JEEB SEBA TRUST

JEEB SEBA TRUST জীব সেবাই 🐾 শিব সেবা 🔱

মা আজকের দিকে এই কষ্টটা না দিলেই পারতে😐 আমাদের ইশিকা বাড়ির কুকুর চিঙ্কি,,,, এক্সিডেন্টে মারা গেছে,,,, প্রার্থনা করি ওর ...
21/09/2025

মা আজকের দিকে এই কষ্টটা না দিলেই পারতে😐 আমাদের ইশিকা বাড়ির কুকুর চিঙ্কি,,,, এক্সিডেন্টে মারা গেছে,,,, প্রার্থনা করি ওর মুক্তি হোক মায়ের পায়ে।

মা তুমি ওকে তোমার চরণে স্থান দিও🙏

20/09/2025
19/09/2025

JEEB SEBA TRUST এর প্রত্যেকটি সদস্যের জন্য আমরা গর্ববোধ করি,,, প্রার্থনা করুন এইভাবেই যেন আমরা জীব সেবা করে যেতে পারি🙏

17/09/2025

রাত তখন 11 টা।
ভালোবাসা থাকলে তার জন্য সব করা যায়, সে মানুষ হোক পা পশু,,, পোষ্য বিড়াল গাছে উঠে আর নামতে পারছিলনা,,, সন্ধ্যা থেকে অনেক চেষ্টার পর বাড়ির লোক যোগাযোগ করে JEEB SEBA TRUST এর সাথে। আমাদের দৌলত দা ফায়ার ব্রিগেড কে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে যান এবং বিড়াল টিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। ধন্যবাদ আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেডকে জীব সেবা ট্রাস্ট এর সাথে থাকার জন্য 🙏

16/09/2025

কুকুরের বাচ্চাটির রিকেট রোগ,,,সামনের পা ব্যাকা,,, শরীরের হাড় বেরোনো,, এবং চিকিৎসার দ্বারা ওর ঠিক হওয়াও সম্ভব,,,, আমরা ওর চিকিৎসা শুরু করেছি,,, JEEB SEBA TRUST সদস্য সায়ন্তনী এবং জয়দ্বীপ দা এর প্রচেষ্টায় আশা করি ও ভালো হয়ে উঠবে ❤️

ওর নাম দেওয়া হয়েছে বাকেবিহারি😅

15/09/2025

টিম সদস্য ইশিকা আর রোহিত নিজেদের পড়াশোনা কাজ সব কিছুর ফাঁকে জীব সেবায় নিয়োজিত,,, ইচ্ছা থাকলে শত ব্যস্ততার মধ্যেও জীব সেবা করা যায়❤️

,,,, কুকুরটার ঢং দেখুন শুধু 😅 প্রথম দিনের পর দ্বিতীয় দিনে, ইনজেকশন দেওয়ার আগে থেকেই চিৎকার😂
JEEB SEBA TRUST

13/09/2025

অপুষ্টিতে ওর গলার স্বর চলে গেছে,,,

আমাদের জয়দ্বীপ দা র কাছে একটা ফোন যায়,,, একটা কুকুরকে ফেলে দেওয়া হয়েছে,,খবর পেয়ে আমরা সেখানে যাই ।
কিছু ভালো মানুষের জন্যই পৃথিবীটা চলছে হয়তো,,, এই বাড়ির মানুষ গুলো কুকুরটাকে খেতে দিচ্ছেন, আশ্রয় দিয়েছেন,,, ওকে সামান্য একটু ওষুধ দেওয়া হয়েছে,,, আর পুষ্টিকর খাবার,,, আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে,,,
টিম JEEB SEBA TRUST .

Address

Alipurduar
736121

Telephone

+918479948861

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEEB SEBA TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JEEB SEBA TRUST:

Share