31/05/2025
গাড়ি চালিয়ে যাচ্ছি- দিলাম কুকুরের গায়ের উপর দিয়ে উঠিয়ে......😌
ড্রেইনের পাশে বিড়াল বসা- দিলাম লাথি মেরে বিড়ালটিকে ড্রেইনে ফেলে 😌
ঝড়ে পাখি আহত হয়ে দুয়ারে পড়লো - দিলাম পাখিটাকে রোস্ট করতে, তারপর খেয়ে নিলাম 😌
বানরকে খাবারের লোভ দেখিয়ে এগিয়ে আনলাম- তারপর দিলাম একটা থাপ্প*ড়😌
পাখির ব্রিডিং সিজন চলে- হয় ডিম ভেঙে দিলাম বা বাসা ,অথবা বাচ্চা নিয়ে এসে পড়লাম নিজের এন্টারটেইনমেন্ট এর জন্য 😌
এগুলো না করলে আপনি আর আমি কোন মানুষই না , তাইনা?
মানুষ নিয়ে আবার কিছু বলা যাবে না ভাই, সৃষ্টির সেরা জীব বলে আবার অনেকে ধমক দিতে এসে পড়ে!
রাস্তায় কুত্তা বিড়ালকে খেতে দিলে - শালা মানুষ ভাত পায় না ,এইডি কুত্তা বিড়ালরে খাওয়াই 🤬
বন্য পাখিদের শিকার/ খাওয়া নিয়ে কিছু বললে- ভাই এগুলো খাওয়া যায়, হালাল এগুলো খাওয়া 🥺
এপারে ওপারে, দু পারেই বড় জ্বাল, যে পর্যন্ত মানুষ এগুলো থেকে বেড় না হয়ে আসতে পারবে , সুস্থ চিন্তাধারা না করতে পারবে, পরিবেশে এদের গুরুত্ব বুঝবে , সেই পর্যন্ত এরা সবসময় ভিক্টিম হয়েই যাবে...কোন মানুষের কিছু হলে বলার কেউ আছে.এদের তো বলার কেউ নাই, আর এটাই অসুস্থ মানুষের সার্টিফিকেট আর ক্লিয়ারেন্স বলতে পারেন।
আমাদের মনটা পরিষ্কার করতে হবে ,আর উপরের লিখা একটা বিষয়ের সাথে যদি আপনার মনের অবস্থা মিলে যায়, তাহলে আপনি সুস্থ মানুষ না , আপনার হেদায়েত এর প্রয়োজন ।
ভালো মানুষ হতে হলে টাকা পয়সার প্রয়োজন নেই, সুস্থ মন মানসিকতা থাকলেই যথেষ্ট। 🦋🖤