
23/06/2025
"চেরি"😻
আমার রাজকন্যা🐾
আজকে তোর বয়স হলো ৪ বছর ৬ দিন।
আর আজকে তুই আমার কোল খালি করে পৃথিবী থেকে বিদায় নিলি,
মারে তুই আমাদের শুধু বিড়াল ছিলি এটা না তুই তো ছিলি সবার চোখের মনি😭
তোর মতো আর কেউ আসবেনা কোনোদিন, যে ছিলো একদম আলাদা, চেরি বলে ডাকলেই দৌড়ে আসতি, যে সবকিছু খেতে পছন্দ করতো আইসক্রিম, চকলেট, নুডলস, আরো যতো খাবার আছে, তুই ছিলি আমার কলিজার টুকরা,সবাই বলতো এমন লক্ষি বিড়াল কখনো কোথাও দেখিনি,এতো শান্ত😭 কিন্তু এই ৬ মাস আমি অসুস্থ থাকায় তোদের কারো যত্ন করতে পারিনি, যেখানে নিজেরি খেয়াল রাখতে পারছিলাম না সেখানে তোর কি করে 😭
এজন্যই হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি না ফেরার দেশে😭
আমাকে মাফ করে দিস🙏😭
আমার রাজকন্যার আমাকে ফাঁকি দিয়ে একা করে চলে গেলো 😭😭😭😭😭😭
হে আল্লাহ আপনি আমার রাজকন্যাকে ভালো রাইখেন আপনার কাছে😭
আর বাসার সবাইকে একটু ধৈর্য্য দান করুন ওর শোক কাটিয়ে উঠার মতো😭🙏🤲