Friends Pigeons

Friends Pigeons Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friends Pigeons, Pet breeder, Oxygen, Chittagong.

🌅sunset🌅
04/01/2023

🌅sunset🌅

⛄
28/12/2022

ভালোবাসা🥰
06/06/2022

ভালোবাসা🥰

👑
27/05/2022

👑

রেসিং হোমা রানিং পেয়ার ১০০% সুস্থ ও ফিটকিং বেবী  (সিঙ্গেল)বয়স ২ পর ১০০%সুস্থ ও ফিট লোকেশন: অক্সিজেন, চট্টগ্রাম যোগাযোগ :...
22/09/2021

রেসিং হোমা
রানিং পেয়ার
১০০% সুস্থ ও ফিট

কিং বেবী (সিঙ্গেল)
বয়স ২ পর
১০০%সুস্থ ও ফিট
লোকেশন: অক্সিজেন, চট্টগ্রাম
যোগাযোগ :01616687474

01/07/2021
আলহামদুলিল্লাহ্,সেনাবাহিনীর শ্রদ্ধেয় বড় ভাই বুকিং দিয়ে দিল ।
15/06/2021

আলহামদুলিল্লাহ্,

সেনাবাহিনীর শ্রদ্ধেয় বড় ভাই বুকিং দিয়ে দিল ।

📦বুকিং হয়ে গেছে📦👑কিং বেবী পেয়ার👑       বয়স- ৪৫ দিন ।          ১০০% সুস্থ        নিজে খেতে পারে লোকেশন- অক্সিজেন, চট্টগ্র...
14/06/2021

📦বুকিং হয়ে গেছে📦

👑কিং বেবী পেয়ার👑

বয়স- ৪৫ দিন ।
১০০% সুস্থ
নিজে খেতে পারে

লোকেশন- অক্সিজেন, চট্টগ্রাম ।
যোগাযোগ- 01616687474
প্রয়োজনে সরাসরি কল করুন ।

[বি:দ্র: দয়া করে কমেন্টে দাম জিজ্ঞেস করবেন না]

কবুতর শান্তির প্রতীক,                        তাই এটা নিয়ে প্রতারণা করবেন না
12/06/2021

কবুতর শান্তির প্রতীক,
তাই এটা নিয়ে প্রতারণা করবেন না

 #স্প্লেইড - লেগস বা স্প্রেডল লেগসস্প্লেইড - লেগস বা স্প্রেডল লেগস হলে পা দুটো ২ পাশে ছড়িয়ে থাকবে পাখি তার দুই পায়ে দ...
10/06/2021

#স্প্লেইড - লেগস বা স্প্রেডল লেগস

স্প্লেইড - লেগস বা স্প্রেডল লেগস হলে পা দুটো ২ পাশে ছড়িয়ে থাকবে পাখি তার দুই পায়ে দাড়াতে পারবে না , হাটা - চলা করতে পারবে না এবং অনেক কষ্ট করে শরীর নাড়াচাড়া করবে ৷

প্রায় অকেজ হয়ে পরবে সে , তাই একা বেচে থাকার ক্ষমতা থাকবে না ।

এ সমস্যা মূলত বাচ্চাদের হয় তবে আঘাতজনিত কারনে বড় পাখিরও হতে পারে ৷

কারণঃ
১। ডিমে তা দেয়ার সময় যথাযথ আদ্রতা বজায় না থাকলে অনেক ক্ষেত্রে পায়ের মাসল সঠিকভাবে গঠিত হয় না , তখন বাচ্চা জন্মগত ভাবে এ সমস্যা নিয়ে বড় হতে থাকে ।

২ | ক্যালসিয়ামের অভাবে পায়ের হাড্ডি ছােটবেলায় ঠিকমত শক্ত না হলে এমন হতে পারে । ভিটামিনের অভাবে হলে বেশিরভাগ সময় শুধু এক পা ছড়িয়ে থাকে ৷

৩। জন্মের পর যদি মা , বাবা বা ভাই - বােন অতিরিক্ত চাপ দিয়ে বাচ্চার উপরে বসে থাকে । তাহলে চাপের কারনে বাচ্চা ঠিকমত তার পা সােজা করার সুযােগ পায় না ৷

৪৷ চলাফেরা করা শিখতে হয় বাচ্চাদের ১৮ দিনের মধ্য ৷ এই সময়ে বাচ্চাদের হাড়ি বা বাক্সে নড়াচড়া করা প্রয়ােজন ৷ পা দিয়ে জিনিসপত্র ধরে রাখার সুবিধা না পেলে পায়ের আঙ্গুল ঠিকমত শক্ত হতে পারবে না ৷

৫৷ যদি হাড়ি বা বাক্স পিছলা হয় ৷ পিছলা জিনিষে বাচ্চারা দাড়াতে পারবে না চেষ্টা করলেই পিছলে পড়ে যাবে , যার ফলে হাটা - চলার অসুবিধা হবে ও পা ছড়িয়ে থাকবে ।

৬। অন্য কোন কারনে নিয়মিত পায়ের ব্যায়াম না হলে এবং বাচ্চার পা দুই পাশে ছড়িয়ে থাকলে সেই হাড্ডির বয়েস বেড়ে শক্ত হতে থাকে ৷ বাকা পা শক্ত হলে সেই পা আর ঠিক করা সম্ভব হয় না ৷

● প্রতিরােধঃ
১৷ শক্তিশালী মাসল ও হাড় গঠনের জন্য প্রয়ােজনীয় প্রােটিন ও ক্যালসিয়ামযুক্ত সুষম খাবার দিতে হবে ।

২৷ পিছলা হাড়ি বা বাক্স ব্যাবহার করা যাবে না ' হাড়িতে ছালা বা কাঠের তুষ দিতে পারেন যাতে সহজে দাড়াতে পারে ।

৩। বাচ্চাদের বয়স ১৩ দিন হওয়ার পড়ে নিয়মিত তাদের পা দেখবেন ! পায়ে যদি পায়খানা লেগে থাকে , তাহলে পরিষ্কার করতে হবে , নইলে শক্ত পায়খানা হাড্ডি ঠিকমত বড় হতে দিবে না ' কুসুম গরম পানিতে টিশু ভিজিয়ে পায়ে হাল্কা চাপ দিয়ে পায়খানা পরিষ্কার করে দিবেন ।

●প্রতিকারঃ
কম বয়স থাকাকালীন চিকিৎসা শুরু করলে অনেক দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যায় ৷ কিন্তু বাচ্চা বড় হয়ে হাড় শক্ত হয়ে গেলে তা ঠিক হয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ।

১ ম পদ্ধতি - কবুতরের দুই পায়ে দুইটা রিং পরিয়ে একটি সূতা দিয়ে বেধে দিতে পারেন ।এক্ষেত্রে ক্লিপ সিস্টেম রিং গুলো ব্যবহার করা ভাল যা পরবর্তীতে খুলে ফেলতে পারবেন।সূতা বাধার ক্ষেত্রে পা ব্যালেন্স করে তারপর গিট দিবেন ।

২ য় পদ্ধতি মেক - আপ এর স্পঞ্জ কেটে নিয়ে , নির্দিষ্ট জায়গায় দুটি ছিদ্র করে পাখির পা দুটো ঢুকিয়ে দিতে হবে ! এভাবে বাচ্চাকে ১-২ সপ্তাহ দেখাশুনা করতে হবে ৷ হাড্ডি শক্ত হলে যখন মেক - আপ স্পঞ্জ পড়েও পাখি দাড়াতে পারবে , তখন স্পঞ্জ থেকে তার পা বের করে দিতে হবে

৷ ৩ য় পদ্ধতি - একটি নরম চুল বাধার ব্যান্ড নিয়ে স্ট্র ছােট করে কেটে সেটার ভিতর দিয়ে ব্যান্ড ঢুকিয়ে দুই কোনার ভিতর দিয়ে দুই পা ঢুকিয়ে দিতে হবে ৷ স্ট্র এমন ভাবে কাটতে হবে যাতে বাচ্চার পায়ে তা ঘষা না খায় । প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে ২-৩ দিনেই বাচ্চা সুস্থ হয়ে নিজেনিজে সঠিকভাবে হাটা শুরু করতে পারবে , অন্যথায় ১-২সপ্তাহ অপেক্ষা করতে হবে ।

●ঔষধ :
আক্রান্ত বাচ্চাটাকে ৭ দিন এবি1 এবং ক্যালটেড অর্ধেক খাওয়াতে হবে

[বি:দ্র: ভূল ক্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন ]
{ভালো লাগলে পেইজ লাইক দিতে পারেন}

গ্রীষ্মের খরতাপের পর স্বস্তির বৃষ্টি । ঋতু বদলে স্বস্তির সাথে ভােগান্তিও কম না । ঋতু বদলের সাথে বদলাতে হয় কবুতরের পরিচর...
06/06/2021

গ্রীষ্মের খরতাপের পর স্বস্তির বৃষ্টি । ঋতু বদলে স্বস্তির সাথে ভােগান্তিও কম না । ঋতু বদলের সাথে বদলাতে হয় কবুতরের পরিচর্যার কিছু বিষয় ।

দেখে নেই , বর্ষায় কবুতরের যত্নে কবুতর পালকদের করণীয়গুলাে ।

●বর্ষায় কবুতরের বাসস্থানে যেন বৃষ্টির পানি না আসে , স্যাতস্যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন । জীবাণুমুক্ত রাখতে স্প্রের ছিটান ।

● খাঁচায় ছােট এক টুকরা কাপড় , পেপার , বা চট দিতে পারেন ।
কবুতর নিজে থেকে ভিজলে তেমন সম্যসা নাই ।

তবে খাঁচার কবুতর ভিজে গেলে সম্যসা হওয়া স্বাভাবিক ।

● কবুতরের শরীরে যেন ঠান্ডা বাতাস না লাগে ।

● রােদ না থাকার কারনে খাবার শুকাতে না পারলে , অল্প আঁচে খাবার গরম করুন । তবে গরম পানি দেবেন না ।

●তৈল বীজের ( তিসি , সরিষা , কুসুম বিচি , সূর্যমুখী বিচি ইত্যাদি ) পরিমাণ বাড়িয়ে দিন । ভিটামিন ও মিনারেলের পরিমাণও একটু বাড়ানাে যায় ।

●বর্ষায় ঠান্ডাজনিত রােগ ছাড়াও , সালমােনেলা , করাইজা , ডিপথেরিয়া বিশেষ করে করাইজা এবং ডিপথেরিয়া বেশি দেখা দেয় ।
এসব রােগের ঔষুধগুলাে আগেই মজুদ রাখুন ।

●কবুতরের ঠান্ডাজনিত রােগের জন্য 'ডক্সিসাক্লিন' গ্রুপের যেকোন ঔষধ,
প্রতিরোধে লিটারে .৫ (আধা) গ্রাম ৩ দিন দিতে পারেন ।
প্রতিকারে লিটারে ১ গ্রাম ৩/৫দিন দিতে পারেন ।

[বি:দ্র: ভূল ক্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন ]

13/05/2021
টাল বা পক্ষাঘাতের সাথে সকল কবুতর পালকই পরিচিত৷ অনেকে মনে করেন পর্যাপ্ত খাবার (সীডমিক্স) দিলে কবুতরের ভিটামিনের অভাব হয় ন...
13/04/2021

টাল বা পক্ষাঘাতের সাথে সকল কবুতর পালকই পরিচিত৷ অনেকে মনে করেন পর্যাপ্ত খাবার (সীডমিক্স) দিলে কবুতরের ভিটামিনের অভাব হয় না৷ এ কথা একদম ভুল৷ টাল বা পক্ষাঘাতের মূল কারনই হল ভিটামিনের অভাব৷ প্রয়োজনীয় ভিটামিনের অভাবের কারনে স্নায়বিক দূর্বলতার কারনে পক্ষাঘাত হয়৷ কোন শিকারি প্রাণী দ্বারা আক্রান্ত হলেও স্নায়বিক দূর্বলতার কারনেও পক্ষাঘাত হতে পারে৷ ডিপথেরিয়া, সালমোনেলা, pmv এর কারনে যে পক্ষাঘাত দেখা দেয়, তা রোগের লক্ষণ৷ আর এখানে যে পক্ষাঘাত নিয়ে আলোচনা হচ্ছে, তা নিজেই একটি রোগ৷ তাই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে৷ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারনের পক্ষাঘাতের সাথে যেন ভিটামিনের অভাবের পক্ষাঘাত এক করে না ফেলি৷ ভিটামিনের অভাবে পক্ষাঘাতের মৃত্যুহার কম হলেও ব্যাকটেরিয়া, ভাইরাসে আক্রান্ত পক্ষাঘাতে মৃত্যুহার বেশি৷ বিশেষ করে কম বয়সী কবুতরের৷ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারনের পক্ষাঘাত হলে আগে ব্যাকটেরিয়া, ভাইরাসের চিকিৎসা করতে হবে, এর পর পক্ষাঘাতের চিকিৎসা করতে হবে।

◆ লক্ষণ
• ঘাড় বাকা হয়ে যায় বা পিছনের দিকে হেলে পড়া।
• সোজা হয়ে দাঁড়াতে বা উড়তে পারে না।
• খাবারে ঠিক মত ঠোকর দিতে পারে না।
• দিক বা লক্ষ ঠিক থাকে না।
• গোল গোল ঘুড়তে থাকে।
• মাথা ঝুলে যায়।
• খেতে না পেরে দুর্বল হয়ে যায়।
• ঝিমাতে পারে।
• শ্বাস প্রশ্বাসে সম্যসা৷
• ডানা/পাখা বা পায়ে পক্ষাঘাতগ্রস্ত হলে ডানা/পা ঠিকমত নড়াচড়া করাতে পারে না৷
• পাখা ঝুলে থাকে৷
• পায়ের নখগুলো গুটিয়ে যায় বা বাঁকা হয়ে যায়৷

◆ চিকিৎসা
• কোন রোগের লক্ষণ হিসেবে পক্ষাঘাত বা টাল হলে প্রথমে সেই রোগের চিকিৎসা করতে হবে ৷
• মানুষের নিউরো বি ইঞ্জেকশন ১ মিলির ৩ ভাগের ১ ভাগ ১৫ দিন ৷ সকালে খাবারের আগে ৷ ৭-১৫ দিনের আগেও কবুতর সুস্থ হতে পারে, সুস্থ হলে আর ইঞ্জেকশন দিতে হবে না ৷ মনে রাখবেন, ১৫ দিনের বেশি ইঞ্জেকশন দেয়া যাবে না ৷
• ইঞ্জেকশন বুকের নরম জায়গায় দিতে হবে ৷ অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ কারও কাছ থেকে শিখে নিন ৷
• ইনসুলিনের সিরিঞ্জ ব্যবহার করতে হবে ৷
• ইঞ্জেকশন চলাকালীন অন্য কোন ভিটামিন দিতে হবে না ৷
• ১৫ দিন ইঞ্জেকশন দেবার পরও পুরো সুস্থ না হলে Neurobion forte ১ টা করে ট্যাবলেট দিনে ১ বার খাওয়াতে হবে৷
• প্রতিদিন ২/৩ ঘন্টা রোদে রাখুন ৷ বেশি রোদ থাকলে এক কোণে ছায়ার ব্যবস্থা রাখুন ৷ অথবা, হেয়ার ড্রাইয়ার ব্যবহার করুন, দিনে ২/৩ বার ৷
• খাবার না খেলে হাতে ধরে চালের স্যালাইন খাওয়ান ৷
• পক্ষাঘাতগ্রস্ত অংশে হালকা ম্যাসাজ করুন ৷
• সুস্থ হবার পর কবুতরকে গোসল করিয়ে দিতে হবে ৷

◆ বাচ্চার শারিরিক ভারসাম্যহীনতা
ভিটামিন ও খনিজের অভাব জনিত কারনে বাচ্চা কবুতরের মারাত্বক একটি সম্যসা ৷ caltate ১/২ টা করে ট্যাবলেট দিনে ২ বার ৷

◆ প্রতিরোধ
সকল ধরনের পক্ষাঘাত প্রতিরোধে প্রতি মাসে ভিটামিন একটি টানা ৩ দিন,ভিটামিন বি কমপ্লেক্স আলাদাভাবে ২ দিন, belledona ১ দিন খাওয়ান এবং নিয়মিত সাল্মনিল্লা কোর্স করান ৷

বি:দ্র: ভূল ক্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন ।

📦SOLD OUT📦🐦পেশওয়ারি বেবী🐦    🔥বিগ সাইজ🔥     বয়স ৪৫ দিন     ✅১০০% সুস্থ✅ প্রয়োজনে ইনবক্স অথবা   সরাসরি কল করুন ঠিকানা:অক্...
09/04/2021

📦SOLD OUT📦

🐦পেশওয়ারি বেবী🐦
🔥বিগ সাইজ🔥
বয়স ৪৫ দিন
✅১০০% সুস্থ✅

প্রয়োজনে ইনবক্স অথবা
সরাসরি কল করুন

ঠিকানা:অক্সিজেন,চট্টগ্রাম ।
যোগাযোগ:+8801616687474

 #ক্যাংকার Canker - Trichomoniasis cankerক্যাংকার। মাইক্রোস্কোপিক প্রোটোযোয়া ট্রাইকোমোনিয়াসিস থেকে হয়। এটা কবুতরের খুব ক...
27/12/2020

#ক্যাংকার

Canker - Trichomoniasis canker

ক্যাংকার। মাইক্রোস্কোপিক প্রোটোযোয়া ট্রাইকোমোনিয়াসিস থেকে হয়। এটা কবুতরের খুব কমন একটি রোগ যা সহযেই এক কবুতর থেকে অন্য কবুতরে ছড়াতে পারে। সাধারনতঃ বয়ষ্ক কবুতরের ক্ষেত্রে খাবার পানির স্যাহায্যে এবং বাবা-মা এর থেকে বেবীদের মধ্যে সংক্রামিত হয়। এছাড়াও আক্রান্ত কবুতরের মুখ থেকে পরা খাবার বা আক্রান্ত কবুতরের লালা যুক্ত যেকোন কিছু থেকে অন্য কবুতরে সংক্রামিত হতে পারে।

আক্রান্ত কবুতরের মুখের ভেতর হাল্কা হলদে রঙের ঘা এর মতো দেখতে পাওয়া যায়। ক্যাংকার নডুল কবুতরের মুখ, গলা, ক্রপ সহ পরিপাক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট অঙ্গে পাওয়া যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে নেস্টের বেবীর নাভীতে অথবা কবুতরের সাইনাসেও দেখা যেতে পারে।
চিকিৎসায় অবহেলা হলে কবুতর মারা যায়।

👀লক্ষন:
দেহের কোথায় ক্যাংকার সংক্রমন হয়েছে তার ঊপর নির্ভর করে রোগের লক্ষন বিভিন্ন হতে পারে।
(ক) মুখ গহবরে হাল্কা হলদে ঘা।
(খ) প্রচুর পানি পান করা। ওয়েট নেস্ট বা বেবীদের ড্রপিংসে প্রচুর পানি থাকার কারনে আতুড় সব সময় ভেজা থাকা - সাধারনত আক্রান্ত বাব-মা নিজেরা বেবীদেরকে প্রচুর পানি খাইয়ে দেয়।
(গ) উষ্ক-খুষ্ক পালক।
(ঘ) বেশীর ভাগ ক্ষেত্রে থ্রোটে সংগক্রমনের ফলে টনসিলে নডুলের কারনে শ্বাস কষ্ট একটি কমন লক্ষন। ওড়ার পর বার বার ঢোক গিলার মতো করা।
(ঙ) খাবারে অনীহা এবং ওজন হ্রাস
(চ) হজমে সমস্যা
(ছ) ডাইরিয়া
(জ) ল্যাথার্জি বা অবশাদগ্রস্থতা, এক্টিভিটি কমে যাওয়া, উড়তে না চাওয়া।
(ঝ) মুখ থেকে রক্ত পড়া

👀প্রতিরোধ:
(ক) খাবার এবং পানির ক্ষেত্রে #বায়োসিকিউরিটি মেনে চলা।
(খ) নতুন কবুতর সংযোজনের ক্ষেত্রে বায়োসিকিউরিটি মেনে চলা।
(গ) লফটে স্ট্রেস নুন্যতম পর্যায়ে রাখা।
(ঘ) নিয়মিত ক্যাংকার প্রতিরোধী ড্রাগ বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করা। এক্ষেত্রে লফটে ক্যাংকারের উপদ্রবের মাত্রা অনুযায়ী ভেটেরিনারী বিশেষজ্ঞ দের মতামত নিয়ে মাসিক বা ত্রৈমাসিক ভাবে এন্টি ফাংগাল এবং মেট্রোনিডাযোল (Metronidazole) অথবা রোনিডাযোল গ্রুপের ড্রাগ ব্যবহার করা যেতে পারে। অনেকেই প্রাকৃতিক উপাদান দাড়ুচিনির গুড়া ব্যবহার করেও ভালো ফল পাচ্ছেন।

💉💉📣🚩📣💉💉

👀 অনেক লফটের প্রায় সব কবুতর জোড়ার বেবীদের মুখে ঘায়ের সমস্যা দেখা যায়। আবার অনেক নির্দৃষ্ট জোড়ার বেবীদের প্রায়শই এই সমস্যা দেখা যায়। এসব জোড়া ডিম দেবার পর এবং বেবী ফুটার পর ৩ দিন মেট্রোনিডাযোল ঔষধ দেয়া হলে ইনশা আল্লাহ এই সমস্যা থেকে মুক্ত থাকা যাবে।

👀 মেট্রোনিডাযোল গ্রুপের মানুষের ঔষধগুলোর ভেতর ফ্লাজিল, এমোডিস, ফিল্মেট ইত্যাদি সহ আরো বিভিন্ন ব্রান্ড আছে।
ভেট ঔষধের ভেতর ডাইরোভেট বোলাস, ডাইরোভেট WSP, এমোডিস বোলাস সহ আরো অনেক ব্র‍্যান্ড বাজারে পাওয়া যায়।

👉 ব্যক্তিগত ডোজ - হাতে ধরে খাওয়াবার জন্য।

💊এমোডিস/ফ্লাজিল/ফিল্মেট ৪০০ মিগ্রা ট্যাব্লেটেঃ
একমাসোর্ধ কবুতরঃ আট ভাগের এক ভাগ করে ১২ ঘন্টা পর পর। ৫ দিন
বেবী কবুতরঃ সাইজ বুঝে ১০-১২ ভাগের এক ভাগ।
অথবা,
💊এমোডিস/ফ্লাজিল/ফিল্মেট সাস্পেনশনঃ
একমাসোর্ধ কবুতরঃ ৬ ফোটা করে দিনে তিনবার।
বেবী কবুতরঃ সাইজ বুঝে ২-৪ ফোটা করে দিনে তিন বার।

কম্পাইল্ড বাই Mahdi Loft, Abdullah Wahidur Rahman

  White Beauty Homa Female    🐦সাদা বিউটি হোমা মাদী🐦  100% Healthy & Running    For any information    Plz call or Inbox...
13/09/2020


White Beauty Homa Female
🐦সাদা বিউটি হোমা মাদী🐦
100% Healthy & Running
For any information
Plz call or Inbox
Location Oxegen;CTG
Call:+880 1849-985022

SOLD OUT ☺🐦            🐦Running MaleFor Any Information Plz Call or Inbox Location: Oxegen,Chittagong.Contact: +880 1883...
01/09/2020

SOLD OUT ☺
🐦 🐦
Running Male
For Any Information
Plz Call or Inbox
Location: Oxegen,Chittagong.

Contact: +880 1883-273008

SOLD OUT ☺🐦লাল লাহোরি 🐦ন্যাচারাল মিসমার্ক রয়েছে ১০০% সুস্থ ও রানিং।সরাসরি কল অথবা ইনবক্স করুন ।লোকেশন অক্সিজেন,চট্টগ্রা...
29/08/2020

SOLD OUT ☺
🐦লাল লাহোরি 🐦
ন্যাচারাল মিসমার্ক রয়েছে
১০০% সুস্থ ও রানিং।
সরাসরি কল অথবা ইনবক্স করুন ।
লোকেশন অক্সিজেন,চট্টগ্রাম।
যোগাযোগ: +880 1883-273008
বি:দ্র: খুব এক্টিব যার কারণে ছবি তুলতে পারি নাই
ইনবক্স অথবা কমেন্ট এ ভিডিও দেয়া থাকবে।

Address

Oxygen
Chittagong

Telephone

+8801551027915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Pigeons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category