
01/11/2024
✨বিড়ালের খাবার সংক্রান্ত যাবতীয়✨
✨বিড়ালের খাবার সংক্রান্ত যাবতীয়✨
যারা নতুন বিড়াল পোষা শুরু করেন শুরুতে বিড়ালের খাবার সম্পর্কে অনেকেই কনফিউজড থাকেন। যেমন: বিড়ালকে কি কি খেতে দিব, কয় বেলা খাবার দিব, কি পরিমাণ খাবার দিব, বিড়ালকে আমরা যেগুলো তরকারি রান্না করি সেগুলো থেকেই দিতে পারবো কিনা? এরকম অনেক প্রশ্ন প্রায় প্রতিদিনই পেয়ে থাকি। তাই এ ব্যাপারে আজকে বিস্তারিত জেনে নিই:
🔶বিড়ালের খাদ্যতালিকা:
বিড়াল মাংশাসী প্রাণী। তাই বিড়ালের খাদ্য তালিকায় অবশ্যই মাংস, মাছ এগুলো বেশি পরিমাণে রাখতে হবে। যার পরিমাণ হবে প্রায় ৯০%।
আর বাকি ১০% এর মধ্যে বিভিন্ন কার্বোহাইড্রেট ও ফাইবার জাতীয় খাবার রাখতে হবে(সবজি,খুবই অল্প পরিমাণে ভাত)।
সেইসাথে সারাদিন বিড়ালের সামনে পরিষ্কার পানি দিয়ে রাখতে হবে।
▪️মাংস : মুরগি
গরু না দেওয়া ই ভালো, গরুর মাংস সহজে হজম হয় না। এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
মুরগির ক্ষেত্রে হাড় ছাড়িয়ে দিতে হবে। হাড়সহ দেওয়া যাবে না।
▪️মাছ : চাপিলা মাছ, তেলাপিয়া, রুই, টুনা এগলো বিড়ালকে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই কাটা ছাড়িয়ে তারপরে দিতে হবে।
▪️ডিম : বিড়ালকে সপ্তাহে ১ বেলা মুরগি অথবা কোনো সব্জির সাথে মিশিয়ে ডিম দেওয়া যেতে পারে। তবে কাচা ডিম কোনো ভাবেই খেতে দেওয়া যাবে না।
▪️মুরগির কলিজা: বিড়াল কলিজা খেতে খুবই পছন্দ করে। কিন্তু কলিজাও সপ্তাহে ১ বেলার বেশি দেওয়া উচিত না। এতে বিড়ালের এন্টিবায়োটিক রেজিস্টেন্স তৈরি হতে পারে।
▪️সবজি : মিষ্টিকুমড়া, কাচা পেপে, গাজর এগুলো সিদ্ধ করে মাছ অথবা মুরগির সাথে পরিমাণ মতো কিছুটা মিশিয়ে দিতে হবে।
🔶বিড়ালকে কোন কোন খাবার দেওয়া যাবে না:
▪️পেয়াজ-রসুন
▪️আঙুর-কিসমিস
▪️চকলেট
▪️চা-কফি
▪️কাচা মাছ-মাংস, কাচা ডিম
▪️লবণ (এতে অনেক বিড়ালের লোম পরে যায়)
▪️যে কোনো মসলা
▪️লেবু
🔶বিড়ালকে কয় বেলা খাবার দিতে হবে:
▪️০-১ মাস বয়স : মায়ের দুধই খাবে এইসময়ে। আলাদা কোনো খাবারের সেভাবে প্রয়োজন নেই।
▪️১-৪ মাস বয়স : এ সময় বাচ্চা অল্প করে খাবার খাবে একবারে। সেজন্য অল্প অল্প করে ৪-৫ বার খাবার দিতে হবে।
▪️৫-১১ মাস বয়স : দিনে ৩ বার করে খাবার দিতে হবে। সকালে-বিকালে-রাতে।
▪️পূর্ণ বয়স্ক : দিনে ২ বার খাবার দিতে হবে। তবে খাবার কম খেলে ৩ বার দেওয়া যেতে পারে।
🔶নিজেদের খাওয়ার তরকারি বিড়ালকে দিতে পারবো কিনা?
এর উওর হচ্ছে একবারেই না। বিড়ালকে কোনো মসলা অথবা লবন মেশানো খাবার দেওয়া যাবে না(অনেক বিড়ালের লবনের কারণে লোম পড়ে যায়)।
বিড়ালের খাবার সব সময় শুধু পানি দিয়ে সিদ্ধ করে দিতে হবে। কাচা মাছ-মাংস দেওয়া যাবে না। সব খাবারই সিদ্ধ করে দিতে হবে। কাচা মাছ-মাংসতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলোর কারণে বিড়ালের বমি, পাতলা পায়খানা হতে পারে।
🔶কি পরিমাণ খাবার দিতে হবে?
বিড়ালের খাবারের নিদিষ্ট কোনো পরিমাণ নেই। খাবারের পরিমাণ বিড়ালের বয়স, আকার ও এক্টিভিটির উপর নির্ভর করে। তবে নতুনদের বুঝার সুবিধার জন্য নিচে চার্ট দেওয়া হলো। এটি কোনো নিদিষ্ট পরিমাণ নয়। বিড়ালের খাবারের চাহিদা একেক সময় একেক রকম হয়।
✨ ২ বেলা হিসাবে প্রতি বেলায় খাবারের পরিমাণ:
▪️ ১-২ কেজি ওজনের জন্য : প্রতি বেলায় ৩৫-৪০ গ্রাম মাংস
▪️২-৩ কেজি ওজনের জন্য : প্রতি বেলায় ৫০ গ্রাম মাংস
▪️৩-৪ কেজি ওজনের জন্য : প্রতি বেলায় ৬০ গ্রাম মাংস
▪️৪-৫ কেজি ওজনের জন্য : প্রতি বেলায় ৭৫ গ্রাম মাংস
▪️৫ কেজি+ ওজনের জন্য : প্রতি বেলায় ৯০ গ্রাম+ মাংস।
এই পরিমাণ মাংসের সাথে যেকোনো সবজি অল্প পরিমাণে এবং অল্প চিকেন স্টক মিশিয়ে খেতে দিবেন।
Copied