Adrita's Daily Routine

  • Home
  • Adrita's Daily Routine

Adrita's Daily Routine Welcom to my page...Everyone will be with this way�

পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে, নিজের মন আর আবেগ নিয়ন্ত্রণ করা! শুভ সকাল সবাইকে! 😊 #বকফুল🌸
18/06/2025

পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে,
নিজের মন আর আবেগ নিয়ন্ত্রণ করা!
শুভ সকাল সবাইকে! 😊
#বকফুল🌸

17/06/2025

Good morning everyone!!

03/05/2025

ঘড়ি দেখায় সময়, আর সময় দেখায় মানুষের রুপ!

ভালোবাসা সত্যি অদ্ভুত একটা অনুভূতি,কেউ পেয়ে হেলায় হারায়, আবার কেউ না পাওয়ার বেদনায় সারাজীবন কাঁটিয়ে দেয়..!সবসময় হাসিখুশি...
22/01/2025

ভালোবাসা সত্যি অদ্ভুত একটা অনুভূতি,কেউ পেয়ে হেলায় হারায়, আবার কেউ না পাওয়ার বেদনায় সারাজীবন কাঁটিয়ে দেয়..!
সবসময় হাসিখুশি থাকা মানুষটা যার মুখে সর্বক্ষণ হাসি, আর কথার ফুলঝুরি ফোঁটে সে মানুষটাও একটা সময় চুপ থাকতে শিখে যায়, শুধু পরিস্থিতির কারনে।
সদা হাসতে থাকা, জেদি, রাগী, অজস্র প্রশ্নের বাণে জর্জরিত করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায়, কিন্তু কি কারণে তার ভিতরের এত পরিবর্তন সে'টা কি কেউ বুঝতে পারে..? পারে না, কারন মানুষ এখন ভালোবাসতেই জানে না, ভালোবাসার মানেই বোঝেনা। ভালোবাসা'র সম্পর্কে টক-ঝাল মিষ্টি ভাবটা থাকবেই, তা''কি আর সবাই বুঝে...এখন শুধু সবাই ভালোবাসার মাঝে নিরবতা খোঁজে.... Adrita's Daily Routine 📝

সবার নিমন্ত্রণ রইলো। শুভ রাত্রি ☺️............
17/01/2025

সবার নিমন্ত্রণ রইলো।
শুভ রাত্রি ☺️............

~~সময় চিরদিন শুধু বয়ে যায়থেমে সে-তো থাকেনা।কত ঝড়-মেঘ আসে চলে যায়,আকাশ মনে রাখে না!~~
13/01/2025

~~সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে সে-তো থাকেনা।
কত ঝড়-মেঘ আসে চলে যায়,
আকাশ মনে রাখে না!~~

কারও বিরক্তের কারন হলে, নিজেকে এতটাই পরিবর্তন করো যেন নিজের শেষ নিশ্বাসের শব্দটুকু তার কানে না পৌছায়।কলমে🖊️ Chandana Bis...
09/01/2025

কারও বিরক্তের কারন হলে, নিজেকে এতটাই পরিবর্তন করো যেন নিজের শেষ নিশ্বাসের শব্দটুকু তার কানে না পৌছায়।
কলমে🖊️ Chandana Biswas

#ফেসবুকপোষ্ট #ফেসবুক।

প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই,ইগনোর করতে নেই।খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপন...
23/11/2024

প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই,ইগনোর করতে নেই।খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন।এইটুকু ওই মানুষটা ডিজার্ভ করে।

আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন,মেসেজ করলেন না,তখন ওই মানুষটা ভিষণ কষ্ট পায়,মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে,এটা বুঝতে শিখুন।
শুধু ভালোবাসলেই হয়না মানুষটাকে সময় দিতে হয়,গুরুত্ব দিতে হয়,যত্ন করতে হয় আগলে রাখতে জানতে হয়,পৃথিবীর সব কষ্ট সহ্য করা গেলেও প্রিয় মানুষটার থেকে অবহেলা সহ্য করা যায়না।
মনে রাখবেন ব্যস্ততা শব্দটা প্রিয় মানুষটার সাথে যায়না!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Adrita's Daily Routine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share