
25/09/2024
#পর্দা_করার_পরও_যদি_নিম্নোক্ত_কাজগুলো_করেন_আপনার_পর্দার_কোনো_মূল্য_নেই_প্রিয়_ভাই_বোন:
১) পর্দা করেন কিন্তু গায়রে মাহরাম না মেনে চাচাতো, মামাতো,খালাতো ভাই বোন এদের সাথে বসে গল্প করেন। আপনার পর্দা কেটে গেলো।
২) পর্দা করেন কিন্তু মেসেঞ্জারের নন মাহরামে ভর্তি। তাদের সাথে দিনের পর দিন চ্যাট করছেন, আপনার পর্দা কেটে গেলো। আপনি বলবেন প্রয়োজনে কথা বলেন, এটা শয়তানের ফাঁদ। আমার অন্তত মনে হয় না একজন গায়রে মাহরামের সাথে আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে।
৩) পর্দা করেন কিন্তু ছেলেদের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন হাসি ঠাট্টা করেন, আপনার পর্দা কেটে গেলো।
আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নবি পত্নীগণ) তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে পরপুুরুষদের সাথে কোমল কন্ঠে কথা বলো না। এতে করে যার অন্তরে ব্যাধি রয়েছে, সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে।”
(সূরা আহযাব,আয়াত: ৩২)।
তাফসিরকারগণ বলেন, আয়াতটা সকল মুমিন নারীর ক্ষেত্রে প্রযোজ্য।
৪) বাসায় নন মাহরাম আসলে তাদের সামনে বেপর্দায় দিব্বি ঘুরে বেড়ান, আপনার পর্দা কেটে গেলো।
৫) নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারেননা পুরুষরা মেয়ে থেকে মেয়েরা পুরুষ থেকে। একটা সুন্দর ছেলে দেখলে তার দিকে তাকিয়ে থাকেন ছেলেরা মেয়ে দেখলে। আর বলেন ক্রাশ খাইছি (নাউজুবিল্লাহ মিন যালিক), আপনার পর্দা কেটে গেলো।
আল্লাহ বলেন, “(হে রাসুল) আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাযত করে।”
(সূরা নূর, আয়াত: ৩০)
৬) পর্দা করে ফেইসবুকেে ছবি দেন, অযথা এদিকে সেদিক ঘুরে বেড়ান। আপনার পর্দা কেটে গেলো। নিজেকে অযথা প্রদর্শন করে কি বুঝাতে চান? আপনি পর্দা করেন এটা? নাকি আপনি পর্দা নিয়ে মশকরা করেন এটা দেখাতে চান?
আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নারীগণ) তোমরা তোমাদের ঘরের (বাড়ির চতুর্সীমানার) ভেতর অবস্থান কর এবং বাইরে বের হয়োনা। জাহিলী যুগের মেয়েদের মতে নিজেরদের প্রদর্শন করে বেরিয়ো না।”
(সূরা আহযাব, আয়াত: ৩৩)
৭) পর্দা করে বাহিরে বের হওয়ার আগে চিন্তা করেন আপনাকে সুন্দর লাগতেছে কিনা। পর্দা কেটে গেলো। পর্দা কেন করেছেন সুন্দর দেখার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য?
Copy.
You are requested to Like and Share this post.