স্বপ্নের কৃষি

স্বপ্নের কৃষি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্নের কৃষি, Pet Adoption Service, Chandpur.
(3)

আসসালামু আলাইকুম।
হাঁস মুরগি গরু ছাগল সকল প্রাণীর রোগ বিষয়ে জানতে।
পালন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পেজটি ফলো করুন। বন্ধু এগ্রো এন্ড হ্যাচারী
আমাদের পেজে ভুল তথ্য দেওয়া হয়না (ইনশাআল্লাহ)
রাশেদ 01716717126
ফাহিম 01335969090

ছোট্ট ছোট্ট কোয়েল ছানা,দেখতে কী যে ফুটফুটে!ডিম দেবে টাটকা টাটকা,বাচ্চা ক্রয় করতে যোগাযোগ করুন ঝটপটে! 🥚🐥01335969090(ফাহ...
10/07/2025

ছোট্ট ছোট্ট কোয়েল ছানা,
দেখতে কী যে ফুটফুটে!
ডিম দেবে টাটকা টাটকা,
বাচ্চা ক্রয় করতে যোগাযোগ করুন ঝটপটে! 🥚🐥
01335969090(ফাহিম)
01716717126(রাশেদ)
01335969096( নুরু)

10/07/2025

মুরগির বাচ্চা নিতে কল করুন।
01335969090(ফাহিম)
01716717126(রাশেদ)
01335969096(নুরু)

বন্যার জলে খামারির কান্না 🥹খামারের আঙিনায় ছিল যত প্রাণ,কোকোর ধ্বনিতে জেগে উঠত ভোরবেলা জান।ডিমে ভরা বাসা, স্নেহে ভরা চোখ,...
10/07/2025

বন্যার জলে খামারির কান্না 🥹

খামারের আঙিনায় ছিল যত প্রাণ,
কোকোর ধ্বনিতে জেগে উঠত ভোরবেলা জান।
ডিমে ভরা বাসা, স্নেহে ভরা চোখ,
সব কিছু ভেসে গেল, বন্যারই শোক।

আকাশ কালো হলো, জমল মেঘের দল,
বৃষ্টি নামল হঠাৎ, উঠল নদীর জল।
মাঠ, ঘর, আঙিনা—সব একাকার,
পানির তলে ডুবে গেল মুরগির খামার।

একেকটা প্রাণ ছিল, ডাকতো মিষ্টি সুরে,
আজ নিস্তব্ধ শূন্যতা, কাঁদে শুধু দূরে।
চাষার চোখে জল, হাত তুলে আকাশে,
"এই প্রাণগুলো কি হারালাম এভাবেই সহজে?"

নেই আর সেই সকাল, নেই ডিমের হাট,
স্মৃতিতে বাজে শুধু এক করুণ পাঠ।
তবু আশায় বুক বাঁধে, গড়ে নেবে ঘর,
মুরগির কোকোর ডাক ফিরবে আবার মরার পর।

হাইব্রিড ১০০% গালাছিলা লাগলে কল করুন। 01335969090
10/07/2025

হাইব্রিড ১০০% গালাছিলা লাগলে কল করুন।
01335969090

09/07/2025

সকল ধরনের মুর*গীর বাচ্চা নিতে যোগাযোগ করুণ
01335969090 (ফাহিম) WhatsApp
01335969096 (নুরু) Imo
01716717126 (রাশেদ) WhatsApp

বৃষ্টির সময় মুরগিদের সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হয়, কারণ ঠান্ডা, স্যাঁতসেঁতে পরিবেশ, এবং ভেজা খাবার-পান...
09/07/2025

বৃষ্টির সময় মুরগিদের সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হয়, কারণ ঠান্ডা, স্যাঁতসেঁতে পরিবেশ, এবং ভেজা খাবার-পানির কারণে তারা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। নিচে করণীয় বিষয়গুলো দেওয়া হলো:

🛖 ১. নিরাপদ ও শুকনো আশ্রয়ের ব্যবস্থা:

মুরগির খামার বা ঘর যেন পানি না ঢোকে – সেজন্য ছাদ এবং দেয়াল ভালোভাবে মেরামত করা উচিত।

ঘরের মেঝে যেন উঁচু ও শুকনো থাকে, প্রয়োজনে খড়, কাঠের গুঁড়ো বা বালি দিয়ে বিছিয়ে দেওয়া যেতে পারে।

🌬️ ২. বায়ু চলাচলের ব্যবস্থা:

ঘরে যেন যথেষ্ট আলো ও বাতাস প্রবেশ করতে পারে, কিন্তু বৃষ্টির পানি যাতে না ঢোকে।

স্যাঁতসেঁতে পরিবেশ ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধিতে সহায়ক – তাই বাতাস চলাচল গুরুত্বপূর্ণ।

🍲 ৩. শুকনো ও পরিষ্কার খাবার:

মুরগির খাবার যেন ভিজে না যায়, প্রয়োজনে ছাউনির নিচে বা উঁচু স্থানে খাবার রাখা।

পানি যেন সবসময় পরিষ্কার ও পরিবর্তিত হয়, যেন ব্যাকটেরিয়া না জন্মায়।

🐣 ৪. ঠান্ডা ও নিউমোনিয়া প্রতিরোধ:

বৃষ্টির পানিতে ভিজলে মুরগি দ্রুত ঠান্ডা লেগে যেতে পারে – তাদের শরীর শুকনো রাখতে হবে।

প্রয়োজন হলে ইনফেকশন প্রতিরোধে ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী ওষুধ/টনিক ব্যবহার করা যেতে পারে।

🧹 ৫. নিয়মিত পরিষ্কার:

মল-মূত্র বা ভেজা খড় জমে গেলে দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে রোগজীবাণু না জন্মায়।

খামারের চারপাশে পানি জমে থাকলে তা নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।

💉 ৬. ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা:

ND (Ranikhet), IB, IBD (Gumboro) ইত্যাদির ভ্যাকসিন সময়মতো দেওয়া নিশ্চিত করতে হবে।

মুরগি অসুস্থ দেখলে দ্রুত আলাদা করে ফেলতে হবে এবং চিকিৎসা নিতে হবে।

আপনি যদি মুরগি পালন করেন পোস্টটা শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

টানা বৃষ্টিতে অনেক জেলায় অনেক খামার পানির নিচে। এতে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ খামারি ভাইদের হেফাজত করুন।
09/07/2025

টানা বৃষ্টিতে অনেক জেলায় অনেক খামার পানির নিচে।
এতে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আল্লাহ খামারি ভাইদের হেফাজত করুন।

09/07/2025

অরিজিনাল টাইগারের বাচ্চা নিতে কল করুন।
01335969090(ফাহিম)
01716717126(রাশেদ)
01335969096(নুরু)

08/07/2025

গলাছিলা বাচ্চা নিতে কল করুন।
01335969090 ( ফাহিম)

07/07/2025

ঔষধ না খাইয়ে মুরগিকে সুস্থ রাখুন। #মুরগিকে_সুস্থ_রাখার_কৌশল

07/07/2025

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
এই ঘটনা বগুড়া

05/07/2025

কম দামে হাঁস-মুরগি পাওয়া যায় যে হাটে #হাঁস_মুরগির_হাট

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের কৃষি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share