ক্ষুদে খামারী

ক্ষুদে খামারী Khude khamari page is an online shop where you can find all kinds of domestic and foreign birds, cows, milks, chickens, eggs,goats, ducks, queals etc.

Dhaka Birds Aviary পেজটি হলো একটি অনলাইন শপ আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের দেশি বিদেশি নানা বর্ণের পাখি ও কবুতর।

23/04/2025

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না!

1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ সময় গরুর নিজের রোগ দমন সক্ষমতা দিয়ে রোগকে মোকাবেলায় সুযোগ দিতে হবে।কতটুকু মোকাবেলা করতে পারছে, এটা খেয়াল করে সাপোর্ট চিকিৎসা দিতে হবে। ভয়ে অগ্রীম চিকিৎসা করতে গিয়ে পিছিয়ে যাবেন।
2) এই সময়/ প্রথম দুই সপ্তাহ কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারন এটা ভাইরাস ঘটিত রোগ, ব্যকটেরিয়া ঘটিত রোগ না।
3) প্রথম সপ্তাহে যত বেশী ঔষধ খাওয়াবেন, এই রোগ ভাল হতে তত বেশী সময় লাগবে; ক্ষতি বেশী হবে, শেষে চিকিৎসা ব্যয় বাড়বে, তথাপি ও গরু-বাছুর বাঁচানো কঠিন হবে।
4) এ সময় আপনার প্রধান কাজ হল একটি থার্মোমিটার হাতের কাছে রাখা, জ্বর মাপা ও জ্বর নিয়ন্ত্রনে রাখা, ফাষ্টভেট/পাইরালজিন এসব ট্যবলেট খাওয়ান প্রতি আট ঘন্টা পরপর দিনে তিনবার। কম করে হলে দিনে 2-3 বার গোসল করাবেন, শরীর মুছে দিতে হবে, জ্বর 104 থেকে নীচে রাখতে হবে।
5) এই সময় খাবার সোডা বড় গরুর জন্য 30 গ্রাম,বাছুর হলে 15 গ্রাম, নিমপাতা পরিমান মত,জিংক সিরাপ বাছুরকে 50 মিলি, বড় গরুকে 100 মিলি করে 15-20 দিন খাওয়াতে থাকুন। এতে এ রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে।
6) গোটা গুলো মোটামুটি দৃশ্যমান হতে সুযোগ দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এ সময় গরুর রোগ প্রতিরোধশক্তি এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে এটা জোর করে বন্ধ করতে না যেয়ে একটু সময় দিন ও পরে নন স্টেয়রয়েড এন্টিহিস্টামিন ইনজেকশন দিতে পারেন। এসময় এষ্টাভেট/রেনাসিন ইনজেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 8-10 সিসি পরপর তিন দিন/ এক দিন পরপর তিন বার দিতে পারেন। এ সময় রেজিঃ ভেটের পরামর্শ নিবেন।
7) এ সময় খাবার স্বাভাবিক রাখুন,ইলেকট্রোলাইটস/ডেক্সড্রোজ ও মিনারেলস সাপোর্ট দিতে পারেন। ওর স্যালাইন,লেবুর রস, ক্যালসিয়াম, এমাইনোভেট প্লাস সিরাপ এসব দিয়ে এনার্জি ও পুষ্ঠি সাপোর্ট দিতে হবে। এতে গরুর রোগ প্রতিরক্ষা তৈরীতে সহায়তা হবে।
8) এ সময় No lumpy, Lumpy cure, FRA C12 এসব পাউডার খাওয়াতে পারেন। এতে ভাইরাস ভেতর থেকে দূর্বল হয়ে যাবে।
9) নিমপাতা সিদ্ধ পানি, পটাশের পানি, স্যাম্পু, টিমসেন/ GPC8 /FAM 30 এসব দিয়ে গোসল করাতে হবে।

উল্লেখিত পরামর্শ গরু পালনকারী ভাই ও বোনেরা সঠিক ভাবে পালন করলে ভয়ানক L*D রোগ থেকে আপনার গরু দ্রুত সুস্থ্য হয়ে উঠবে ইনশাআল্লাহ্!
*D

#লাম্পিস্কিন

09/04/2025

গরুটি ব্রয়লার ফিড বা মুরগির ফিড খেয়ে পেটের নানান সমস্যায় ভুগে অবশেষে বিদায় নেয় পৃথিবী থেকে।একজন খামারীর না জানার কারনে, ভুল খাদ্য খাওয়ানোর কারনে সাজানো স্বপ্ন গুলো নিমিষেই মিশে গেল মাটির সাথে।বর্তমান সময়ে এত উচ্চ বাজার মূল্যের দিনে একটা গরু মারা গেলে একজন খামারির সেই অপূরনীয় ক্ষতি, পূরন হতে অনেক সময় লেগে যায়।
গরুটিকে পোস্ট মর্টেম করে দেখা যায় তার কিডনি, লিভার ও লাংজে পানি জমে গিয়েছে যেটা ছবিতে দেখতে পাচ্ছেন।মূলত মুরগির ফিড খাওয়ালে গরু মোটা হয় না, এটা কেবলমাত্র খামারীদের ভুল ধারনা।গরুর চামড়ার নিচে পানি জমা হয়ে গরুকে নাদুস-নুদুস দেখা গেলেও জ*বাই করার পর দেখা যায় হাওয়াই মিঠাইয়ে মত গরুর মাংস চুপসে যায়।আর মাংসের ওজন হয় কম।যে কারনে, উক্ত গরুতে আশানুরুপ মাংস হয় না।
দ্বিতীয়ত ব্রয়লার মুরগির ফিডে থাকা স্ট্রাচ ও হাড়ের গুড়ো গরু হজম করতে পাড়ে না।যার ফলে গরুর পেটে নানা রকম সমস্যা দেখা দেয়।তাহলে কি দরকার গরুকে ব্রয়লার ফিড খাওয়ানোর? যেখানে শুধু রিস্ক আর রিস্ক!গরুটি ব্রয়লার ফিড বা মুরগির ফিড খেয়ে পেটের নানান সমস্যায় ভুগে অবশেষে বিদায় নেয় পৃথিবী থেকে।একজন খামারীর না জানার কারনে, ভুল খাদ্য খাওয়ানোর কারনে সাজানো স্বপ্ন গুলো নিমিষেই মিশে গেল মাটির সাথে।বর্তমান সময়ে এত উচ্চ বাজার মূল্যের দিনে একটা গরু মারা গেলে একজন খামারির সেই অপূরনীয় ক্ষতি, পূরন হতে অনেক সময় লেগে যায়।
গরুটিকে পোস্ট মর্টেম করে দেখা যায় তার কিডনি, লিভার ও লাংজে পানি জমে গিয়েছে যেটা ছবিতে দেখতে পাচ্ছেন।মূলত মুরগির ফিড খাওয়ালে গরু মোটা হয় না, এটা কেবলমাত্র খামারীদের ভুল ধারনা।গরুর চামড়ার নিচে পানি জমা হয়ে গরুকে নাদুস-নুদুস দেখা গেলেও জ*বাই করার পর দেখা যায় হাওয়াই মিঠাইয়ে মত গরুর মাংস চুপসে যায়।আর মাংসের ওজন হয় কম।যে কারনে, উক্ত গরুতে আশানুরুপ মাংস হয় না।
দ্বিতীয়ত ব্রয়লার মুরগির ফিডে থাকা স্ট্রাচ ও হাড়ের গুড়ো গরু হজম করতে পাড়ে না।যার ফলে গরুর পেটে নানা রকম সমস্যা দেখা দেয়।তাহলে কি দরকার গরুকে ব্রয়লার ফিড খাওয়ানোর?
যেখানে শুধু রিস্ক আর রিস্ক!

সংগ্রহীত

হাঁস খামারিদের জন্য এই দুইটা মেডিসিন খামারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ১। হাঁসের সবুজ পায়খানা/ঠান্ডার জন্য ইরোকট ১০০% কা...
09/04/2025

হাঁস খামারিদের জন্য এই দুইটা মেডিসিন খামারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
১। হাঁসের সবুজ পায়খানা/ঠান্ডার জন্য ইরোকট ১০০% কাজ করে।
২। হাঁসের চুনা পায়খানার জন্য পেক্সাসিন ১০০% কাজ করে।

ব্রয়লার মুরগী পালনের সঠিক নির্দেশিকা!
08/04/2025

ব্রয়লার মুরগী পালনের সঠিক নির্দেশিকা!

এভাবে খাবার দেন 🤩🙂এই গরু টাকে যেভাবে খাদ্য বানিয়ে দেওয়া হয়েছে। তার ১০০ কেজি খাবার তৈরি করার একটা নমুনা দিয়ে দিলাম।  ...
07/04/2025

এভাবে খাবার দেন 🤩🙂

এই গরু টাকে যেভাবে খাদ্য বানিয়ে দেওয়া হয়েছে। তার ১০০ কেজি খাবার তৈরি করার একটা নমুনা দিয়ে দিলাম।

দানাদার খাদ্যঃ
১/ ভূট্টা ৪০ কেজি
২/ ধানের কুড়া ১৫ কেজি
৩/ ডালের ভূষি ১০ কেজি
৪/ DORB ২০ কেজি
৫/ সয়াবিন খৈল ১৫ কেজি
মোট ১০০ কেজি

প্রতি ১০০ কেজি খাবারের সাথে এই প্রয়োজনীয় ভিটামিন গুলো যোগ করবেন।
১/ এল লাইসিন ২৫০ গ্রাম
২/ ডি এল মেথিওনিন ২৫০ গ্রাম
৩/ টক্সিন বাইন্ডার ২০০ গ্রাম
৪/ মাল্টি এনজাইম ২০০ গ্রাম
৫/ প্রিমিক্স ২৫০ গ্রাম
৬/ ভিটামিন মিনারেল ২৫০ গ্রাম
৭/ গ্রথ প্রমোটার ২০০ গ্রাম
৮/ ভেজিটেবল ফ্যাট ২৫০ গ্রাম
৯/ বাই কার্বনেট ২৫০ গ্রাম
১০/ প্রবায়োটিক ১০০ গ্রাম
১১/ ফাইটেজ ১৫০ গ্রাম
১২/ মনো ক্যালসিয়াম ১.৫ কেজি
১৩/ লাইমস্টোন ১.৫ কেজি
১৪/ ফিশ প্রটিন ২.৫ কেজি
(অবশ্যই ভিটামিন গুলো যোগ করতে হবে)

এই সকল খাবার এবং ভিটামিন মিনারেল গুলো একত্রে ভালোভাবে মিক্স করবেন। তারপর একটা গরুকে দৈনিক সকাল বিকাল দুই বেলা মিলে প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১.৫ থেকে ২ কেজি খাদ্য দিবেন।
সাথে পেট ভরানোর জন্য খড় অথবা ঘাস দিবেন। ঘাস না থাকলেও সমস্যা নাই। তবে তৈরি করা খাদ্য টা ঠিক ভাবে দিবেন। এই খাবারের সাথে কোন প্রকার ফিড বা অন্যান্য কোন খাবার দিবেন না। শুধুই বানানো খাবার খাবে। সাথে খর দিবেন এবং চাইলে ঘাস দিতে পারেন। উপরে বলা নিয়ম গুলো মেনে চললে আশা করি তিন মাসের মধ্যে গরু পর্যাপ্ত মোটাতাজা হয়ে যাবে ইনশাল্লাহ।

🔴 শেয়ার করে রেখে দিন যাতে কুরবানির গরু মোটাতাজা করতে এই পোস্ট দেখে খাদ্য তৈরি করতে পারেন।

১০০০ মুরগির খামারে লিটার ব্যবস্থাপনা: ৩০ দিনের স্টেপ বাই স্টেপ পরামর্শ(গরমকালের জন্য)**১-৭ দিন: প্রাথমিক প্রস্তুতি**- লি...
07/04/2025

১০০০ মুরগির খামারে লিটার ব্যবস্থাপনা: ৩০ দিনের স্টেপ বাই স্টেপ পরামর্শ(গরমকালের জন্য)

**১-৭ দিন: প্রাথমিক প্রস্তুতি**
- লিটার ব্যবস্থাপনার জন্য প্রথমে ১-২ ইঞ্চি পুরুত্বে শুকনো লিটার সামগ্রী (যেমন, কাঠের গুঁড়া) বিছান।
- প্রতিদিন মুরগির মল পরিষ্কার করুন এবং লিটারকে শুকনো রাখুন।
- ব্রুডারের তাপমাত্রা পর্যবেক্ষণ করুন, যাতে মুরগিগুলি আরামদায়ক থাকে।


**৮-১৪ দিন: লিটার উন্নয়ন**
- লিটার পুরুত্ব বাড়ান এবং সঠিকভাবে ছড়িয়ে দিন।
- প্রতিদিন লিটারকে নাড়া চাড়া করুন, যাতে জমাট বাঁধতে না পারে।
- আর্দ্রতা পরীক্ষা করুন এবং প্রয়োজনে শুকনো লিটার যোগ করুন।


**১৫-২১ দিন: নিয়মিত মিশ্রণ ও পরীক্ষা**
- লিটারকে নিয়মিত মিশ্রণ করুন এবং আর্দ্রতা পরীক্ষা করুন।
- যদি লিটার ভিজে যায়, তাহলে দ্রুত পরিবর্তন করুন।
- মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা নিন।


**২২-৩০ দিন: লিটার পরিবর্তন**
- ৩০ দিনের শেষে পুরানো লিটার সম্পূর্ণরূপে পরিবর্তন করুন এবং নতুন লিটার যোগ করুন।
- লিটার ব্যবস্থাপনায় সঠিক খাদ্য ও পানির ব্যবস্থা নিশ্চিত করুন।
- মুরগির ঘরের বায়ু চলাচল নিশ্চিত করুন, যাতে তাজা বাতাস প্রবাহিত হয়।


**সাধারণ টিপস:**
- লিটার ব্যবস্থাপনায় সঠিক পুষ্টি নিশ্চিত করতে খাদ্য ও পানির মান বজায় রাখুন।
- মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন এবং রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দিন।
- লিটার ব্যবস্থাপনায় সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন, যাতে রোগের সংক্রমণ কমে।

🔗 **Orgavet Medicine Ltd.**: আপনার পোল্ট্রির সুস্বাস্থ্য, আমাদের দায়িত্ব !!!
আমাদের মূল লক্ষ্য হলো কোন প্রকার এন্টিবায়োটিকের ব্যবহার না করে, সম্পূর্ণ অর্গানিক মেডিসিন (অর্গাভেট প্যাকেজ) ব্যবহারে স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে খামারিদের লাভবান করা এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত আমিষ সরবরাহ করা।

**১০০০ মুরগির ৩৫ দিন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও বাড়ন্ত থাকার জন্য একটি অর্গাভেট (সম্পূর্ণ জৈব ঔষধ) প্যাকেজই যথেষ্ট

গরমকালে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবস্থাপনা: হিটস্ট্রোক প্রতিরোধে কার্যকর পদক্ষেপগ্রীষ্মের তীব্র গরমে ব্রয়লার মুরগির খাদ্...
04/04/2025

গরমকালে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবস্থাপনা: হিটস্ট্রোক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ

গ্রীষ্মের তীব্র গরমে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা হিটস্ট্রোকের (Heat Stroke) শিকার হতে পারে। সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে তাপজনিত স্ট্রেস কমিয়ে মুরগির সুস্থতা ও উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব।

হিটস্ট্রোক প্রতিরোধে খাদ্য ব্যবস্থাপনা

১. খাদ্যের গুণগত মান উন্নত করুন

সুপরিপাকযোগ্য খাদ্য সরবরাহ করুন, যাতে হজম প্রক্রিয়ায় কম তাপ উৎপন্ন হয়।

উচ্চ ফাইবার ও অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য পরিহার করুন, কারণ এটি হজমের সময় বেশি তাপ উৎপন্ন করে।

খাদ্যে এনজাইম ও প্রোবায়োটিক যোগ করুন, যা হজম প্রক্রিয়াকে সহজ করবে।

অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এটি ডিহাইড্রেশন বাড়িয়ে দেয়।

২. পানির পরিমাণ ও গুণগত মান নিশ্চিত করুন

পর্যাপ্ত ঠান্ডা ও পরিষ্কার পানি সরবরাহ করুন।

পানিতে ইলেক্ট্রোলাইট, গ্লুকোজ ও ভিটামিন C মিশিয়ে দিন, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

পানির পাত্র ছায়াযুক্ত স্থানে রাখুন এবং দিনে কয়েকবার পানি পরিবর্তন করুন।

৩. খাদ্য গ্রহণের সময় নিয়ন্ত্রণ করুন

গরমের সময় (দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত) খাদ্য সরবরাহ সীমিত করুন, কারণ এই সময় খাদ্য গ্রহণ করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি পায়।

সকালে ও সন্ধ্যায় বেশি পরিমাণ খাদ্য সরবরাহ করুন, যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকে।

খাদ্য সরবরাহের আগে পানি পান করানো নিশ্চিত করুন, যাতে তারা ডিহাইড্রেটেড না হয়।

৪. খাদ্যের সাথে বিশেষ উপাদান যোগ করুন

খাদ্যে ভিটামিন C, E ও মিনারেলস যোগ করুন, যা হিটস্ট্রোক প্রতিরোধে কার্যকর।

বিটাইন ও অ্যাসিড বাফার ব্যবহার করুন, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

প্রাকৃতিক কুলিং উপাদান যেমন অ্যালোভেরা বা পুদিনা নির্যাস খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে।

৫. খাদ্য গ্রহণের পরিবেশ উন্নত করুন

খামারের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন।

ছাদে পানি ছিটিয়ে ও ফ্যান ব্যবহার করে তাপমাত্রা কমানোর চেষ্টা করুন।

ফিডার ও ড্রিঙ্কার ছায়াযুক্ত স্থানে রাখুন এবং খাবারের ট্যাংক ও পাত্র নিয়মিত পরিষ্কার করুন।

উপসংহার

সঠিক খাদ্য ব্যবস্থাপনা অনুসরণ করলে ব্রয়লার মুরগিকে হিটস্ট্রোক থেকে রক্ষা করা সম্ভব। খাদ্যের উপাদান, পানির সরবরাহ,

বাচ্চা মুরগির ব্রুডার নিউমোনিয়া: কারণ, লক্ষণ ও চিকিৎসা➡️ ব্রুডার নিউমোনিয়া কী?ব্রুডার নিউমোনিয়া (Aspergillosis) হলো মুরগ...
04/04/2025

বাচ্চা মুরগির ব্রুডার নিউমোনিয়া: কারণ, লক্ষণ ও চিকিৎসা

➡️ ব্রুডার নিউমোনিয়া কী?
ব্রুডার নিউমোনিয়া (Aspergillosis) হলো মুরগির শ্বাসতন্ত্রের একটি ছত্রাকজনিত রোগ, যা মূলত Aspergillus fumigatus নামক ছত্রাকের কারণে হয়। এটি সাধারণত বাচ্চা মুরগির ক্ষেত্রে বেশি দেখা যায় এবং মারাত্মকভাবে শ্বাসকষ্টের কারণ হতে পারে।

➡️ কেন হয়? (মূল কারণ)
নোংরা ব্রুডার বা খামার – যদি ব্রুডার (বাচ্চার থাকার জায়গা) ভালোভাবে পরিষ্কার না করা হয়।

ভেজা বা নোংরা লিটার (বিছানা) – স্যাঁতসেঁতে লিটারে ছত্রাক জন্মে।

দূষিত খাবার ও পানি – সংক্রমিত খাবার বা পানির মাধ্যমে ছত্রাক ঢুকে যায়।

অক্সিজেনের অভাব – ঘরে বাতাস চলাচল কম থাকলে ছত্রাক দ্রুত ছড়ায়।

অতিরিক্ত গরম পরিবেশ – উচ্চ তাপমাত্রায় ছত্রাক দ্রুত বংশবৃদ্ধি করে।

➡️ লক্ষণ
✅ শ্বাসকষ্ট (বাচ্চা হাঁপাচ্ছে)
✅ মুখ হাঁ করে শ্বাস নেওয়া
✅ কর্কশ বা কাশি জাতীয় শব্দ
✅ খাওয়া-দাওয়া কমে যাওয়া
✅ গা ঝিমঝিম করা, দুর্বল হয়ে পড়া
✅ কিছু ক্ষেত্রে চোখ ও নাক থেকে পানি পড়তে পারে
✅ মৃত্যু হার বেশি (বিশেষ করে ১-৩ সপ্তাহ বয়সী বাচ্চার ক্ষেত্রে)

➡️ চিকিৎসা ও প্রতিরোধ
✅ প্রতিরোধ (আগে থেকেই সতর্কতা)
✔ ব্রুডার ও লিটার শুকনো ও পরিষ্কার রাখুন এবং তুত বা জীবাণু নাশক দিয়ে স্পে করুন।
✔ সপ্তাহে ১-২ বার বায়ো-সিকিউরিটি বজায় রাখতে জীবাণুনাশক স্প্রে করুন।
✔ বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
✔ ফরমালিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে নিয়মিত ব্রুডার জীবাণুমুক্ত করুন।
✔ বাচ্চাদের শক্তিশালী ইমিউনিটি গঠনের জন্য মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট দিন।

➡️ উপস্থিত ডাক্তার সমস্যা দেখে চিকিৎসা দিবে।
আক্রান্ত বাচ্চা সাধারনত ভাল হয়না।
✅পুরান লিটার বাদ দিয়ে নতুন লিটার দিতে হবে।খাবারে সমস্যা থাকলে খাবার বদলাতে হবে।
✅খাবার পাত্র ও পানির পাত্র পরিস্কার রাখা।
তুতে,১ গ্রাম ২-৩ লিটার পানিতে ৪-৫ দিন ১ বেলা।(৮-১০ঘন্টা) এবং ১০গ্রাম ১লিটারে লিটারের উপর স্প্রে করতে হবে।
✅১ টা এন্টিবায়োটিক লেভোফ্লক্সাসিলিন বা এমোক্সিসিলিন বা টাইলোসিন ৪-৫ দিন সব সময়।সি,১ গ্রাম ৩ লিটারএ,ই সেল,১ এল এল ১ লিটারে।
টক্সিন বাইন্ডার,টক্সিনিল প্লাস ২ এম এল ১ লিটারে ৫-৬ দিন ১ বেলা।

23/09/2024

মলি এবং গাপ্পির বাচ্চা

Address

24/31 Kormulla Bag, Postogola, Foridabad, Arsingate
Sutrapur
1204

Telephone

+8801960668450

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদে খামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষুদে খামারী:

Share

Category