Careanimal Bangladesh

Careanimal Bangladesh Careanimal Bangladesh is an agro-tech company in Bangladesh. We research how to solve agro problems using technology in agriculture.

লতি কচু চাষ, অনেক লাভ জনক চাষ,  ঠিক মত পরিচর্যা করতে পারলে খরচের ৩য় গুণ লাভ পাওয়া সম্ভব। লতি কচু চাষের A to Z পরামর্শ । ...
14/10/2024

লতি কচু চাষ, অনেক লাভ জনক চাষ, ঠিক মত পরিচর্যা করতে পারলে খরচের ৩য় গুণ লাভ পাওয়া সম্ভব।
লতি কচু চাষের A to Z পরামর্শ । সাথে আছি আপনাদের ভাই আতিক মোস্তফা।

লতিকচু চাষ পদ্ধতি ও সার ব্যবস্থা :

প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।

১. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
২. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।

১ শতাংশে সারের পরিমান :-
TSP - ৬০০ গ্রাম।
MOP(পটাশ) - ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক - ৫০/৬০ গ্রাম।
ম্যানসার - ৫ থেকে ৬ গ্রাম।

৩. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।

চারা রোপনের দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২" ইঞ্চি মাটির নিচে দিতে হবে।

৪. চারা রোপনের পর থেকে ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে।

Address

Habib Market, Zahazmara, Subarnachar, Noakhali, Maijdee Court
Barisal
3208

Alerts

Be the first to know and let us send you an email when Careanimal Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Careanimal Bangladesh:

Share