Afza Agro

Afza Agro খামারির বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান শেয়ার করা সাথে আমরা কী কী করি তা সবাইকে জানানো।

Alhamdulillah. Female calf the future of the dairy. ডেইরি সেক্টরে মেয়ে বাচ্চা হচ্ছে ভবিষ্যত । একজন খামারি এইগুলো বেচতে ...
02/07/2025

Alhamdulillah. Female calf the future of the dairy.

ডেইরি সেক্টরে মেয়ে বাচ্চা হচ্ছে ভবিষ্যত । একজন খামারি এইগুলো বেচতে চায় না খুব ঠেকায় না পড়লে ।

ক্যাশ এর খুব প্রয়োজন পড়লে খামারি তার ভবিষ্যৎ কে বিক্রি করে।

বিস্তারিত-
বুল আইডি- ব্রাক ১৮৫
মা-১৫ লিটার
জন্ম ওজন-৩০kg

30/06/2025

দুধ খাওয়ার সময় কোনও কিছুর খবর থাকে না। ষাঁড় বাচ্চা । ডেইরি সেক্টরে ষাঁড় বাচ্চা মানেই ক্যাশ । তবে মূল্য কম কারণ এটা দুধ দিচ্ছে না ।

22/06/2025

Alhamdulillah. Finally starting the journey.
অবশেষে রওনা দিলাম সাভার এর উদ্দেশে। চড়াই উৎড়াই পার করে।পাবনা সিরাজগঞ্জ গাভী এর আড়ত বলে বিখ্যাত তবে প্রচুর প্রতারক এখানে।

কিন্তু প্রচুর দৌড়াইতে হবে ওইসব জাদুকরী কথা শুনা যাবে না।কমপক্ষে ৬০/৭০ টা গাভীর মোকাম ঘুরলাম ৪৮ ঘণ্টায়। একটা পেলাম অবশেষে।

২ দিন দুধ দেখে নিতে চেয়েছিলাম তারা রাজি ছিলো না তবে ছোট অভিজ্ঞতা থেকে ১ দিন ২ বেলা দুধ দেখেই নিলাম ।বাচ্চা টা খুব দুর্বল 😭😭, তারা দুধ খাওয়ায় না 😭।

আধা বুড়ো গাভী সবে তার সমান দাঁত।আমার বিশ্বাস ১৫/১৬ হবেই তারা বলেছে ২৪/২৫। তারা দেখাইছে ১৮ আর বলেছে দুধ বাড়বে।

১। এখানে প্রথম ক্যাচ হচ্ছে দুধ অনেক বাড়ায় বলবে সেই তুলনায় দাম কম বলবে এখানেই মানুষ খুশি হয় যায়।

২।আমার পোস্টে আগেই লিখছি ম্যাজিক্যাল কথা বার্তা বলবে।

20/06/2025

Alhamdulillah !! Only 40 days baby calf learns to eat grass & concentrates with mother’s milk. A Journey to Wean 🙂.

৪০ দিন এর বাচ্চা প্রত্যেক দিন ৪ লিটার দুধ,সাথে ঘাস -খড় চিবানো সাথে ভুষি খাচ্ছে । তবে এখনও অল্পমাত্রায় খাচ্ছে ।
এই বাচ্চা অনেক দ্রুত সলিড খাবার ধরছে ।

বাচ্চার বিবরণ-বুল আইডি হেলিক্স ১০৪
মা- ২০ লিটার দিচ্ছে (সব চেয়ে বুড়ি মা এখানের)
জন্মকালীন ওজন- ৩৮কেজি
কৃমিনাশক করা শেষ অনেকেই চেয়ে বসে একটা বাচ্চা আমার কাছে কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে দুধ খাওয়াইতে হবে যত্ন করতে হবে এটা আমাকে তাদের বারবার বলা লাগে।

Alhamdulillah. The shahiwal baby bull born ❤️দেশি সিন্দি মা থেকে শাহিওয়াল ছেলে বাচ্চা। বাচ্চার গঠন অনেক ভালো আসছে। মা দ...
13/06/2025

Alhamdulillah. The shahiwal baby bull born ❤️

দেশি সিন্দি মা থেকে শাহিওয়াল ছেলে বাচ্চা।

বাচ্চার গঠন অনেক ভালো আসছে। মা দুধ দিচ্ছে ৫ লিটার সর্বোচ্চ।
প্রত্যেক বছর বাচ্চা দেয় এইসব গাভী তবে দুধ মাত্র ৬ মাস থাকে।

এত কম দুধ দিয়ে শ্রমিক এর বেতন উঠে না। তাহলে উপায় কী??

এই বাচ্চা টা ৬ মাস পর কত দাম হবে???
যাই হোক যারা স্বপ্ন দেখেন এমন মা থেকে বাচ্চা আনবেন তারা আমাকে টিপস দেন কী করনিয়??

Sacrificing the tag 4 ।Qurbani 2025আল্লাহ এর অশেষ রহমতে তাহাকে কোরবান দিলাম।নিজের পালা গরু কোরবানি দিতে গেলে চোখ দিয়ে প...
07/06/2025

Sacrificing the tag 4 ।Qurbani 2025
আল্লাহ এর অশেষ রহমতে তাহাকে কোরবান দিলাম।

নিজের পালা গরু কোরবানি দিতে গেলে চোখ দিয়ে পানি চলে আসলেও আল্লাহ এর খুশির জন্য চিন্তা করলে আবার ঠিক হয় যায়।

শেষ সময় তে খামার ছেড়ে ২ দিন আমার বাসায় ছিলো এতে তার গুতোগুতি আর মন খারাপ ছিলো।

তবে আমি ওর জন্য খামার থেকে খাবার নিয়ে যাওয়ার ফলে ওর খাওয়া নিয়ে কোন অসুবিধা হয় নাই।

03/06/2025

🐄✨ Afza Agro থেকে ঈদের কোরবানির জন্য দেশি গরু! ✨🐄

🌿 ১০০% প্রাকৃতিক খাবারে লালিত
💚 ইনজেকশন ও কেমিক্যাল মুক্ত
🏡 নিজের খামারে যত্ন করে পালন করা
🔍 স্বাস্থ্যবান, ফিটনেসে দুর্দান্ত, কোরবানির জন্য একদম প্রস্তুত!

🌙 ঈদের আনন্দ হোক শান্তি ও বিশ্বাসের সাথে –
বিশ্বাসযোগ্যতা, মান এবং সন্তুষ্টি – এই তিনটি আমাদের অঙ্গীকার।

📞 বুকিং ও বিস্তারিত জানতে এখনই কল করুন: 01749-147995
📍 Afza Agro – আপনার কোরবানির নির্ভরযোগ্য সঙ্গী

বিক্রির অপেক্ষায় আমাদের সুন্দর সুঠাম দেহের অধিকারী ষাঁড় গরুটি। দেখতে মায়াবী আবার কচি গরু। মাত্র ২ দাত। আধুনিক ওয়েট মে...
02/06/2025

বিক্রির অপেক্ষায় আমাদের সুন্দর সুঠাম দেহের অধিকারী ষাঁড় গরুটি।

দেখতে মায়াবী আবার কচি গরু।
মাত্র ২ দাত।
আধুনিক ওয়েট মেশিন আছে- এসে মাপতে পারবেন।
ঠিকা চাইলেও দামাদামি করে কিনতে পারবেন। 🙂

হরিণ এর মতো চামড়া তাই তাকে দেখেই আমার পছন্দ হইছিলো। যেই নিবে সেও আমার মতো খুব পছন্দ করেই নিবে।

He doesnt want to take photo 😉😉. He is sold out .ছবি তুলতে চায় না বেশ আরাম করে শেডে অপেক্ষায় ছিল কখন খাবার দিবে আর তখন...
28/05/2025

He doesnt want to take photo 😉😉. He is sold out .

ছবি তুলতে চায় না বেশ আরাম করে শেডে অপেক্ষায় ছিল কখন খাবার দিবে আর তখন তাকে শেডের বাইরে এনেছি তার মত এর বিরুদ্ধে পিক তুলছি। তাই অভিমান করে আর তাকাচ্ছে না।😂😂

বিক্রি হয় গেছে আগেই

Address

Ashulia
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afza Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category