Vet point

Vet point This page is a media to contact with us. we are veterinarian, we are here to help your animals and yo

প্রাণীর কামড় ছাড়াও যেভাবে হতে পারে র‌্যাবিস এই রোগটি  শুধুমাত্র কামড়ের মাধ্যমেই হতে পা‌রে এমনটি নয় এ‌টি আ‌রো ক‌য়েক‌টি উ...
29/06/2025

প্রাণীর কামড় ছাড়াও যেভাবে হতে পারে র‌্যাবিস

এই রোগটি শুধুমাত্র কামড়ের মাধ্যমেই হতে পা‌রে এমনটি নয় এ‌টি আ‌রো ক‌য়েক‌টি উপ‌ায়ে সংক্রা‌মিত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

কামড় ছাড়াও বিভিন্নভাবে এই ভাইরাস একজন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে।” যেমন

১. ক্ষতস্থান দি‌য়ে জীবাণু প্রবেশ

র‌্যাবিস ভাইরাস সাধারণত সংক্রামিত প্রাণীর লালায় থাকে। যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরের খোলা ক্ষত র‌্যাবিস আক্রান্ত প্রাণীর লালার সংস্পর্শে আসে, তবে সেই ব্যক্তি জলতাঙ্কে আক্রান্ত হতে পারে। লালা থেকে জীবাণুটি প্রান্তীয় স্নায়ু হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। পরবর্তী এই রো‌গের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।

২. আচঁড়ের মাধ্যমে

কুকুর বা বিড়ালের নখ বারবার লালার সংস্পর্শে আসার ফলে সেখানে র‌্যাবিস জীবাণু থেকে যেতে পারে। সংক্রামিত প্রাণী যদি আচঁড় দেয় এবং রক্তক্ষরণ হয়। তাহলে ওই ব‌্যক্তি এই ভাইরা‌সে সংক্রমিত করতে পারে।

৩. অঙ্গপ্রতিস্থাপনের মাধ্যমে

র‌্যাবিস আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর ফুসফুস, কিডনি এবং চোখ যদি একজন সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়, তবে তার মধ্যেও র‌্যাবিস সংক্রমণের ঝুঁকি থাকে।

৪. র‌্যাবিসে আক্রান্ত প্রাণীর মাংস খেলে

র‌্যাবিসে আক্রান্ত প্রাণীর মাংস যদি আধা সেদ্ধ বা অপরিপক্বভাবে রান্না করা অবস্থায় খাওয়া হয়, তবে সেই মাংসের মাধ্যমে র‌্যাবিস ভাইরাস একজন সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। ফলে জলতাঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

৫. বাতাসের মাধ্যমে

ল্যাবরেটরির মতো বদ্ধ ঘরে যদি র‌্যাবিস আক্রান্ত প্রাণী নিয়ে গবেষণা করা হয় এবং সেই ঘরে কোনো সুস্থ ব্যক্তি প্রবেশ করেন। তাহলে সেখানে উপস্থিত ভাইরাসযুক্ত কণার মাধ্যমে বাতাস থেকেও সংক্রমণ ঘটতে পারে। এভাবেও কেউ জলতাঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন। ত‌বে এই রো‌গে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বিরল।

৬. নখ কাটার সময়

কুকুর ও বিড়া‌লের নখ কাটার সময় য‌দি ন‌খের খোচার কোন ব‌্যক্তির রক্ত বের হয়। তাহ‌লে এই রোগের জীবাণু দ্বারা সংক্রা‌মিত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে ।

অধ্যাপক রফিকুল আলম এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জানান,

১. র‌্যাবিসে আক্রান্ত প্রাণী যদি কামড়ায় বা আচঁড় দেয়, তবে ক্ষতস্থান ১৫ মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ধুতে হবে।
২. এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলতাঙ্কের টিকা নিতে হবে।
৩. র‌্যাবিস আক্রান্ত প্রাণী স্পর্শ করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে এবং ক্ষত স্থানের সংস্পর্শ যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪. কুকুর ও বিড়ালকে নিয়মিত র‌্যাবিস ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

লেখক
প্রফেসর ড. মো: রফিকুল আলম

ডিপার্টমেন্ট অফ সার্জারী এন্ড অবসটেট্রিকস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর ফলে মানসিক চাপ কমে, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি...
19/06/2025

গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর ফলে মানসিক চাপ কমে, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিসহ নানা উপকার পাওয়া যায়। তবে অসর্তকতার কারণে পোষা প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের জীবাণু, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তবে পোষা প্রাণি পালনে যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমান পৃথিবীতে উদ্ভাবিত অধিকাংশ নতুন রোগই জুনোটিক, অর্থাৎ প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়। পোষা প্রাণীর মাধ্যমেও নানা ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু মানুষের দেহে প্রবেশ করতে পারে। যেমন:

১. চর্মরোগ

সাধারণত মাইকোস্পোরাম গণের ছত্রাকের কারণে পোষা প্রাণীর দেহে চর্মরোগ দেখা যায়, যা ‘দাদ’ বা ‘রিংওয়ার্ম’ নামেও পরিচিত। যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত প্রাণীর সরাসরি সংস্পর্শে আসে অথবা ওই প্রাণী ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শে আসে, তাহলে এ রোগটি মানুষের দেহে ছড়াতে পারে। রোগটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, যেমন শিশু ও বয়স্কদের দেহে সহজেই সংক্রমিত হতে পারে।

২. ডায়রিয়া

ক্যাম্পাইলোব্যাক্টর এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম গণের জীবাণু দ্বারা আক্রান্ত পোষা প্রাণী মাধ্যমে মানুষের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত আক্রান্ত প্রাণীর মলের সরাসরি সংস্পর্শে অথবা সেই মলের মাধ্যমে খাদ্যের উৎস দূষিত হলে রোগটি ছড়াতে পারে।

৩. গর্ভপাত

টক্সোপ্লাজমা গণের ধরনের প্রোটোজোয়ার কারণে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়। এই জীবাণু পোষা প্রাণীর পরিপাকতন্ত্রে বসবাস করে এবং মলের মাধ্যমে ছড়ায়। যদি কোনো গর্ভবতী মহিলা আক্রান্ত প্রাণীর মলের সরাসরি সংস্পর্শে আসে অথবা মলের মাধ্যমে খাদ্যদ্রব্য দূষিত হয়, তাহলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

৪. আচঁড় জ্বর

এই সংক্রামক রোগটি বার্টোনেলা হেনসেলে নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটি পোষা প্রাণীর নখ ও লালায় থাকতে পারে। এই জীবাণু দ্বারা আক্রান্ত পোষা প্রাণী যদি মানুষকে আচঁড় বা কামড় দেয়, তবে এই রোগ হতে পারে। তবে আচঁড়ে যদি রক্তপাত না হয়, তাহলে সাধারণত সমস্যা হয় না। এই রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর হয় এবং লিম্ফ নোড ফুলে যায়।

৫. জলাতঙ্ক

এই রোগটি র্যাবিস ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে, যা মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং নিগরি বডি তৈরি করে। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। সাধারণত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। কামড়ে রক্তপাত হলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

৬. গোলকৃমি

পোষাপ্রাণীর দেহে নানা ধরনের গোলকৃমিথাকতে পারে। যদি কোনো ব্যক্তি পোষা প্রাণীর মল বা বর্জ্যের সংস্পর্শে আসে, তাহলে ওই কৃমিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

৭. ব্রুসেলোসিস

ব্রুসেলা গণের ব্যাকটেরিয়ার কারণে পোষা প্রাণীর গর্ভপাত হয় । এই জীবাণু আক্রান্ত প্রাণীর দেহ থেকে কোনো ব্যক্তির প্রাকৃতিক রন্ধ্র বা কাটা জায়গা দিয়ে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। এই জীবাণুতে নারীরা আক্রান্ত হলে গর্ভপাত এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিসের প্রদাহ ও প্রজনন ক্ষমতা হ্রাস পায়।

৮. টিউবারকুলোসিস

মাইকোব্যাকটেরিয়াম গণের জীবাণুর সংক্রমণে পোষা প্রাণী টিউবারকুলোসিস বা যক্ষ্মায় আক্রান্ত হয়। যদি কোনো ব্যক্তি আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসে বা শরীরের কাটা স্থানের মাধ্যমে জীবাণু প্রবেশ করে, তাহলে তার সংক্রমণ ঘটতে পারে। তবে প্রাণী থেকে মানুষে এই রোগ ছড়ানোর সম্ভাবনা বিরল।

৯. অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জীবাণু

পোষা প্রাণীর ক্ষেত্রে অপ্রয়োজনে ও অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তাদের দেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জীবাণু তৈরি হয়, যা পরে মানুষের দেহে প্রবেশ করে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

অধ্যাপক সিদ্দিকুর রহমান আরও বলেন, কিছু সচেতনতা মেনে চললেই পোষা প্রাণীর মাধ্যমে ছড়ানো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন:

১. পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক দিতে হবে।

২. চর্মরোগ (দাদ) দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

৩. ব্রুসেলোসিসে আক্রান্ত প্রাণীকে খালি হাতে স্পর্শ করা যাবে না।

৪. অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

৫. পোষা প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনার সময় গ্লাভস ব্যবহার করতে হবে।

৬. প্রাণীর সংস্পর্শে আসার পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

৭. পোষা প্রাণীকে নিয়মিত বিরতিতে গোসল করাতে হবে এবং বাড়ি পরিষ্কার রাখতে হবে।

লেখাটি লিখেছেন

প্রফেসর সিদ্দিকুর রহমান
মেডিসিন বিভাগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

14/06/2025

তীব্র ভ্যাপসা গরমে প্রিয় ক্যাট এর যত্ন নিন সহজে

১) ভেজা ঠাণ্ডা কাপড় দিয়ে মুছে দিন শরীর

২) খেতে দেয়া পানি ঘন্টা খানিক পর পর পরিবর্তন করে দিন

৩) রান্না করা খাবার যেমন সেদ্ধ মাছ বা মাংস, লম্বা সময় খাবার বাটিতে দিয়ে রাখবেন না। প্রয়োজন এ অল্প করে দিন যেনো সে একবারে তা শেষ করতে পারে।

৪) মাসে ৩ বার প্রয়োজন এ ৪ বার গোসল করাতে পারেন

৫) বাসার যে স্থান টা পরিস্কার ও শীতল সেখানে রাখুন

৬) এ সি র জন্য তাপমাত্রা ২৭ এ রেখে একটু বড় ও মাঝারি বয়সের বাচ্চা দের নিয়ে থাকতে পারবেন

গরমে বেশ কিছু সমস্যা বেড়েছে যেমন লোম পরার সমস্যা, পেট খারাপ এর সমস্যা এবং ঠান্ডা লাগা জনিত সমস্যা এইগুলি হলে দ্রুত যোগাযোগ করুন।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

05/06/2025

আসন্ন কুরবানী উপলক্ষে, সকল মুসলিম ভাইবোন দের শুভেচ্ছা জানাচ্ছি।

সুস্থ্য সবল কুরবানীর পশু এখন প্রায় সকলেই চেনেন তাই সে দিকে বিস্তারিত যাচ্ছি না। আজকে পবিত্র আরাফার দিন আগামীকাল মক্কাতে কুরবানী হবে এবং পরশু দিন আমাদের এখানে।

এই স্বল্প সময়ে যারা পশু ক্রয় করে বাসায় রেখে লালন করছেন তাদের জন্য কিছু উপদেশ।

আপনার প্রাণিকে ভাত, আটা, জাউ ভাত এসব দিবেন না।

খর, ভুসী, ফিড অল্প করে সারাদিন সাথে পানি দিতে পারেন।

গরুকে বা প্রাণিকে গাড়ি থেকে নামানোর ক্ষেত্রে সচেতন হবেন। সম্ভব হলে বালু তে আনলোড করান এতে পায়ে ব্যাথা পাবে না।

অনেক স্থানে বৃষ্টি হচ্ছে বিশেষ করে রাতে তাই নিরাপদ স্থানে রাখুন।

এই গরু বা ছাগল গুলি হাটে অনেক কঠিন সময় পার করে তাই তাদের স্বাভাবিক খাদ্য গ্রহণ এর আগ্রহ কম গ থাকতে পারে সেক্ষেত্রে ইলেকট্রোলাইড স্যালাইন দিতে পারেন।

প্রাণি অসুস্থ অনুভব করলে তার জন্য স্বল্প সমসয়ে ভেটেরিনারি ডাক্তার এর পরামর্শ নিবেন।

কুরবানির আগে প্রায় ৭-৮ ঘন্ট আগে থেকে খাদ্য গ্দেয়া বন্ধ রাখতে পারেন এবং পানি দিতে পারেন এতে উপকার আছে।

সবশেষে প্রাণিকে আরামদায়ক স্থান ও নিরাপদ রাখুন। বিপদ এর আশংকা দেখলে তারা প্যানিক হয়ে যায়।

কুরবানির দিন তাদের সাথে মানবিক আচরণ করুন।

আল্লাহ সকলের কুরবানি কবুল করুন।

লেখাস্বত্ব

Vet point

 রাস্তা তে থাকে এরকম কুকুর গুলির শরীরে স্ক্যাবিস, ফাংগাল সহ অনেক ধরনের স্কিন ডিজিজ দেখা দেয়। তারা স্বাস্থ্যকর খাবার তেমন...
13/05/2025



রাস্তা তে থাকে এরকম কুকুর গুলির শরীরে স্ক্যাবিস, ফাংগাল সহ অনেক ধরনের স্কিন ডিজিজ দেখা দেয়।

তারা স্বাস্থ্যকর খাবার তেমন পায় না, এরপর অস্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য সহজে স্কিন ডিজিজে আক্রান্ত হয় এবং আস্তে আস্তে সেটা ছড়িয়ে পরে পুরো শরীরে।

নেট এ ভাইরাল হয় যে scabo নামে একটা ট্যাবলেট দিলেই নাকি এই রোগ পুরোপুরি ঠিক হয়ে যায়।এবং অনেক প্রাণিপ্রেমী এই ভেবে এই মেডিসিন দিয়ে থাকেন।

কিছু ক্ষেত্রে হয়ত ভালো রেজাল্ট আসতেও দেখা গিয়েছে।

কিন্তু এই মেডিসিন টা দিয়ে কি এইসকল সমস্যা আদৌ ভালো হয়?!

দেখেন এই প্রাণি গুলি ঠিক মতন খাবার পায় না এর ভেতর তারা যে পরিবেশে থাকে সেটা এই রোগ হবার জন্য অনুকূল তাই এই মেডিসিন দিয়ে এই রোগ কিউড় হবে এটা ভাবা অমূলক।

এক এক রুগীর বয়স ওজন এক এক রকম আপনি সবার জন্যই একি ডোজ এ দিলেন বা মনগড়া ডোহে দিলে তাহলে সেটা হয় ওভারডোজ বা সাবডোজ এ যাবে।

এবং এই মেডিসিন দেয়ার ফ্রিকুয়েন্সী বাকী মেডিসিন এর মতন না এটা মাসে ২-৩ বার দেয়ার নিয়ম বলেই দিলাম আপনি টানা ৩-৪-৫ দিন দিলে প্রাণির অবস্থা কি হবে একবার ভাবুন

এর পর যদি এই রোগ টা অন্য কারণে হয়ে থাকে তাহলে এই মেডিসিন দেয়াটাত একদম অযথা হবে। মানে দরকার ছাড়া দেয়া হবে।

ওভারডোজে দীর্ঘ দিন দিলে প্রাণির কিডনি, লিভার, খাদ্যনালী, আক্রান্ত হবে। নিউরো প্রব্লেম দেখা দিতে পারে।

তাই সচেতন হওয়া উচিত।আল্লাহর রহমতে আমাদের দেশে আমেরিকা, কানাডা ইউরোপ এর মতন ডাক্তার এর পরামর্শ নেয়া এত কঠিন না। সকলের ই পরিচিত অনেক ভেট আছেন একটু জিজ্ঞাসা করে নিলে তারা বিরক্ত হিবে না উলটা খুশি ই হবে।

সময় সুযোগ থাকলে সরাসরি একবার নিয়ে যাবেন তাদের কাছে। এতে সে সঠিক চিকিৎসা পাবে এই সম্ভাবনা অনেক বেশি।

কিছু কিছু ক্লিনিকে স্কিন স্ক্যাব নিয়ে পরীক্ষার সুযোগ ও আছে। আবার পথ প্রাণির জন্য ছাড় ও আছে। সুযোগ টি গ্রহণ করতে পারেন।

লেখাস্বত্ব

Vet point

The best place for Animal's care

 উচু স্থান থেকে বিড়ালের লাফিয়ে পরার একটা অদ্ভুত প্রবনতা থাকে। এবং দেখা যায় ৭ তলা থেকে বা আরো উচু স্থান থেকে প্রায় তাদের ...
12/05/2025



উচু স্থান থেকে বিড়ালের লাফিয়ে পরার একটা অদ্ভুত প্রবনতা থাকে। এবং দেখা যায় ৭ তলা থেকে বা আরো উচু স্থান থেকে প্রায় তাদের লাফিয়ে পরে আহত হবার কেইস গুলি আসে।

যারা উচু স্থাপনতা তে থাকেন এবং বিড়াল পোষেন তারা বাসা ক্যাটপ্রুফ করে নেবেন।

এবং খেয়াল রাখবেন বিড়াল এর প্রতি বিশেষ করে রাতের দিকে বা সন্ধ্যার সময়।

বারান্দা বা জানালা র কাছাকাছি অনেক পাখি আসে ওরা এদের দেখে ট্রিগ্যাড় হয়।

এসব যায়গায় গিয়ে যেনো তারা পরে না যায় সেদিকে খেয়াল রাখবেন।

ফিল্মে দেখা যাচ্ছে স্পাইনে ফ্র‍্যাকচার।

এরকম ক্ষেত্রে প্যারালাইসিস হয় এবং পরবর্তী তে বিড়াল ও মালিক উভয়ের জীবন খুব কষ্টের হয়।

তাই সচেতন হতে হবে।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

 কান শরীরের এক গুরুত্বপূর্ণ অংগ। নিয়মিত যত্ন না নিলে না না ধরনের রোগ বাসা বাধতে পারে। আপনার পোষ্য আপনার পরিবারের এক অংশ।...
11/05/2025



কান শরীরের এক গুরুত্বপূর্ণ অংগ। নিয়মিত যত্ন না নিলে না না ধরনের রোগ বাসা বাধতে পারে।

আপনার পোষ্য আপনার পরিবারের এক অংশ। তাই নিয়মিত তার প্রতি খেয়াল করুন। কান এর ভেতর দেখুন কোন অযাচিত মাত্রাতিরিক্ত ময়লা আছে কি না বা পরিস্কার করার পরেও দ্রুত আবার ময়লা ফেরত আসে কি না।

যদি কোন সমস্যা দেখতে পারেন দ্রুত ডাক্তার এর পরামর্শ নিন ( আমাদের এখানে ডাক্তার দেখানোর সুযোগ আছে)।

নিজে পরিস্কার করতে পারেন তবে দিকনির্দেশনা ডাক্তার এর কাছ থেকে নিতে হবে নতুবা একটু ভুলে এটা তার স্থায়ী সমস্যার কারণ হতে পারে।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

10/05/2025



গরমে অতিষ্ঠ জনপদ। সাথে আমাদের পোষ্য রা ও। ওদের ঘাম হয় না শরীর থেকে তাপ বের করার উপায় হলো প্যান্টিং। যা ভিডিও তে দেখতে পারছেন

তুলনামূলক ঠান্ডা স্থানে রাখবেন বাসায়। এরপর ফ্রেশ পানি যেনো তারা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

মাঝে মাঝে গোসল দিতে পারেন।

এর পরেও সমস্যা দেখলে ডাক্তার এর পরামর্শ নিন দ্রুত।

নিজেদের উপর খেয়াল রাখবেন সাথে পোষ্য দের প্রতিও

Vet point

The best place for animal's care

  in cat দেখুন সকলের বাসাতেই এই মেডিসিন হয়ত পাওয়া যাবে।  আমাদের দেশে নাপা( প্যারাসিটামল)  এতটাই কমন। কিন্তু এটা বিড়ালের ...
09/05/2025

in cat

দেখুন সকলের বাসাতেই এই মেডিসিন হয়ত পাওয়া যাবে। আমাদের দেশে নাপা( প্যারাসিটামল) এতটাই কমন। কিন্তু এটা বিড়ালের জন্য বিপজ্জনক।

ছবিতে দেখতে পারছেন ব্লুইস হয়ে গেছে মিউকাস মেম্ব্রেন

এর মানে ব্লাডে CO2 এর উপস্থিতি। শরীর এ প্রচণ্ড অক্সিজেন এর অভাব এবং মেজর কোন organ

ফেইলর।

সচেতনতা আমাদের সকলের কাম্য। জ্বর হলে প্রথমিক ভাবে শরীর টা মুছে দেন ভেজা কাপড় দিয়ে। হাল্কা সমস্যা হলে এতেই দেখবেন সেরে যাবে।

এরপর ডাক্তার এর পরামর্শ নিন

এর পরেও ঠিক না হলে টেস্ট করান

ঝুকি এড়িয়ে চলুন।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

  আজকাল বেশ কমন সমস্যা হয়ে গেছে। খাবার এর ভেজাল, নিয়মিত Deworming না করানো, সহ আরো কিছু রোগের পরিণতি এই জন্ডিস। তবে এর চ...
08/05/2025



আজকাল বেশ কমন সমস্যা হয়ে গেছে। খাবার এর ভেজাল, নিয়মিত Deworming না করানো, সহ আরো কিছু রোগের পরিণতি এই জন্ডিস।

তবে এর চিকিৎসা আছে। অনেক সময় এরকম হকুদ হবে শরীর আবার অনেক সময় লক্ষণ আসতে বেশ সময় ও লেগে যেতে পারে।

রুগি আপাতত চিকিৎসাধীন রয়েছে। সবাই দোয়া করবেন।

এবং নিজ পোষ্যর প্রতি খেয়াল রাখবেন।

আর হ্যা এইটা কিন্তু মানুষে ছড়ায় না তাই ভয়ের কিছু নাই।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

07/05/2025

এই মা বিড়াল টার মিল্ক জমে ব্রেস্ট এ অসহনীয় ব্যাথা৷ মিল্ক এমনিতেই জীবানুর জন্য অনেক ভালো একটা মাধ্যম তারা সহজেই সং্খ্যাবৃদ্ধি করতে পারে এতে। তাই এই বিষয়গুলি খুব সহজেই খারাপ দিকে মোর নেয়। বাচ্চা হলেই এডপশনের জন্য চেষ্টা করবেন না। কমপক্ষে ২ মাস সময় দিন। বাচ্চার ইমিউনিটি ভালো হবার জন্য এই দুধের অনেক বড় ভূমিকা থাকে এছাড়া মা র নিজের স্বাস্থ্য ও এর সাথে জড়িত।

আমরা চিকিৎসা দিয়েছি। তবে সচেতনতা অনেক বেশি প্রয়োজন। প্রাণি কল্যাণ ও জড়িত এটির সাথে।

point

The best place for animal's care.

06/05/2025

Neurological Disorder.

এই ছোট্ট কিটেন এর লড়াই চলছে খুব সম্ভবত Toxoplasmosis এর সাথে যা মা এর পেটে থাকা কালীন বাচ্চার শরীরে আসতে পারে বা হয়ত পরবর্তী তে দুধ এর মাধ্যমে। ঢাকার একটা বড় ক্লিনিকে চিকিৎসা চলছে। পাশাপাশি আমাদের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। ইনশাহাল্লাহ বাচ্চাটির জীবন যেনো বেচে যায় সবাই দুয়া করবেন।

আর জ্বর এর সাথে খিচুনি দেখলে, দেরি না করে Toxoplasmosis , FIP টেস্ট করিয়ে নেবেন। আমাদের দেশে এই দুই রুগীর সং্খ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েই চলেছে।

Address

Rajshahi

Telephone

+8801537008205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet point:

Share