব বেশি প্রফিট করি না। তাই যিনি এই অর্ডারটি হাতে নিয়ে কাজ করেন, তাঁকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করি। একইসাথে ক্লায়েন্টের দিকটাও বিবেচনায় রাখি—চাই না যেন তাঁর ওপর অতিরিক্ত খরচ চাপিয়ে দেই।

যে ট্রান্সপোর্টে সীমিত খরচে নিরাপদে ডেলিভারি সম্ভব নয়, সেই অপশন আমরা নিতে চাই না। কারণ আমাদের কাছে প্রতিটি পোষা প্রাণী একটি দায়িত্ব, শুধু একটি প্যাকেজ নয়।

বর্তমানে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে। ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছি—কীভাবে এই উদ্যোগটিকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া যায়। সময় হাতে কম, কিন্তু স্বপ্ন অনেক বড়।

Pet Transport BD
Pet Society Of Pet Transport BD

উত্তরবঙ্গের ট্রান্সপোর্ট আমরা অফ করেছিলাম এই মাসের ২তারিখ থেকে। ইদের ছুটিতে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা বেশ কষ্টকর। তাই ...
15/06/2025

উত্তরবঙ্গের ট্রান্সপোর্ট আমরা অফ করেছিলাম এই মাসের ২তারিখ থেকে। ইদের ছুটিতে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা বেশ কষ্টকর। তাই আমরা ১৪ তারিখ পর্যন্ত বেশ কয়েকটা ট্রান্সপোর্ট রিকুয়েষ্ট ক্যান্সেল করেছি।
ইনশাআল্লাহ আমাদের বর্তমান কার্যক্রম চালু হয়েছে।আর শুরুতে সব সার্ভিসে সর্বোচ্চ ১০% পর্যন্ত ডিসকাউন্ট লুফে নিতে পারেন এই এক সপ্তাহে।

Pet Society Of Pet Transport BD

AKS Animal Care Boarding puts their trust in us.They are the leading foster home service provider in Bangladesh — highly...
15/06/2025

AKS Animal Care Boarding puts their trust in us.

They are the leading foster home service provider in Bangladesh — highly experienced, hygienic, and animal-friendly.

Working with them is always a matter of pride for me and my team. We are early starters, and yes, we may have made some mistakes along the way. But believe me, my team is one of the hardest-working teams out there.

It’s a proud moment for me that we’re contributing to this industry in our own way.

Puppies arrived at their new home in Orlando, FL ❤️
15/06/2025

Puppies arrived at their new home in Orlando, FL ❤️

15/06/2025

সাভার টু চট্টগ্রাম ট্রান্সপোর্ট।
বৃষ্টির কারণে এই ট্রান্সপোর্ট করতে সময় লাগছে প্রায় ২৪ ঘন্টা।তাও আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে পেরেছি করতে।

নোট: এই ভিডিও আমাদের ট্রান্সপোর্ট শেষে ক্লায়েন্ট থেকে পাওয়া।আমরা আরো সচেতনতা আর নিরাপত্তার সাথে পেট হ্যান্ডেল করে থাকি।

পোষা প্রাণী পরিবহনের দরকার কি আসলেই আছে? সাধারণত আমরা পেট ট্রান্সপোর্ট সার্ভিসের ভালো দিকগুলোই তুলে ধরি। কিন্তু আজ একটু ...
15/06/2025

পোষা প্রাণী পরিবহনের দরকার কি আসলেই আছে?

সাধারণত আমরা পেট ট্রান্সপোর্ট সার্ভিসের ভালো দিকগুলোই তুলে ধরি। কিন্তু আজ একটু ব্যতিক্রম ভেবে লিখছি—এই প্রশ্নটা অনেকের মনেই আসে:
"আসলে কি পেট ট্রান্সপোর্ট সার্ভিস প্রয়োজন?"

আমরা যেহেতু নিজেরাই এই সার্ভিস দিচ্ছি, তাই শুধু নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে একমাত্র সমাধান ভাবাটা অনুচিত। বরং চিন্তা করা উচিত, এই সার্ভিসের বাস্তব প্রয়োজনীয়তা এবং কারা এই সার্ভিসের প্রকৃত ইউজার।

ধরুন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম একটা কুকুর ট্রান্সপোর্ট করতে চান।
আমরা সাধারণত এমন একটি রুটে ৮-১০ হাজার টাকা চার্জ করে থাকি।
এই পর্যায়ে একটা প্রশ্ন আসেই—এই খরচে তো আপনি রেন্ট-এ-কার করে নিজেই নিয়ে যেতে পারেন, তাই না?

তাহলে আমরা আসলে কী অফার করি?

✅ ১. সময়ের মূল্য:
ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসা করলে কমপক্ষে ১৮-২০ ঘণ্টা সময় লাগে। মানে একদিনের পুরোটাই চলে যাবে। সবার পক্ষে এই সময়টুকু দেওয়া সম্ভব? উত্তর হলো, না—বিশেষ করে যদি আপনি চাকুরিজীবী বা ব্যস্ত থাকেন।

✅ ২. ক্লান্তি ও দায়িত্ব ঝুঁকি কমানো:
নিজে গিয়ে পোষা প্রাণী ট্রান্সপোর্ট করা মানে অনেক ঝামেলা, দায়িত্ব আর অনিশ্চয়তা।
আমরা সেই দায়িত্বটাই নিচ্ছি আপনার হয়ে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা প্রাণীর নিরাপত্তা, কমফোর্ট ও কেয়ার নিশ্চিত করবো।

✅ ৩. খরচ প্রায় সমান, কিন্তু সাশ্রয় আপনার সময়ের:
আপনি নিজে গিয়ে যেভাবে ৮-১০ হাজার টাকা খরচ করবেন, আমাদের সার্ভিসেও খরচ প্রায় কাছাকাছি। কিন্তু আমরা সেই সময়টা আপনার জন্য সেভ করি।
আমাদের ব্যবসা মূলত সময়ের মূল্য নিয়ে।

✅ ৪. নিরাপদ ও পেশাদার হ্যান্ডলিং:
আমাদের ট্রেইনড টিম জানে কিভাবে প্রাণীকে স্ট্রেস-মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ট্রান্সপোর্ট করতে হয়। সাধারণ ট্রান্সপোর্ট কিংবা অপরিচিত মানুষের হাতে এটা সম্ভব না।

আমাদের সার্ভিসসমূহঃ

Dog & Cat Long-Distance Transport
Inter-City Pet Delivery (Dhaka, Chattogram, Sylhet, Rajshahi, etc.)
Airport Drop-off & Pick-up for Pets
Vet-Supervised Transport (for sick or aged pets)
Special Crate Arrangement & Travel Paperwork Assistance
Live Tracking & Regular Updates during transport

আমরা বিশ্বাস করি—যাদের সময়, পরিশ্রম, এবং প্রাণীর নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তারা আমাদের সার্ভিসের প্রকৃত গ্রাহক।
যারা কেবল “খরচ কমানোর” দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাদের জন্য এটা আদর্শ অপশন নাও হতে পারে।

Pet Transport isn’t just about movement. It’s about care, time, and trust.

আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা বুকিং করতে চান, ইনবক্স করুন এখনই।
Pet Transport BD পোষা প্রাণীর নিরাপদ যাত্রা

Address

Chawkbazar, Chittagong
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Pet Transport BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Transport BD:

Share

Category