31/07/2022
রেনবো বাজরি মানেই ভালোবাসা ! 🖤
বেশ কিছুদিন আগের কথা , কিছু নরমাল পাখি দিয়ে পাখাল জিবনের শুরু।আস্তে আস্তে রেনবোর প্রতি ভালোলাগা এরপরে রেনবো নিয়ে কাজ করা শুরু।
তখন পাখি পাইলা একটা আলাদা শান্তি পাইতাম,আমার পাখির কোয়ালিটি দিন দিন ভালো করতে হবে ,ভালো করলে মার্কেটে একটা নাম থাকবে, টু বি অনেস্ট তখন পাখির একটা দামই ছিলো আলাদা। পাখি পাইলা ,পাখির প্রতি টাকা খরচ কইরা গায়ে লাগতো নাহ। কিন্তু এখন পাখির প্রতি টাকা ভাংতে প্রচুর গায়ে লাগে ভাই। কারন পাখির খাবারের টাকাই ঊঠানো সম্ভব নাহ এখন। বাসার হাত খরচ দিয়ে পাখি পালতে হয়। বর্তমানে মানুষের কাছে রেনবোর দাম শুনলে আফসোস লাগে ,এতোদিন যাবোত কোয়ালিটি মেনটেন কইরা লাভ কি হইলো? তারা যখন বলে যে ২০০০ এ অই লোক ডিএফ ভায়ো পেয়ার দিচ্ছে তাইলে আপনার পাখির কেনো এতো দাম! ভাই উনাদের তো গায়ে লাগে নাহ কারন উনারা ১৫০০-২০০০ টাকা দিয়ে রেনবো প্রডিউসার আমাদের থেকেই নিছিলো আমাদের ঘরের কিছু লো মিউটসনের বাচ্চা উনাদের কে দিছিলাম যাতে তারা কিছু করতে পারে। অই পাখি আর আমাদের পাখির মদ্ধে কিছু না কিছু পার্থক্য আছে ভাই। যাই হোক যদি শুরু থেকেই ব্যাবসার চিন্তা থাকতো তাহলে সময়ের সাথে সাথে শখ অ বদলাইতাম। তিবে ভাই রেনবোর প্রতি যে ভালবাসা বা রেনবো নিয়া কাজ করে যে শান্তি তা অন্য পাখিতে আমি পাই নাই। এই জন্য ভালবাসাও বদলাইতে পারি নাই।
হটাৎ ফোন এর গেলারি তে গেলাম আজকে আর আমার আগের রেনবো গুলার ছবি দেখলাম! নরমালি আমি এতো কথা বলার মানুষ নাহ তবে আজকে কিভাবে জানি বলে ফেল্লাম!
আমার আগের কিছু পাখির পিকচার না দিয়েই পারলাম নাহ!
আস্তে আস্তে পাখি কমাইয়া দিছি। শুধু সখ তা ছারতে পারতেছি নাহ বিধায় আটকাইয়া আছি । 😌