Vet Dr. Md. Rokon-Uz-Zaman

Vet Dr. Md. Rokon-Uz-Zaman Expert in Pet medicine and surgery

★নেইল ট্রিমিং★বিড়ালের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দিষ্ট সময় পর পর নখ কেটে দেয়া বা নেইল ট্রিমিং করা বেশ গুরুত্বপূর্ণ। নখ ...
21/08/2024

★নেইল ট্রিমিং★

বিড়ালের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দিষ্ট সময় পর পর নখ কেটে দেয়া বা নেইল ট্রিমিং করা বেশ গুরুত্বপূর্ণ। নখ দিয়ে আঁচড় কাটা বিড়ালের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ। নখ বড় হয়ে গেলে বিড়াল নিজে নিজে বিভিন্ন জায়গায় আঁচড় কেটে তার নখ ছোট রাখে। আঁচড় কাটার জন্য বিড়াল সাধারণত সোফা, মেঝের কার্পেট, কার্টেইন ইত্যাদি জিনিসপত্র পছন্দ করে। এতে এসব গৃহস্থালি আসবাবপত্র অনেক সময় নষ্ট হয়ে যায়। বাসায় সোফা, কার্পেট এ আঁচড়ের দাগ দেখে সহজেই মালিকের বিড়াল প্রেমের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া এমন পেট প্যারেন্টস বা মালিক খুঁজে পাওয়া মুশকিল যার গায়ে বিড়ালের আঁচড়ের দাগ নেই। তাই গৃহস্থালি আসবাবপত্র রক্ষা ও আঁচড় থেকে ছড়ানো রোগজীবাণু থেকে নিরাপদ থাকতে নিয়মিত বিড়ালের নখ কেটে দেয়া বা নেইল ট্রিমিং করা উপযুক্ত পদক্ষেপ।

যদিও স্ক্র্যাচিং পোস্ট ব্যবহার করে বিড়ালের এ স্বভাব নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটি সবসময় কাজে দেয় না বা উপযুক্ত স্ক্র্যাচিং পোস্ট এভেইলএবলও নয়।
তবে বিড়ালের নখ কেটে দেয়ার ক্ষেত্রে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ান এর স্মরণাপন্ন হতে হবে। কেননা বিড়ালের নখ এর ধারালো অংশের কিছু উপরেই সংবেদনশীল রক্তনালী রয়েছে, যা কেটে ফেললে হিতে বিপরীত হতে পারে।

নিয়মিত নেইল ট্রিমিং (নখ কাটা) করান,আপনি ও আপনার প্রিয় প্রাণী সুস্থ্য ও নিরাপদ থাকুন।

Dr. Md. Rokon-Uz-Zaman
DVM, MS (Medicine)
BCS (Livestock), PGT (Pet Medicine & Surgery)

08/08/2024

বিড়াল এর ভ্যাক্সিনেশন:
পোষা প্রাণীর মধ্যে বিড়াল অত্যন্ত জনপ্রিয়। বিড়াল খুবই বন্ধুবৎসল প্রাণী। মানুষের সংগ বিড়ালের বেশ প্রিয়।
আমাদের প্রিয় প্রাণীটি যেন সুস্থ থাকতে পারে এজন্য নিয়মিত টিকা প্রদান জরুরি। বিড়াল ভাইরাল, ব্যাকটেরিয়াল সহ অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এদের মধ্যে এমন কিছু রোগ আছে যা বিড়ালের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এসব রোগে আক্রান্ত হওয়ার আগেই নিয়মিত তার প্রতিষেধক দেয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্লু এবং র‍্যাবিস বিড়ালের জন্য মরণঘাতী। বিড়ালের ফ্লু (Upper respiratory infection) বলতে বিভিন্ন অর্গানিজমের দ্বারা সৃষ্ট এক মারাত্মক রোগ নির্দেশ করে। এর মধ্যে ফেলাইন রাইনোট্রাকাইটিস, ক্যালসিভাইরাস প্রধানতম।

বয়স : বিড়ালের ফ্লু ভ্যাক্সিন এর ১ম ডোজ সাধারণত ৬-৮ সপ্তাহ ও ২য় ডোজ ১ম ডোজের ৩-৪ সপ্তাহ পরে দিতে হয়। এরপর প্রতি বছর বুষ্টার ডোজ করতে হয়।
বিড়ালের ১২ সপ্তাহ বয়সে র‍্যাবিসের ১ম ডোজ এরপর প্রতি বছর র‍্যাবিস ভ্যাক্সিন করতে হয়।

ভ্যাক্সিন: সাধারণত Purevax feline 4, Nobivac ভ্যাক্সিন গুলো বিড়ালের ফ্লু এর জন্য প্রয়োগ করা হয়ে থাকে। এসব ভ্যাক্সিন চার ধরণের ভাইরাসের জন্য কার্যকর। ফেলাইন প্যানলিউকোপ্যানিয়া, ফেলাইন রাইনোট্রাকাইটিস, ফেলাইন ক্যালসিভাইরাস ও ফেলাইন ক্ল্যামাইডফিলা।
র‍্যাবিসের জন্য Rabisin, Rabies ইত্যাদি ভ্যাক্সিন বাজারে এভেইলঅ্যাবল।

মাত্রা ও প্রয়োগবিধি: সাধারণত ১ মিলি ভ্যাক্সিন চামড়ার নিচে প্রয়োগ করতে হয়।

নিয়মিত আপনার পোষা প্রাণিকে টিকা দিন, সুস্থ্য ও সুরক্ষিত রাখুন, নিরাপদে থাকুন।

04/05/2024

Address

Dhap, Medical East Gate
Rangpur

Telephone

+8801750877385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Dr. Md. Rokon-Uz-Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Dr. Md. Rokon-Uz-Zaman:

Share

Category